User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইয়ের নাম: ইসলামিক ম্যানারস লেখক: আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ অনুবাদঃ আলী আহমাদ মাবরুর প্রকাশনী: প্রচ্ছদ প্রকাশন বিষয়বস্তু: ইসলামিক ম্যানারস ,আদব, আখলাক, চরিত্র রিভিউ করেছেন: মাহির হোসেন মেহেদী রেটিং: ৭/১০ --- রিভিউঃ [১] আচরণ — একজন মুসলিমের আসল পরিচয়। আচরণ বা শিষ্টাচার এমন এক অলংকার, যা ছাড়া মানুষের ব্যক্তিত্ব সম্পূর্ণ হয় না। পৃথিবীর যেকোনো সমাজ, যেকোনো পরিবেশেই আপনি যত শিক্ষিত, ধনী কিংবা প্রভাবশালী হোন না কেন — যদি আপনার মধ্যে উত্তম আচরণ না থাকে, তবে মানুষ আপনাকে সম্মান দিবে না, বরং অবজ্ঞা করবে। কারণ, আচরণই হচ্ছে মানুষের আসল সৌন্দর্য, আর একজন মুসলিমের জীবনের অবিচ্ছেদ্য অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন— • কিয়ামতের দিন মু’মিনের পাল্লায় উত্তম চরিত্রের চেয়ে ভারী কোনো কিছু থাকবে না।— (তিরমিজি: ২০০৩) এটা থেকেই স্পষ্ট, ইসলাম শুধুমাত্র নামাজ, রোযা, হজ, যাকাতের ধর্ম নয়; বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এই জীবনব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হলো আচরণ। যে মানুষের কথাবার্তা সুন্দর, ব্যবহার মার্জিত, যার মধ্যে বিনয়, সহানুভূতি এবং নম্রতা আছে — সেই মানুষই প্রকৃত অর্থে সমাজে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়। আচরণের মাধ্যমে একজন মুসলিমের ঈমানের পরিপূর্ণতা প্রকাশ পায়। সমাজে, পরিবারে এমনকি কর্মক্ষেত্রেও একজন মানুষের ব্যবহারের ছাপ তার পরিচয়ের চেয়ে বেশি প্রভাব ফেলে। আপনার আচরণ কেবল আপনার সত্তাকেই উপস্থাপন করে না, বরং আপনার পরিবার, আপনার পিতা-মাতা, এমনকি আপনার সন্তানদেরও সমাজে পরিচিতি গড়ে তোলে। আপনি কেমন ব্যবহার করছেন, তা আপনার কাজের মান, আপনার সম্পর্ক, এমনকি আপনার ভবিষ্যৎ প্রজন্মের মন-মানসিকতা এবং নৈতিকতার ওপর প্রভাব ফেলে। এক কথায়, আচরণ ছাড়া মানুষ — মানুষই নয়।ইসলামের দৃষ্টিতে উত্তম চরিত্র এমন এক সম্পদ, যা দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তির অন্যতম মাধ্যম। তাই আমাদের সবার উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী থেকে শিক্ষা নিয়ে নিজেদের চরিত্র গঠন করা। তার সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করা, কারণ চরিত্রহীন মানুষ কখনোই সত্যিকারের মুসলিম হতে পারে না। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সুন্দর চরিত্র, মার্জিত আচরণ এবং মহান শিষ্টাচার অর্জন করার তাওফিক দান করুন। আমিন। [২] “ইসলামিক ম্যানার্স” বইটি একজন মুসলিমের দৈনন্দিন জীবনের আদর্শ আদব-আখলাক গঠনের জন্য একটি অনন্য ও মূল্যবান গ্রন্থ। লেখক অত্যন্ত সহজ ও প্রাঞ্জল ভাষায় আমাদের জীবনের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ দিকের আদব এবং সম্মান কিভাবে বজায় রাখতে হয় তা বিশ্লেষণ করেছেন। বইটির সূচিপত্র থেকেই স্পষ্ট হয় যে, লেখক কতটা গোছানোভাবে বাস্তব জীবনের প্রয়োজনীয় বিষয়গুলো সাজিয়েছেন। বইটিতে আলোচনা করা হয়েছে — • খাওয়া-দাওয়ার আদব • দাওয়াত পেলে যথাযথ আচরণ • দরজায় অনুমতি চাওয়ার নিয়ম • কারো সাথে সাক্ষাৎকালীন শিষ্টাচার • কিভাবে দুঃসংবাদ বা সংবাদ জানানো উচিত • রুম থেকে বের হওয়ার আদব • সুন্দরভাবে কথা বলার নিয়ম • মসজিদে যাওয়ার আদব ও করণীয় • অসুস্থ ব্যক্তিকে দেখার আদব • ঘুমানোর আদব • এবং আরও অনেক কিছু। আলহামদুলিল্লাহ, বইটিতে প্রতিটি বিষয়ে কুরআন এবং সহীহ হাদিসের আলোকে সুস্পষ্ট দিকনির্দেশনা দেয়া হয়েছে। একজন মুসলিমের নৈতিক চরিত্র ও সামাজিক ব্যবহার উন্নত করতে এই বইটি আদর্শ সহচর। বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য এই বইটি পড়া অত্যন্ত প্রয়োজন, কারণ জীবনের শুরু থেকেই সুন্দর চরিত্র গঠনের ভিত্তি হলো আদব-আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন থেকে শিক্ষাগ্রহণ করে কিভাবে একজন মুসলিম আদর্শ মানুষ হয়ে উঠতে পারে, এই বই তারই বাস্তবিক নমুনা। বইটি সহজবোধ্য, হৃদয়গ্রাহী এবং অনুপ্রেরণামূলক। হাদিস সম্বলিত প্রতিটি আলোচনাই পাঠককে চিন্তা-উদ্দীপিত করে এবং বাস্তব জীবনে তা প্রয়োগের জন্য উদ্বুদ্ধ করে। একজন মুসলিমের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে আদব-আখলাকের গুরুত্ব অপরিসীম। “ইসলামিক ম্যানার্স” বইটি সেই পথের আলোকবর্তিকা। এটি শুধু পড়ার জন্য নয়, আমল করার জন্যও একটি শ্রেষ্ঠ বই। সকল মুসলিমের এই বইটি পড়া উচিত এবং এর আলোকে জীবন গড়ে তোলা উচিত। [৩] বইয়ের সবচেয়ে প্রিয় কিছু উদ্ধৃতি যা আমার হৃদয় ছুঁয়ে গেছে— •| সাইয়িদুনা উমর ইবনে খাত্তাব (রাযিয়াল্লাহু আনহু) প্রায়শই বলতেন — "প্রতিদিনই আমরা খবর পাই, অমুক অমুক ব্যক্তি মারা গেছেন। কোনো একদিন এমনও বলা হবে, উমর মারা গেছে।" (পৃষ্ঠা — ১১৬) •| আবু হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন —"মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। কাজেই তোমাদের প্রত্যেকেই যেন খেয়াল রাখে, সে কার সঙ্গে বন্ধুত্ব করছে।"(আবু দাউদ: ৪৮৩৩)( পৃষ্ঠা — ৫৩) •| রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন —"মানুষকে হাসানোর জন্য যে ব্যক্তি মিথ্যা বলে, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস।"(আবু দাউদ: ৪৯৯০)( পৃষ্ঠা — ৬১) •| লেখকের উপদেশ —"আল্লাহর নাম এত হালকাভাবে ব্যবহার করা শোভন নয়। আল্লাহর নামে শপথ করা খুবই তাৎপর্যপূর্ণ।"(পৃষ্ঠা — ৬৬) [৪] উপসংহারঃ “ইসলামিক ম্যানার্স” বইটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রের আদব-আখলাক শেখার জন্য এক অনন্য সম্পদ। একজন আদর্শ মুসলিম হিসেবে শুধু নামাজ-রোজা নয়, বরং দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজেও শিষ্টাচার ও সুন্দর আচরণ বজায় রাখা অপরিহার্য। এই বইটি সেই শিক্ষাই আমাদের সহজভাবে বুঝিয়ে দেয়। বিশেষ করে আজকের তরুণ প্রজন্মের মধ্যে আদব-আখলাকের যে শূন্যতা দেখা যায়, তা পূরণে এই বইটি হতে পারে এক মহামূল্যবান উপহার। কুরআন এবং হাদিসের আলোকে প্রতিটি নিয়ম-কানুন ও ব্যবহারের ব্যাখ্যা এই বইটিকে আরও বাস্তবমুখী ও গ্রহণযোগ্য করে তুলেছে। আমরা যদি সত্যিকারের মুসলিম হতে চাই, তবে এই বইয়ের শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করা উচিত। বইটি পড়ে শুধু জানা নয়, বরং আমল করাই মূল উদ্দেশ্য হওয়া উচিত। আল্লাহ আমাদের এই বই থেকে শিক্ষা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ জীবন গড়ে তোলার তাওফিক দান করুন।আমিন। ✍️রিভিউ করেছেন: মাহির হোসেন মেহেদী
Was this review helpful to you?
or
Best
Was this review helpful to you?
or
Masaallah
Was this review helpful to you?
or
Excellent book
Was this review helpful to you?
or
ইসলাম শুধু পাঁচ বার নামাজ বছরে এক মাস রোজা আর মাঝে মাঝে দান সদকা করা না । ইসলাম পূর্নাঙ্গ জীবন বিধান । ইসলাম প্রতিফলিত হবে আমাদের দৈনন্দিন কাজে চলাফেরায়। এই বইয়ে তেমন কিছুই আছে যা আমরা ভুলে বসে আছি যুগ যুগ ! অবশ্যই পাঠ্য আর মেনে চলার বই
Was this review helpful to you?
or
Legendary book
Was this review helpful to you?
or
kub valo book....sobar pora uchit.
Was this review helpful to you?
or
ইসলাম একটি সম্পূর্ণ জীবন-বিধান। জীবনের এমন কোনো দিক নাই যা ইসলামে আলোচনা হয়নি। পৃথিবীর সব জিনিসে প্রতিদিন নতুনত্ব আসে। কিন্তু ইসলাম চৌদ্দশত বছর আগে প্রতিষ্ঠিত হয়েও এখনও চিরনতুন। ব্যক্তির ব্যক্তিত্ব প্রকাশের একটি দিক শিষ্টাচার। এই দিককেও ইসলামে যথেষ্ট গুরুত্বের সাথে দেখা হয়েছে। শিষ্টাচার একজন ব্যক্তির চরিত্রে উৎকর্ষতা আনে, চরিত্রকে উন্নত করে। এরকম কিছু শিষ্টাচারের সংকলন 'ইসলামিক ম্যানারস'। আমাদের প্রাত্যহিক জীবনে আমরা অনেক কাজ করে থাকি, এই কাজগুলোকে যদি আরও সুন্দরভাবে উপস্থাপন করতে চায় তবে এর সাথে শিষ্টাচারের উপস্তিতি থাকাও কাম্য। এই বইটিতে এমন কিছু শিষ্টাচার ও আদবের কথা উল্লেখ আছে যা আমাদের দৈনন্দিন জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমাদের কাজের সাথে যখন শিষ্টাচার ও আদব মিলিত হবে তখন কাজগুলো সুন্দর হবে এবং সাথে সাথে আল্লাহর আদেশ ও তার রাসুল(সাঃ) এর সুন্নাহ অনুসরণের জন্য তা ইবাদতেও পরিণত হবে। শিষ্টাচার যেহেতু চরিত্রের উৎকর্ষতা আনে তাই এটি চরিত্রের মত এত বিস্তৃত নয়। যা আয়ত্বে আনতে চরিত্রের মত অধ্যাবসায় করতে হয় না। শিষ্টাচার ও আদব খুব সহজ বিষয় যা পালন করতে শুধু আমাদের একটু খেয়াল করা দরকার।
Was this review helpful to you?
or
বই গুলো অসম্ভব ভালো , সবার পড়া উচিৎ।
Was this review helpful to you?
or
কিছু বই আসলেই স্পেশাল! শুধু স্পেশাল না, একটু বেশিই স্পেশাল। তেমনই একটা স্পেশাল বই হল উস্তাদ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ- এর লেখা 'ইসলামিক ম্যানারস' বইটি। বইটি অনুবাদ করেছেন সময়ের অন্যতম পাঠকপ্রিয় অনুবাদক ও লেখক আলী আহমাদ মাবরুর ভাই। বইটি স্পেশাল কেন বললাম, এই প্রশ্নের উত্তর বইটি না পড়া পর্যন্ত বুঝতে পারবেন না। গত সপ্তাহ ধরে বইটি ব্যাগে নিয়ে সঙ্গে করে ঘুরছি। যখনই সময় পাই ব্যাগ থেকে বইটি নিয়ে একটা অধ্যায় পড়ছি তারপর নিজের জীবনের সাথে মিলিয়ে নিচ্ছি! জীবনের সাথে মেলাতে গিয়ে কখনো বলছি, আলহামদুলিল্লাহ! আমি আমার জীবনের এই সংকট কাটিয়ে উঠতে পেরেছি। আবার কোনো অধ্যায় পড়ে আফসোস করে বলছি, হায়! আমি আমার জীবনের এই দিকটা এখনো উন্নত করতে পারিনি। কিছু বই আছে, যেগুলো আপনাকে হয়ত বুদ্ধিবৃত্তিক জগতের নতুন জানালার সাথে পরিচয় করিয়ে দিবে না। তবে দৈনন্দিন জীবনের কমন জানালাগুলোর যে ছিদ্র তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। বইয়ের গেটআপ সেটআপ প্রশংসা করার মত।