User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
========= বইয়ের কাহিনী/সার-সংক্ষেপ ও পাঠ প্রতিক্রিয়া ========= “ভ্রমণ শুধু এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া নয়, এটি হৃদয় ও আত্মার এক অনন্য যাত্রা। প্রতিটি গন্তব্যে লুকিয়ে থাকে নতুন কিছু শেখার, দেখার, আর অনুভব করার সুযোগ।” ঘরকুনো বাঙ্গালীর মনে দূরে বা কাছে কোথাও ভ্রমণের কথা শুনলেই অনেকটাই অজানার আতঙ্ক ভর করে। সেখানে প্রায় ৪৫০০ কিলোমিটার দূরে অচেনা-অজানা একটি দেশে প্রথমাবারের মতো যাওয়া অবশ্যই দারুণ একটি সাহসের বিষয়ও বটে। তবে সেই দেশে লেখকের আপনজনের উপস্থিতি মাসখানকের রাশিয়া ভ্রমণ অনেকটাই হয়ে গিয়েছিলো সহজসাধ্য ও উপভোগ্য। মস্কো থেকে সেন্ট পিটাসবার্গ, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অফিস হতে রেড স্কয়ার, এমনকি রাশিয়ার শহর-গ্রামেও লেখক ঘুরে দেখেছেন আর উপভোগ করেছেন রাশিয়ার অপরূপ সৌন্দর্য। আর তুলে ধরেছেন রাশিয়ার এসব স্থান সম্পর্কিত বিভিন্ন জানা-অজানা ইতিহাস, তৎসংশ্লিষ্ট সেকাল-একাল রাজনীতি, সামাজিক অবস্থা ও সংস্কৃতি, অর্থনীতি, প্রাকৃতিক সৌন্দর্য, বিভিন্ন স্থাপনার স্থাপত্য ও নিমার্ণশৈলী ইত্যাদি। প্রতিক্রিয়া হিসেবে যদি বলি বইটি নিয়ে খুব বেশি এক্সপেক্টেশন না থাকলেও বইটি পড়ার পর ভালো লেগেছে। বইয়ের পরতে পরতে লেখক রাশিয়ার বিভিন্ন স্থাপনার শুধু বর্ণনাই দেন নাই; তার সাথে সেই স্থানের ইতিহাসও তুলে ধরেছেন ব্যাপকভাবে। সেইসব স্থানের গুরুত্ব ও সৌন্দর্যকে ব্যাখ্যা করেছেন তার নিজস্ব দৃষ্টিতে। মস্কোর ভিক্টরি পার্ক, মস্কো নদী, মস্কোর মেট্রো, লেনিনস্কি গোর্কি, রেড স্কয়ার, ক্রেমলিন, সেন্ট পিটাসবার্গ প্রায় সকল বিখ্যাত স্থানসমূহ ফুটে উঠেছে তার লেখনীর মাধ্যমে। তবে যদি বইটি শুধু ভ্রমণকাহিনী হিসেবে বিবেচনা করি তাহলে বইটি পড়ার সময় কিছু কিছু ক্ষেত্রে বিরক্তিও তৈরি করেছে। এর কারণ প্রায় সকল স্থান নিয়েই লেখকের এর পিছনের দীর্ঘ ইতিহাস বর্ণনা। ভ্রমণ কাহিনীতে সেই স্থানের ইতিহাস কিছুটা তুলে ধরাটাই স্বাভাবিক; তবে সেটা হওয়া দরকার ছিলো চুম্বক অংশের মতো। কিন্তু এখানে সেটা আমার কাছে অতিরিক্ত ও বিরক্তিকর লেগেছে। এর কারণে আমার মনে হয়েছে ইতিহাস বর্ণনার আড়ালে পারিপার্শ্বিক ও প্রত্যক্ষ বর্ণনাটাই যেন ম্লান হয়ে গিয়েছে। তাই বইটি পড়ার মাঝে মাঝেই মনে হয়েছে ইতিহাসের নিঃরস কোন পাঠ পড়ছি! তবে যাই হোক ভ্রমণকাহিনী পছন্দ করেন এমন পাঠকদের বইটি ভালো লাগবে আশা করি। প্রোডাকশনঃ বইটির প্রচ্ছদ ও বাইন্ডিং আমার কাছে মোটামুটি লেগেছে। পৃষ্ঠার কোয়ালিটিও ছিলো মোটামুটি। আর বইয়ের ভিতরে রাশিয়ার বিভিন্ন স্থানের অনেক ছবি ব্যবহার করা হয়েছে যা ভালো লেগেছে। ব্যক্তিগত রেটিংঃ ৬.৫/১০।