User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
গোধূলি রিসোর্টের পরিবেশ ও আবহ এতটাই জীবন্তভাবে বর্ণনা করা হয়েছে যে, মনে হয় যেন পাঠক নিজেই কক্সবাজারের কোনো রিসোর্টে অবস্থান করছেন। লেখকের বর্ণনাভঙ্গি এতটাই শক্তিশালী যে, শব্দগুলো দৃশ্য হয়ে চোখের সামনে ভেসে ওঠে। গল্পের গতি বেশ দ্রুত, যা একবার পড়তে শুরু করলে থামানো কঠিন। তবে কিছু কিছু মুহূর্তে মনে হয়েছে, আরও বিস্তারিতভাবে কিছু দিক তুলে ধরলে চরিত্রগুলোর অনুভূতি আরও স্পষ্ট হতো। সর্বোপরি, “একটি গোধূলি রিসোর্ট” শুধুমাত্র একটি রহস্য নয়, বরং মানুষের সম্পর্কের জটিলতা ও জীবনের অপ্রত্যাশিত বাঁকের এক প্রতিচ্ছবি। এটি পড়ার পর একটা শূন্যতা কাজ করে—যেন গল্পটি শেষ হলেও, অনুভূতিগুলো এখনও রয়ে গেছে।
Was this review helpful to you?
or
ভালো লেগেছে।
Was this review helpful to you?
or
গোধূলি রিসোর্ট - রকমারি হতে প্রাপ্ত রিভিউ : "গোধূলি রিসোর্ট" - নামটা শুনেই কেমন যেন একটা অনুভূতি হয়! ব্যস্ত জীবনের কোনো এক বিকেলে সকল ক্লান্তির অবসান ঘটিয়ে, প্রকৃতির কাছাকাছি সময় কাটানো এমন কিছুই মনে হচ্ছিল। বইটির বেশ ভাল রিভিউ পেয়েছিলাম ফেসবুকের বিভিন্ন গ্রুপ এবং রকমারিতে। এক্ষেত্রে আগেই বলে রাখি ব্যক্তিগতভাবে লেখক এশরার লতিফের লেখা আমার বেশ ভালই লাগে। সব মিলিয়ে বইটি পড়তে শুরু করি। আগেই জেনেছিলাম বইটি রহস্য রোমাঞ্চ উপন্যাস। তাই শুধু গোয়েন্দা কাহিনি মনে করে, রোমান্সের অংশটুকুকে তাচ্ছিল্য করেই ভুল করেছিলাম। বইটি পড়ার সময় একটা মোহ কাজ করছিল, এক বসাতেই শেষ করতে ইচ্ছা করে। এই উপন্যাসের প্রতিটি চরিত্র ছিল বেশ সক্রিয়। বিশেষ করে উপন্যাসের মূল চরিত্র তানিম, তানিমের বিশ্ববিদ্যালয় জীবনের প্রেয়সী বিপাশা, কর্নেল মুরাদ, রহস্যময় চরিত্র বোরকাওয়ালি, সুন্দরী-মেধাবী-গায়িকা স্বর্ণা রুপালী, বিপাশার স্বামী ইশতিয়াক। একসাথে এতগুলো চরিত্রের আগমন ঘটে "গোধূলি রিসোর্টে"। তার সাথে শুরু হয় বিভিন্ন রহস্যের। কক্সবাজার জুড়ে চলে তাদের চোর পুলিশ খেলা। তানিম এবং বিপাশার বহুবছর পর হঠাৎ সাক্ষাৎ, অনেকবছরের পুরনো আবেগ থেকে হাল্কা মিষ্টি ভালবাসার রঙ উপন্যাসটির পাঠক জনপ্রিয়তার জন্য অন্যতম কারণ বিশেষ করে টিনেজার কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণের জন্য বেশ ভূমিকা রাখবে। অনেক বছরের জমানো আবেগ বিপাশা এবং তানিমের, তাদের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে এবং এক্ষেত্রে বিপাশার স্বামীর ভূমিকা কেমন হবে! এছাড়াও অন্য দেশ থেকে কীভাবে মাদকদ্রব্য আমদানি করা হয় এবং মাদক চোরাচালানের সাথে সম্পৃক্ত একটি দলকে কীভাবে জব্দ করা হয়।রোমান্সের মাঝে রহস্যের শুরু। তবে একটির জন্য অপরটিতে কোন নেতিবাচক প্রভাব না ফেলে বরং দু'টো জিনিসকে সমানতালে এগিয়ে নিয়ে যাওয়াটা ছিল লেখকের স্বার্থকতা। যদিও প্রথম দিকটায় তানিমের ভূমিকা ছিল বেশ হতাশাজনক। জ্ঞানে, গুনে কর্নেল মুরাদ ছিল তানিমের থেকেও বেশ পারদর্শী। তবে শেষদিকে তানিমের অর্জনটুকুই উপন্যাসের প্লটগুলোর মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ছুটির দিনে বইটি নিয়ে বসে যেতে পারেন আপনিও। গোধূলি রিসোর্ট উপন্যাসটি পড়ে পাঠকের সময় নষ্ট হবেনা বরং ভালো লাগবে এটা বলা যায়। - Rejouana Meetil
Was this review helpful to you?
or
খুব সুন্দর!
Was this review helpful to you?
or
খুব সুন্দর!
Was this review helpful to you?
or
.
Was this review helpful to you?
or
এই বইটা আন্ডাররেটেড। রহস্য আর প্রেম মিলেমিশে একাকার।
Was this review helpful to you?
or
দারুণ!
Was this review helpful to you?
or
অনেক অনেক দিন পর মাসুদ রানার উষ্ণতা পাইলাম বইটা পড়ে। মনে হইছিল মাসুদ রানাই যেন ফিরে আসছে। তবে শুরু থেকে অনেকখানি অংশ পর্যন্ত আমার কাছে গল্পের "মাসুদ রানা" ওরফে তানিমকে কেমন যেন ফিকে লাগতেছিল। নিষ্প্রভ আর গা-ছাড়া একটা ভাব। এইটা মাসুদ রানার সাথে মিলে নাই। এমনিতে চরিত্র হিসেবে সে একদম পারফেক্ট ছিল। কিন্তু মাসুদ রানার ভক্ত যদি মাসুদ রানাকে খুঁজে পাবার আশায় বইটা পড়তে শুরু করে, তাহলে ক্ষণে ক্ষণে তানিমকে বকতে শুরু করবে, আরেএএএ, এত কিছু হয়ে যাচ্ছে আর তুই চুপচাপ বসে আছিস কেনননন!!! কীসের নায়ক তুই? আমি অনেক বকাবকি করছি তানিমকে। সত্যি বলতে গল্পটা শেষের দিকে এগোচ্ছিল, আর আমি হতাশ হচ্ছিলাম। তানিম আবার মাসুদ রানা! হুহ, মাসুদ রানার আশপাশ দিয়েও যেতে পারবে নাকি সন্দেহ! নায়কগিরি তো সবই কর্ণেল মুরাদের নখদর্পণে। একদম শেষ দিকে এসে তানিমের মধ্যেই ফিরে পেলাম মাসুদ রানাকে। মিয়ারমারের একশন সিকোয়েন্সগুলো এশরার লতিফ ভাই লিখছেন। আর আমার মনে হচ্ছিল আমি নিজেই ওইখানে উপস্থিত ছিলাম। টান-টান উত্তেজনার মধ্যেও তানিমের প্রতি অতটা ভরসা করতে পারিনি। কীভাবে পারব? শুরু থেকে যেই ভালোমানুষ চেহারা করে রেখেছিল সে!! এই মানুষ ফট করে মাসুদ রানার মত একশন সিকোয়েন্সের নায়কগিরি দেখাতে শুরু করবে, এমনকি কর্ণেল মুরাদকেও পেছনে ফেলে দিবে এটা একদমই আনএক্সপেক্টেড ছিল। যদিও আমরা যারা কমবেশি থ্রিলার বই পড়ি, আমরা জানি এন্ডিংয়ে মাসুদ রানাদেরই জয় হয়। এমনকি গল্পের একশন সিকোয়েন্সগুলোতেও মাথায় থাকে যে, এন্ডিং কিন্তু মনমতোই হবে। নায়কই জিতবে। কিন্তু গোধূলি রিসোর্ট ছিল একদমই আলাদা ধাঁচের। গল্পটা পড়তে শুরু করলে বিশ্বাসই হবে না, তানিম কোনো কেরামতি দেখাতে পারবে। কিন্তু সে দেখিয়েছে। মিয়ানমারের একশনটা একদমই টান-টান ছিল। আমি এত বেশি উত্তেজনায় ছিলাম যে লক্ষই করিনি বইয়ের পেইজ কিন্তু প্রায় শেষের দিকে। আমার কেন যেন মনে হচ্ছিল, তানিম কী পারবে? কোনো ঝামেলা হয়ে যাবে না তো? এই যে নিষ্প্রভ ধাতের একটা চরিত্র কী রকম কারিশমায় আগুনের স্ফুর্লিঙ্গ হয়ে গেল সেটার টেনে নেবার দক্ষতাটুকু এশরার লতিফ ভাইয়েরই। সেই সাথে মিয়ানমারের একটা অংশও আমাদের চিনিয়ে দিয়েছেন তিনি। সত্যিকার অর্থে একটা মাসুদ রানা ঘরানার বই এটা।
Was this review helpful to you?
or
গোধূলি রিসোর্ট নামটি শুনলেই কেমন যেন একটি রোমান্টিক উষ্ণ বাতাস বয়ে যায় মনে । মনে হয় সদ্য বিবাহিত নব্য দম্পতির সুখ সুখ মিষ্টি কোন গল্পের কথা । এই ভাবনা নিয়ে যারা এই বই পড়তে বসবেন তারা কিছুটা হোঁচট খাবার সম্ভাবনা রয়েছে। তবে হোঁচট খেলেও বইটির প্রতি ভিন্ন আসক্তি নিয়ে বইয়ের পাতায় আটকে যাবে দৃষ্টি। । কারন গোধূলি বেলার আলো আধারির মতই রহস্যময় গতি রয়েছে শেষ অব্দি ।উত্তেজনা, উৎকণ্ঠা, অনিশ্চয়তায় ঘেরা রহস্যময় গল্পই হচ্ছে এই গোধূলি রিসোর্ট। এখানে গভীর একটি প্রেমের গল্পকে ঘিরে ঘটনার ভাঁজ খুলে সম্প্রসারিত হয়েছে রহস্যের বেড়া জাল । প্রেমে ব্যর্থতা দিয়ে শুরু হলেও মিলনের একটি সুন্দর পরিতৃপ্তি রয়েছে । এটি কোন হালকা পাতলা, লুতুপুতু দৈনিক প্রেমের গল্প নয়। এখানে প্রেম এসেছে গাঢ় অনুভূতি নিয়ে । বহু বছরের পুরনো প্রেম সাদামাটা তানিমকে একশন হিরো বানিয়ে দিয়েছে । এতো বছর পরেও তানিমের মনে কতখানি প্রেম থাকলে বিপাশাকে উদ্ধার করতে এতো বড় ঝুঁকি নিতে পারে- তা দেখে অবাক হতেই হয়। গোধূলি রিসোর্টের কিছু প্রাণবন্ত বর্ণনা, উপমা তথা লিটারারি টুলের ব্যবহার ছিল অসাধারণ এবং যেটা সাহিত্য মানকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে। " মেঘমুক্ত অন্ধকার আকাশে হ্যাজাক বাতির মত জ্বলছে সফেদ চাঁদ। তার আকরিক ইন্দ্রজালে ফসফরাসমাখা নীলচে কালো সমুদ্র গর্ভবতী নারীর মত ফুলেফেঁপে উঠেছে। চাঁদের স্পর্শ না পেয়ে কখনো সে বন্য জন্তুর মতো ফুঁসছে, কখনো অস্থির গর্জনে আছড়ে পড়ছে নিরীহ নির্বিবাদ বালুকাবেলায়।" কী অদ্ভুদ সুন্দর কথা গুলো। এরকম সুন্দর সুন্দর বর্ণনা মনকে আচ্ছন্ন করে আটকে রাখে বইয়ের পাতায়। লেখক এখানে শুধুই গল্প বলেননি, দিয়েছেন অনেক তথ্য। লেখকের এটি প্রথম উপন্যাস সেটা বোঝাই যায় না। উপন্যাসের ধারাবাহিকতা, বর্ণনা এবং রহস্যের জালে বোনা গল্পে মুগ্ধতায় মন ভোরে ওঠে । তবে নারী চরিত্রগুলোকে আরও একটু জীবন্ত করার জায়গা রয়েছে বলে আমার মনে হয়।নিরীহ বিপাশার চেয়ে 'খলবলে সুন্দরী' স্বর্ণা রুপালীকে বেশী জীবন্ত লেগেছে। তবে কলাপাতা রঙের শাড়ি, সাদা ব্লাউজ আর কালো টিপে বিপাশার সুন্দর মুখটি আজও আমার চোখে ভাসে, আর একটা অন্য রকম ভালো লাগা তার জন্য রয়েছে পাঠক হিসেবে আমার মনে। বইটি পড়ে শেষ করতে বেশী সময় লাগবে না তাই এক নাগাড়ে পড়ে ফেলাই ভালো, এতে করে গল্পটি দারুন ভাবে উপভোগ করা যাবে। আর হালকা শীতের জ্যোৎস্না রাতে বইটি শেষ করতে পারলে অদ্ভুত ভালো লাগায় মন আচ্ছন্ন হয়ে থাকবে। সব মিলিয়ে লেখকের তথ্য এবং গভীর জ্ঞানের প্রয়োগে লেখা এই গোধূলি রিসোর্ট ছোট উপন্যাসটি আমার ভালোলাগার তালিকায় যুক্ত হয়েছে।
Was this review helpful to you?
or
রিভিউ দেখে বইটা অর্ডার করেছিলাম, পড়ে আহামরি কিছু লাগলো না। অ্যাপার্ট ফ্রম ক্লু পাওয়ার পোর্শান (যেটিও লজিকলেস) বাকি সবই টিপিক্যাল। ওভারহাইপ্ড। ডিসঅ্যাপয়েন্টেড।