User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Thank you.
Was this review helpful to you?
or
was worth it. thankful and pleased ?
Was this review helpful to you?
or
বাংলাদেশ ট্রাভেল রাইটার্স এসোসিয়েশন এর একটি এক্সক্লুসিভ প্রকাশনা। বাংলাদেশের রঙে, রুপে আর সৌন্দর্যে বিমোহিত হতে হতে আপনি হারিয়ে যাবেন। মোট ১৩ টি ছবি রয়েছে। এই ছবিগুলোর দাম কত সেটা বড়ো কথা নয়। সেগুলো একেকজন আলোকচিত্র শিল্পীর বছরের পর বছরের সাধণার গল্পে ঘেরা। এই অনিন্দ্যসুন্দর সংগ্রহটি নিজের কাছে রেখে আপনি আত্মতৃপ্ত হবেন। এই সম্ভাবনা ১০০ তে ১০০। ছবিগুলোর মধ্যে রয়েছে: গ্রামীণ রমণীদের মরিচ শুকানোর দৃশ্য যেন লাল ক্যানভাসে আঁকা স্বপ্নবিলাসী শিল্পীর নতুন চিত্রকর্ম। পূজার প্রদীপগুলো যেন মনের গহীনে জ্বলা কোনো মানবীয় প্রদীপশিখা। রাঙামাটির পাহাড়ী পথ যেন স্বর্গের সিড়ি বেয়ে চলে গেছে বহুদূর। রাতারগুলে গাছ আর জলের রেখা যেন হয়ে উঠেছে তুলির আঁচড়। বহুমানুষের একসাথে মাছধরারা এক অপূর্ব দৃশ্য যেন লৌকক কোনো উৎসবের আরেক রুপ। লেকতো নয় যেন, আকাশের ভেলায় যেন কারা বাড়ি বানিয়ে ঘুরে বেড়াচ্ছে দ্বিকবিদিক। দিগন্তরেখার কোলঘেঁসে দুষ্টু কিশোরদের জলকেলি চোখে লেগে থাকবে অনেকক্ষণ। সবুজ দিগন্ত জলের সীমানাকে সবুজ করেছে আপন রঙে। তারপাশ দিয়ে বয়ে চলেছে ডিঙ্গি নৌকা। এছাড়া চাপাই নবারগঞ্জে আমের বাজারও যেন আলো আঁধারের খেলায় হয়ে উঠেছে অসাধারণ। মসজিদে প্রার্থণা তাতে আলোর ফোয়ারা যেন তীর্থযাত্রীদের পাহারা হয়ে আছে। অনন্য এক ছবি। সেন্টমার্টিন দ্বীপের কাছে ছোট ছোট নৌকাগুলো ভেসে চলেছে নীল স্বচ্ছ জলে। মনে হয় এযেন আরেক অসীম যাত্রা। গ্রামের সেই মেঠোপথ, রাঙাপথের বাঁকে দাড়িয়ে সারি সারি খেজুরের গাছ তার পাশ দিয়ে কোনো এক দইওয়ালা। বাংলাদেশ, প্রান্তিক মানুষদের শ্রম ঘামে গড়ে উঠা এক শৈল্পিক ‘‘ব’’ দ্বীপ। এখানে মানুষের জীবনই যেন অনন্ত সীমানার ক্যানভাস। মানুষ জীবন জীবিকা সব যেন এক সূত্রে গাঁথা। ছবিগুলো তুলেছেন নূর আহমেদ জিলাল, মুস্তাফিজুর রহমান ও ইন্দ্রনীল কিশোর, ১৩টি ছবির প্রত্যেকটি হতে পারে এক একটি উপহার। ভিউকার্ড বা পোস্টকার্ডরুপে ৫ বাই ৮ ইঞ্চির প্রতিটি ছবি। ঝকঝকে সুন্দর ছাপা ও স্পট লেমিনেশন করা। আর রয়েছে স্মার্ট কভার প্যাকেট। তবে একটি পলিথিন বা প্লাস্টিক প্যাকেট দিয়ে মোড়ানো থাকলে আরো ভালো হতো। তাতে সাদা প্যাকেটের পায়ে আছড় লাগতো না। এই সুন্দর সংগ্রহ ও প্রকাশনার জন্য ধন্যবাদ। এভাবে যদি আমরা আমাদের নিজেদের জায়গা থেকে দেশকে প্রেজেন্ট করি দেশ একদিন বদলাবেই।