User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আমার পড়া অন্যতম সেরা একটি উপন্যাস দুর্গম পথের যাত্রী। মহাবীর খালিদ বিন ওয়ালিদ রা.-কে অনিন্দ্য সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে।
Was this review helpful to you?
or
বেশি ভালো উপন্যাস এটি। নির্দ্বিধায় কিনতে পারেন
Was this review helpful to you?
or
===== কাহিনী সংক্ষেপ ===== শেষ নবী ও সর্বশ্রেষ্ঠ রাসূল হজরত মোহাম্মদ (সাঃ) এর জীবদ্দশায় ইসলামের আলো আরবের চারিদিকে ছড়িয়ে দেয়া এবং বিভিন্ন দেশ ও অঞ্চল ইসলামের সুশীতল ছায়ায় আনার জন্য যে বীরেরা সবচেয়ে অগ্রগণ্য ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন খালিদ বিন ওয়ালিদ। যাকে ভূষিত করা হয়েছে কখনো মহাবীর, কখনো সাইফুল্লাহ, তিনি যুদ্ধে যেমন ছিলেন অপরাজেয় তেমনি তার মতো চৌকস সেনাপতি ইসলামের ইতিহাসে ছিলো হাতে গোণা। কিন্তু তিনি নিজেও প্রথম সৈনিক জীবনে ছিলেন ইসলামের ঘোরতর বড় শত্রু; চেয়েছিলেন রাসূল হজরত মোহাম্মদ (সাঃ) হত্যা করে নিজের হাত রক্তে রঞ্জিত করতে! কিন্তু সেই ইসলাম বিরোধী ঘোর শত্রুকেই আল্লাহ দিলেন ইসলামের নূরের ছোঁয়া। ঘোর শত্রুকে বানিয়ে দিলেন মহানবীর প্রাণপ্রিয় বন্ধুতে। কিন্তু কেমন ছিল ঘোর শত্রু থেকে খালিদ বিন ওয়ালিদের বন্ধু হওয়ার দিনগুলো? তার ইসলামের আলোয় ফেরার গল্পগুলো যেমন রোমাঞ্চকর ঠিক তেমনি আশা জাগানিয়া। ===== পাঠ প্রতিক্রিয়া ===== হজরত মোহাম্মদ (সাঃ) এর যুগের যে কয়েকজন বীরের কথা সর্বাগ্রে উচ্চারিত হয় তাদের মধ্যে অন্যতম ছিলেন মহাবীর ও সাইফুল্লাহ খ্যাত খালিদ বিন ওয়ালিদ। কিন্তু এই খালিদ বিন ওয়ালিদই ইসলাম গ্রহণের আগে ছিলেন ইসলামের ঘোরতর শত্রু। বইটি খালিদ বিন ওয়ালিদের ইসলাম গ্রহণের ঠিক পূর্বের বিভিন্ন ঘটনাবলী নিয়েই সাজানো। ইসলামের অপরূপ সৌন্দর্য বার বার মুগ্ধ করেছে ওয়ালিদকে। নবী যুগের মুসলিমদের বীরত্ব, আল্লাহর প্রতি একাগ্রতা, সত্যবাদিতা ও ন্যায়পরায়নতা বার বার কুঠারাঘাত করেছিলো ওয়ালিদের বিবেক ও ব্যক্তিসত্ত্বাকে। তৎকালীন কুরাইশদের মতো এত সম্ভান্ত ও উচ্চ বংশে জন্মগ্রহণ করেও তা যেন তিনি ইসলামের মানবিকতার কাছে পুরোপুরি নস্যি। বইটি খালিদ বিন ওয়ালিদের স্মৃতিকথা বর্ণনা বা স্মৃতিচারণের দিক থেকে গল্প বলার মতো করে বলা হয়েছে। বইটি পড়ার সময় সেই গল্প কথকের গল্পই যেন তন্ময় হয়ে শুনছি এরকম একটা অনুভূতি তৈরি হয়। ইতিহাসের নিরস বর্ণনা সচরাচর যেমন হয় মোটেও সেরকম নয়; যার কারণে বইটি পড়েও কোন বিরক্তি আসেনি। তবে ইতিহাসের বিভিন্ন ঘটনা যেহেতু বর্ণনা করা হয়েছে সেহেতু সেগুলোর রেফারেন্স দিলে আরো ভালো হতো বলে মনে করি। এতে যারা আরো বিস্তারিত জানতে চায় তাদের জন্য সুবিধা হতো। বইটি সকল বয়সের পাঠক বিশেষ করে মুসলিম কিশোর-কিশোরীদের অবশ্যই বইটি পাঠ করা উচিত বলে মনে করছি। প্রোডাকশন: কভার ডিজাইন আমার কাছে ভালোই লেগেছে। ফন্ট সাইজ, বইয়ের বাইন্ডিং ও পৃষ্ঠার কোয়ালিটি খুব ভালো লেগেছে। বানান ভুলও তেমন একটা চোখে পড়েনি। ব্যক্তিগত রেটিং: ৯.৫/১০।
Was this review helpful to you?
or
Must read.
Was this review helpful to you?
or
৬২৮ খ্রিষ্টাব্দের ৩১ মে। আরবের প্রসিদ্ধ জেনারেল খালিদ বিন ওয়ালিদ এবং আমর বিন আস একই সঙ্গে রাসূল -এর দরবারে গিয়ে হাজির হলেন; সঙ্গে ওসমান বিন তালহা। প্রথমেই কামরায় ঢুকলেন খালিদ বিন ওয়ালিদ, তাঁর পেছনে আমর বিন আস এবং সবার শেষে ওসমান বিন তালহা। তিনজনই নবিজিকে জানালেন তাদের ইচ্ছার কথা। নবিজি উঠে দাঁড়ালেন এবং প্রত্যেকের সাথে কোলাকুলি করলেন। এরপর ঘটল সেই অবিস্মরণীয় ঘটনা। রাসূল --এর সাথে কণ্ঠ মিলিয়ে সবাই পড়লেন, 'লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মাদ আল্লাহর প্রেরিত নবি ও রাসূল।' বই- দূর্গম পথের যাত্রী। লেখক- আসাদ বিন হাফিজ।
Was this review helpful to you?
or
ইতিহাস ভিত্তিক চমৎকার একটি বই।
Was this review helpful to you?
or
very nice book.....
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ
Was this review helpful to you?
or
Nice Book
Was this review helpful to you?
or
ইতিহাস ভিত্তিক চমৎকার একটি বই।
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ ।
Was this review helpful to you?
or
খুবই পছন্দের একটা বই।
Was this review helpful to you?
or
অসাধারণ ?
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
বই: দুর্গম পথের যাত্রী লেখক: আসাদ বিন হাফিজ প্রকাশনী: গার্ডিয়ান পাবলিকেশন ক্যাটাগরি: নবী-রাসূল, সাহাবা, তাবেই ও অলি আউলিয়া মূল্য: ২০৩৳ পৃষ্ঠা : ১৮৪ ||বুক রিভিউ|| -কবি ও সাহিত্যিক আসাদ বিন হাফিজ রচিত ঐতিহাসিক উপন্যাস ‘দুর্গম পথের যাত্রী’। এই উপন্যাসের কাহিনি বর্ণিত হয়েছে মহাবীর হযরত খালিদ বিন ওয়ালিদ রা.-এর ইসলামে ফিরে আসার চমকপ্রদ ঘটনাসমূহ নিয়ে।মহাবীর। সাইফুল্লাহ। আল্লাহর তরবারি। -তাঁর কি আর কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে? তিনি খালিদ বিন ওয়ালিদ রা.। জাহেলিয়াতের সাগরে হাবুডুবু খাচ্ছিলেন। একের পর এক বিজয়ের মালা পড়ছেন; তবুও কী এক আড়ষ্টতা যেন তাকে পেয়ে বসেছে। স্বস্তি নেই মনে; কী যেন খুঁজে ফিরছেন।৬২৮ খ্রিষ্টাব্দের ৩১ মে। আরবের প্রসিদ্ধ জেনারেল খালিদ বিন ওয়ালিদ এবং আমর বিন আস একই সঙ্গে রাসূল সা.-এর দরবারে গিয়ে হাজির হলেন; সঙ্গে ওসমান বিন তালহা। প্রথমেই কামরায় ঢুকলেন খালিদ বিন ওয়ালিদ, তাঁর পেছনে আমর বিন আস এবং সবার শেষে ওসমান বিন তালহা।তিনজনই নবিজিকে জানালেন তাদের ইচ্ছার কথা। নবিজিকে উঠে দাঁড়ালেন এবং প্রত্যেকের সাথে কোলাকুলি করলেন। -এরপর ঘটল সেই অবিস্মরণীয় ঘটনা। রাসূল সা.- এর সাথে কণ্ঠ মিলিয়ে সবাই পড়লেন, ‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ- আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মাদ সা. আল্লাহর প্রেরিত নবি ও রাসূল।’এ এক রোমাঞ্চকর ঘরে ফেরার গল্প! এক শিহরণ জাগানিয়া সফর! (আমার পড়া সেরা একটি ঐতিহাসিক উপন্যাস এটি।যা অপরাজেয় বীর খালিদ বিন ওয়ালিদ (রা) কে নিয়ে লেখা। তাঁর বীরত্ব গাঁথা ইতিহাস সকলের জানা উচিত। আমার পড়া সেরা উপন্যাসগুলাের মধ্যে এটি অন্যতম। মহাবীর খালিদ বিন ওয়ালিট (রা:) এর জীবনী নিয়ে রচিত উপন্যাসটি পড়লে ১৪ শত বছর আগের চিত্রগুলাে চোখের সামনে ভেসে উঠে। মহাবীর খালিদ বিন ওয়ালিদের ইসলাম গ্রহণের গল্প নিয়েই এই বইটি। খালিদ মক্কা থেকে মদিনায় ইসলাম গ্রহণের জন্য যাচ্ছে আর এর ই মাঝে তার মনে নানা ঘটনা এসে দোলা দেয়। লেখক যেভাবে ভাষার খেলা দেখিয়েছেন তা এক কথায় অসাধারণ। খুব চমৎকার একটা বই। একবার হলেও বইটি পড়ে দেখা উচিৎ বলে আমি মনে করি।) #bookreviewguardian
Was this review helpful to you?
or
The great Muslim general Khalid Bin Walid. The book is also very good.
Was this review helpful to you?
or
বইটা পেলাম। কিন্তু পাকেট টা এক জাইগায় ফুটো। বইয়ের মোলাট টা ছিড়ে গেছে।
Was this review helpful to you?
or
বইটিতে বিশেষ করে যুদ্বে মুসলিমদের ত্যাগ বীরত্বগাতা ইতিহাস ফুটে উঠেছে।
Was this review helpful to you?
or
ছোট্টবেলার কাহিনী, কিশোরকন্ঠে পর্বে পর্বে প্রকাশ পেত মহাবীর খালিদ বিন ওয়ালিদের জীবনী। এমন জায়গায় গিয়ে পর্বটা শেষ করতো যে মনটাই খারাপ হয়ে যেত। সবসময় ভাবতে বাধ্য করতো–তাহলে তারপরে কী হতে পারে? এই প্রশ্নটা সারাটা মাস খচখচ করতো মনে। অবশেষে পরের মাসে যখন কিশোরকন্ঠে পরবর্তী পর্ব প্রকাশ পেত, এক অসহ্য পুলকে পড়তে বসতাম। শেষ করে আবার বিষন্নতা! শেষ হয়েও কেন হয় না শেষ? অনেক পরে বইমেলা থেকে বইটা কিনে সবটুকু গোগ্রাসে পড়ে ফেললাম। দুঃখের বিষয় এবারও শেষ হলো না। সেই সুদূর ছোটবেলায় বয়সের ভারজনিত তারতম্যে অনাকাঙ্ক্ষিত আবেগে আর রহস্যপ্রিয় মনের গূঢ় সংকল্পে শেষ না হওয়াটা ছিলো অখণ্ড বাস্তবতা। কিন্তু এবার শেষ না হওয়াটাই সত্য। কারণ এ গল্পগুলো শেষ হওয়ার না। প্রিয় বইটা নিজে পড়ে আত্মার খোরাক সম্পূর্ণ মিটে নাই। কয়েকজনকে সোৎসাহে পড়তে দিই। তারপর আর ফিরে পাই নি। হা হা হা। আবার অর্ডার দেওয়ার সময় রিভিউটা লিখে যাচ্ছি...
Was this review helpful to you?
or
ভালো একটা বই, ইসলামের সৈনিক হিসেবে সংগ্রামী জিবনের যোদ্ধা
Was this review helpful to you?
or
ছোট বেলায় কিশোর কন্ঠে বইটার খন্ড আকারে প্রকাশ হতো তখন থেকেই এই গল্প এবং লেখকের লেখনীর একজন ভক্ত আমি। দুর্গম পথের যাত্রী আসাদ বিন হাফিজের লেখা এক ঐতিহাসিক এবং ধর্মীয় উপন্যাস৷ যেখানে রাসুল (সঃ) এর সমকালীন প্রেক্ষাপটে মুসলিম এবং কাফিরদের মাঝে সন্ধি, যুদ্ধ, ইসলাম গ্রহন, বিশ্বাস ঘাতক, রন কৌশলের মিশ্রণে শ্বাস রুদ্ধকর এক উপন্যাস৷ বই টা যেহেতু খন্ড আকারে কিছু পড়েছিলাম তাই বই হাতে পাওয়ার পর আগ্রহ কয়েক গুন বেড়ে যায় বই পড়ার প্রতি৷ অবাক করার মতো হচ্ছে এক রাতেই না ঘুমিয়ে বই টা পড়ে শেষ করেছি৷ এবং শেষ করে মনে হলো গল্প আরো এগিয়ে গেলে ভালো ই হতো৷ এক কথায় অতি সুন্দর এক বই৷ লেখকের ক্রসেড সিরিজ ও অনেক সুন্দর৷
Was this review helpful to you?
or
Must Read
Was this review helpful to you?
or
বইটা অসাধারণ। যে নিবেন না সেই ঠকবেন।
Was this review helpful to you?
or
আমার পড়া সেরা একটি ঐতিহাসিক উপন্যাস এটি।যা অপরাজেয় বীর খালিদ বিন ওয়ালিদ (রা) কে নিয়ে লেখা। তাঁর বীরত্ব গাঁথা ইতিহাস সকলের জানা উচিত।
Was this review helpful to you?
or
আমার পড়া সেরা উপন্যাসগুলোর মধ্যে এটি অন্যতম। মহাবীর খালিদ বিন ওয়ালিট (রা:) এর জীবনী নিয়ে রচিত উপন্যাসটি পড়লে ১৪ শত বছর আগের চিত্রগুলো চোখের সামনে ভেসে উঠে। কিশোর কন্ঠ নামক মাসিক ম্যাগাজিনে এটা সর্বপ্রথম পড়েছিলাম।
Was this review helpful to you?
or
অনেক সুন্দর একটা উপন্যাস আমি ধারাবাহিক ভাবে পড়েছি কিশোর কণ্ঠ মাসিক পত্রিকায় তবে পূরাটা পড়া হয়নি। খালিদ বিন ওয়ালিদ (রাঃ) কে নিয়ে লিখা এই বইটি। অনেক রোমাঞ্চকর একটি উপন্যাস।
Was this review helpful to you?
or
ছোটবেলায় যখন কিশোরকন্ঠ পড়তাম তখন দুরগম পথের যাত্রী একটু একটু করে প্রকাশিত হত। পুরোটা পড়তে পারিনি। কিন্তু গারডিয়ান পাবলিকেশন এ-ই বইটি প্রকাশ করেছে শুনে আমি মনে মনেখুব আনন্দ পেলাম। বইটি পাওয়ার পর এক নিমিষেই শেষ করে ফেললাম। অসাধারণ একটা বই। মহাবীর খালিদ বিন ওয়ালিদের ইসলাম গ্রহণের গল্প নিয়েই এ-ই বইটি। খালিদ মক্কা থেকে মদিনায় ইসলাম গ্রহণের জন্য যাচ্ছে আর এর ই মাঝে তার মনে নানা ঘটনা এসে দোলা দেয়। লেখক যেভাবে ভাষার খেলা দেখিয়েছেন তা এক কথায় অসাধারণ। খুব চমৎকার একটা বই। একবার হলেও বইটি পড়ে দেখা উচিৎ বলে আমি মনে করি।