User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
পৃথিবীর ইতিহাসে সকল ধর্মের ব্যক্তিরাই তাঁদের কর্মকাণ্ডের জন্য স্মরণীয়-বরণীয় হয়ে আছেন। সকলের মধ্যে মানুষ হিসেবে, শাসক হিসেবে, বীর হিসেবে, অভিভাবক হিসেবে, শক্তিমান অথচ ন্যায়পরায়ণ বিচারক হিসেবে, আরও আরও যাই বলি না কেনো সবকিছু মিলায়ে হযরত ওমর রা. এর শ্রেষ্ঠত্ব অনস্বীকার্য। তার শ্রেষ্ঠত্বের জন্য শ'খানেক উদাহরণ দেয়া সম্ভব। মিশরীয় লেখক-আলোচক ও দাঈ ড. রাগিব সারজানি লিখিত ইতিহাস নির্ভর "রুহামাউ বাইনাহুম" বইখানি থেকে ১টি উদাহরণ তুলে ধরা হলে বিষয়টির গভীরতা উপলব্দি করা সম্ভব। "হজরত উমর রা. একদিন কোথাও যাচ্ছিলেন। তখন রাস্তায় এক বাড়ির দরজার সামনে একজন বৃদ্ধ ব্যক্তিকে ভিক্ষা করতে দেখলেন। অতি বৃদ্ধ, অন্ধ। তখন তিনি পেছন থেকে তার বাহু ধরে বললেন, আপনি কোন শ্রেণির আহলে কিতাব? বৃদ্ধ লোকটি বললেন, ইহুদি। উমর রা. বললেন, আপনার এভাবে ভিক্ষা করার কারণ কী?! বৃদ্ধ লোকটি বললেন, আমার জিযিয়া আদায় করতে হয়। আবার অভাবও রয়েছে। সেই সাথে বয়স বেড়ে গিয়েছে-কাজ করে উপার্জন করতে পারি না। তখন উমর রা. বৃদ্ধ লোকটির হাত ধরে নিজের বাসস্থানে নিয়ে এলেন। বাড়িতে দেওয়ার মতো যা ছিল সেগুলো তাকে প্রদান করলেন। এরপর তিনি তাকে বাইতুল মালের পরিচালকের নিকট পাঠালেন। তাকে নির্দেশ দিলেন, তুমি তার মতো ব্যক্তিদের খুঁজে বের করো। আল্লাহর কসম, তার প্রতি ন্যায়বিচার করা হবে না, যদি আমরা তার যৌবনকাল দ্বারা উপকার লাভ করে এই বয়সে তাকে পরিত্যাগ করে রাখি। ..... এরপর তিনি তার থেকে জিযিয়া-কর রহিত করে দিলেন এবং তার মতো অন্য বৃদ্ধ ব্যক্তিদের ব্যাপারেও একই সিদ্ধান্ত গ্রহণ করলেন।" কেবলমাত্র আনুষ্ঠানিকতাই ইসলাম নয়।