User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আয়মান আল জাওয়াহিরিকে নিয়ে লেখা কিতাবটি তথ্যবহুল এতে সন্দেহ নেই। কিন্তু অনুবাদক খুব বেশি সম্ভব ইংরেজি অনুবাদ থেকে বাংলায় অনুবাদ করেছেন। সরাসরি আরবি থেকে করলে আরও ভালো হতো। মিশরিয়রা ওদের নাম ইংরেজিতে একটু ভিন্নভাবে লিখে থাকে। যেমন আব্দুলকে তারা "আব্দেল" লিখে। আরবি জানা ব্যক্তিদের কাছে কারও নাম আব্দেল উচ্চারণ করাটা একটু বিরক্তিকর। নামগুলির ক্ষেত্রে অরিজিনাল আরবি নাম আমরা যেভাবে বলি বা আরবরা যেভাবে বলে সেটা উল্লেখ থাকলে অনুবাদ আরও ভালো হতো।
Was this review helpful to you?
or
জাওয়াহিরি কে, মিসরের ইস্লামিক জিহাদ নেতা কিভাবে আলকায়েদার নেতা হলো, মিসরের ইস্লামিক জিহাদ, আলকায়েদা ও তালেবান কিভাবে এক হলো, জাওয়াহিরির সাথে অন্যদের দন্ধ কি নিয়ে এরকম অনেক বিষয় নিয়েই বইটি।
Was this review helpful to you?
or
ওসামা বিন লাদেনের পরিবার মিডিয়ার সামনে এসে প্রকাশ্য ওসামাকে ত্যাজ্য করেছিল। আর জাওয়াহিরির পরিবার এখনো তাঁকে ভালো মানুষ হিসেবেই জানে এবং এই পরিণিতির জন্য সরকারকেই দায়ী করে। মিশরের প্রভাবশালী এক পরিবারের সন্তান জাওয়াহীরির অনেক অজানা জানতে পারলাম।
Was this review helpful to you?
or
authentic book
Was this review helpful to you?
or
অনেক দিনের ইচ্ছে ছিল উনাকে নিয়ে জানার। এই বইটি পড়ে সেই ইচ্ছা পুর্ণতা পেল। বইটির তথ্য সত্যই মনে হলো।
Was this review helpful to you?
or
শুরুতে যে দুজনের ভূমিকা উল্লেখ করা হয়েছে তাদের সাথে লেখকের মতাদর্শিক এবং বই রচনার দৃষ্টিভঙ্গিতে মিল নেই । সম্ভবত এই ভূমিকা দুটি মূল আরবি বইয়ে নাই ।ইংলিশ অনুবাদে যুক্ত করা হয়েছে । বইটিতে মিশরের ইসলামী আন্দোলন এবং জিহাদী আন্দোলনের নির্দিষ্ট কিছু দিক উঠে এসেছে । তবে মূল ফোকাস ছিল জাওয়াহিরি সাহেবের দৃষ্টিভঙ্গি , কার্যক্রম ও এর ফলাফলের সমালোচনা এবং লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গির যৌক্তিকতা যেটার ব্যাপারে জাওয়াহিরি সাহেব তার নিন্দা করেছিলেন । সমালোচনামূলক বই হলেও জাওয়াহিরি সাহেবের প্রতি লেখকের ঐকান্তিক ভালোবাসা ও সম্মান এবং ইসলামী আন্দোলনের সাফল্যের তীব্র আকাঙ্ক্ষা লেখায় স্পষ্ট । অনুবাদ সুন্দর তবে কিছু জায়গায় শব্দ চয়নে মনে হয়েছে লেখকের ভাবাবেগ ও দৃষ্টিভঙ্গি চাপা পড়েছে । এছাড়াও কিছু আরবি শব্দের আক্ষরিক অনুবাদ করা হয়েছে । যেমন সালাফে সালেহীন ইত্যাদি । অনুবাদক সম্ভবত সরাসরি ইংলিশ থেকে অনুবাদ করেছেন। কিন্তু মূল বইটি আরবি হওয়ায় অনুবাদে শব্দচয়নগত যথেষ্ট অসামঞ্জস্যতা আছে বলে মনে হচ্ছে। বিশেষ করে আরবি নাম গুলোর ইংলিশ উচ্চারণ বাংলায় লিখায় কাঠিন্যতা সৃষ্টি হয়েছে ।
Was this review helpful to you?
or
বইটি পড়তে পারেন, আমি পড়ে অনেক কিছু জানতে পেরেছি
Was this review helpful to you?
or
রকমারি বরাবরি আমার কাছে বেষ্ট
Was this review helpful to you?
or
বিন লাদেনের নাম শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তাঁর সম্পর্কে ভুল/সঠিক অনেক তথ্যই আমাদের জানা আছে। কিন্তু যেই মানুষটি জীবিতাবস্থায় বিন লাদেশের পরামর্শক হিসেবে কাজ করেছে এসেছেন, এবং ওসামার মৃত্যুর পর তাঁর সংগঠনের হাল ধরেছেন, সেই জাওয়াহিরিকে নিয়ে আমাদের তেমন কোনো জানাশুনা নেই। অনেকেই হয়তো জাওয়াহিরির নামটাই শুনেন নি। আর জাওয়াহিরিকে নিয়ে তেমনভাবে জানার সুযোগও হয়নি হয়তো অনেকের। তাই যারা বিন লাদেনের এই মাস্টারমাইন্ড সম্পর্কে জানতে চান, তাদের জানার ক্ষুদা অনেকটাই নিবারন করতে সক্ষন জায়াতের লিখা এই বইটি। পাশাপাশি আপনি মধ্যপ্রাচ্যের ইসলামি রাজনীতির অনেক অজানা বিষয় জানতে পারবেন এই বইটি থেকে। সবাইকে পড়ার আমন্ত্রন জানিয়ে এখানেই শেষ করলাম। হ্যাপি রিডিং।
Was this review helpful to you?
or
মিশর থেকে কট্টরপন্থি জিহাদী মুভমেন্টকে সারা বিশ্বে চহড়িয়ে দেওয়ার গুরু এই লোক। বই থেকে অনেক কিছুই জানলাম।
Was this review helpful to you?
or
ওসামা বিন লাদেনকে মানুষ যতোটা চেনে জাওয়াহিরিকে ততোটা চেনে না। অথচ ওসামা বিন লাদেনকে কট্টরপন্থী বানানোর কারিগর এই জাওয়াহিরি। অনেকে মনে করেন ৯/১১ এর মাস্টারমাইন্ডও জাওয়াহিরি। এই মানুষটি সম্পর্কে জানার আগ্রহ থেকেই বইটি কেনা। হতাশ হইনি।
Was this review helpful to you?
or
onek ojana tottho janlam
Was this review helpful to you?
or
মুনতাসির আল যায়াত জামা আল ইসলামিয়ার সাবেক সদস্য। বর্তমানে একজন আইনজীবি হিসেবে কাজ করছেন। জাওয়াহিরির সাথে একসাথে জেল খেটেছিলেন। বইটি সারাবিশ্বে জিহাদী আন্দোলনগুলোর অনেক ভিতরের খবর জানাবে। পড়তে পারেন। ভালো বই
Was this review helpful to you?
or
অনেক অজানা জানলাম
Was this review helpful to you?
or
sundor alochona
Was this review helpful to you?
or
অনেক অজানা তথ্য জেনেছি। ইসলামি আন্দোলনের যেকোনো কর্মীর জন্য জানা দরকারী। গবেষকদের জন্যেও উপকারী
Was this review helpful to you?
or
এমন কিছু তথ্য উঠে এসেছে যা অন্য কোনো বইয়ে নেই। বইটি জাওয়াহিরির সমালোচনা করে লেখা হলেও ব্যক্তি জাওয়াহিরির অনেক প্রশংসাও করেছেন। যেহেতু লেখক খুব কাছ থেকে দেখেছেন তাই সত্য বলে ধরে নেওয়া যায়।
Was this review helpful to you?
or
অনেক অজানা জানলাম বইটি পড়ে।
Was this review helpful to you?
or
বিন লাদেনের ডান হাতের গল্প। নামকরণটা পারফেক্ট। বইটি পড়ুন অজানাকে জানুন
Was this review helpful to you?
or
আপনার শত্রুদের মনস্তত্ব না জানলে আপনি জয়ী হতে পারবেন না। বইটি সন্ত্রাসবাদ নিয়ে কাজ করছে এমন যেকারো জন্য দরকারী বই।
Was this review helpful to you?
or
আপনি যদি আল-কায়েদাকে পরাজিত করতে চান তবে এর মনস্তত্ব জানতে হবে। বইটি আল কায়েদার মাথা নামে পরিচিত জাওয়াহিরি মনস্তাত্ত্বিক জীবনী নিয়ে। এই সিরিজটি অনেক আগে দেখেছিলাম, জিয়াদ্দিন সরদারও যুক্ত আছেন এই সিরিজটি নিয়ে। ক্রিটিক্যাল স্টাডিজ অন ইসলাম। খুবই দরকারী একটি বই।
Was this review helpful to you?
or
ভয়ঙ্কর এই জঙ্গিনেতাকে নিয়ে জানার আগ্রহ ছিল। বইটির তথ্যগুলো অথেনটিক মনে হচ্ছে। অনুবাদ বেশ সাবলীল। বইয়ের কোয়ালিটিও ভালো। পেপারব্যাক বইটি পড়তে বেশ আরাম লেগেছে। ধন্যবাদ
Was this review helpful to you?
or
আইমান আল জাওয়াহিরি। বিন লাদেনের মৃত্যুর পর থেকেই আল-কায়েদার সর্বোচ্চ নেতৃত্বের আসনে আছেন এই শান্তশিষ্ট চেহারার এই মানুষটি। বর্তমানে পৃথিবীর মোস্ট ওয়ান্টেড ব্যক্তিদের মাঝে তিনি অন্যতম। বিশ্ব রাজনীতিতে জাওয়াহিরি খুব গুরুত্বপূর্ণ একটি নাম। কিন্তু আমরা কতোটুকোই বা জানি এই লোকটি সম্পর্কে ? বলতে গেলে আমাদের জ্ঞান এই বিষয়ে শূণ্যের কোঠায়। অবাক করা ব্যাপার হলো ওসামা বা আল-কায়েদা নিয়ে ভুরি ভুরি বই লেখা হলেও এই লোকটি সম্পর্কে তেমন বেশী কিছু তথ্যই আপনি পাবেন না। ফাইনালি মিশরের এক আইনজীবী মুনতাসির আল জায়াত জাওয়াহিরিকে নিয়ে দ্য রোড টু আল-কায়েদা বইটি লিখেন, তিনি জাওয়াহিরির পূর্বপরিচিত। বইটিতে জাওয়াহিরির মনস্তাত্ত্বিক জীবনী আলোচনার পাশাপাশি মধ্যপ্রাচ্যের ইসলামি রাজনীতির অনেক গুরুত্বপূর্ন দিক নিয়ে আলোচনা করেছেন লেখক মুনতাসির আল জায়াত। আশাকরি এই বইটি আপনাকে জাওয়াহিরি সম্পর্কে জানার ক্ষুদা অনেকটাও নিবারন করতে পারবে। হ্যাপি রিডিং।
Was this review helpful to you?
or
যাদের জাওয়াহিরিকে নিয়ে আগ্রহ আছে তাদের জন্য এটা এক অমূল্য রতন। আমার মনে হয়না জাওয়াহিরিকে নিয়ে এর থেকে তথ্যবহুর আর কোনো বই আছে। আর অনুবাদ খুবই সাবলিল। রেটিং - ৯/১০
Was this review helpful to you?
or
জাওয়াহিরি মোস্ট ওয়ান্টেড ব্যাক্তিদের একজন। অথচ তাঁর সম্পর্কে জানার মতো বই ছিল না বললেই চলে। যদিও বইটি মন্সতাত্ত্বিক জীবনি কিন্তু এই বইটি জঙ্গি দলগুলোর উপত্তি নিয়েও অনেক আলোচনায় ভরা। বইটি যেকোনো গবেষক এবং ইসলামী জঙ্গিগোষ্ঠীগুলোকে নিয়ে আরো জানার আগ্রহ থাকা ব্যাক্তিদের জন্যা সহায়ক।
Was this review helpful to you?
or
ওসামা বিন লাদেনকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিলেন এই ডাক্তার। মিশরের সম্ভ্রান্ত পরিবারে জন্ম হলেও বর্তমানে মোস্ট ওয়ান্টেড ব্যাক্তিদের একজন। জিহাদী দলগুলো সারাবিশ্বে প্রভাবশালী হওয়ার পিছনে এই ব্যাক্তির অবদান অনেক। এই বইটি পড়লে অনেক কিছু জানা সম্ভব হবে।