User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Adhora

      19 Dec 2024 10:53 AM

      Was this review helpful to you?

      or

      অনেক ভালো একটি বই, আলহামদুলিল্লাহ। গল্পের মতো করে নবিজী (ﷺ) এর পুরো দিনের রুটিন, বিভিন্ন আমল ও নসিহত বর্ণনা করা হয়েছে। মাস্ট রিড একটা বই। কখনো বইটি পড়ে কেউ হতাশ হবেন না ইনশাআল্লাহ।

      By Abdullah Al Monayem

      27 Nov 2024 08:58 AM

      Was this review helpful to you?

      or

      একটা বই যে এতোটা প্রাণবন্ত হতে পারে সেটা যদি কেউ ❝ এক দিঘল দিনে নবিজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ❞ বইটা না পড়েন তাহলে বুঝতে পারবেন না।। বৃহস্পতিবার পড়া শুরু করেছিলাম ৫ বছর আগে সেটার অনুভূতি আজ লিখছি নতুন করে ➤ ❝বৃহস্পতিবার বিকাল থেকে অনেকগুলো মুহুর্তের মাঝে একটা মুহূর্তের জন্য আমার মন সবসময় পড়ে থাকে। শুক্রবার ফজরের যথেষ্ট আগে যখন তাহাজ্জুদের সময় চলে তখন আমি মসজিদের উদ্দেশ্যে বের হই। চারপাশে কেউ নেই। সুনসান নীরবতা। মসজিদের বারান্দায় এসে বসে পড়ি একজনের অপেক্ষায়। আমার কল্পনায় তখন যেন দেখতে পাই, ❝ আমি মসজিদে নববীতে বসে আছি আমার প্রিয় রসুল ﷺ শান্তস্নিগ্ধ পায়ে হেঁটে আসছেন সুন্দর একটা হাসি দিয়ে। এসে প্রথমেই আমাকে বললেন, মোনায়েম আপনি এসে গিয়েছেন এতো তাড়াতাড়ি! ❝ আমি জানতাম আমার মোনায়েম আমার অপেক্ষায় রয়েছে। আমি জানতাম আমার মোনায়েম আমার অপেক্ষায় রয়েছে। ❞ এই বলে রসুল ﷺ আমাকে বুকে জড়িয়ে নিতেন। আমার চোখ দিয়ে তখন আনন্দ অশ্রু গড়িয়ে পড়তো আমার অজান্তেই। রসুল ﷺ এর পবিত্র হাতটি ধরে পরম স্নেহ ও মমতায় মসজিদে নববীর সামনের এপাশ হতে ওপাশ হেঁটে বেড়াতেন। প্রিয় নবি ﷺ হেসে এবং বলতেন, কে আছো দেখো মোনায়েমের কান্ড দেখো, সে আজ আমার হাত মনে হয় ছাড়বে না। আমি তখন নবিজি ﷺ, ❝ নবিজী আমি তো আপনার এই পবিত্র হাত ছাড়ার জন্য ধরিনি। কেন ছাড়বো?? ❞ তখন প্রিয় রসুল ﷺ আমায় নির্মল একটা হাসি দিয়ে আমার ললাটে পরম স্নেহে তার পবিত্র হাতের পরশ বুলিয়ে বলবেন, ❝ মোনায়েম এবার চলো; আবু বকর, ওমর, তালহা, মুসআব আমাদের অপেক্ষায় রয়েছেন ❞। প্রাণপ্রিয় রসুল ﷺ এর স্নেহময়ী আদেশ শুনে আমি তাঁর সাথে এগিয়ে চললাম।। ?❞

      By H.M. Irfan Emu

      06 Oct 2024 08:22 PM

      Was this review helpful to you?

      or

      এটি একটি ভিন্নধর্মী সীরাহ সংকলন। নবিজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিনে কী কী আমল করতেন, কী কী যিকির-আযকার করতেন, তিনি সকালে কী করতেন, বিকালে কী করতেন, রাতে কী করতেন, খাবারের ক্ষণে কিংবা নিশিরাতে কী করতেন, মসজিদে মজলিসে কী করতেন, কীভাবে মদীনার অলিতে-গলিতে ঘুরে ঘুরে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং রোগীদের খোঁজখবর নিতেন তার বিশদ বিবরণ রয়েছে বইটিতে।

      By Muhammed Riaj

      26 Mar 2024 02:15 PM

      Was this review helpful to you?

      or

      অন্যান্য সীরাতগ্রন্থের তুলনায় 'এক দিঘল দিনে নবিজি (সা.)' বইটা বেশ আলাদা ধরনের। উষা লগন থেকে গহিন রজনী পর্যন্ত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সারাদিনের কর্মসূচিই এই বইয়ের আলোচ্যে বিষয়। সালাত দিয়েই বিভক্ত ছিল তাঁর সারাদিন। "সালাত আমার চোখের শীতলতা।" তাঁর এই কথা বর্ণে বর্ণে খুঁজে পাওয়া যায় তাঁর প্রতিদিনের জীবনে। এছাড়া পরিবার সাথে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেমন আচরণ করতেন, তাঁদেরকে কেমন সময় দিতেন, কেমন ছিল তাঁর দায়িত্ব, সাহাবিদের সাথে কীভাবে কথা বলতেন, অসুস্থ ব্যক্তির প্রতি তাঁর মমতা, বাচ্চাদের প্রতি তাঁর ভালোবাসা, তাঁর সালাত আদায় ইত্যাদি বিষয় অনুবাদক খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। প্রতিটা অধ্যায় পড়ার সময় মনে হয়েছে– আমি যেন নবিজির সাথে হাঁটছি, তাঁর সাথে সালাত আদায় করছি, তিনি আমাকে উপদেশ দিচ্ছেন, তিনি আমার খোঁজখবর রাখছেন। এই অনুভূতি ব্যক্ত করার মতো ভাষা নেই। সর্বশ্রেষ্ঠ মানুষটির জীবনী জানার শেষ নেই। যত জানছি, ততই মুগ্ধ হচ্ছি। তাঁকে যেন অনুকরণ এবং অনুসরণ করতে পারি, আল্লাহ তা'আলার কাছে এ-ই আমার প্রার্থনা। যারা আগে কখনো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী পড়েননি, এই সুন্দর বইটি দিয়ে পড়া শুরু করতে পারেন। ইন শা আল্লাহ আরো পড়ার আগ্রহ জন্মাবে।

      By Humayoun Kabir

      10 Feb 2023 09:41 AM

      Was this review helpful to you?

      or

      Banglay thikthak thakleo onek arbi banan vul lekha hoyese. Page 12 e ajaner uttor ei 3 ta vul. Kivabe sothik ta sikhbo jodi boi ei gondogol thake.

      By Hafejur Rahman

      27 Jun 2022 05:53 AM

      Was this review helpful to you?

      or

      আমার পড়া সেরা একটা বই।আশ্চর্যের বিষয় হচ্ছে আপনি যদি প্রকৃত নবী প্রেমিক হয়ে থাকেন তাহলে এই বইটি পড়ার সময় উপলব্ধি করবেন যে আপনি নবিজির সাথেই দিনটি কাটাচ্ছেন।

      By Jabed

      18 Feb 2022 04:12 PM

      Was this review helpful to you?

      or

      Awesome experience

      By Montashirul Islam

      19 Nov 2021 01:14 AM

      Was this review helpful to you?

      or

      Awesome

      By S.M.Ansarul Hoque

      28 Sep 2021 01:11 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারন এক বই, পড়লেই মনে হই নবীজির সাথে আছি, এমন সহজ ভাষায় রচিত, পড়েই মনে হচ্ছে প্রিয় নবীকে চোখের সামনেই দেখতে পাচ্ছি।

      By Arabia Mostofa

      28 Aug 2021 10:19 PM

      Was this review helpful to you?

      or

      মনে শান্তি আসে, বইটি পড়ে।

      By NAZMUL ALAM

      12 Apr 2021 10:49 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ একটি ব‌ই। সাবলীল ভাষায় সর্বশ্রেষ্ঠ মানবের দিনলিপি লিখে গেছেন, মনে হয় সব কিছু ঠিক চোখের সামনে ঘটছে।

      By Mahmud makky

      19 Jan 2021 11:55 PM

      Was this review helpful to you?

      or

      জাযাকাল্লাহ খাইরান

      By Anas Hamza

      16 Sep 2020 10:53 PM

      Was this review helpful to you?

      or

      নবিজির সঙ্গে হোক দিনযাপন

      By Israt zahan

      01 Sep 2020 07:48 PM

      Was this review helpful to you?

      or

      ?❤

      By M.A. Tahir

      12 Feb 2020 10:54 AM

      Was this review helpful to you?

      or

      Best book

      By Salman Mahadi

      08 Dec 2019 08:06 PM

      Was this review helpful to you?

      or

      তিন বছর আগের কথা। এক ভিডিও-তে বইটির দেখা পাই। কীভাবে একজন মুসলিম তার জীবনকে প্রোডাক্টিভ বানাবে, প্রাত্যহিক রুটিন সাজাবে, এ নিয়ে ভিডিও-টি। মজার ব্যাপার হচ্ছে, পুরো ভিডিও স্রেফ এই বইয়ের শিক্ষার আলোকে বানানো। সেই থেকে এই বইয়ের সাথে পরিচয়। এরপর আরবী থেকে পড়তে গিয়ে আরও অবাক হলাম, বইয়ের লেখক নবিজি ﷺ-এর সকাল থেকে রাত পর্যন্ত পুরো সময়টাকে এমনভাবে সাজিয়েছেন, যেন নবিজি ﷺ-কে চাক্ষুষ দেখতে পাচ্ছি! তাঁর সাথে ঘুম থেকে উঠছি, তাঁর সাথে মসজিদে যাচ্ছি, তাঁর পেছনে সালাত পড়ছি, সাহাবীদের সাথে বসে তাঁর হাদীস শুনছি...সব মিলিয়ে নতুন এক অনুভূতি পেলাম। কিন্তু বাংলায় এমন বই খুঁজতে গিয়ে মিলল না একটাও... আলহামদুলিল্লাহ, বহু দিনের স্বপ্ন অবশেষে সত্য করল ওয়াফি পাবলিকেশন। বইটির বাংলা সংস্করণ চলে এসেছে। এর দুর্দান্ত অনুবাদ বইকে করেছে আরও প্রাণবন্ত। অনুবাদ করেছেন মাসুদ শরীফ ভাই, আরবী থেকে সংযোজন এবং সম্পাদনা করেছেন মুফতি মাহমুদুল হক। বাংলার ইসলামী সাহিত্যে নবিজিকে নিয়ে সম্পূর্ণ ভিন্ন ধাঁচের একটি বই যোগ হলো আলহামদুলিল্লাহ।

      By Naeem

      30 Oct 2019 11:40 PM

      Was this review helpful to you?

      or

      এতদিন যাবত আমি এরকম একটি বই খুঁজতেছিলাম।অবশেষে পেলাম।

      By Abdullah Muktadir

      25 Oct 2019 09:29 PM

      Was this review helpful to you?

      or

      তিন বছর আগের কথা। এক ভিডিও-তে বইটির দেখা পাই। কীভাবে একজন মুসলিম তার জীবনকে প্রোডাক্টিভ বানাবে, প্রাত্যহিক রুটিন সাজাবে, এ নিয়ে ভিডিও-টি। মজার ব্যাপার হচ্ছে, পুরো ভিডিও স্রেফ এই বইয়ের শিক্ষার আলোকে বানানো। সেই থেকে এই বইয়ের সাথে পরিচয়। এরপর আরবী থেকে পড়তে গিয়ে আরও অবাক হলাম, বইয়ের লেখক নবিজি ﷺ-এর সকাল থেকে রাত পর্যন্ত পুরো সময়টাকে এমনভাবে সাজিয়েছেন, যেন নবিজি ﷺ-কে চাক্ষুষ দেখতে পাচ্ছি! তাঁর সাথে ঘুম থেকে উঠছি, তাঁর সাথে মসজিদে যাচ্ছি, তাঁর পেছনে সালাত পড়ছি, সাহাবীদের সাথে বসে তাঁর হাদীস শুনছি...সব মিলিয়ে নতুন এক অনুভূতি পেলাম। কিন্তু বাংলায় এমন বই খুঁজতে গিয়ে মিলল না একটাও... আলহামদুলিল্লাহ, বহু দিনের স্বপ্ন অবশেষে সত্য করল ওয়াফি পাবলিকেশন। বইটির বাংলা সংস্করণ চলে এসেছে। এর দুর্দান্ত অনুবাদ বইকে করেছে আরও প্রাণবন্ত। অনুবাদ করেছেন মাসুদ শরীফ ভাই, আরবী থেকে সংযোজন এবং সম্পাদনা করেছেন মুফতি মাহমুদুল হক। বাংলার ইসলামী সাহিত্যে নবিজিকে নিয়ে সম্পূর্ণ ভিন্ন ধাঁচের একটি বই যোগ হলো আলহামদুলিল্লাহ।

      By Sabbir

      10 Oct 2019 11:59 PM

      Was this review helpful to you?

      or

      || নবিজির পেছনে ইশার সালাত|| . ‘ইশার আজান না হওয়া পর্যন্ত ঘরে সময় দিতেন নবিজি ﷺ। আজান হয়ে গেলে সাথে সাথেই বেরিয়ে পড়তেন না। লোকজন জড়ো হওয়া পর্যন্ত অপেক্ষা করতেন।লোকজন যদি আগে আগে চলে আসত, তাহলে আগে আগেই সালাত পড়াতেন। তারা দেরি করে এলে, তিনিও দেরি করতেন। সচরাচর ‘ইশার সালাত দেরিতে পড়াতেই আগ্রহী ছিলেন তিনি। তবে অত দেরি না যাতে মানুষের জন্য কষ্ট হয়। . একবার ‘ইশা সালাতে দেরি করছিলেন অন্যদিনের চেয়ে বেশি। ‘উমার রা. এসে বললেন, “আল্লাহর রাসূল, নারী ও শিশুরা যে ঘুমিয়ে গেছে!” তিনি ঘর থেকে বের হলেন। তাঁর চুল বেয়ে পানি পড়ছিল টিপটিপ করে। শিথানের পাশটা মুছে বললেন, “এটাই ঠিক সময়। আমার উম্মতের জন্য কঠিন হয়ে যাবে এই ভয় না থাকলে আমি এ সময়টাতেই ‘ইশা পড়ার আদেশ দিতাম।” . এক রাতে ‘ইশার সালাতের ইকামাত হলো। এক লোক দাঁড়িয়ে বললেন, “আল্লাহর রাসূল, কিছু কথা ছিল আপনার সঙ্গে।” নবিজি দাঁড়িয়ে তার সঙ্গে কথা শুরু করলেন। সে আলাপ আর থামে না। লোকজন অপেক্ষা করতে করতে একসময় ঢুলুঢুলু হয়ে পড়ল। সেদিন সালাত কিছুটা সংক্ষিপ্ত করেছিলেন বটে, কিন্তু খামতি হয়নি কোনো। আনাস রা. বলেছেন, “আল্লাহর রাসূল ﷺ বাদে এমন অন্য আর কোনো ইমামের পেছনে আমি সালাত পড়িনি, যার সালাত কিনা একই সঙ্গে ছিল ছোট আবার নিখাদ।” . সালাতে দাঁড়িয়ে কখনো হয়তো বাচ্চাকাচ্চার কান্নার আওয়াজ পেতেন। মায়ের মনের ব্যাকুলতা বুঝে সেদিন ছোট সূরা তিলাওয়াত করতেন। সালাত শেষেবলেছেন, “সালাত দীর্ঘকরার ইচ্ছা নিয়েই শুরু করেছিলাম। কিন্তু একটা বাচ্চাছেল কান্না শুনে সালাত ছোট করলাম। আমি জানি বাচ্চার কান্নায় মায়ের মন কতটা ব্যাকুল হয়!” . ‘ইশা শেষে কখনো কিছু বলার প্রয়োজন মনে করলে বলতেন। জীবনের শেষ। সময়ে একবার ‘ইশার সালাত শেষ করে দাঁড়িয়ে বললেন, “আজকের রাতটা দেখো। আজ থেকে শতবর্ষ পরে এই পৃথিবীর বুকে আজ যারা বেঁচে আছে, তাদের কেউ বেঁচে থাকবে না।” . বই: এক দিঘল দিনে নবিজি ﷺ লেখক: আব্দুল ওয়াহাব ইবনু নাসির আত-তুরাইরী প্রকাশনী: ওয়াফি পাবলিকেশন

      By Abdullah Noman

      08 Oct 2019 12:47 AM

      Was this review helpful to you?

      or

      রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম কত বই লেখা লেখা হয়েছে। তার কত শত জীবনী বই আকারে প্রকাশ পেয়েছে। কিন্তু কিছু বই আছে যেগুলো অন্যগুলোর তুলনায় ভিন্নভাবে মনে রাখার মত। এই বইটিও তেমন একটি বই। বইটিতে রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম এর জীবনী বলতে গিয়ে কোন গল্পের মারপ্যাঁচে যাওয়া হয়নি বা কোন ইতিহাস রচনা করা হয়নি । বরং খুব সাদামাটাভাবে রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম এর দৈনন্দিন জীবন যাপনের দিনলিপি বর্ণনা করা হয়েছে। ফলে শব্দ চয়ন যেমন সহজ সরল এবং মনে রাখা অনেক সহজ। যেন সাল্লাল্লাহু আলাই সালাম আপনার সামনেই ওঠা-বসা এবং হাঁটাচলা করছেন আপনি যেন তাকে দেখছেন আপন চোখ দিয়ে। এক সারল্য মাখা বর্ণনা। বইটির অধিক প্রচার কাম্য

      By Fazlay

      02 Oct 2019 01:54 PM

      Was this review helpful to you?

      or

      বইটির সূচি দেখেই মনে হচ্ছে যে বইটি পড়ার সময় সেই সোনালী দিন গুলো যেন চোখের সামনে দেখবো প্রভাত থেকে রজনী । অপেক্ষায় আছি ...

      By Md Mahitul

      07 Nov 2022 12:27 PM

      Was this review helpful to you?

      or

      Khob sondor lekha

      By Arif Shahriar

      09 Mar 2021 12:55 PM

      Was this review helpful to you?

      or

      কতই না বরকত ছিল আমাদের নবিজি (স)এর সময়ে। সুবহানাল্লাহ। বইটি পড়ে আমরাও আমাদের প্রতিটি দিন সুন্দরভাবে ভাল কাজে ব্যয় করার শিক্ষা গ্রহন করতে পারি।

      By Faruq Ahmad

      06 Dec 2020 04:55 PM

      Was this review helpful to you?

      or

      বইটা অসাধারণ! অনুবাদটাও চমৎকার হয়েছে! তবে কিছু কিছু জায়গায় সম্পাদকের লিখিত ব্যাখ্যা-বিশ্লেষণ থাকলে বুঝতে আরেকটু সুবিধা হতো।

      By Rakibul Islam

      18 Oct 2019 11:51 AM

      Was this review helpful to you?

      or

      এই বইটিতে লেখক খুব সুন্দর ও সাবলীল ভাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী লিখেছেন। তার দৈনন্দিন জীবন ও আদর্শ গুলো তুলে ধরেছেন আমাদের সামনে। এই বইটি পড়ার মাধ্যমে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ সম্পর্কে ধারণা লাভ করতে পারি যার ফলে এই আদর্শ গুলো আমাদের জীবন চলার পথে ব্যবহার করার চেষ্টা করতে পারব। আর এই আদর্শ গুলো যদি একজন মানুষ তার জীবন চলার পথে কাজে লাগাতে পারে তাহলে তার জীবনে কোন প্রকার অশান্তি থাকবে না এবং সমাজের মানুষ থেকে পাবে অনেক সম্মান ও ভালোবাসা। তাই আমি বলি, যদি কেউ তার জীবনকে সুন্দর করে তুলতে চান তাহলে অবশ্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী মেনে চলুন যা এই বইটির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।

      By Md. Nazmul Hasan Nasim

      02 Oct 2019 02:12 PM

      Was this review helpful to you?

      or

      আমারা প্রত্যেক মুসলমান এক একটি দিন পার করি । আমরা কি জানি আমাদের নবিজী কিভাবে তার একটি দিন পার করতেন ? তার সারাদিনের কাজ গুলো কি থাকতো ? এই বইটি পড়লে আশা করি সবাই জানতে পারবেন কিভাবে আমাদের নিবিজী একটি দিন পার করতেন । সবাইকে বইটি পড়ার অনুরোধ জানাচ্ছি। সাথে ধন্যবাদ জানাচ্ছি এই বইয়ের লেখক, অনুবাদক এবং ওয়াফি পাবলিকেশন্স এর সবাইকে ।

      By ARIF

      02 Oct 2019 01:57 PM

      Was this review helpful to you?

      or

      ব্যস্ততার অজুহাতে আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ দূরে ঠেলে দিই। আসলেই কি আমরা এতটাই ব্যস্ত। দিনের পর দিন পার করছি অথচ আমাদের কাজের বারাকাহ নেই। আমাদের নবীজির (সঃ) দিনগুলো কেমন ছিল, কেমন করে তিনি এতসব কাজ নিখুঁতভাবে করতে পারতেন। আসুন একটু মিলিয়ে নিই।

      By Rajin Hasnine

      01 Oct 2019 04:06 PM

      Was this review helpful to you?

      or

      জানি না তাও বইটির কভারটি দেখেই মনে হচ্ছে ভাল একটি বই হবে।তারপরে আবার এটি আমাদের নবীর ব্যাপারে লেখা। আসা করি লেখক হতাশ করবেন না।

      By Serajul Islam

      01 Oct 2019 06:01 PM

      Was this review helpful to you?

      or

      আমাদের উচিত সবসময় একজন ব্যক্তির জীবনী অনুসরন করা । সকল কাজ করার আগে ভেবে নেয়া যে তিনি কিভাবে করতেন । তাহলেই আমাদের জীবন কে সুন্দর করে সাজাতে পারবো । আর তাহলেই দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জ্জন করতে পারবো ইন শা আল্লাহ । আল্লাহ সুবহানাহুয়া তাআলা আমাদের সকলকে সঠিক আমল করার তৌফিক দান করুন।

      By Nayeem Murad

      26 Nov 2019 11:14 PM

      Was this review helpful to you?

      or

      যখন কোন সীরাত গ্রন্থ লেখা হয়,তখন সেটাকে ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে লেখা হয় ,সেই জায়গা থেকে বইটি একেবারেই আলাদা মনে হয়েছে । বইটি নবিজি ﷺ এর সমস্ত জীবন নিয়ে লেখা হয় নি, লেখা হয়েছে তাঁর একটি দিন কিভাবে অতিবাহিত হত সেটা নিয়ে। বইটি পড়লে আপনি জানতে পারবেন, নবিজির ﷺ ঘুম থেকে জেগে উঠা থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত মাঝখানের যাবতীয় সবকিছু সম্পর্কে ।কিভাবে একটি মুহূর্ত নষ্ট না করে তিনি তাঁর রাত-দিন অতিবাহিত করতেন সে সব কিছুই জানা যাবে বইটি পড়লে। বইটি পড়ার সময় আপনার মনে হবে আপনি যেন সেই মহা-মানুষটিকে চাক্ষুষ দেখছেন,আপনি তাঁর সাথে কখনো হারিয়ে যাবেন মদিনার খেজুর বাগানে আবার নিজেকে আবিষ্কার করবেন সাহাবী (রাঃ) দের মাঝে,আবার রাত্রি নিশীথে কিভাবে তিনি তাঁর রবের সামনে নিজেকে লুটচ্ছেন সেটাও আপনি দেখতে পাবেন।মনে হবে,সবকিছু যেন আপনার সামনেই হচ্ছে।কি এক অসাধারণ সেই অনুভূতি! বইটি পড়া শেষে বাস্তবতায় যখন ফিরে এলাম, বুকের ভেতর কেমন যেন এক শুন্যতা অনুভব করছিলাম।এ পৃথিবীর কোন কিছুর মাধ্যমেই যেন সেই শূন্যস্থান পূরণ হবে না।মনে হচ্ছিল বইটিতে যদি আরো কয়েক পৃষ্ঠা বেশি হতো, তাহলে হয়তো আরো কিছু সময় থাকতে পারতাম ১৪শত বছর পূর্বের সেই মহামানবের দ্বার সীমানায় । কিভাবে একজন মুসলিম তার সময়কে প্রোডাক্টিভ বানাবে? আর যদি বিশ্বের শ্রেষ্ঠ মহামানবের কাছে থেকে তা সরাসরি শিখতে চায়, তাহলে একবার হলেও বইটি তার পড়া উচিত । বই: এক দিঘল দিনে নবিজি ﷺ লেখক: আব্দুল ওয়াহাব ইবনু নাসির আত-তুরাইরী প্রকাশনী: ওয়াফি পাবলিকেশন অনুবাদ :মাসুদ শরীফ

      By Tamjid Shajol

      02 Oct 2019 08:41 PM

      Was this review helpful to you?

      or

      বহুদিন যাবৎ একটি আকাঙ্ক্ষা ছিল নবিজি ﷺ-কে নিয়ে ব্যতিক্রমধর্মী একটি সীরাতগ্রন্থ পড়ার, যা পড়ার সময় মনে হবে যেন নবিজির প্রতিটি নিমেষ চাক্ষুষ দেখতে পাচ্ছি। তাঁর সকাল-বিকাল, ঘরে-বাইরে, পরিবার-সাহাবীদের মাঝে কীভাবে কাটছে—ক্রমান্বয় সেগুলো এক মলাটে পাব। বানোয়াট উপন্যাস নয়, আবার হাদীসের মতো বর্ণনাভিত্তিকও নয়। অনেকটা ডায়েরির মতো; যেন কেউ নবিজির যুগে বসে তাঁর জীবন নিয়ে ডায়েরি লিখেছে! রোজনামচা যেভাবে লেখা হয়, সেভাবে নবিজির প্রতিটি মুহূর্ত এক মলাটে থাকবে; যাতে নববি সুন্নাতের আলোকে আমাদের সকাল-সন্ধ্যা ঢেলে সাজাতে পারি। সাধারণত সীরাতগ্রন্থগুলো পুরো জীবনকাল ঘিরে রচিত হয়। মাক্কী জীবন, মাদানী জীবন। আবার দুআর গ্রন্থগুলোতে শুধু দুআই সংকলিত থাকে। এসব ঘেঁটে নবিজির প্রতিটি মুহূর্ত আলাদা করা এবং আমলযোগ্য একটি প্রাত্যহিক রুটিন তৈরি করা বেশ কষ্টসাধ্য। . আলহামদুলিল্লাহ্, মনের এই আকাঙ্ক্ষা খুব শীঘ্রই আল্লাহ পূরণ করলেন। শায়খ আব্দুল ওয়াহাব ইবনু নাসির আত-তুরাইরির রচিত اليوم النبوي, যার ইংরেজি সংস্করণের নাম A Day in the life of Muhammad: A Study in the Prophet's Daily Programme বইটির সন্ধান পেলাম আমরা। এটি কোনো সীরাতগ্রন্থ নয়। মূলত একজন মুসলিম কীভাবে তার প্রাত্যহিক জীবন নববি সুন্নাতের আলোকে সাজাতে পারে, নবির মতো প্রোডাক্টিভ হতে পারে, সকাল-সন্ধ্যা নবির সাথে কাটাতে পারে—সেই শিক্ষা নিয়ে রচিত। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, বইটি পড়লে মনে হয় যেন নবিজিকে চোখের সামনে দেখতে পাচ্ছি! জাগ্রত হওয়া থেকে শুরু করে ঘুমোতে যাবার আগ পর্যন্ত প্রতিটি পদক্ষেপ আমার চোখের সামনেই ঘটছে! সারা বেলা নবিজি কী কী করতেন—প্রতিটি আমল, আযকার, আখলাক—ক্রমান্বয়ে সাজানো গল্পের ভাষায়। . সাধারণত ইসলামী বইগুলোর সাহিত্যমান এতটা উন্নত হয় না। কিন্তু বইটির ইংরেজি থেকে বাংলা অনুবাদে সম্মানিত মাসুদ শরীফ ভাই যে দক্ষতার পরিচয় দিয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না। সাহিত্যমানে বইটি নতুন রূপ পেয়েছে তার কলমে। আমাদের বিশ্বাস, মূল লেখক যদি বাঙালি হতেন, তাহলে খুব সম্ভব এভাবেই লিখতেন। তবে বইটি প্রকাশের ঘোষণা আমরা এক বছর পূর্বে দিলেও অনূদিত বইটি মূল আরবী কপির সাথে মেলাতে গিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হই। অনলাইনে আরবী সংস্করণের সাথে ইংরেজি সংস্করণের বেশ পার্থক্য পাওয়া যায়। আসলে আরবী সংস্করণটি ছিল পুরোনো সংস্করণ। এই দিকে বইয়ের বাজার ঘুরে কোথাও মূল আরবী বইটি পাওয়া যায়নি। পরবর্তী সময়ে সম্পাদক সাহেব মুফতি মাহমুদুল হক একজন আলিমকে দিয়ে মক্কা থেকে বইটির নতুন সংস্করণ সংগ্রহ করেন এবং মূল বইয়ের সাথে অনূদিত বইটি হালনাগাদ ও শার’ঈ সম্পাদনা করেন। এ ছাড়া ইংরেজি সংস্করণে সকল তথ্যসূত্র দেওয়া না থাকলেও আরবী থেকে সেগুলো যুক্ত করা হয়, তাই বইয়ের কলেবর একটু বৃদ্ধি পায়। . সবশেষে নবিজি ﷺ-কে নিয়ে লেখার কোনো শেষ নেই। তবে আমরা আশাবাদী, এই বই পাঠকদের ভিন্ন এক জগতে নিয়ে যাবে; যে জগতে নবিজি ﷺ আছেন, আছেন তাঁর সাহাবীগণ। রদ্বিয়াল্লাহু আনহুম আজমাঈন। আমাদের বিশ্বাস, বইটি নবিজির প্রতি আমাদের ভালোবাসা এক নতুন দিগন্তে পৌঁছে দেবে। পাঠক তাঁকে চিনবে, জানবে আরও কাছ থেকে, ভালোবাসবে আরও নিবিড় করে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। === বই: এক দিঘল দিনে নবিজি ﷺ লেখক: আব্দুল ওয়াহাব ইবনু নাসির আত-তুরাইরী

      By Nuhash Ayaz

      07 Nov 2019 04:06 PM

      Was this review helpful to you?

      or

      বইটি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। ওপরে অনেকেই সুন্দর সুন্দর মন্তব্য জুড়ে দিয়েছেন। আমি শুধু বলব, এ-নিয়ে দুটো প্রকাশনী একই বই বের করল। দুটো প্রকাশনীই তাদের দাবী মতে ইংরেজি থেকে অনুবাদ করে আরবী থেকে চেক করিয়েছে। আলহামদুলিল্লাহ্‌। প্রথমে আমি মাকতাবাতুল আসলাফেরটা পড়েছি। হার্ড কভার হওয়াতে অনেকেই কিনতে বলল। কিন্তু ওয়াফিরটা পড়ে মনে হলো বইটির ইংরেজি থেকে বাংলা অনুবাদে অনুবাদক মাসুদ শরীফ ভাই যে দক্ষতার পরিচয় দিয়েছেন, তা অতুলনীয়। সাহিত্যমানে বইটি নতুন রূপ পেয়েছে তার কলমে। আসলাফের এবং ওয়াফি দুটোর মাঝে আকাশ জমিন পার্থক্য। যে কোনো ভাষা সচেতন পাঠক দুটো বই পাশাপাশি রেখে দুই তিন পৃষ্ঠায় চোখ বুলালেই পার্থক্যটা ধরতে পারবেন। যারা উন্নত ভাষায় নবীজির দিবারাত্রি পড়তে আগ্রহী, সেই সাথে যারা চাই বইয়ের প্রতিটি বাক্য আমার মনে দাগ কাটুক, তাহলে ওয়াফির এই অনুবাদটি চোখ বন্ধ করে কিনে ফেলুন। দ্বিতীয়ত এটায় প্রচুর উদ্বৃতি যুক্ত করা হয়েছে; যার এক তৃয়াংশ মা. আসলাফের সংস্করণে পেয়েছি, বাকিগুলো তারা বাদ রেখেছে। সম্ভবত সংক্ষেপন করতে গিয়ে। এই দিকে ওয়াফির পৃষ্ঠা কলেবর বেশি। প্রকাশকের কলাম পড়ে যা বুঝলাম, তারা আরবীর নতুন সংস্করণ থেকে হালনাগাদ করেছে। কাজেই যারা প্রতিটি প্রতিটি বক্তব্যের উদ্বৃতিসহ জানতে চান, তাদের জন্যও ওয়াফির এই সংস্করণটি সর্বোত্তম বলে মনে করি।

      By Rezuanul Rezu

      02 Oct 2019 07:44 PM

      Was this review helpful to you?

      or

      আমাদের প্রিয় নবি (সা.) এর আদর্শ উত্তম আদর্শ । আল্লাহ তায়ালা আমাদের তৌফিক দান করুন ,তাঁর মত আমাদের জীবন পরিচালিত করতে পারি । আমাদের এই চমৎকার বইটি দেওয়ার জন্য লেখকে মন থেকে ধন্যবাদ জানাই । আমাদের জিবনে ইসলাম জানা যেমন দরকার , ঠিক তদানুযায়ি আমল করা আবস্যি ।

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!