User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Samia Tisha

      07 Mar 2025 08:06 PM

      Was this review helpful to you?

      or

      মৌরু মরিয়ম আপুর উপন্যাসগুলোর মধ্যে আমার পড়া সর্ব প্রথম উপন্যাস হাওয়াই মিঠাই। এই উপন্যাসটি পড়ার পরে আমার উপন্যাস এর প্রতি ভালোলাগা শুরু হয়। মৌরি মরিয়ম আপুর প্রতিটা উপন্যাসই সুন্দর ❤️

      By Farhana Zaman Liza

      02 Mar 2025 02:29 PM

      Was this review helpful to you?

      or

      হাওয়ায় মিঠাই বইটি যখন আমি কিনেছি, তখন আমার ফেসবুক গল্প সম্পর্কে বা ফেসবুকের গল্প লেখকদের সম্পর্কে কোন ধারনাই ছিলনা। আমি যেহেতু বই কিনে পড়ি, এমন কি পিডিএফ পড়তেও খুব একটা পছন্দ করি না, তাই ফেসবুকের নিয়মিত বাসিন্দা হয়েও আমার কাছে বিষয়টি অজানা ছিল। হঠাৎ বই সম্পর্কিত একটি গ্রুপে দেখলাম ‘হাওয়াই মিঠাই’ নিয়ে খুব আলোচনা-সমালোচনা চলছে। আমি তখন রকমারি থেকে বেশ কিছু বই কিনছি। কি মনে করে ভাবলাম এই বই নিয়ে এতো আলোচনা কেনো? কিনে দেখি। আমি কোন আলোচনা-সমালোচনা না পড়েই বইটি কিনেছি। গল্পটা পড়ার পর জানতে পারলাম লেখিকা ফেসবুকে গল্প লিখতেন, সেখান থেকেই এই গল্প ভাইরাল হয়েছে। আমি বুঝতে পারলাম যারা তার গল্প পড়ে বইটি ভাইরাল করেছে, তারা সবাই টিনএজ। তা না হলে এই গল্প এতো ভাইরাল হবার কথা নয়। এতো আবেগ শুধুমাত্র টিনএজদেরকেই মানায়। বাস্তব জীবনে তা কখনো সম্ভব নয়। পুরো অবাস্তব একটা কাহিনী মনে হয়েছে আমার দৃষ্টিতে। লেখিকার লেখার হাত ভালো। কিন্তু গল্পের কাহিনী বা গাথুনি ভালো লাগে নি। সব মিলিয়ে পারসোনাল রেটিং ২/৫।

      By Masud Rana

      17 Dec 2024 05:07 PM

      Was this review helpful to you?

      or

      এক কথা মন মুগ্ধ কর একটি বই।

      By Touhidul Islam Mithun

      18 Mar 2024 05:32 PM

      Was this review helpful to you?

      or

      this book is nice

      By Tanjina Naznin Athoi

      19 Feb 2024 10:54 PM

      Was this review helpful to you?

      or

      সুন্দর ছিমছাম একটি বই!

      By Tania Akter

      26 Jan 2024 04:33 PM

      Was this review helpful to you?

      or

      onk vlo.akta boi

      By SM Raghib Shahriar

      14 Jul 2023 08:27 PM

      Was this review helpful to you?

      or

      ফেসবুকের গল্প হলেই ভালো থাকতো বেশি।

      By Rohan kabir

      13 Jun 2023 07:58 PM

      Was this review helpful to you?

      or

      অসম্ভব সুন্দর একটি বই!

      By masud murad

      12 Feb 2023 04:09 PM

      Was this review helpful to you?

      or

      বুক রিভিউ বইয়ের নাম:হাওয়াই মিঠাই লেখক:মৌরি মরিয়ম রিভিউ লেখক: মাসুদ হাসান প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২০ প্রচ্ছদ:চারু পিন্টু এবং লেখিকা প্রকাশনী: অন্যধারা প্রকাশক: মো. মনির হোসেন পিন্টু মুদ্রিত মূল্য:৩৪০ টাকা পৃষ্ঠা সংখ্যা:১৭৫ আসসালামু আলাইকুম নামকরণ: হাওয়াই মিঠাই নামটা দেখে প্রথমে বুঝতে পারি নাই আসলে কেন লেখিকা এই নাম টা পছন্দ করল? উপন্যাস পড়ার পর বুঝতে সক্ষম হই কেন লেখিকা এই নাম টা পছন্দ করল। বইয়ের প্রতিটি পৃষ্ঠা পড়ার সাথে সাথে মনে হয়েছে লেখিকা উপন্যাসের নাম হাওয়াই মিঠাই করেছে যা এই উপন্যাসের জন্য একদম উপযুক্ত নাম তাই উপন্যাসটি পড়া শুরু না করলে হয় তো এর নামকরণে যথার্থ বুঝতে পারা যাবে না। প্রচ্ছদ : বইয়ের প্রচ্ছদ নিয়ে আমার কিছু বলার নাই, কারন সত্যি প্রচ্ছদ টা মন কেড়ে যাওয়ার মতো। প্রচ্ছদের মধ্যে যেন বই টার গোপন রহস্য উঠে এসেছে, যেটার মাধ্যমে পাঠকে রা বই টা পড়তে আগ্রহ প্রকাশ করবে। একজন লেখক কত কিছু চিন্তা করে তার বইয়ের প্রচ্ছদ করেছেন। যেমন টা হাওয়াই মিঠাই এর প্রচ্ছদ, যা দেখলেই বুঝা যায়। বইটির বৈশিষ্ট্য: বই টি রোমান্টিক ধাঁচের একটা স্বয়ংসম্পূর্ণ উপন্যাস। যেখানে হাসি, কান্না, মান-অভিমান , প্রেম ভালোবাসা, পারিবারিক বন্ধন সব মিলে একটা মশলাদার কাহিনি, যা পড়লে সবার মধ্যে আলাদা ভালো লাগার অনুভুতি তৈরি হয় যা অনন্তকাল বেঁচে থাকবে পাঠকের হৃদয়ে। আর একটা দিক সুন্দর ভাবে তুলে ধরেছেন সেটা হলো অতীতের কাহিনি আর বর্তামান কাহিনির সংমিশ্রণ। যার জন্য উপন্যাস টি আলাদা ভাবে মন কেড়েছে। শিক্ষা মূলক দিক: বই টি তে অনেক শিক্ষা মূলক কথা আছে যা উপন্যাসের নায়ক তার নায়িকা কে বলেছে। যেটা বাস্তব জীবনে হয় তো সবার কাজে লাগবে। উপন্যাস টি পড়লে হয় তো আপনারাও সে সব জানতে পারবেন। মন্দ লাগা: মন্দ লাগার মত কোন কিছু বই টিতে খুঁজে পাইনি। কাহিনী সারসংক্ষেপ : উপন্যাস টি শুরু হয় মীরা নামের একটা প্লে গার্ল এবং গুন্ডি টাইপ মেয়ে কে নিয়ে। যে অনেক প্রেম করে এবং ভার্সিটি ক্যাম্পাসে গুন্ডামী করে বেড়ায়। ভার্সিটির ত্রাস হিসেবে পরিচিত। মীরা নাম শুনলেই সবাই ভয়ে অস্থির। মীরা হলো এই উপন্যাসের প্রাধান চরিত্র। যাকে নিয়ে এই উপন্যাস টি লেখা। কিন্তু মীরা তো এমন ছিলো না। মীরা ছিলো আতেল টাইপ এবং বোকা একটা মেয়ে। যে পড়াশুনা ছাড়া কোন কিছুই বুঝতো না কিন্তু হঠাৎ তার বান্ধবী ত্রিষার মাধ্যমে রং নাম্বারে পরিচয় একটা ছেলের সাথে। ছেলেটির নাম রাফি। ছেলে টি হলো, অনেক তো বললাম বাকি টা আপনারা উপন্যাস টি পড়লে বুঝবেন। আমি যদি সব বলি তাহলে তো আর আপনারা মজা পাবেন না। সেই চিরো চেনা প্রেম। আট দশটা প্রেমের মত তাদের প্রেমও শুরু হয় পরিবারের অজান্তে। তার পর হঠাৎ কোন কারন ছাড়া বিচ্ছেদ। কিন্তু কেন?? দীর্ঘ বিচ্ছেদ, মীরার পাগলামো, তার বদলে যাওয়া রাফির জন্য দীর্ঘ প্রতিক্ষা। সব জানতে পারবেন উপন্যাস টা পড়লে। "কেটেছে একেলা বিরহের বেলা আকাশকুসুম-চয়নে। সব পথ এসে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে।" কবি গুরুর রচিত এই কয়েকটা লাইন হয় তো মীরার জীবনে প্রতিফলিত হয় রাফির সাথে বিচ্ছেদের বেলায়, তবু সে হাল ছেড়ে দেয় নি, কারো কথা কানে তোলে নি কারন মীরার কথা হলো, তোমরা যতই বলো সে দিয়েছে আমায় ফাঁকি আমি কিন্তু তার‌ই অপেক্ষায়, কিছুটা ভালোবাসা যে এখনো আছে বাকি... হুম ভালোবাসা বাকি ছিলো মীরার তাই হয় তো তার প্রতিক্ষার অবশান ঘটছিলো। কিন্তু কি হইছিলো সব টা জানতে অবশ্যই পড়তে হবে উপন্যাস টি লেখিকা কে নিয়ে কথা:লেখিকা উপন্যাস টি তে যতটা সম্ভব বাস্তবতার ছোঁয়া দিতে চেয়েছেন।যার জন্য লেখিকা অনেক সাধনা ও পরিশ্রম করেছেন। যা আমরা হাওয়াই মিঠাই পাঠ করে বুঝতে পেরেছি। লেখিকা অনেক পরিশ্রমের মাধ্যমে ২০১৭ সালে উপন্যাসটি লিখা শুরু করে ফেসবুকে ধারাবাহিক ভাবে পোষ্ট করতেন কিন্তু কিছু পর্ব লেখার পর লেখিকা লেখা বন্ধ করে দেন। পাঠকদের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটায়ে তিন বছর পর ২০২০ সালে তিনি আবার নতুন করে লিখা শুরু করলেন এবং পাঠকের জন্য বই আকারে প্রকাশ করলেন। ভালো মানের একজন পাঠক প্রিয় লেখিকা মৌরি মরিয়ম। তাকে নিয়ে লিখতে গেলে হয় তো পাতার পর পাতা যাবে তবুও লেখা শেষ হবে না। তাকে নিয়ে লেখার মত যোগ্যতা হয় তো নাই আমার তবু বলব তিনি একজন ভালো লেখিকা। পাঠ প্রতিক্রিয়া :রোমান্টিক জিনিস টা আমাকে বরাবরে মুগ্ধ করে। আপনার কোন বই এখন পর্যন্ত পড়া হয় নাই। ছোট বোন আনিকা আকবর আলফির মাধ্যমে এই হাওয়াই মিঠাই বই টি আমার হাতে আসে। তার মাধ্যমে আপনার বই পড়ার ইচ্ছা টা কিছু টা পুরন হলো। সেই জন্য তার একটা ধন্যবাদ পাওনা রইলো। সব বই পড়ার সুপ্ত অনেক ইচ্ছা মনের মধ্যে বেড়ে উঠতেছে, তার মধ্যে হাওয়াই মিঠাই বই টি পিপাসিত মানুষের কাছে এক ফোঁটা পানির মত লাগলো । যে টা আপনার বই আরো পড়ার অদম্য ইচ্ছা জাগলো। একান্ত নিজেরে মতামতে বলতে পারি আপনার লিখা আমার কাছে সার্থক। আমার মতো অনেক পাঠকের কাছে ও হয়তো আপনার লিখা সফল। এই ধারাবাহিতা আপনি এভাবে নতুন কিছু উপহার দিবেন পাঠকদের। হাওয়াই মিঠাই সবার প্রিয় হোক এই প্রত্যাশা। সবার মুখে মুখে ছড়িয়ে পড়ুক হাওয়াই মিঠাই এর নাম। পরবর্তী বইয়ের জন্য শুভ কামনা। ইনশাল্লাহ একদিন লেখিকার সব বই আমি পড়ে শেষ করব। আপনি আমার প্রিয় লেখিকাদের মধ্যে একজন । এইভাবে লিখে যান। শুভ কামনা রইলো প্রিয় লেখিকার জন্য। যারা যারা এখনো হাওয়াই মিঠাই পড়েন নাই পড়ে নিয়েন সত্যি অসাধারণ একটা বই। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। রেটিং: বই টি মানের দিক দিয়ে ১০/১০ দেবো। নিজের মতামত এটি।

      By Hujai Faa

      10 Nov 2021 06:59 AM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ

      By Nahida Afrin Masuma

      08 Sep 2021 07:10 PM

      Was this review helpful to you?

      or

      very nice

      By Zarin Tasnima Piu

      23 Aug 2021 10:46 PM

      Was this review helpful to you?

      or

      অনেক সুন্দর। আমার খুব ভাল লেগেছে।মীরাকে অনেক ভাল লেগেছে।

      By Sazzad

      08 Aug 2021 12:10 PM

      Was this review helpful to you?

      or

      khuboi valo ekta boi.. ami eita amar priyo manus k upohar diye disi jate se valobasa shikte pare

      By Md. Habibur Rahman

      19 Mar 2021 07:52 AM

      Was this review helpful to you?

      or

      Wow

      By Sakibul Alam

      04 Feb 2021 12:38 PM

      Was this review helpful to you?

      or

      GOOD

      By Md. Imriaz Uddin

      19 Jan 2021 01:01 AM

      Was this review helpful to you?

      or

      Haowai Mithai... :P

      By Irtiza Sayeed

      17 Jan 2021 08:13 PM

      Was this review helpful to you?

      or

      ভাল বই সবাই পড়ে দেখুন ....

      By Anabiya Islam Nur

      16 Dec 2020 02:17 PM

      Was this review helpful to you?

      or

      এক টুকরো ভালোবাসা ?

      By Lovely Jaman

      29 Nov 2020 09:26 PM

      Was this review helpful to you?

      or

      অসম্ভব সুন্দর একটি গল্প।

      By Shamma Adiba

      23 Oct 2020 12:38 PM

      Was this review helpful to you?

      or

      Ato oshadharon akta bhalobashar golpo ato shundor onubhutir bhitor diye giyechi golpota porar shomoy je exam er majhkhane pora baad diye badho howe porlam boita prematal er por ei golpo ta amr shobchaite beshi bhalo laglo

      By HaFsa IsLam

      19 Mar 2021 12:04 PM

      Was this review helpful to you?

      or

      প্রচুর মন খারাপ ছিল। বইটা পড়াতে মন টা হাওয়াই মিঠাইয়ের মত ভালো হয়ে গেছে। অনেক ভালো লাগছে।

      By fardin hasan

      14 Jan 2021 06:52 AM

      Was this review helpful to you?

      or

      খুব সুন্দর সাজানো গোছানো একটি গল্প।

      By Samina Tabassum Tanha

      31 Oct 2020 02:30 AM

      Was this review helpful to you?

      or

      Please make your book price less...

      By Nusrat Jahan Antora

      28 Sep 2020 02:39 PM

      Was this review helpful to you?

      or

      হাওয়াই মিঠাই: ভালবাসা শুধু একটা অনুভূতির নাম না একটা অদ্ভুত দীর্ঘস্থায়ী আবেগ যা মৃত্যুর আগে পর্যন্ত নীরব অশ্রুবিন্দুর কারণ...হয়তো দুষ্টামি কিংবা প্রেম অথবা বন্ধুত্ব আবার ম্যাজিকাল একটা ভাল লাগা থেকে সম্পর্কের শুরু হয়... কিন্তু ভালোবাসার সৃষ্টি হতে তার থেকেও অনেক মূল্যবান কিছু দিয়ে দিতে হয় কিংবা নিয়ে নিতে হয়.. একবার ভালোবাসা জন্মে গেলে সম্পর্কে টানাপোড়েন আসুক কিংবা সম্পর্ক ভেঙে যাক কিংবা যুক্তিহীনভাবে মানুষটাই অদৃশ্য হয়ে যাক.....ভালোবাসার অনুভূতিগুলোর বহিঃপ্রকাশ থেমে গেলেও স্বয়ং বিবেকও পারেনা ভালোবাসা টাকে অন্তর থেকে গায়েব করে ফেলতে.... মধ্যবিত্ত একটা পরিবারে হুট্ করে বড় কোন টান পড়লে পুরো পরিবারটাই যেন মুষড়ে পরে...না সইতে পারা যায় না কারো কাছে হাত পাততে সাহস হয়....কারণ আত্মসম্মান এর থেকে দামী আর কিছুই না এসব পরিবারের মানুষদের..... জীবন এবং জীবিকার দ্বন্দ বহুদিনের ভালোবাসার সম্পর্কটাকে মুহূর্তের মাঝেই যেন ঝরে পড়া নির্জীব অপ্রয়োজনীয় ফুল এর মত তুচ্ছ করে দেয়...কিন্তু ফুলের সুবাসটা কি ভোলা যায়.... একসময় দিনরাত প্রেমে ডুবে ডুবে ভালবাসার গভীরতায় নিমগ্ন থাকা মনটা যেন আর চিন্তাও করতে চায় না যে "সে আছে কিংবা সে তার জন্য কষ্ট পাচ্ছে..." কারণ একটাই...জীবন জীবিকার অনিশ্চিত দ্বন্দ............. হাওয়াই মিঠাই শুধু একটা গল্প বা রোমান্টিক উপন্যাস না....দন্দ্ব জঞ্জালে ভরা কিছু নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি যা আশেপাশে তাকালে অনেক মধ্যবিত্ত পরিবারেই মিল পাওয়া যাবে...আর এই জঞ্জালের মধ্যেও সবথেকে বড় সত্য হল বেঁচে থাকা....বেঁচে থাকার লড়াই করা...একটু ভাল থাকতে চাওয়া একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা........ আর ভালোবাসার পরিণতি কি হয় তা সময়ই বলে দেয়

      By Aurin Saha

      22 Sep 2020 07:11 PM

      Was this review helpful to you?

      or

      অনেক সুন্দর একটা বই।

      By Atia Tahira

      15 May 2021 06:52 PM

      Was this review helpful to you?

      or

      Apu r pora first boi. khub valo lage tar lekha porte.

      By Md.Istiak Jaman Akanda

      25 Sep 2020 09:46 PM

      Was this review helpful to you?

      or

      না যেন মিলিয়ে যায়, এমন হাওয়াই মিঠাই??

      By Sharmin Afroz

      11 Sep 2020 08:30 PM

      Was this review helpful to you?

      or

      রাফির হাওয়াই মিঠাই কে ছুঁয়ে দেওয়ার অপেক্ষায়?

      By Kamrul Hasan

      26 Feb 2021 07:41 AM

      Was this review helpful to you?

      or

      আমি হতাশ আর ক্লান্ত এই বই পড়ে। আজকাল এমন বইও পাবলিক খাচ্ছে। মৌরি মরিয়মের প্রথম বই ট্রাই করতে চেয়েছিলাম কিন্তু আমি প্রথমটাতেই হতাশ হয়েছি। খুব নিন্মমানের হয়ে গেছে লেখাগুলো।

      By আরিয়ান শুভ

      27 Sep 2020 02:43 PM

      Was this review helpful to you?

      or

      ক্ষান্ত দিন ম্যাডাম। এসব সস্তা কাহিনী আর কত? কন্টেন্টে মনোযোগ দিন। মানে কী ভাই এগুলো! এসব গল্প ফেসবুকে দিন সেই অবধি ই ঠিক আছে। দয়া করে বাংলা সাহিত্যের দুই মলাটে এসব ঢুকিয়ে সাহিত্যের অমর্যাদা করবেননা। আর পাঠক, অনুগ্রহ করে সেলেব্রিটির নাম দেখে বই না কিনে বইয়ের কন্টেন্ট দেখে বই কিনুন। আন্ডাররেটেড ভালো লেখকদের বই কিনুন। তাদের সাহায্য করুন।

      By Sakib

      26 Sep 2020 07:15 PM

      Was this review helpful to you?

      or

      গতকাল রাতে পুরো বইটি পড়লাম । মুগ্ধ হয়ে শুধু বইটি পড়েছি । একটি মেয়ে, মীরার রাফিকে খুঁজে পাওয়ার জার্নি বইটিতে সবকিছুর রসদ ভালো ভাবে আছে । বইটি অসাধারণ লেগেছে আমার ।

      By showrov islam

      10 Sep 2020 09:52 AM

      Was this review helpful to you?

      or

      আরও একটি বস্তাপঁচা সস্তা কাহিনীর বই

      By Ashish Noisorgo

      24 Sep 2020 06:04 PM

      Was this review helpful to you?

      or

      মৌরি মরিয়ম.... আপনার লিখা এসব স্টার জলসার সিরিয়ালের কাহিনী গুলো ফেসবুকে পর্ব আকারে দেয়াই ভাল ছিল। শুধু শুধু এগুলোকে বই আকারে বের করে বাংলা সাহিত্য প্ল্যাটফর্মটাকে নষ্ট করছেন। বর্তমান আধুনিক প্রেমে প্রেমিক- প্রেমিকা পার্কে এবং রেস্টুরেন্টে কি সব করে তা আমাদের জানা। ফেসবুক মেসেন্জারের প্রেম। এসব বিষয় কেন সাহিত্যে আসবে? সাহিত্যের প্রেম কি বাস্তবিক প্রেমের মত আধুনিক? সস্তা? নষ্ট? প্রশ্ন থেকে যায়! এসব বিষয়কে সাহিত্য এনে রোমান্টিক উপন্যাসের ট্যাগ লাগাবেন না প্লিজ! তবুও পরিশেষে আপনাকে অভিনন্দন। আপনি এত এত কষ্ট করে বই লিখছেন- যা আমার মত সামান্য একজন সমালোচকের পক্ষে প্রায় অসম্ভব। আপনি এগিয়ে যান। দয়া করে শুধুমাত্র রোমান্টিক উপন্যাসের নামে স্টার জলসার সিরিয়ালের সংলাপ এবং নাট্যকাহিনী এড়িয়ে যাবেন।

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!