User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
great book
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই, অনেক প্রশ্নের উত্তর পেলাম বইটি থেকে! আল্লাহ লেখিকা কে উনার এই নেক প্রচেষ্টার জন্য উত্তম জাঝা খায়ের দিন দুয়া করি!
Was this review helpful to you?
or
ইতিহাস বিষয়ক একটি অসাধারণ বই সবার পড় উচিৎ
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
An outstanding book. The writer has described every necessary details thoroughly.
Was this review helpful to you?
or
সময় উপযোগী একটা বই ❤️ ১০/১০
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই। অনেক অজানা বা জেনেও খেয়ালে না থাকা কথা আছে বইটিতে।
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ। চমৎকার একটি বই ।✨
Was this review helpful to you?
or
a must-read book. সবার ই বইটি পড়া উচিৎ. আল্ quran এ বর্ণিত ঘটনা গুলির একটি সুন্দর উদ্দেশ্য পাওয়া যাবে. বইটি পড়ে যখন আমরা Quran এর অর্থ পড়ব তখন আমরা সহজেই বিভিন্ন ঘটনা কে relate করতে পারবো একটা আরেকটার সাথে এবং জানতে পারবো এতে আমাদের জন্য কি শিক্ষা আছে.
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ সুন্দর একটা বই
Was this review helpful to you?
or
অনেক ভালো একটা বই।
Was this review helpful to you?
or
এক কথায় অসাধারণ বই। আমি মনে করি সকল মুসলিমের এই বইটা পড়া উচিত। আদম আ থেকে কিন্তু ইসলামের শুরু। ইতিহাসের সাথে বর্তমানকে রিলেট করতে পারবো এটা পড়লে।
Was this review helpful to you?
or
this is a must read book for everyone
Was this review helpful to you?
or
That's a very interesting and helping book for knowing our root ?
Was this review helpful to you?
or
বইটি থেকে খুব সহজেই বনি ইসরাইল সম্পর্কে জানা যায় এবং তাদের উপর কেন আল্লাহ অসন্তুষ্ট তা জানা যায়। বর্তমানে আমাদের কোন কোন কাজ বনি ইসরাইলের সাথে মিলে যাচ্ছে তা স্পষ্ট ভাবে বই এ উল্ল্যেখ করা আছে। আল্লাহ আমাদেরকে এসকল ফিতনা থেকে মুক্তি দিন।
Was this review helpful to you?
or
এক কথায় অসাধারণ! আল্লাহ লেখিকা এবং আমাদের উত্তম ইলম দান করুন।
Was this review helpful to you?
or
মুসলিমদের ইতিহাস বর্তমান ভবিষ্যৎ অবস্থা সম্পর্কে বুঝার জন্য ভালো একটা বই।
Was this review helpful to you?
or
Nice book, thanks rokmary
Was this review helpful to you?
or
"আমাদের সরল পথ দেখান; সে সমস্ত লোকের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। তাদের পথ নয়, যাদের উপর আপনার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।" সূরা ফাতিহাতে আমরা আল্লাহর কাছে সরল পথে পরিচালিত হওয়ার জন্য এবং পথভ্রষ্টদের পথে পরিচালিত না হওয়ার জন্য প্রার্থনা করি। কিন্তু কারা সেই পথভ্রষ্ট এবং অভিশপ্ত জাতি? মুসলিম হিসেবে আমরা গর্ববোধ করলেও আমরা আমাদের আত্মপরিচয় জানি না। আমরা জানি না আমাদের গৌরবময় ইতিহাস সম্পর্কে। আমরা জানি না– কীভাবে আমরা মুসলিম হলাম, মুসলিম এবং অন্যদের সাথে পার্থক্য কী, কীভাবে এক উম্মাহ তিন ভাগে বিভক্ত হয়ে গেলো ইত্যাদি। নিজেদের আত্মপরিচয় সম্পর্কে জানতে হলে বনি ইসরাল সম্পর্কে জানতে হবে। কুরআনের একটা বড় অংশ জুড়ে আল্লাহ তা'আলা বনি ইসরাইল নিয়ে আলোচনা করছেন। কিন্তু কারা সেই বনি ইসরাইল? সেজন্য ইবরাহিম আলাহিস সালাম সম্পর্কে জানা দরকার। যাকে বলা হয় 'Father of faith'। একেশ্বরবাদী তিনটি ধর্ম অর্থাৎ ইহুদি, খৃষ্টান এবং ইসলামে তিনি স্বীকৃতি এবং সম্মানিত। তিনি মুসলিম হলেও তাঁর বাবা ছিলে মূর্তিপূজক। ইবরাহিম আলাহিস সালামের দুইটি সন্তান– ইসমাইল আলাইহিস সালাম এবং ইসহাক আলাহিস সালাম; ইসহাক আলাহিস সালামের ছেলে হলেন ইয়াকুব (আ.), যাঁর আরেক নাম 'ইসরাইল'। বনি ইসরাইল মূলত ইয়াকুব আলাহিস সালামের বংশধর। এই বংশ থেকে আরো অসংখ্য নবি আসলেও ইসমাইল আলাহিস সালামের বংশ থেকে নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম ব্যতীত অন্য কোনো নবি আসেননি। 'শিকড়ের সন্ধ্যানে' বইটিতে লেখিকা আমাদের নিয়ে গিয়েছেন একদম অতীতে, একদম গোড়ায়, যেখান থেকে আমাদের আত্মপরিচয় শুরু। লেখিকা বেশ গুছিয়ে আলোচনা করেছেন বনি ইসরাল থেকে ইহুদি হয়ে যাওয়া এবং তাদের অবাধ্যতা থেকে শুরু করে শেষ নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমন সম্পর্কে। এছাড়া ইতিহাস থেকে আমাদের শিক্ষনীয় বিষয় নিয়েও বলেছেন এবং দেখিয়েছেন নিজের আত্মপরিচয়, নিজের ধর্মগ্রন্থ না পড়ার কারণে মানুষ কীভাবে পথভ্রষ্ট হয়েছে এবং হচ্ছে।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ। বইটি এক কথায় অসাধারণ। ইহুদী, খ্রিস্টানদের ব্যাপারে তেমন ক্লিয়ার ধারণা ছিল না। কুরআন কি বলছে তাও খুব বেশী জানতাম না। লেখিকা তা খুব সুন্দর করে তুলে ধরেছেন। কুরআনে নবীদের ঘটনাবলীর একটা বিশাল অংশ সুন্দর করে গুছিয়ে দিয়েছেন, শিক্ষাগুলো তুলে ধরেছেন। তবে যে একটা ব্যাপার ভীষণ নাড়া দিয়েছে আমাকে, তা হল কালেক্টিভলি একটা জাতির আল্লাহর প্রতি আনুগত্য যেভাবে তাদেরকে সহজতা দিয়েছে, আর অবাধ্যতা যেভাবে তাদের ডুবিয়েছে। নিজেদের শেকড়ের ব্যাপারে জানা, কুরআনকে আঁকড়ে ধরা, ইতিহাস জানা, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া- এসবের গুরুত্ব লেখিকা সুন্দর করে তুলে ধরেছেন। মা শা আল্লাহ। আল্লাহ অনেক বারাকাহ দিন, এই দুয়া করি।
Was this review helpful to you?
or
Must read book to understand Islam, Judaism & Christianity. Why the stories in the Quran matter and what to learn from them. This book will certainly make you think about your identity as a Muslim.
Was this review helpful to you?
or
Alhumdulillah. Jajakillahu khairan apa tofat gulo eto sundor kore bujhai deyar jonne quran er aloke.
Was this review helpful to you?
or
ভালো বই
Was this review helpful to you?
or
বইঃ শিকড়ের সন্ধানে , লিখেছেনঃ হামিদা মুবাশ্বেরা, সম্পাদনাঃ মুহাম্মাদ মুশফিকুর রহমান মিনার,মুরসালিন নিলয়,নুসরাত আন্নাবা , পৃষ্ঠা সংখ্যা: ২৯৬ , সমকালীন প্রকাশনী , বইটি সম্পর্কে কিছু কথাঃ আলহামদুলিল্লাহ। এত চমৎকার বই আমি খুব কম পড়েছি! এর বিষয়বস্তু খুব গুরুত্বপূর্ণ এবং লেখা হয়েছে সহজ ভাষায় । প্রতিটি জাতির জন্য নিজেদের ইতিহাস জানা খুব জরুরি। সকল নবির উম্মতই মুসলিম জাতির সদস্য । আল কুরআনে একটি বিরাট অংশজুড়ে রয়েছে পূর্ববর্তী নবিদের কাহিনি।শিকড়ের সন্ধানে বইতে লেখিকা আমাদের নিয়ে গেছেন অতীতে,একেবারে গোড়াই,যেখান থেকে আমাদের আত্নপরিচয় শুরু। এখানে তৎকালীন বিভিন্ন নবির অনুসারিদের পাশাপাশি বনি ইসরাঈলের ইতিবৃত্ত বিশেষভাবে তুলে ধরেছেন। কিভাবে ইহুদি মতবাদের সৃষ্টি,কিভাবে ঈসা নবীর প্রচার করা একত্ববাদী ইসলামি ধর্মবিশ্বাস ধীরে ধীরে বিকৃত হয়ে খৃষ্টবাদের জন্ম হয়েছে তা লেখিকা খুব সুন্দরভাবে এবং ধারাবাহিকভাবে বিবৃতি করেছেন। তিনি তাওরাত,ইঞ্জিল থেকেও অনেক তথ্য নিয়ে এসেছেন। কিভাবে বনী ঈসরাইল বংশ থেকে ইহুদি মতবাদের উদ্ভব হল,তারা কিভাবে জেরুযালেম থেকে ২ বার বিতাড়িত হল সবই তুলে ধরেছেন। সুরা বাকারার অনেক অংশ জুড়ে মুসা আলাইহিস সালামের কাহিনী বলা আছে।কোথা থেকে শুরু হয়েছে,কিসের পরে কী হলো তা বুঝতে হয়তো অনেকের সমস্য হয়। আসলে কুরআনের বর্ণনা পদ্ধতিটা কথোপকথনের ভঙ্গির মত। আদতে কুরআন কোনো ইতিহাসের বই নয়। তাই কাহিনিগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়নি। আল্লাহ হয়তো আমাদের একটা বিষয় শেখাতে চান— তখন কোনো কাহিনির যে অংশটা ওই শিক্ষার সাথে প্রাসঙ্গিক,তখন কেবল সেটাই উল্লেখ করেন। এই বইতে লেখিকা কুরআনে বর্ণিত বনী ইসরাইল এবং অন্যান্যা নবির কাহিনি ধারাবাহিক ভাবে তুলে ধরেছেন এবং কোন সুরা ও আয়াতের সাথে কোন সুরা এবং আয়াত এর যোগসূত্র(link up) হবে তা সুনিপুন ভাবে বর্ণনা করেছেন। যাতে যেকোন পাঠক মাত্রই তা সহজে বুঝতে পারবে।এই গ্রন্থটিতে কুরআনে বিবৃত বনি ইসরাইলের ঘটনাগুলো পর্যায়ক্রমে তুলে ধরা হয়েছে যাতে সহজেই বোঝা যাবে__একটি উম্মাহ থেকে কীভাবে ইহুদি, খৃষ্টান ও মুসলিম এই তিন জাতির উদ্ভব হয়েছে। সবাইকে বইটি পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বইটির প্রথম অধ্যায়টি শুরু হয়েছে বনী ইসরাঈলের পরিচয় দিয়ে,এরপর কিভাবে তারা মিশরে দাসে পরিনত হল এবং সেখান থেকে তাদেরকে নবী মূসা (আঃ) উদ্ধার করলেন ,মূসা নবীর নবুয়্যাত এবং তার জীবনের বিশাল আংশ বর্ণনা করা হয়েছে।এরপর তাদের পদস্খলন এবং নির্বাসিত ৪০ বছরের জীবন,বাদশাহ তালুত এর নেতৃত্ব,নবী দাউদ (আঃ) এবং সুলাইমান (আঃ) এর শাসনকাল। ঈসা (আঃ) এর জন্ম এবং জীবন বৃত্তান্ত।খৃষ্টধর্মের মূলনীতি এবং বাইবেল সম্পর্কে ধারনা।খৃষ্টধর্মের বিকৃতি এবং বিবর্তন। ট্রিনিটির উদ্ভব এবং আরোও অনেক কিছু।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ বইটি অনেক ভালো। এই বইটি অধ্যায়নের মাধ্যমে জানা যাবে, একটি জাতি থেকে কিভাবে তিনটি ধর্মে বিভক্ত হয়। শাম ও মিশরের যোগসূত্র। আর ও জানা যাবে ইব্রাহিম আঃ বংশ কিভাবে ও শাম ও মিশরে গড়ে উঠে। মুসা আঃ এর সাথে তার নিজস্ব স্বজাতির মিথ্যা স্বাক্ষী
Was this review helpful to you?
or
খুবই ভালো লাগছে
Was this review helpful to you?
or
বইটা সবার পড়া উচিত।।এত ইনফরমেটিভ একটা বই মাশা আল্লাহ।।অনেক কিছু জানতে পেরেছি বইটা পড়ে আলহামদুলিল্লাহ
Was this review helpful to you?
or
ইহুদীদের ঘৃনা করতাম, ওরা আদি কাল থেকে নাফরমানী করছে, ওরা অনেক নবীকে হ_ত্যা করেছে, বর্তমানে ফিলিস্তিনে মুসলিমদের হ_ত্যা করছে...কত কি কারণ। কিন্তু এই বই আমাকে আয়না দেখিয়ে দিলো। আমরা মুসলিমরা কতটুকু মুসলিম, আমরা মুসলিমরা কতটুকু প্রশংসার যোগ্য, কেন আল্লাহ আমাদেরকে বিজয় দিচ্ছেন না। আমরা সূরা ফাতিহায় গজব আপতিত হওয়া আর পথভ্রষ্ট হওয়া থেকে আশ্রয় চেয়ে আবার আমরা গজব পাওয়া আর পথ ভ্রষ্ট হওয়ার কাজেই লিপ্ত হয়ে যায়। আমার পড়া সেরা ৫টি বইয়ের একটি এই বই। আল্লাহ এই লেখিকাকে উত্তম বিনিময় দেক, আমিন।
Was this review helpful to you?
or
এক কথায় অসাধারন একটি বই। লেখিকাকে আল্লাহ্ কবুল করূন। আমিন। প্রতিটি মুসলমানের ঘরে থাকা উচিত বলে মনে করি।
Was this review helpful to you?
or
মাশাল্লাহ।
Was this review helpful to you?
or
বইটা ভাল লাগছে । তবে হাদিস গুলো ইংরেজিতে কেন লিখছে আমার বুঝে আসেনি। ইংরেজি তো বুঝি না। বাংলা বই পড়তে আগে ইংরেজি জানতে হবে বিষয়টা এমন হইছে
Was this review helpful to you?
or
গত এক বছরে এরচেয়ে ভালো কোন বই পড়িনি। চমৎকার উপস্থাপনা।
Was this review helpful to you?
or
খুব ভাল বই
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ অনেক ভালো বই।।
Was this review helpful to you?
or
ইসলামি বই এর যে বিল্পব চলছে বাংলাতে সেটা অনেকাংশেই বিরক্তিকর কন্টেন্টে ভরপুর। একই প্লট,একই উদ্দেশ্য নিয়ে এত এত বই অপ্রয়োজনীয়ই। এই বইটা সেখানে ব্যাতিক্রম। যদি আসলেই বর্তমান সময়টা বাংলাতে ইসলামি বই এর বিপ্লব হয়, তো এই বইটা সে বিপ্লবের একটা ট্রেডমার্ক।
Was this review helpful to you?
or
সত্য বলতে এমন নিখুত বিশ্লেষণ ধর্মী বই নেই বললেই চলে। আল্লাহ লেখিকার লেখনীকে আরো সমৃদ্ধ করুন আমিন।
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই।
Was this review helpful to you?
or
Awesome
Was this review helpful to you?
or
মাশা আল্লাহ। অসাধারণ একটি বই।
Was this review helpful to you?
or
One of the best book to read. Outstanding.
Was this review helpful to you?
or
আমার মনে হয় এই বইটা একটা মাস্ট রিড।
Was this review helpful to you?
or
রিসেন্টলি আলহামদুলিল্লাহ বইটা পড়েছি। এক কথায় অসাধারণ একটা বই। বনি ইসরায়েলের ইতিহাস লেখিকা অনেক সহজভাবে বুঝিয়েছেন। বইটি পড়লে ইহুদি, খ্রিস্টান ও মুসলিম জাতির ইতিহাস সম্পর্কে ভালো ধারণা পাওয়া যাবে (ব্যাসিক লেভেলে)। সাধারণত একটু বেশি ভালো জিনিসগুলো আন্ডাররেটেড হয়। কারণ এভারেজ অডিয়েন্স সেগুলো ধারণ করতে পারেনা। আমার ধারণা এই বইটার ক্ষেত্রেও এমনটা হয়েছে।
Was this review helpful to you?
or
নাইস বই
Was this review helpful to you?
or
jews and christian der beapare short history janar jonno valo ekta boi
Was this review helpful to you?
or
বইটা সকল মুসলিমের পড়া উচিত। 'জন্ম সূত্রে মুসলিম'- এর থেকে বের হয়ে আমল ভিত্তিক মুসলিম হওয়ার জন্য। আর আহলে কিতাবদের সাথে একজন সত্যিকার মুসলিম এর পার্থক্য জানার জন্য।
Was this review helpful to you?
or
অসাধারণ
Was this review helpful to you?
or
Excellent...
Was this review helpful to you?
or
সবগুলো বই খুব দারুণ! ?
Was this review helpful to you?
or
Every Muslim must read this book
Was this review helpful to you?
or
শিকড়ের সন্ধ্যানে অসাধারণ একটা বই। এ পর্যন্ত ৩ জনকে গিফট দিছি।
Was this review helpful to you?
or
অসাধারণ লিখেছেন।
Was this review helpful to you?
or
nice book
Was this review helpful to you?
or
Absolutely a masterpiece. Jajakallahu Khair to the writer.
Was this review helpful to you?
or
অসাধারণ!!!
Was this review helpful to you?
or
nice
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
An excellent work.
Was this review helpful to you?
or
good book
Was this review helpful to you?
or
খুবই সুন্দরভাবে সাজানো ব্যাখ্যামুলক বই।
Was this review helpful to you?
or
Highly recommended
Was this review helpful to you?
or
Oshadharn akta boi.
Was this review helpful to you?
or
ফালতু টাকা নষ্ট। লেখক নিজেকে জাহির করেছে।
Was this review helpful to you?
or
চমৎকার ভাবে বনী ইসরাইলের গল্পগুলো ফুটিয়ে তুলেছেন লেখিকা। ঝরঝরে লেখা বইটাকে করেছে আরো প্রানবন্ত। পড়া শুরু করলে নেশা লেগে যায়। তবে দুই একটা বিশ্লেষণ আমার ব্যাক্তিগত ভাবে খটকা লেগেছে। একটা উদাহারনের সাথে আরেকটা সাংঘর্ষিক মনে হয়েছে। সর্বোপরি অসাধারণ।
Was this review helpful to you?
or
অনেক সুন্দর একটি বই। আমার শিকড় সম্পর্কে আমিই জানতাম না?! আশ্চর্য হয়ে গিয়েছিলাম। বইটা পড়ে দেখলাম আসলেই আমার শিকড়ের কিছুই আমি জানতাম না। অসাধারণ লিখেছেন বোন।
Was this review helpful to you?
or
Very informative
Was this review helpful to you?
or
Very informative book
Was this review helpful to you?
or
এককথায় অসাধারণ
Was this review helpful to you?
or
good writter
Was this review helpful to you?
or
আমাদের অনেকের মনে ইসলাম নিয়ে কতশত প্রশ্ন, আমাদের নবী দের নিয়ে জানার কত ইচ্ছা, মুসলিম জাতির আগে কি অবস্থা থেকে এখন এই ইসলাম এ এসেছে, আর কুরআনে এতোবার বনী ইসরাইল জাতির কথা আসার কারণ। এককথায় আমাদের শিকড় টা কোথায় তা জানতে হলে এই বই টা হতে পারে একটি ভালো শুরু। লেখিকার সবচেয়ে ভালো দিকটা লেগেছে, উনি আমাদের জীবনের বাস্তব উদাহরণের আলোকে বুঝিয়ে একেকটি বিষয় যথাসম্ভব ক্রমানুসারে লিখেছেন। আর রেফারেন্স এর ব্যাপারেও উনি ছিলেন একদম অকৃপণ এবং সচেতন। মোটকথা, বইটি পড়ে শুধু মুসলিমরাই নন, অন্য মুসলিমের মনেও ভাবান্তর আসার (যদি আল্লাহ চান) উপকরণ দেয়া আছে।
Was this review helpful to you?
or
MashAllsh excellent book , I learned a lot from this book. JakakAllah Hamida apu to write such a nice book.
Was this review helpful to you?
or
MashaAllah so good, a must read book
Was this review helpful to you?
or
Amr choto bela theke etai cinta hoto ihudi cristian orao to amder rasul der onusari chilo...to kn tara pore Allah k manlo na...asole tara kivabe tader religious book gula bikrito krlo!!! Ei sob kichur kno clear concept ami asolei khuje pacchilm na...hoyto amr cestay onk komti chilo...bt jokhn ami ei boi ta pori ami obak hoye jai j lekhika eto sundor kre sob kichu present krechen...r ek barer jonno o ei boiti porte amr boring lagey nai..ek page porle arek page porte hbe emn feelings ei boita pore...r sob ceye valo dik ei boier tulona mulok alochona...asolei ihudi der sathe bortoman amder j onk mil...tao j amra ekdom cintahin vabe life lead krtesi...keu jodi cay j ektu cinta krbe ei sob nie...tar jonno best sggstn hbe ei boi ti.
Was this review helpful to you?
or
শিকড়ের সন্ধানে বইটি অসাধারণ, অতুলনীয়। কুরআন এর অর্থ সাথে বিগত পৃথিবীর ইতিহাসে, বিশেষ করে আমাদের নবীদের জীবন কাহিনী সুন্দর kore ফুটিয়ে হয়েসে। হামিদা আপু রেফারেন্স খুব সুন্দৰ করে তুলে ধরেছেন। অবসর সময়ে কাটানোর জন্য চমৎকার একটি বই।
Was this review helpful to you?
or
Amazing book, after reading it , I realized, I was actually searching it for a long time. Please read it to know it, its excellence is beyond my description.
Was this review helpful to you?
or
excellent
Was this review helpful to you?
or
জানার আছে অনেক কিছু।
Was this review helpful to you?
or
এই বইটি সবার পড়া উচিত। অসাধারণ বই। অনেক কিছু জানতে পারবে। মুসলিম, ইহুদি, খ্রিস্টান সম্পর্কে অনেক জানার আছে।
Was this review helpful to you?
or
master piece ?
Was this review helpful to you?
or
ইসরাইল ফিলিস্তিনের ব্যাকগ্রাউন্ড নিয়ে লেখা বই খুঁজতে গিয়ে এই বইটা পেলাম। গুডরিডস -রকমারি দুই জায়গায়ি রেটিং দেখে এই বই পড়া শুরু করেছি। বইয়ের ভালো দিক হচ্ছে, লেখক ভালভাবে সিকুয়েন্স মেইনটেইন করতে পেরেছে, ইনফরমেটিভ, এবং পুরো বইটাই ছোটো ছোটো চ্যাপ্টারে ভাগ করা। মিডল গ্রাউন্ড হচ্ছে, বইটা পুরোপুরি বায়াসড। ইতিহাসের বই যেমন নিরপেক্ষ পড়তে চাই, সেরকম না। হতে পারে লেখক ইচ্ছা করেই ঢালাওভাবে মুসলিমদেরকে সুপিরিয়র, বাকিদের ইনফিরিয়্র করে লিখেছেন, তাই এটাকে খারাপ দিক বলতে পারছি না। খারাপ দিক হচ্ছে, বইয়ের বেশিরভাগ রেফারেন্সই য়ুটিউব চ্যানেল, এই ব্যাপারটা একদমই ভালো লাগেনি। একটা বড় অংশ জুড়ে ছিলো 'সার্কুলার রিজনিং', খুব এক্সপ্লেইবল কিছু বলেন নাই। ১১৪ নাম্বার পৃষ্ঠায় লেখক বলেছেন, শয়তান আমাদের রক্তস্রোতে ঢুকে স্নায়ুতে গুতা দেয়। তখন মানুষের ব্ল্যাক ম্যাজিকসহ আরোও নানা কু-ইচ্ছা হয়। রোজা রাখলে শরীর খাবার দাবার পায় না, আর খাবারের অভাবে রক্তনালী শুকিয়ে যায়। তাই শয়তান চলতে পারে না। খুব হেসেছি এতটুকু পড়ে। রক্তনালী শুকিয়ে / সরু হয়ে যাওয়ার অন্যতম কারণ atherosclerosis. আর রোজা রাখলে atherosclerosis এর রিস্ক কমে। এখানে পুরোপুরি উল্টা লিখে লেখক কী বোঝাতে চেয়েছেন সেটা বুঝতে পারিনি।
Was this review helpful to you?
or
আহা কি অসাধারণ বই! আমি তো ভাবতাম ইসলাম এই পৃথিবীতে একেবারে নতুন এবং আলাদা একটা ধর্ম। আর কিছু বলতে চাইনা আগ্রহী পাঠক এটুকু পড়েই আগ্রহ খুজে নিন ?
Was this review helpful to you?
or
ek kothay osadharon.
Was this review helpful to you?
or
পিডিএফ পড়ে এত ভাল্লাগলো যে হার্ডকপিই কিনে ফেললাম। এটা জীবনে একটা থাকা আবশ্যক। . হামিদা আপুর আরো বই চাই। অনেক ধন্যবাদ "শিকড়ের সন্ধানে"-র জন্য, আল্লাহ্ তাকে উত্তম প্রতিদান দিন, আমিন।
Was this review helpful to you?
or
osadharon ekta boi.... amar jodi samortho thakto taile at least bangladesh er 16 koti manus k ekta kore copy gift kortam....
Was this review helpful to you?
or
অসাধারণ বিশ্লেষণ মূলক বই।
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই। ইতিহাস সবসময়ই আমার খুব প্রিয় বিষয়। কিন্তু বেশিরভাগ ইতিহাস বই খুবই একঘেয়ে। শুরু থেকে শেষ পর্যন্ত চুম্বকের মত পাঠকের মনোযোগ ধরে রাখতে পারে এরকম ইতিহাস বই খুবই কম পেয়েছি। এ বইটি গতানুগতিক ইতিহাসের বই গুলো থেকে ব্যতিক্রমধর্মী। ইতিহাস থেকে আমরা কী কী শিক্ষা নিতে পারি সেটিও লেখিকা অসামান্য দক্ষতার সাথে তুলে ধরেছেন।
Was this review helpful to you?
or
Good writing
Was this review helpful to you?
or
Great Book
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই। লেখিকার বর্ণনাশৈলী চমৎকার।
Was this review helpful to you?
or
One of the best written books.
Was this review helpful to you?
or
If you really want to know about your roots, you should read this book.
Was this review helpful to you?
or
Reading this book is taking step forward to understanding quranic history in a much better way.
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ❤❤? আল্লাহর রহমতে বইটা আজকে থেকে পড়া শুরু করতে পারলাম। আশা করি নিজেদের আত্মপরিচয় খুজে পেতে বই টা আমাদেরকে সাহায্য করবে। আমরা কেন মুসলিম?ইহুদি বা খ্রিষ্টানদের সাথে আমাদের বিশ্বাস ও জীবনাচারের পার্থক্যটা কোথায়? সেটা আবিষ্কারের একটা যাত্রা এই বই টি। আমরা যদি নিজেদের আত্মপরিচয়, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা প্রদত্ত গৌরবময় মর্জাদা 'মুসলমানিত্বের' সঠিক মর্মার্থই না বুঝতে পারি , তাহলে কীভাবে নির্ধারণ করব নিজেদের গন্তব্য এবং উদ্দেশ্য? কেনই বা আমরা মুসলিম, অন্যরা কেন নয়, কীভাবে আমরা মুসলিম হলাম , আমাদের ঠিক আগে, আল্লাহর একত্ববাদে যারা আসীন ছিলেন, তারা কোন পরিচয়ে ধন্য হয়েছেন, তাদের সাথে আমাদের যোগসূত্র কোথায়? সাদৃশ্য এবং বৈসাদৃশ্য কী? - এসব জানতে পারাই হলো আমাদের আত্মপরিচয় সন্ধানের প্রধান স্তবক।
Was this review helpful to you?
or
নবীগণের জীবনী পড়ার সময় আমরা স্রেফ কাহিনী, গল্পের দিকে মনোযোগ দিই। কিন্তু সেই গল্পটি আমাদের জীবনের সাথে কিভাবে 'রিলেট' করবো? ২০০০, ৫০০০ বছর আগের কোনো এক নবীর কাহিনী ২০২০ সালে কিভাবে প্রাসঙ্গিক? এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায় খুব কম বইয়ে। লেখক, গবেষক হামিদা মুবাশ্বেরা আপুর 'শিকড়ের সন্ধানে' বইটি সেই কমসংখ্যক বইগুলোর অন্যতম। ইসলাম, খ্রিস্টধর্ম, ইহুদিধর্মকে বলা 'আব্রাহামিক ফেইথ'। তিনধর্মের যোগসূত্র হয় ইব্রাহীম (আলাইহিস সালাম) পর্যন্ত গিয়ে। বনী ইসরাঈল থেকে ইহুদি, ইহুদি থেকে খ্রিস্টান, খ্রিস্টান থেকে মুসলিম -কিভাবে ধর্মগুলো বিভক্ত হলো, কিভাবে অনুসারীদের মধ্যে ফাঁটল সৃষ্টি হলো? কুরআন-হাদীসকে ভিত্তি ধরে লেখক ইতিহাসের রাস্তায় হাঁটা শুরু করেন। খুঁজে বের করেন এই তিন রাস্তার মূল রাস্তা, সংযোগস্থল। মাঝেমধ্যে যাত্রাবিরতি নিয়ে পাঠককে বুঝান- "দেখলে তাদের কী পরিণতি হলো? আমরাও যদি এমন করি, আমাদেরও এমন হবে।" বাংলা ভাষায় তুলনামূলক ধর্মতত্ত্বের উপর মাস্টারপিস একটি বই।
Was this review helpful to you?
or
A great book for learning the basics of Islam.
Was this review helpful to you?
or
I learned a lot from this book.
Was this review helpful to you?
or
Very nice and well written book.
Was this review helpful to you?
or
One of the Must read book.
Was this review helpful to you?
or
best
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই...প্রত্যেক মুসলিমের বইটা পড়া উচিৎ...
Was this review helpful to you?
or
মুগ্ধতা ছড়ানো বই।
Was this review helpful to you?
or
Great informative
Was this review helpful to you?
or
প্রায় প্রতিটা মুসলিমের-ই মনের আশা থাকে সে জীবনে একবার হলেও পবিত্র কুরআন সম্পূর্ণ অর্থ সহকারে পড়বে, বুঝবে আমল করবে! আমারও এই মনোস্কামনাটা আছে! সেই অনুযায়ী শুরু ও করে দিলাম.... একদিন, দুইদিন এইভাবে এগিয়ে যাচ্ছি। তবে কেমন যেন খেই হারিয়ে ফেললাম! . আকাশের দিকে তাকিয়ে ভাবছি যতবারই আমি কুরআনের অর্থ পড়তে গিয়েছি, ততবারই একদম শুরুতে আটকে গিয়েছি। সুরা বাকারার পুরােটা জুড়ে মুসা আলাইসিস সালামের কাহিনি! অথচ কোথা থেকে কী শুরু হলো, কীসের পরে কী হলো— তখন এসবের কিছুই বুঝতে পারলাম না আমি। তাই কুরআন পড়ার উৎসাহটা বেশিদিন ধরে রাখতে পারিনি। . এসব ভাবতে ভাবতে টেবিলের উপরের তাকের কর্ণারে রাখা একটা বই হাতে নিয়েছিলাম নাম "শিকড়ের সন্ধানে" . আসলে কুরআনের বিবরণশৈলী অনেকটা কথোপকথনের ভঙ্গির মতাে। কুরআন কোনাে ইতিহাসের বই নয়৷ তাই কাহিনিগুলাে এখানে ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়নি৷ বিশুদ্ধ কোনাে উৎস থেকে সেসব কাহিনির ক্রম জেনে তবেই অনুবাদ পড়তে হবে। না-হয় মাঝপথে খেই হারিয়ে ফেলার প্রবল আশঙ্কা থেকে যায়। আর তাই আমি শিকড়ের সন্ধানে বইটা পড়ব বলে মনস্থির করলাম!! . এই গ্রন্থটিতে কুরআনে বিবৃত বনি ইসরাইলের ঘটনাগুলাে পর্যায়ক্রমে তুলে ধরা হয়েছে। এতে করে সহজেই বােঝা যাবে—একটি উম্মাহ থেকে কীভাবে ইহুদি, খ্রিষ্টান ও মুসলিম—এই তিনটি জাতির উদ্ভব হয়েছে। এ বইটি ‘শিকড়ের সন্ধানে নিয়ােজিত হওয়ার একটি বিনম্র প্রচেষ্টা।আমরা কেন মুসলিম; ইহুদি বা খ্রিষ্টানদের সাথে আমাদের ধর্মীয় বিশ্বাস ও জীবনাচারের পার্থক্যটা কোথায়—এসব আবিষ্কারের একটি অভূতপূর্ব যাত্রা এই বইটি৷ তবে এটা স্রেফ একটি গ্রন্থ নয়, বরং কুরআনীয় ঘটনাগুলাের একটি নির্মোহ বিশ্লেষণ!! . এগুলো আমার কথা নয় লেখিকা হামিদা মুবাশ্বেরা বলেছেন। তার বলা কথাগুলোই গল্পের ছলে উপস্থাপন করলাম . চারশত টাকা মুদ্রিত মূল্যের দুইশত তিরানব্বই পৃষ্ঠার এই বইটি সত্যিই অসাধারণ!! ইহুদি,খ্রিষ্টানদের ব্যাপারে পূর্ণাঙ্গ একটা ধারণা পেয়েছি!! সেই সাথে আমাদের বর্তমান মুসলিম উম্মাহর দুরাবস্থা উপলব্ধি করতে পারছি!! বনি ইসরাইলদের ইতিহাস জানতে পেরেছি!! . আমি আপনাদের সবার মতো সুন্দর রিভিউ লিখতে পারি না, তাই আমার ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন!!
Was this review helpful to you?
or
This is a masterpiece. Quran in such a sequential manner was never explained in a book before. Easily perceived yet nourished with a deep understanding of incidents described in the Quran. May Allah swt reward the writer with more insightful projects in the near future. JazakaAllah for this priceless piece of knowledge.
Was this review helpful to you?
or
One of best books i have read so far
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই। বইটি পড়লে ইমান আরো মজবুত হতে ইনশাল্লাহ।
Was this review helpful to you?
or
Osadharon ekti boi. khubi sohoj r sposto vabe lekhika sob gulo bishoy tule dhorechen. khub sundor observation. boi te somosamoik somoye muslim der kora vul ager somoyer aloke khub sundor vabe dekhano hoyeche. Quran er meaning bujhteo onekta help korbe boita inshallah. Ek kothai ami mugdho. Must read ekta boi. kono chinta charai boita nite paren. Allahr kache lekhikar nek hayat r susthota kamona kori. Amar jonnow sobai dua korben.
Was this review helpful to you?
or
বইটি পড়ে আমরা কেন মুসলিম তা জানতে পেরেছি।এক উম্মাহ কিভাবে তিনভাগ হলো বুঝতে পেরেছি।আমরা বেশির ভাগ মুসলিম ই যে ওদের করা ভুলগুলো পুনরাবৃত্তি করছি তা উপলব্ধি করতে পেরেছি।সবার ই এই বইটি একবার হলেও পড়া উচিত।
Was this review helpful to you?
or
চমৎকার। প্রত্যেক মুসলিমের পড়া উচিত। কুরআন বুঝতে সহায়ক।
Was this review helpful to you?
or
Amazing
Was this review helpful to you?
or
বইটি আমি পড়েছি, ধীরগতিতে। গোগ্রাসে গেলার বই নয় এটি। লেখিকা, বনি ইসরাঈলের পরিচয় থেকে শুরু করে এগিয়েছেন ধাপে ধাপে। কোথা থেকে ইসলামের শিকড় শুরু হয়েছে, সেটার সুলুকসন্ধান'ই এই বইয়ের প্রতিপাদ্য। কাহিনির ফাঁকে ফাঁকে লেখিকা যাপিত জীবনের ঝুট-ঝামেলার দিকে নজর দিয়েছেন। প্রতিটি কাহিনীর শিক্ষনীয় বিষয়টা তুলে ধরেছেন অত্যন্ত সূক্ষ্ণভাবে৷ বইটি পড়ারত অবস্থায় বিতৃষ্ণা তো দূরে থাক, বরঞ্চ লেখিকার বর্ণনাভঙ্গিতে বিভোর হয়ে কতবার যে ইতিহাসের অমৃত সাগরে অন্তহীন অবগাহন করেছি তার ইয়ত্তা নেই! সবমিলিয়ে বলি, এই বইটা প্রতিটি মুসলিমের জন্য অবশ্যপাঠ্য। শিকড়ের সমূল সর্ম্পকে সকল মুসলমানেরই সরব হওয়া সমীচীন। আমার পড়া সেরা বইগুলোর মধ্যে এই বইটা পাকাপোক্ত স্থান করে নিবে অনায়াসেই।
Was this review helpful to you?
or
এমন মাস্টারপিছ বই খুব কমই পড়েছি। অন্যতম বই যেটা আমার চিন্তার জগৎ কে প্রচন্ডভাবে নাড়া দিয়েছে। এত সুন্দর সাজানো গোছানো ভাবেও বই লেখা যায়!! সেটা সত্যিই অনবদ্য। লেখিকার মেধা,শ্রম,আন্তরিকতা নি:সন্দেহে অতুলনী। একজন নারী হয়ে এমন একটা বই লিখে বর্তমান নারী সমাজের নিকটে তিনি যে উদাহরণ তৈরী করেছেন সেটা বলার অপেক্ষা রাখেনা। তথাকথিত পশ্চিমাপূজারী নারীবাদীদের সমূলে একটা চপেটাঘাত বলা যেতে পারে। সত্যি বলতে আমরা পড়াশোনা না করে চিলে কান নিয়েছে এসব সব তুচ্ছতম বিষয় নিয়ে হাউকাউ করতে অধিকতর পারঙ্গমতাবোধ করি যার ফলে কয়েক শতাব্দী ধরে আমাদেরকে বুদ্ধিবৃত্তিক ও মানসিক দ্বাসত্বের মধ্য দিয়ে যেতে হচ্ছে.... লেখিকা ঠিক এই বিষয়টিই খুব দক্ষতার সাথে চিত্রিত করছেন যা প্রকাশ্য দিবালোকের মতোই আলোকি, নির্ঝঞ্ঝাট। লেখিকার দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ্সুবহানাতায়ালা তার মেধা,মনন এবং দ্বীনের জন্য কাজ কে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুণ। আমিন
Was this review helpful to you?
or
A must-read book for all people irrespective of caste, creed, and religion.
Was this review helpful to you?
or
worth reading to understand the quran better.
Was this review helpful to you?
or
ফালতু বই
Was this review helpful to you?
or
Nice one. Should've read it earlier. Real eye opening experience.
Was this review helpful to you?
or
excellent book
Was this review helpful to you?
or
মুসলিম হিসাবে আমাদের ধর্মীয় বিশ্বাসের ভীত গড়ার জন্য বইটি একটি অসাধারণ উদাহরণ। প্রতিদিন অন্তত ১৭ বার সূরা ফাতিহার শেষ আয়াত পাঠের মাধ্যমে আমরা যে দুই জাতির মতো না হওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাই, আজ আমরা তাদের ইতিহাস টুকু পর্যন্ত জানি না। অথচ আল্লাহর কাছে সাহায্য চেয়ে নিশ্চিন্তচিত্তে বসে থাকি। এই বইটি আমাদেরকে একজন মুসলিম হিসাবে যে জ্ঞানটুকু জানা অনেক জরুরি, কুরআন পড়ে বুঝার জন্য যে প্রাথমিক ধারনা থাকা উচিত সেটা আহরণে সহায়তা করবে ইনশাআল্লাহ।
Was this review helpful to you?
or
আমার পক্ষে সম্ভব হলে আমাকে সবাইকে বইটা উপহার দিতাম পড়ার জন্য।
Was this review helpful to you?
or
Must Read book
Was this review helpful to you?
or
The knowledge this book provides is something I didn't know I need in my life. It made me a better muslim, Alhamdulillah. I recommend everyone to read it. May Allah bless the writer and provide us more through her!
Was this review helpful to you?
or
সকল প্রশংসা আল্লাহর। ১৫০ পৃষ্ঠা পড়া শেষ... এখনো পড়ছি। যে বিষয়টা আমার সবচেয়ে ভাল লেগেছে তা হল লেখিকার অতিসূক্ষ্ম উপলব্ধি, তিনি ইসলামের ইতিহাসের ঘটনা গুলো ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিশ্লেষণের মাধ্যমে সেগুলো থেকে কি কি শিক্ষা নেয়া যায় সে বিষয়ে আলোক পাত করেছেন যা সচরাচর আমাদের চর্মচক্ষু তে ধরা দেয় না। আল্লাহ ওনার এ কাজে আরও বরকত দান করুক। আমিন ।
Was this review helpful to you?
or
মহান আল্লাহ কুরআনে শুধু আমাদের জীবনে কি কি করণীয় বা বজনীয় তার নিদেশনা দিয়েই ছেড়ে দেননি বরং উদাহরণ দিয়ে প্রতিটা বিষয় বুঝিয়ে দিয়েছেন। আর এজন্যই বনী ইসরাইলসহ অন্যান্য জাতির ঘটনাকে উদাহরণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। আমরা যেন সৃষ্টির সেরা জীব ‘আশরাফুল মাখলুকাত’ হিসেবে যে বুদ্ধিমত্তা, বিশ্লেষণ ক্ষমতা তিনি আমাদের দিয়েছেন তা কাজে লাগিয়ে পূববতীদের ঘটনা থেকে শিক্ষা নিতে পারি সেজন্য এসব ঘটনার অবতারণা করা হয়েছে। তবে আমরা আমাদের মেধাকে এই কাজে ব্যয় করতেও আগ্রহ বোধ করি না। ‘শিকড়ের সন্ধানে’ বইটিতে লেখিকা হামিদা মুবাশ্বেরা আমাদের জন্য এই কষ্টকর কাজটি করেছেন, বলা উচিত মহান আল্লাহ তাকে এই কাজটি করার উসিলা হিসেবে বেছে নিয়েছেন আলহামদুলিল্লাহ। দীঘ কয়েকটি বছর অনেক বই পড়ে , লেকচার শুনে তিনি এই বইটিতে কুরআনে বণিত নবী-রাসূলদের কাহিনীগুলোকে ক্রমান্বয়ে সাজিয়েছেন, কোন ঘটনা থেকে আমাদের জন্য কি শিক্ষণীয় আছে তাও তুলে ধরেছেন এবং বইটি লেখার ক্ষেত্রে সহজবোধ্য ভাষা ব্যবহার করেছেন। বইটি পড়ার পর যে কোন বয়সের যে কোনো প্রফেশনের মানুষ কুরআনের অনুবাদ নতুনভাবে অনুধাবন করতে পারবেন এবং নিজের জীবনের সাথে relate করতে পারবেন এটা নি:সন্দেহে বলা যায়। তাই সবার প্রতি অনুরোধ প্রথমে‘ ‘শিকড়ের সন্ধানে’ পড়ুন , এরপর একবার হলেও কুরআন মজিদের বাংলা অনুবাদ, তাফসীর পড়ুন, যেন পরকালে স্রষ্টার সামনে লজ্জায় অবনত হতে না হয়।
Was this review helpful to you?
or
রিভিউ করতে গিয়ে বইটির যে বৈশিষ্ট গুলো মন ছুঁয়েছে তার একটা সংক্ষিপ্ত রূপ না বললেই নয় : ১. কঠিন বিষয় সহজ করে বলার মুন্সিয়ানা তারাই দেখতে পারে যাদের বিষয়টি সম্পর্কে রয়েছে অগাধ ধারণা | বইটির প্রতিটা পরতে পরতে রয়েছে সুগভীর চিন্তা থেকে বেরিয়ে আসা এবং ইসলামিক দলিল ভিত্তিক কথন | যা পাঠককে শুধু ইসলাম সম্পর্কিত হাতেখড়ি ই দেয়নি, আল্লাহর আয়াত গুলো নিয়ে কিভাবে ভাবতে হয় তা ও শিখিয়েছে, জন্ম দিয়েছে যুক্তি বাদী মন | ২. ক্রমান্বয়ে ইতিহাসের দলিল এবং যুক্তির ওপর দাঁড় করানো বিভিন্ন প্রেক্ষাপটে নবীদের (বিশেষত মুসা (আ) এর জীবনের ঘটনা প্রবাহ) জীবনী নিয়ে আল্লাহ আমাদেরকেই কি বলতে চাইছেন তার প্রাঞ্জল বর্ণনা রয়েছে বইটিতে | সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় টি হলো, মুসা (আ) সহ অন্যান্য নবীদের এর জীবনী থেকে যে শিক্ষা আল্লাহ তা'লা আমাদের দিয়েছেন তা নবীজি (সা) কি করে তাঁর সময় কালে আরোপ করেছেন তার সাথে লেখিকা আমাদের পরিচয় করিয়েছেন | যেন অনুরূপ প্রেক্ষাপটে আমরা এই শিক্ষা থেকে আমাদের করণীয় নিয়ে confused না হই | ৩. আল্লাহ সুবহানাল্লাহু তা'লা কোনো জাতিকে যখন তাঁর দিকে ডাকেন তখন তাদের আলোক বর্তিকা স্বরূপ পাঠিয়েছেন নবীদের | তারা যেন সহজেই ঈমান আন্তে পারে তাই সেসব নবীদের দিয়েছেন অলৌকিক মুজিজা | যেমন মুসা (আ) কে দিয়েছেন সাগর ফেরে পথ তৈরির সক্ষমতা, সুলায়মান (আ) কে দিয়েছেন জীন জাতির উপর কর্তৃত্ব, ঈসা (আ) দিয়েছেন মৃতকে জিবিত করার মুজিজা | কিন্তু, সর্ব কালের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ (সা) কে দিয়েছেন একটি বই | যার পরতে পরতে রয়েছে ভাষাগত অলৌকিক মুজিজা যা আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের জন্য সংরক্ষন করবেন বলে ওয়াদা করেছেন | আরবি না জানার কারণে এই স্বর্গীয় শুধা থেকে আমরা যারা বঞ্চিত লেখিকা তার বইটিতে এর কিছু চকপ্রদ ভাবে উল্লেখ করেছেন | ৪. নবীদের জীবনী বর্ণনা কালে এক নবীর সাথে আরেক নবীর সম্পৃক্ততা কিভাবে ছিল তার অনেক খানি ইতিহাসের পাতা থেকে মুছে গেলেও মিসিং লিংক হিসেবে লেখিকা দালিলিক প্রমান দিয়ে তা পুনঃ প্রতিষ্ঠা করেছেন যা পাঠক কে দেবে চরম রোমাঞ্চ | ৫. সর্বোপরি, ইব্রাহিম (আ) এর প্রকৃত অনুসারী হিসেবে দাবি করা মানুষ গুলো আজকে কিভাবে ইহুদি, খ্রিসটান ও মুসলিম এই তিন পরিচয়ে বিভক্ত এবং কারা এখনো ঘটনা পরিক্রমায় সত্য পথে রয়েছে সেই ইতিহাস প্ৰাঞ্জল ভাবে ফুটে এসেছে বই টিতে | আমরা যদি নিজের পরিচয় সম্পর্কে জানি , জানি আমাদের আলোকিত স্বর্ণ যুগের ইতিহাস আর আমাদের স্বতন্ত্র তাহলে আপনা আপনি আমরা বুঝে যাবো আমাদের জীবনের করণীয় ও বর্জনীয় সম্পর্কে, আবিষ্ট হবো নিজ লক্ষ্যে, খুঁজে পাবো জীবনের উদ্দেশ্য | লেখিকাকে অজস্র ধন্যবাদ কান্ডারি বিহীন এই প্রজন্মকে এমন একটি দিশারী দিয়ে সাহায্য করার জন্য | আল্লাহ তা'লা উনাকে ইসলামের বৃহৎ কল্যাণে নিয়োজিত করে আমাদের উপকার করার তৌফিক দিন |
Was this review helpful to you?
or
চমৎকার একটি বই মা শা আল্লাহ।
Was this review helpful to you?
or
Best of 2020 :) A request for everyone to read...
Was this review helpful to you?
or
হামিদা আপুর লেখা আমার বরাবরই অন্যরকম ভালো লাগতো। সেই ভালো লাগা থেকেই আমি "শিকড়ের সন্ধানে" সিরিজটা পড়া শুরু করি। এবং সত্যি বলতে কি এই সিরিজ পড়ার পর আমি নতুন করে কুরআনের তাফসীর পড়ার তীব্র আগ্রহ বোধ করি। আমাকে যদি কেউ একবাক্যে বলতে বলেন আমি এই সিরিজ পড়ে কি জেনেছি, আমি বলবো রাসূলগণের ধারাবাহিকতা বা সিলসিলা। আশ্চর্যের বিষয় এই যে, শুধুমাত্র এই সিলসিলা সঠিকভাবে জানলে কুরআনের তাফসীর বোঝা অনেক সহজ হয়ে যায়। কুরআন কোন স্টোরিবুক না- রাসূল (সাঃ) এর ওপর নাযিলকৃত ওহীসমূহ, মানবজাতির জন্য নির্ধারিত জীবনবিধান। কুরআন আমাদের গল্প বলে না, তাই কুরআনের স্রেফ বাংলা অর্থ পড়ে কুরআনকে বোঝা যায়না, এর পটভূমি জানাটাও জরুরি। আর সেই পটভূমি জানতে গেলে নবী-রাসূলগণের সিলসিলা জানা আবশ্যক। আমরা কুরআনে সবচেয়ে বেশি যেই নবীর কাহিনী পাই তিনি হলেন মূসা (আ), সবচেয়ে বেশি যেই জাতির উল্লেখ পাই তারা হচ্ছে “বনী ইসরাঈল”। কিন্তু আমাদের অনেকেরই পরিষ্কার ধারণা নেই “বনী ইসরাঈল” কারা? কেনই বা কুরআনে বারবার তাদের উল্লেখ এসেছে? বারবার মুসলমানদেরকে কেন তাদের রেফারেন্স টেনে সতর্ক করা হয়েছে? ইউসুফ (আ) জন্মেছিলেন কেনানে, তাঁর বংশধর মূসা (আ) কি করে মিশরে জন্মালেন। বনী ইসরাঈল কে অত্যাচারী ফেরাউনের হাত থেকে রক্ষা করে মূসা(আ) কি পেরেছিলেন স্বাধীন রাষ্ট্র গড়ে নিতে? ইউশা ইবন নুন এর ভূমিকা কি ছিলো? এ প্রশ্নগুলোর উত্তর পেতে হলে একজন মানুষকে বেশ পরিশ্রম করতে হবে, বিস্তারিত তাফসীর পড়ে, রেফারেন্স ঘেঁটে উত্তর খুঁজে বের করতে হবে। advanced level এর knowledge না থাকলে কাজটা করা দূঃসাধ্য। এই দুঃসাধ্য কাজটা অনেকাংশে সহজ করে দিয়েছেন আমাদের প্রিয় হামিদা মুবাশ্বেরা আপু, তাঁর “শিকড়ের সন্ধানে” সিরিজে। যারা কুরআনকে বুঝতে আগ্রহী, কুরআনকে হৃদয়ঙ্গম করতে চান- তাঁদের প্রতি অনুরোধ বইটা পড়ে দেখবেন। সময়টা বৃথা যাবেনা।
Was this review helpful to you?
or
'শিকড়ের সন্ধানে' সিরিজ পড়ার সৌভাগ্য হয়েছিল বেশ কয়েক বছর আগে।খুব সাবলীলভাবে সহজ করে লেখা।আরবী যেহেতু আমাদের মাতৃভাষা না,এই ইতিহাসগুলো জানা থাকলে কুরআন এর অনুবাদ পড়ে বুঝা একটু হলেও সহজ হবে।অধীর আগ্রহে অপেক্ষা করছি বই আকারে পড়ার জন্য।
Was this review helpful to you?
or
শুধুমাত্র দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হয়ে আগাছা পরগাছার মতো একটা জীবন অতিবাহিত করছিলাম। নিজের শিকড় সম্পর্কে কোন ধারণা আসলে ছিল না। কুরআন পড়তাম অন্ধের মতো। ফিজিকাল এক্সসারসাইজ ছিল পাঁচ ওয়াক্ত নামাজ। কি পড়ছি কেন পড়ছি কিছুই বুঝতাম না। পড়তে হবে তাই পড়তাম। ছোটবেলা থেকে এভাবেই আসলে আমাদের মুসলিম পরিবার গুলোর বেড়ে ওঠা। আলহামদুলিল্লাহ। আমাদের জেনারেশনের কিছু ভাই বোনের ইসলাম নিয়ে গবেষণা আমাদের দৃষ্টিভঙ্গিকে অনেকটাই পাল্টে দিল। কুরআন যে শুধু সম্মান করে বাসার সবথেকে উঁচু শেলফে উঠিয়ে মাঝে মাঝে নামিয়ে একটু তিলাওয়াত করার জিনিষ না, কুরআন কে বুকে ধারণ করতে হয় এই নূন্যতম ধারণাটাও ছোটবেলা থেকে কেউ আমাদের দেয়নি। আজ যখন ব্যাপারটা অনুধাবন করতে শিখেছি জীবনের অনেকটা সময় তখন চলে গিয়েছে। জানিনা হাতে আর কতটুকু সময় আছে এই জ্ঞানের সমুদ্রের বিন্দু পরিমান জানার! হামিদা মুবাশ্বেরার 'শিকড়ের সন্ধানে' যখন হাতে পেলাম, আমার মনে হচ্ছিল বিশাল সমুদ্রে হারিয়ে যেতে যেতে একটুকরো খড়কুটো আমি পেয়েছি আঁকড়ে ধরার মতো। আলহামদুলিল্লাহ। আমি জানতে চেয়েছিলাম, মহান আল্লাহ্ আমার জানার রাস্তাটাকে সহজ করেছেন একটু হলেও। হামিদা আপাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই। সম্পূর্ণ অচেনা একজন মানুষের জন্য মন থেকে দুয়া আসে। উনার এই লেখার প্রতিদান আল্লাহর কাছে। যারা নিজের শিকড় সম্পর্কে জানতে চান, আমার অনুরোধ থাকবে এবারের বইমেলায় 'শিকড়ের সন্ধানে' বইটা পড়ে দেখার। অবশ্যই অনুরোধটা তাদের কাছে যারা সত্যিকার অর্থে জানতে চান।
Was this review helpful to you?
or
আমাদের মনের মাঝে নানা প্রশ্ন।কোন নবীর পর কোন নবী এসেছে। ইহুদি, থ্রিষ্টান, মুসলিম কিভাবে একই ধর্ম থেকে তিনটি দলে ভাগ হয়ে গেল। এরকমই অনেক শিকড়ের অনুসন্ধানের মূলে এই বই। বইটি পড়ে লেখিকা হামিদা আপুর পুরোপুরি ভক্ত হয়ে গেলাম.... চমৎকার সাবলীল ভাষায় রচিত একটি বই। সবাইকে অনুরোধ রইল বইটি অন্তত একবার পড়ে দেখতে....
Was this review helpful to you?
or
সত্যিকার অর্থে এই বইয়ের নামের মাধ্যমেই এর উদ্দেশ্য স্পষ্ট হয়ে গেছে। যে কোনো বৃক্ষের জন্য যেমন শিকড় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তেমনি প্রতিটি মুসলিমের জন্যও তার আত্মপরিচয় , অস্তিত্বের ধারাবাহিক ক্রম জানাটা খুব জরুরি। শিকড়ের যত্ন না নিলে যেমন বৃক্ষের সবুজ পাতারা রঙ হারিয়ে ঝরে পড়ে, ডাল-পালা রুক্ষ,শীর্ণ হয়ে যায় , একসময় চরম মূল্যবান বৃক্ষও তার উপযোগিতা হারিয়ে ফেলে তেমনি আমরা জন্মসূত্রে মুসলিমরাও যেন নিজেদের জীবনের লক্ষ্য, উদ্দেশ্য সম্পর্কে উদাসীন হয়ে এক ভুলের সমুদ্রে হাবুডুবু খাচ্ছি প্রতিনিয়ত। আমাদের চিন্তাভাবনার যে অসুখগুলো প্যারাসিটামলেই সেরে যাওয়ার কথা ছিল তা যেন সঠিক চিকিৎসার অভাবে ক্যান্সার পর্যন্ত পৌঁছে আমাদের অস্তিত্বকেই সংকটাপন্ন করে তুলছে। অথচ, মহান আল্লাহ তো তাঁর সর্বশ্রেষ্ঠ নবীর উম্মতদের সঠিক পথে চলার জন্য গাইডলাইন হিসেবে কুরআনকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রেখেছেন। পূর্ববর্তী নবী-রাসূলদের জীবন, তাদের সম্প্রদায়ের বিভিন্ন ঘটনা বর্ণনা করে তা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে বলেছেন। তাহলে আমাদের এই দিকভ্রান্ত অবস্থা? কেন আমাদের রিচুয়ালসগুলো সব করাপ্টেড? ভাবনাগুলো সব শেইপড? বিশ্বাসের নামে অন্ধবিশ্বাস, কুসংস্কারের সাথে কেন আমাদের নিত্য চলাফেরা? এর অন্যতম কারণ বোধহয় এটা যে, আরবী ভাষায় নাজিলকৃত কুরআনের বক্তব্য আমাদের মতো বাংলা ভাষাভাষীদের মর্মমূলে গিয়ে পৌঁছতে পারেনি। ছোটোবেলায় মায়ের মুখে,বাবার মুখে,কখনো হুজুরদের মুখে, কখনো ইসলাম শিক্ষা বইয়ের পাতায় আমরা গল্পাকারে নবী ও রাসূলগনের যেসব ঘটনা শুনে এসেছি, সেগুলো আমাদের কাছে মিথোলজির মতো একটা কৃত্তিম ভাব সৃষ্টি করেই পালিয়েছে, হৃদয়ের গভীরে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারেনি। হামিদা মুবাশ্বেরাও বোধহয় একই ধরনের উপলব্ধি থেকে নানামুখী ব্যস্ততার মাঝেও নিজস্ব আত্মপরিচয় অন্বেষণের তাগিদে মুসলিম হিসেবে তাঁর শিকড়ের সন্ধান করতে বেড়িয়েছিলেন। আত্মানুসন্ধানের এই পথে ঠিক যে জায়গাগুলোতে তিনি নিজে আটকে গিয়েছিলেন, সেই জায়গাগুলোতে যেন অন্য কেউ হোঁচট খেয়ে না পড়ে , বাঁধা পেয়ে পথ চলার উৎসাহটা হারিয়ে না ফেলে তাই তিনি তার অর্জিত অভিজ্ঞতাগুলোকে লিপিবদ্ধ করেছেন ‘শিকড়ের সন্ধানে’ বইতে। জীবনের যেই বাঁকে এসে আমরা ভাবতে শুরু করি "what's my destiny?” যেখানে দাঁড়িয়ে অন্যের দেয়া মিথ্যে প্রবোধগুলোকে অর্থহীন মনে হয়, সেই ভঙ্গুর সময়ে যেন ভুলের চোরাবালিতে ডুবে যেতে না হয়, নিজের না পাওয়াগুলো- ব্যর্থতাগুলো যেন আমাদের উপর রাজত্ব গড়ে নিতে না পারে সেজন্য মুসলিম হিসেবে নিজের শেকড়ের উপলব্ধি হতে পারে আমাদের অর্থবহভাবে বেঁচে থাকার প্রধান রসদ। আর ‘শিকড়ের সন্ধানে’ বইটি আমাদের সেই কাজকে সহজ করে দিবে ইনশাআল্লাহ। বইটি পড়তে পড়তে নিজেদের মনের মধ্যে যুদ্ধ-বিবাদে লিপ্ত অনেক প্রশ্নের জবাব পাওয়া যাবে বলে আমার বিশ্বাস। কুরআনে বর্ণিত প্রতিটি ঘটনার ঐতিহাসিক ধারাবাহিকতা বজায় রেখে সাজানো হয়েছে বলে এই বই মুসলমানদের উত্থান পতনের ক্রম বুঝতে সহায়ক হবে। আজকের বাস্তবতার নিরিখেও কুরআনে বর্ণিত কাহিনীগুলো কতটা প্রাসঙ্গিক তা পাঠকরা উপলব্ধি করতে পারবে। যে কোনো সময়ের, যে কোনো বয়সের মানুষের জন্য প্রাসঙ্গিক এবং সুখপাঠ্য একটি বই ‘শিকড়ের সন্ধানে।’
Was this review helpful to you?
or
২০১৩/১৪ সালের কথা। সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি। ফেসবুকে আজকের মতো এত লেখক ছিলেন না। যে কয়জন লিখতেন, খুব ভালো লিখতেন। অনেক পড়াশোনা করে লিখতেন। তখনই হামিদা মোবাশ্বেরা আপুর লেখার সাথে পরিচয়। বিভিন্ন বিষয় নিয়ে উনি ছোট ছোট নোট আকারে কয়েক পর্বে লেখা দিতেন। “শিকড়ের সন্ধানে” নামক খুব ইন্টারেস্টিং একটি নোট লেখা শুরু করলেন আপু। প্রথম কয়েক পর্ব পড়েই আমি এর ফ্যান হয়ে গেলাম। অপেক্ষা করতাম পরের পর্ব কবে আসবে। আমার স্পষ্ট মনে আছে, শুরুর দিকে পর্বগুলো পড়ার সময় একেবারে খাতা কলম নিয়ে নোট করতে বসতাম। এবছর সিরিজটি বই আকারে বইমেলায় প্রকাশিত হলো। কি আছে শিকড়ের সন্ধানে বইটিতে? শেকড়ের গল্প। কুর’আনে আল্লাহ সুবহানাহু অনেক গল্প বলেছেন। তিনি কুর’আনের গল্পগুলোকে আহসানুল কাসাস বলেছেন। মানে উত্তম গল্পসমূহ। এই গল্পগুলো আল্লাহ সুবহানাহু নিছক বর্ণনা করেন নি। গল্পের মধ্যে শিক্ষা রয়েছে। মানুষ নীতিকথা শুনে যতটা না অনুপ্রাণিত হয়, তারচেয়ে বেশি হয় গল্প শোনে। সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহ সুবহানাহুর চেয়ে এটা কে ভালো জানবেন? সূরা কাহাফেই চার চারটি গল্প আছে। আমার জানামতে সূরা ইউসুফই একমাত্র সূরা যেখানে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে পুরো একটি গল্প বর্ণনা করা হয়েছে। বাকি গল্পগুলো পুরো কুর’আন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ সুবহানাহু গল্পগুলোর উপস্থাপনা করেছেন। পুরো কুর’আন খুব ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থসহ পড়লে হয়তো একজন সচেতন পাঠক গল্পগুলোর যোগসূত্র খুঁজে পাবেন। কিছু গল্পের এক্সটেন্ডেড ভার্সন রসুলুল্লাহর কিছু হাদিস থেকে পাওয়া যায়, কিছু পাওয়া যায় ইসরাইলিয়াত থেকে। ইসরাইলিয়াত মানে বনী ইসরাঈল জাতির গল্প। কুর’আন, হাদিসের পাশাপাশি অনেক আগে থেকে এই গল্পগুলো লোকমুখে চলে আসছে। এর কিছু সত্য, কিছু সত্যমিথ্যা মিশ্রিত, পরিবর্তিত। এই ছড়ানো ছিটানো গল্পগুলোকেই হামিদা মোবাশ্বেরা আপু একত্রিত করার চেষ্টা করেছেন। একটা সিকোয়েন্সে সাজানোর চেষ্টা করেছেন। কোনটার পর কোন গল্পটা আসবে। গল্পগুলোর শিক্ষাটা আসলে কি? গল্পগুলো শুনতে মজা লাগলেও ধারাবাহিকতা বজায় রেখে সব একত্রিত করা কাজটা কিন্তু মোটেও সহজ নয়। আপু যে এটার পেছনে প্রচুর সময় ব্যয় করেছেন এটা আঁচ করতে কষ্ট হয়না। আল্লাহ উনার কাজে আরো বারাকা দিক, আমিন। এবারের বইমেলায় প্রকাশিত সবার পড়া উচিৎ শুধুমাত্র একটা বইয়ের কথা যদি বলি সেটা হলো “শিকড়ের সন্ধানে”। সাবলীল বর্ণনা আর সমৃদ্ধ রেফারেন্স বইটাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে। শেকড় নিয়ে জানার কি যে মজা, তা এই বই না পড়লে বুঝা যাবেনা। তাছাড়া নিজেদের শেকড় নিয়ে না জানলে আমরা আগাছা আর খড়কুটোর মতো ভেসে যাব।
Was this review helpful to you?
or
কুরআন কোনো ইতিহাসগ্রন্থ নয়। তাই যখন যে ঘটনা প্রাসংগিক তারই অংশবিশেষ আল্লাহ আমাদের বিভিন্ন সূরায় জানিয়েছেন। তবে তা ধারাবাহিকভাবে বলেননি। তাই এসব ঘটনার আদ্যপান্ত, ইতিহাস, সংস্কৃতি, সে সময়ের পরিবেশ পরিস্থিতি,জীবনাচরণ ইত্যাদি বিষয়গুলো ভালো করে জানা না থাকলে কুরআন পড়তে গিয়ে অনেকের বোরিং ফীল হতে পারে! শুধু বাংলা অর্থ পড়ে মনে হতে পারে বনী ঈসরায়েল,ইহুদি,নাসারা,কাফির,মুশরিক,মুনাফিক্ব ইত্যাদি বিষয় নিয়ে আল্লাহ যে এত কিছু বলেছেন তার সব হয়ত আমাদের বলেননি। কিংবা ওদের ঘটনা জেনে আমার কি লাভ----এমন মনে হওয়াও বিচিত্র নয়!! অথচ কুরআনের প্রতিটা শব্দ, প্রতিটি বাক্যই আমার জন্য,আমাদের জন্য। 'শিকড়ের সন্ধানে' বইয়ে লেখিকা খুব চমৎকারভাবে কুরআনে বর্ণিত বিভিন্ন ঘটনার ইতিহাস ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। সেই সাথে এসব ঘটনা থেকে আমাদের কি কি শিক্ষণীয় বিষয় রয়েছে, কুরআনে বর্ণিত বিভিন্ন জাতিদের মতো আমরাও কোন কোন চারিত্রিক বৈশিষ্ট্য ধারণ করে আছি, বর্তমান যুগে কিভাবে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে----এসব কিছুই লেখক এত সহজ সরল ভাষায় বর্ণনা করেছেন যে, মনে হয় যেন পাশে বসে গল্প বলে যাচ্ছেন। সেই সাথে ইহুদি,খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের উৎপত্তি,তাদের যুক্তির অসাড়তা, আজকের ইহুদি-নাসারাদের চরিত্র,পররাষ্ট্রনীতি সম্পর্কেও ধারণা পাওয়া যাবে এই বই থেকে। ‘শিকড়ের সন্ধানে’ পড়ার পর কুরআনের অর্থ পড়তে গিয়ে যেন কুরআনকে নতুনরূপে আবিষ্কার করেছি। গভীরভাবে উপলব্ধি করেছি কেন আল কুরআন সর্বকালের সর্বশ্রেষ্ঠ আধুনিক গ্রন্থ!! কুরআনকে জেনেছি,রাব্বকে চিনেছি আরো নতুন ভাবে!! কি সহজ,সুন্দর,সুস্পষ্ট,যৌক্তিক আল্লাহ বাণী! যার মধ্যে কোন বক্রতা নেই!! কুরআনের কাহিনীগুলো ধারাবিাহিকভাবে জানার পর কুরআন পড়তে গিয়ে এর অসাধারণ লিংগুইস্টিক মিরাক্যল নতুনভাবে বুঝতে পেরেছি। কিছু বই পড়ার পর ইচ্ছে করে সবাইকে বলি, “এটা পড়ো।” শিকড়ের সন্ধানে' সেরকমই একটা বই। এই বই একবার পড়ে রেখে দেওয়ার মতো নয়। বারবার পড়তে হবে। সংগ্রহে রাখতে হবে পরবর্তী প্রজন্মের জন্য। সবার প্রতি অনুরোধ এবারের বইমেলা থেকে প্রকাশিতব্য ‘শিকড়ের সন্ধানে’ নিজে পড়ুন,অন্যকে উপহার দিন। পরম করুণাময় যেন লেখকের জ্ঞানের গভীরতা আরও বৃদ্ধি করেন,তাঁকে উত্তম প্রতিদান দেন--এই দুয়া করি।
Was this review helpful to you?
or
শিকড়ের সন্ধানে বইটা আমার কাছে অনেকটা এপিটাইজারের মতো লেগেছে। মেইন কোর্স সার্ভ করতে দেরি আছে। আপনার পেটে কিছু পড়া দরকার। কিন্তু এমন কিছু খেতে হবে যেটা ক্ষুধাটাকে নষ্ট করবে না, জিইয়ে রাখবে। এখন বিষয়টা এভাবে চিন্তা করা যাক: ধরুন একজন মানুষের হৃদয় এখনও কুরআন পড়তে জাগ্রত হয়নি। এই সময়টা সে কী পড়বে? কিছু তো একটা পড়বেই। যে কোনো বুক পড়ে না, সে-ও ফেইসবুক পড়ে। সমস্যা হচ্ছে, ফেইসবুকের সব লেখা তো আমাদের কুরআন পড়ার ইচ্ছাকে জিইয়ে রাখবে না। বরং কিছু লেখা নির্মমভাবে আমাদের ইচ্ছাকে কবর দিবে। কিন্তু আমরা যদি শিকড়ের সন্ধানে পড়ি, ইনশাআল্লাহ একবার হলেও মনে হবে একটু কুরআন খুলি। একটু তাফসীর নিয়ে বসি। কারও আবার তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়েও পড়ার সাধ জাগতে পারে। এই বইয়ের একটা সুন্দর দিক না বললেই না। কুরআনের যেকোনো কাহিনী বর্ণনা শেষে লেখিকা ফুটনোটে উল্লেখ করে দিয়েছেন এই কাহিনী কোন কোন সূরায় পাওয়া যাবে। এখন আমাদের সবার হাতেই স্মার্টফোন আছে। স্মার্টফোনে একটা কুরআনের এপ ডাউনলোড করে সহজেই আমরা দেখে নিতে পারব সেই সূরাগুলো। এক বসায় অনেকগুলো আয়াত পড়া হয়ে যাবে সহজে। এতক্ষণ যা বললাম শুনে মনে হতে পারে, ও বাবারে একাডেমিক বই! খুব বোরিং হবে, পড়তে পারব না! ভয় পাওয়ার কারণ নেই। আমি নিশ্চয়তা দিচ্ছি, বোরিং হলে খুশিতে ঠেলায় ঘোরতে এমন বই পড়তে পারতাম না। আপনারা নিশ্চিন্তে শিকড়ের সন্ধানে পড়ুন। হাসতে খেলতে অনেক কিছু জেনে যাবেন, একটু চোখ কান খোলা রাখলে লেখিকার দীনের পথের জার্নিটাও বুঝে নিতে পারবেন।
Was this review helpful to you?
or
শিকড়ের সন্ধান‘র লেখিকা হামিদার সাথে আমার পরিচয় ফেসবুকেই। তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্কের কিছু কথা শেয়ার করতে চাই। গম্ভীর প্রসঙ্গে তার প্রাঞ্জল লেখার গুণে মুগ্ধ আমি আবিষ্কার করলাম আমরা তো একই প্রতিষ্ঠানের ছাত্রী ছিলাম! খাতির যেন আরো বেড়ে গেল সেই সুবাদে। বয়সে আমার চেয়ে অনেক ছোট হলেও তার স্বভাবসুলভ মুরুব্বীয়ানায় এবং জ্ঞানে আমার চেয়ে এগিয়ে থাকায় অনেক পরামর্শই দিত সে আমাকে। মনে মনে আমার মেন্টরই মনে করতাম ওকে। এটা সেটা অনেক কিছু জিজ্ঞেস করতাম ইসলাম সম্পর্কে। একদিন সে বলেছিল "আপু আপনার জন্য IOU তে ভর্তি হওয়া ফরয হয়ে গেছে"। ভালোবাসার ছোটবোনের এত ভারী কথাটা ফেলতে পারিনি। এখন বুঝি, জীবনের অন্যতম সেরা পরামর্শ ছিল সেটি। প্রাতিষ্ঠানিকভাবে যখন ইসলাম নিয়ে পড়া শুরু করলাম, এতদিনের খাপছাড়াভাবে আহরণ করা 'তথ্য' গুলোর সাথে 'জ্ঞান' গুলো মিলাতে একটু যেন খেই হারালাম। হামিদাকে প্রশ্ন করতাম যখন তখন। আক্বীদা বিষয়ে পড়তে গিয়ে আমাদের পূর্ববর্তীদের সম্পর্কে বেশ কিছু প্রশ্নের উদ্রেক হয়েছিল মনের গহীনে। যেমন- ১। অন্যান্য কিতাবধারীরা আমাদের চেয়ে আসলে কোন ব্যাপারে ভিন্ন? সবাই তো এক আল্লাহর উপাসনা করছে ভিন্ন নামে! ২। খ্রিস্টানরা তো ঈসা (আ) কে আল্লাহর পুত্র মনে করে পথভ্রষ্ট হয়েছে, ইহুদীরা তো মূসা (আ) কে সেরকম কিছু মনে করেনি। তাহলে ওরা কেন এত অভিশপ্ত? ৩। খৃষ্টানদের বিচ্যুতি হল শিরক, ইহুদীদের বিচ্যুতি কিসে? ৪। খৃষ্টানরা ঈসা (আ) কে উদ্দেশ্য করে ইবাদত করে, ইহূদীরা তাহলে কার ইবাদত করে? কেমন করেই বা করে? ৫। ইহুদীরা এত ছোট জনগোষ্ঠী হয়েও এত প্রভাবশালী কি করে? অন্যান্য ধর্মের মানুষদের ব্যপারে কুরআনে কেন এতবার বলা হল না? এসব প্রশ্ন যখন মনে নিয়ে ঘুরছি আর মানুষ খুঁজছি কাকে জিজ্ঞেস করব, কাকতালীয়ভাবে ফেসবুকে শুরু হলো হামিদার সিরিজ ‘শিকড়ের সন্ধানে’। যেন আমারই প্রশ্নগুলোর জবাব দিতে আল্লাহ তা'আলা আমার এই বোনটিকে বেছে নিলেন। স্বাভাবিকভাবেই বিষয়বস্তুর অভিনবত্ব এবং সাবলীল রচনাশৈলীর কারণে সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা পেতে শুরু করে। দীর্ঘ সময়ের পথ অতিক্রম করে যখন সিরিজটি শেষ হল, ভয় হতে লাগল যদি ফেসবুক থেকে হারিয়ে যায় এত অমূল্য লেখা! সবগুলো পর্ব একত্রে জমিয়ে পিডিএফ করা শুরু করলাম নিজের সংগ্রহে রাখার জন্য। তবে অন্যকে পড়তে দেয়ার জন্য তো আর সবসময় পিডিএফ লিন্ক দেয়া সম্ভব হয় না। তাই মন থেকে চাইতাম সিরিজটি যেন বই আকারে প্রকাশিত হয়। আমার মত অনেকের মনের আশা এবং দুয়ার ফল হিসেবেই হয়তো এবারের বইমেলায় ‘ শিকড়ের সন্ধানে’ বই হিসেবে প্রকাশিত হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা যারা জন্মগতভাবে মুসলিম, তারা এক অজানা কারণে প্রচ্ছন্নভাবে শিখেছি ইহুদীদের ঘৃণা করতে হবে, তাদের উপর আল্লাহর অভিশাপ। কিন্তু কেন অভিশাপ, কিসের অভিশাপ, আমরা তাদের মতই পথ অনুসরণ করে ফেলছি কিনা, আমরা তাদের চেয়ে আসলেই কোনো দিক থেকে শ্রেষ্ঠ কিনা জানতে, বুঝতে চাইলে শিকড়ের সন্ধানে বইটি পড়ার, পড়ে চিন্তা করার এবং ভবিষ্যত প্রজন্মের জন্য সংগ্রহে রাখার পরামর্শ রইল।