User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
এই বইটা নিয়ে আমার আশা ছিল অনেক, ছেলেকে কিনে দিয়েছিলাম! আমি দেখলাম বইটা ও আগ্রহ নিয়ে পড়ে, শুধু পড়ে বললে কম বলা হবে, প্রত্যেকটা বই যে কত বার পড়েছে এর হিসাব বলাই মুশকিল, এক ধরনের নেশার মতো, কিন্তু তার মধ্যে বিরূপ আচরণ বাড়তেই থাকে! একদিন সত্যবাদী হতে চাই বইটা পড়তে পড়তে রেখে খেলতে গিয়েছে, বইটা হাতে নিয়ে পড়তে গিয়ে তো আমি অবাক, নাসূচক আচরণ যা প্রথম দিকে বলা হয়েছে ও সেগুলো হুবহু নকল করে, আল্লাহু আকবার, আমিতো even তাকে Psychiatrist এর কাছেও নিয়েছি! পরে প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রেই একই রকম ব্যাপার খেয়াল করলাম, আল্লাহু আকবার। একটা বইয়ের যে এত প্রভাব আমি কখনো কল্পনাই করতে পারিনি! বইটা আমি Seige করি এবং তার পড়া বন্ধ করি। বছর খানেক হলো আচরণ স্বাভাবিক হওয়া শুরু করেছে, আলহামদুলিল্লাহ! তাই লেখকের প্রতি করজোরে অনুরোধ বইটি থেকে নাসূচক কাহিনী গুলো বাদ দিয়ে শুধু হাসূচক গল্প দিয়ে কিভাবে সাজানো যায় চিন্তা করুন, আপনার নেক ইচ্ছা যদি শিশু মনে বিরূপ প্রভাব ফেলে তাহলে কিন্তু এর দায়ভার আপনার উপরই বর্তাবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের ক্ষমা করুন এবং আমাদের প্রচেষ্টাগুলোকে কবুল ও মঞ্জুর করুন - আমীন!
Was this review helpful to you?
or
কাঠের দেয়ালটির ক্ষতগুলো দেখিয়ে বাবা বললেন, "তুমি যখন অন্যের ওপর রাগ করেছ, তখন এই দেয়ালের মতো তার হৃদয়েও ক্ষত তৈরি হয়েছে। এখন যাদের ওপর রাগ দেখিয়েছ, তাদের কাছে গিয়ে সরি বলো। এতে তাদের হৃদয়ের ক্ষত একটু হলেও কমবে।" পিপলু অনুতপ্ত হয়ে বলল, "হ্যাঁ, আমারও মাম্মিকে সরি বলা উচিত। আমি তার সাথে অনেক খারাপ আচরণ করেছি, অনেক জেদ দেখিয়েছি। তিনিও অনেক কষ্ট পেয়েছেন। তার হৃদয়ে অনেক ক্ষত তৈরি করে ফেলেছি।' আমি সহনশীল হতে চাই পেইজ: ২৩। খণ্ড ৫ আমি হতে চাই সিরিজ লেখক: ড. উম্মে বুশরা সুমনা
Was this review helpful to you?
or
এরকম কাজগুলো আরোও বেশী হোক। শুভকামনা
Was this review helpful to you?
or
শিশু-কিশোরদের জন্য অসাধারণ এক সিরিজ!
Was this review helpful to you?
or
ছোটদের জন্য খুবই সুন্দর একটা বই। এক কথায় অসাধারণ। আর মাত্র দুই দিনে ডেলিভারি পাবো আশা করিনি। ধন্যবাদ রকমারি।
Was this review helpful to you?
or
Good writing for Muslim children. May Allah bless you
Was this review helpful to you?
or
বইগুলো ৮- ১২ বছর বয়সী শিশুদের জন্য হলেও সব বয়সী শিশুরাই মজা পাবে। গল্পগুলো সুন্দর, শিক্ষণীয়।
Was this review helpful to you?
or
good for kids
Was this review helpful to you?
or
Nice
Was this review helpful to you?
or
আপনি যদি আপনার ছোটো সন্তান কিংবা ভাইবোন কিংবা যে মাত্র জীবন সম্পর্কে বুঝে উঠতে শিখছে এমন কারো জন্য বই খুজেন তাহলে নির্দ্বিধায় নিতে পারেন “আমি হতে চাই সিরিজ” বই গুলো। (আমি বলবো অবশ্যই নিবেন) নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, সবচেয়ে প্রথমে আপনাকে (ছোটোদের নিশ্চই আরো বেশি) চমতকৃত করবে বইয়ের প্যাকেজিং, প্রচ্ছদ, কালার কম্বিনেশন আর মলাট। অর্থাৎ ফার্স্ট ইম্প্রেশনে ১০/১০। এরপরে আসবে ভিতরের কাহিনী। বই গুলো সিরিজ অনুযায়ী পড়ে আমি নিজেই অত্যন্ত প্রভাবিত হয়েছি। খুব সুন্দর কিছু ঘটনার মধ্যে দিয়ে শিক্ষা দেওয়া হয়েছে সত্যবাদী, সাহায্যকারী, উদার, পরিচ্ছন্ন, সহনশীল আর কৃতজ্ঞ মানুষ কীভাবে হতে হবে। একেক গল্প একেক ভাবে সাজানো হয়েছে যা শিশুদের সহজেই আকৃষ্ট করবে। কিন্তু সবগুলোই যেন একই সুতোয় গাথা যা গল্প শেষে পাঠক খুব সহজেই খুজে পাবে। মোবাইল ফোন কিংবা টিভি চ্যানেলের আসক্তি আর অসৎ সঙ্গ থেকে যদি আপনার ভবিষ্যৎ প্রিয়জনকে বের করে এনে একজন মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে চান তবে তাদের হাতে এরকম সুন্দর কিছু বই তুলে দিন। একটা ভালো বই একজন চমৎকার সঙ্গী হয়ে গড়ে উঠবে। সবশেষে, লেখিকা সহ বইটি প্রকাশনা এবং আমার হাত পর্যন্ত পৌছে দেওয়া সকলের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুন।
Was this review helpful to you?
or
অসাধারন। খুবই ভালো উপহার বাচ্চাদের জন্য
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
alhamdulillah.. onk valo..baby der gift korar moton book
Was this review helpful to you?
or
অনুপ্রেরণামূলক
Was this review helpful to you?
or
ছোটদের জন্য অসাধারণ একটি কাজ। আমার ছোটভাইয়ের জন্য নিয়েছিলাম। সে কার্টুনের জন্য পাগল থাকে। বইগুলো দেওয়ার পরে পরবর্তী তিনদিন ঘরে থেকেই কার্টুন না দেখে শেষ করে ফেলল। এরপর আমি সিদ্ধান্ত নিজের লাইব্রেরীটার পাশাপাশি বাচ্চাদের জন্যও একটি বানাতে হবে। গল্পগুলো চমৎকার বলতেই হবে। বাচ্চাদের জন্য বোধগম্য, সহজবোধ্য। বাচ্চাদের জন্য এরকম কাজগুলো আরোও বেশী হোক। শুভকামনা।
Was this review helpful to you?
or
শুধু শিশু নয় বড়দের ও এই বই পড়া আবশ্যক। সুন্দর সুন্দর ইসলামী আখলাকে বেড়ে উঠুক আমাদের প্রজন্ম। আল্লাহ লেখিকার লিখনী কবুল করুন।
Was this review helpful to you?
or
বর্তমান সময়ে বেশিরভাগ পরিবারে শিশুরা ইলেক্ট্রনিক ডিভাইসে বিভিন্ন সংস্কৃতির দেশি-বিদেশি কার্টুন ও মোবাইল গেইমস দেখে সময় পার করে। যেগুলো থেকে নৈতিকতা শেখার সুযোগ থাকে না বললেই চলে। 'আমি হতে চাই' সিরিজটিতে লেখিকা ছোট গল্পের মাধ্যমে কুরআন হাদিসের ছোট ছোট শিক্ষণীয় বিষয় তুলে ধরেছেন। যেগুলো শিশুদের নৈতিক দিক থেকে বিভিন্ন বিষয়, যেমন, সত্যবাদিতা, সাহায্যকারিতা, উদারতা, পরিচ্ছন্নতা, সহনশীলতা এবং কৃতজ্ঞতা শিক্ষা দেয়। তাই শিশু-কিশোররা এই সিরিজটি পড়লে তাদের মধ্যে ইসলামিক মূল্যবোধ জাগ্রত হবে বলে আশা করছি।
Was this review helpful to you?
or
#bookreviewgurdian ছোটোবেলা থেকেই নৈতিক শিক্ষা পেলে প্রতিটা মানুষ আদর্শ জীবন গড়ে সফল হতে পারবে, বলে আমি মনে করি। বই পড়ার গল্পঃ- কয়েকদিন আগে বড় আপু এই সিরিজের ৫টি বই এনে বলছিলো প্রিয় মিজানুর রহমান আযহারী সাহেব তার আইডিতে এই সিরিজটি পড়ার জন্য লিখেছিলেন। আপু কথা শুনে আমি খুব অবাক হয়েছি। মনে প্রশ্ন জাগলো, কি আছে সিরিজে? আপু বললো বইটি ও নাকি অনেক মজার। আপু নাকি একটা গল্প পড়ে কান্নাও করেছে। তাই আমিও শুরু করলাম পড়া। আমার বই পড়তে খুব একটা ভালো লাগে না।তবে আসলেই চমৎকার একটি সিরিজ। বইয়ের মূলভাবঃ- আজকের শিশু আগামী দিনের দেশের কর্ণধার। শিশুদের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। ‘আমি হতে চাই’ সিরিজের গল্পগুলো শিশুদের সত্যবাদিতা, সাহায্যেকারী, উদারতা, সহনশীলতা, পরিচ্ছন্নতা, কৃতজ্ঞতাবোধ, দায়িত্ববোধ,পরোপকারিতা, মানুষের প্রতি ভালোবাসা ইত্যাদি মানবিক গুণাবলি অর্জনে উৎসাহিত করবে। বইয়ের ধরণঃ- গল্পগুলোর ভাষা সহজ ও সাবলীল। ছবিগুলো গল্পের সাথে মানানসই ও চমৎকার। ৬ খণ্ডের এই সিরিজের গল্পগুলো শিশুদের হৃদয়ে মানবীয় মূল্যবোধের ভিত গেঁথে দেবে এবং নরম মনের ক্যানভাসে এঁকে দেবে সুন্দর মানুষ হওয়ার দৃঢ় প্রত্যয়, ইনশা আল্লাহ্ । আমি কি হতে চাইঃ- অনেকক্ষণ ধরে ভাবলাম! জীবনে কত মানুষ কত কিছুই না হতে চাই। কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ বিজনেস ম্যান, কেউ হতে চাই সমাজকর্মী। কিন্তু কখনো কাউ কে এটা বলতে শুনিনি যে সে সত্যবাদী হবে, পরিচ্ছন্ন মানুষ হবে। সত্যিকারের একজন মুসলিম হবে। আমি কি হবো! তা আর না বলি, আল্লাহ যেন সাহায্য করেন৷ দোয়া চাই। সার-সংক্ষেপঃ- সব বাচ্চারাই গল্প শুনতে ভালোবাসো। আর গল্পের মতোই নিজেকে গড়ে তোলার চেষ্টা করে। এই সিরিজ টি তে কুরআনের আয়াত ও হাদিসও আছে। যা বাচ্চাদের মন-মস্তিষ্কে নাড়া দিবে এবং তাদের সুন্দর ভাবে বেড়ে উঠাতে সাহায্য করবে বলে আমি মনে করি। মজার বিষয় হচ্ছে প্রতিটি খন্ডে ২৪ পৃষ্টা করে। এবং দামও ৯৫ টাকা। বইগুলোর প্রচ্ছদ, বাইন্ডিং, পৃষ্ঠাগুলো ও খুব চমৎকার, মাশা আল্লাহ। প্রতিটি গল্পে এক/দুটি করে শিক্ষণীয় বিষয় আছে যা শিশুকে মানবিক বোধ সম্পন্ন আলোকিত মানুষ হতে সাহায্য করবে।বইগুলো যথাক্রমে:-- ১)আমি সত্যবাদী হতে চাই ২)আমি সাহায্যকারী হতে চাই ৩)আমি উদার হতে চাই ৪)আমি পরিচ্ছন্ন মানুষ হতে চাই ৫)আমি সহনশীল হতে চাই ৬)আমি কৃতজ্ঞ হতে চাই পাঠ প্রতিক্রিয়াঃ- ড.উম্মে বুশরা সুমনা আন্টির "আমি হতে চাই" সিরিজ নিয়ে যত ই প্রশংসা করি না কেন তা কম হয়ে যাই। গল্পগুলোর ভাষা সহজ ও সাবলীল। "আমি হতে চাই" সিরিজের বইগুলো শিশুদের মেধা বিকাশ ও নৈতিকতা শিক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতে রাখবে বলে আশা করি।এই বইটিতে গল্পের মাধ্যমে ড.উম্মে বুশরা সুমনা আন্টি অত্যন্ত সাবলীল ভাবে অনেক বিষয় সম্পর্কে জানিয়ে দিয়েছেন। সন্তানদের আদর্শ ও নৈতিকভাবে গড়ে তোলার জন্য এই বইগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশা আল্লাহ্।। মন্তব্যঃ- আমাদের সকল কাজ ,পরিশ্রম ও চেষ্টা আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ যেন লেখিকা সহ বইয়ের সাথে যারা জড়িত সকলকে সফল করেন। দ্বীনের জন্য তাদের এই প্রচেষ্টাকে কবুল করে নিন। আমিন। ‘আমি হতে চাই’ সিরিজ-৬ খণ্ড লেখিকাঃ ড. উম্মে বুশরা সুমনা মূল্যঃ ৫১০ ফিক্সড প্রাইস ক্যাটাগরিঃ শিশুতোষ প্রকাশের সালঃ ২০২০ প্রচ্ছদ অলংকরণঃ হাশেম আলী
Was this review helpful to you?
or
#bookreviewguardian ? গার্ডিয়ান বুক রিভিউ কম্পিটিশন ? বইঃআমি হতে চাই সিরিজ।(শিশুতোষ নৈতিক গল্প সিরিজ ৬ খন্ড) লেখিকাঃড.উম্মে বুশরা সুমনা। প্রকাশনায়ঃগার্ডিয়ান পাবলিকেশন্স। ?ছোটোবেলা থেকেই নৈতিক শিক্ষা পেলে মানুষ আদর্শ জীবন গড়ে সফল হতে পারে।প্রাতিষ্ঠানিক অনেক সার্টিফিকেট অর্জন করে ফেললেও ধর্মীয় ও পারিবারিক শিক্ষালয় থেকে নৈতিকতা শিক্ষা না পেলে সাফল্যে অপূর্নতা থেকে ই যায়। ?তাই পরিপূর্ণ মানুষ হিসেবে গড়তে প্রতিটি অভিভাবকগণ ই সন্তান দের কে সত্যবাদী, সাহায্যকারী/পরোপকারী ,উদার, পরিচ্ছন্ন, সহনশীল, কৃতজ্ঞ প্রভৃতি নৈতিক গুনাবলী শিক্ষা দিতে সচেষ্ট হওয়া আবশ্যক। ?নিজনিজ ক্যরিয়ার আর জবে ব্যস্ত অভিভাবক গণ সন্তানদের আদর্শ চরিত্র ও মানসিক বিকাশে খুব মনোযোগী হতে পারেন না।তাই তাদের হাতে ডিভাইস না দিয়ে শিশুতোষ বই গুলো দিলে সার্বজনীন কল্যাণ হবে ইনশাআল্লাহ। নৈতিকতা অর্জনে "আমি হতে চাই সিরিজ " টি অন্যতম গুরুত্বপূর্ণ বই। এ বইগুলোতে খুব সুন্দর করে নৈতিক গুনাবলী অর্জনের প্রয়োজনীয়তা ও অর্জনের অভিপ্রায় গল্পে গল্পে তুলে ধরা হয়েছে, আলহামদুলিল্লাহ। ?বইগুলোর প্রচ্ছদ, বাইন্ডিং, পৃষ্ঠাগুলো ও খুব চমৎকার, মাশা আল্লাহ।
Was this review helpful to you?
or
ড.উম্মে বুশরা সুমনা আপুর"আমি হতে চাই"সিরিজ নিয়ে যত প্রশংসা করতে চাইনা কেন তা কম হবে। "আমি হতে চাই" সিরিজের বইগুলো শিশুদের মেধা বিকাশ ও নৈতিকতা শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই বইটিতে ড.উম্মে বুশরা সুমনা আপু অত্যন্ত সাবলীল ভাবে অনেক বিষয় সম্পর্কে জানিয়ে দিয়েছেন। সন্তানদের আদর্শ ও নৈতিকভাবে গড়ে তোলার জন্যএই বইগুলো উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
Was this review helpful to you?
or
Excellent
Was this review helpful to you?
or
Excellent
Was this review helpful to you?
or
বইটি তিন ভাগ্নে-ভাগ্নিকে দেয়ার জন্য ক্রয় করেছি।ওদের সাথে নিজেও কিছু পড়েছি।সবমিলিয়ে বলতে হয় অসাধারন একটি বই।গল্পের মাধ্যমে চমৎকারভাবে শিশুদের ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা দেয়া হয়েছে।বইটি শুধুমাত্র যে শিশুদের আনন্দ দিবে তা নয়,বড় যে কারো জন্যই বইটি সুখপাঠ্য হতে পারে।পরিশেষে লেখিকার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করছি যেন তিনি এইরকম আরো চমৎকার কিছু দিতে পারেন।বড়দের জন্যও এইরকম প্রকাশনা উপহার দেয়ার জন্য লেখিকার নিকট আবেদন জানাচ্ছি।আমরা অপেক্ষায় রইলাম।
Was this review helpful to you?
or
good book for children.
Was this review helpful to you?
or
আল্লাহ এ প্রয়াস কে কবুল করুন
Was this review helpful to you?
or
বইঃ আমি হতে চাই সিরিজ। (শিশুতোষ নৈতিক গল্প সিরিজ ৬ খন্ড) লেখিকাঃ ড.উম্মে বুশরা সুমনা। প্রকাশনায়ঃ গার্ডিয়ান পাবলিকেশন্স। মোটঃ ৫১০৳ এই বইগুলোর মাধ্যমে সত্যবাদিতা, সাহায্যকারিতা বা পরোপকারিতা ,উদারতা, পরিচ্ছন্নতা, সহনশীলতা, কৃতজ্ঞতা প্রভৃতি নৈতিক গুনাবলী শিক্ষা পেতে পারি। নৈতিকতা অর্জনে "আমি হতে চাই সিরিজ " টি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ বইগুলোর মাধ্যমে আমাদের মতো শিশু কিশোরেরা খুব সহজেই নৈতিক গুনাবলী অর্জন করতে পারবে। ছয়টি বইয়ের মধ্যে সবচেয়ে ভালো লেগেছে "আমি সাহায্যকারী হতে চাই।" এই গল্প থেকে আমি গরিব দু:খীদের সাহায্য করার ব্যাপারে উৎসাহ পাই। আল্লাহ যে সবচেয়ে বড়ো সাহায্যকারী তা বুঝতে পারি। এই গল্পে, ক্লাসের ছাত্রদের কাছ থেকে শীতার্তদের জন্য গরম কাপড় সংগ্রহ করে আনাস ও তার বন্ধুরা। কাপড় বিতরণ শেষে আনাসের দল যখন নদী দেখতে গিয়েছিল, তখন সূর্্যয ডুবে যাচ্ছে। সূর্যাস্তের ছবি তুলতে নদীর তীর ঘেষে ওরা এগোতে থাকে, হঠাৎ অস্ত্রধারী খারাপ ছেলেরা ওদের গতি রোধ করে। নদীর এই দিকটা নির্জন, এখানে কেউ নাই। চিৎকার করলেও কেউ আসবে না। সাহায্য করতে এসে নিজেরাই বিপদে পড়েছে। এখন ওদের কে সাহায্য করবে? আলাহ সুবহানাহু ওয়া তায়ালা হলেন নাছির যার অর্থ হলো সাহায্যকারী। এই গল্পের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার আমি একটি চমৎকার দুয়াও শিখেছি। বইগুলোর প্রচ্ছদ, বাইন্ডিং, পৃষ্ঠাগুলো ও খুব চমৎকার, মাশা আল্লাহ। বইগুলো আমার ভালো লেগেছে। লেখক এবং গার্ডিয়ান প্রকাশনীকে ধন্যবাদ রিভিউয়ার : তাসনিয়া ক্লাস: ষষ্ঠ শ্রেণী স্কুল: স্কলার্স স্কুল আ্যন্ড কলেজ, ধানমন্ডি, ঢাকা।
Was this review helpful to you?
or
লেখকের কাছে জানতে চাই- "আমি হতে চাই " সিরিজ টি কত বছর বয়সের বাচ্চাদের জন্য প্রযোজ্য, জানলে উপকৃত হতাম।
Was this review helpful to you?
or
আশা করি, ভালো কিছুই পেতে যাচ্ছি। ইনশা আল্লাহ
Was this review helpful to you?
or
আমি হতে চাই ! সত্যিই আমি কি হতে চাই? আমি কত কিছুইতো হতে চেয়েছিলাম।যেমন ধরুন ডাক্তার, ইঞ্জিনিয়ার,শিক্ষক আরো কত কিছু কিন্তুু কখনো এমনভাবে ভাবিনি যে,আমি সত্যিকারের একজন মুসলিম হব এবং সেই চেষ্টাও করিনি। আমরা আমাদের জীবনের সফলতা পরিমাপ করি কেবলমাত্র কর্মজীবনে কে কতটুকু সফল, আসলে কি জীবনের সার্থকতা , সফলতা এখানে? জীবনের অনেকটা সময় পেরিয়ে জীবনকে একটু হলেও ভিন্ন রূপে বুঝতে কিংবা উপলব্ধি করতে শিখেছি। সব পিতামাতার স্বপ্ন এমনটাই "আমার সন্তান ভালো মানুষ হবে এবং কর্মজীবনে সফল হবে আর কর্ম জীবনে সফলতা লাভের সকল মন্ত্র প্রয়োগ করা হয় কিন্তু ভালো মানুষ বানানোর জন্যও যে সাধনা প্রয়োজন সেটা ভুলেই যায় আমি আমার সন্তানকে নিয়ে স্বপ্নদেখার ধরন বদলে ফেলেছি।আমি চাই আমার সন্তান মানুষ হউক কিন্তুু তথাকথিত বড় বড় ডিগ্রিধারী মানুষ হিসাবে দেখতে চাইনা।আমি ওদের সত্যবাদী, পরোপকারী, সহনশীল বিবেকবান ও মানবিকগুণ সম্পূর্ণ মানুষ হিসাবে দেখতে চাই। ড.উম্মে বুশরা সুমনা আপুর লিখা ও গার্ডিয়ান পাবলিকেশন হতে প্রকাশিত"আমি হতে চাই "সিরিজটা আমার সন্তানের মনে মানবিক গুন গুলোর বীজ বপন করতে সহায়তা করবে বলে আমার বিশ্বাস। লেখকের জন্য অনেক দোয়া ও ভালবাসা রইল। শিশু কিশোরদের জন্য অনেক অনেক সুন্দর লিখা আগামীতে ওনার লেখনীতে উঠে আসবে বলে আশা করছি।
Was this review helpful to you?
or
ছোট বাচ্চাদের জন্য বাংলায় বইয়ের বড়ই অভাব। সৎ চরিত্র গঠনের জন্য বই নাই বললেই চলে। এই অন্ধকার সময়ে একটু আলো দিতে এই সিরিজের ৬টি বই বাচ্চাদের জন্য অবশ্যই প্রয়োজন। অর্ডার করে দিলাম। আশাকরি আমার বাচ্চারা ভাল কিছু শিখতে পারবে। লেখিকাকে অনেক ধন্যবাদ।
Was this review helpful to you?
or
‘আমি হতে চাই’ সিরিজটিতে আনাস প্রধান চরিত্র। তার জীবনের সাধারণ গল্পগুলো অসাধারণ হয়ে উঠেছে। বইগুলো সরাসরি উপদেশ মূলক নয়। গল্পগুলো শিশুদের আনন্দ দিবে আবার শিক্ষণীয় কিছু মেসেজও পাবে। আমি হতে চাই সিরিজের গল্পগুলো শিশুদের সত্যবাদিতা, পরোপকারিতা,উদারতা, সহনশীলতা, পরিচ্ছন্নতা, কৃতজ্ঞতাবোধ, দায়িত্ববোধ, মানুষের প্রতি ভালোবাসা ইত্যাদি মানবিক গুণাবলি অর্জনে উৎসাহিত করবে। প্রতিটি গল্পে অনেক শিক্ষণীয় বিষয় আছে যা শিশুকে মানবিক মূল্যবোধ সম্পন্ন মুসলিম হতে সাহায্য করবে। ?বইয়ের সংখ্যাঃ৬ টি, কালারফুল ছবি, glossy paper যুক্ত পৃষ্ঠা। -রুকাইয়া নওশীন
Was this review helpful to you?
or
শিশুরা স্বপ্ন দেখতে ভালোবাসে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ জজ-ব্যারিস্টার, বিজ্ঞানী, খেলোয়াড়, পাইলট আরও কত কিছুই না হবার স্বপ্ন দেখে! পিতা-মাতা, স্কুলের শিক্ষকেরা সবাই তাদের বড় কিছু হবার স্বপ্ন দেখায়। পড়ো আর পড়ো! অনেক বড় হও। কিন্তু প্রাথমিক লেভেলেই যে তাদের নৈতিকতার ভিত শক্ত করে দিতে হয় তা ‘এ প্লাস’ পাওয়ার প্রতিযোগিতায় সবাই যেন ভুলে যায়। শিশুরা নৈতিক ও মূল্যবোধহীন হয়ে বেড়ে ওঠে। পরবর্তীতে এরা ভোগবাদিতা, মিথ্যাবাদিতা আর দুর্নীতির জালে জড়িয়ে পড়ে। পার্শ্ববর্তী দেশ জাপানে শিশুদের প্রাইমারি লেভেলে পড়াশোনার চেয়ে নৈতিকতা ও মানবিক গুনাবলি আয়ত্তে আনার প্রতি জোর দেওয়া হয়। ফলশ্রুতিতে এদেশে দুর্নীতির হার অনেক কম। ‘আমি হতে চাই’ সিরিজটিতে দু’ভাই নকিব-আনাসের জীবনের সাধারণ গল্পগুলো অসাধারণ হয়ে উঠেছে। বইগুলো সরাসরি উপদেশ মূলক নয়, গল্পগুলো তাদের আনন্দ দিবে আবার শিক্ষণীয় কিছু মেসেজও পাবে। এই সিরিজের গল্পগুলো শিশুদের সত্যবাদিতা, পরোপকারিতা,উদারতা, সহনশীলতা, পরিচ্ছন্নতা, কৃতজ্ঞতাবোধ, দায়িত্ববোধ, ভালো-মন্দের পার্থক্যকরণ, মানুষের প্রতি ভালোবাসা ইত্যাদি মানবিক গুণাবলি অর্জনে উৎসাহিত করবে। প্রতিটি গল্পে শিক্ষণীয় বিষয় আছে যা শিশুকে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে উদ্ধুদ্ধ করবে। গল্পগুলোর ভাষা সহজ ও সাবলীল, ছবিগুলো গল্পের সাথে মানানসই ও চমৎকার। ছ’খণ্ডের “আমি হতে চাই” সিরিজে রয়েছে ছয়টি গল্পের বই। ‘ আমি সত্যবাদী হতে চাই’, ‘আমি সাহায্যকারী হতে চাই’, ‘আমি উদার হতে চাই’, ‘আমি পরিচ্ছন্ন মানুষ হতে চাই’ ‘আমি সহনশীল হতে চাই’ ‘আমি কৃতজ্ঞ হতে চাই।