User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
This is book is a must for anyone who wants to learn java in depth. Although it lacks many part of advanced java programming, it focuses on the fundamental main parts and core concepts of abstraction, which is mandatory for experienced developers. Another useful inclusion is the explanation of JVM, it helps to clear a lot of concepts which is rarely taught even in premium paid courses. In a nutshell, this book is awesome and a goldmine for any aspiring java developer.
Was this review helpful to you?
or
Best Programming Bangla Book For Java
Was this review helpful to you?
or
Excellent
Was this review helpful to you?
or
Great work
Was this review helpful to you?
or
great book
Was this review helpful to you?
or
This book is so efficient .
Was this review helpful to you?
or
Nice Book
Was this review helpful to you?
or
Well researched
Was this review helpful to you?
or
Must-read book for java developers
Was this review helpful to you?
or
best book
Was this review helpful to you?
or
nice book
Was this review helpful to you?
or
খুব সাবলীল ভাষায় লেখা বই যা নতুন শিক্ষার্থী দের জাভা শিক্ষায় নব সূচনার দ্বার উন্মোচন করবে।
Was this review helpful to you?
or
BEST JAVA BOOK
Was this review helpful to you?
or
super helpful book
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই। বাংলায় এ ধরনের বই খুব কমই আছে।
Was this review helpful to you?
or
Very helpful
Was this review helpful to you?
or
good writing
Was this review helpful to you?
or
100
Was this review helpful to you?
or
Brilliant book for Java 8 and new topics particularly lambda and stream related topics.
Was this review helpful to you?
or
Very well written books for advanced users.
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
জাভা শেখার জন্য সুন্দর বই। লেখক concrete আলোচনা করেছেন।
Was this review helpful to you?
or
বইটি দারুন । খুব সহজেই বুঝতে পারা যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
Was this review helpful to you?
or
great!!!
Was this review helpful to you?
or
Awesome book
Was this review helpful to you?
or
Great book for java developers..could be more informative..overall satisfied
Was this review helpful to you?
or
বইটা বাংলা ভাষাভাষী জাভা প্রোগ্রামার জন্য অতীব গুরুত্বপূর্ণ। তবে বই পড়তে গিয়ে একটা জিনিস আমার কাছে খুবই অড লেগেছে, তা হল ফন্ট সাইজ। ফন্ট সাইজ এক্তু বেশিই বড় লেগেছে। ফন্ট সাইজ এক্তু ছোট হলে দেখতেও ভাল লাগত, কস্ট এফিশিএন্টও হত।
Was this review helpful to you?
or
valo boi
Was this review helpful to you?
or
I think ...it's really helpful...
Was this review helpful to you?
or
জাভার জন্য আদর্শ একটি বই।
Was this review helpful to you?
or
অসাধারণ বই।
Was this review helpful to you?
or
Absolutely loved the book. This was the first time I've read a programming book which was written in my mother language - and the experience was amazing. I learned lambda expressions, optionals and their usage in java stream apis by mostly learning this book (I'm still learning !). Bazlur - just carry on what you are doing. Because you are the best at it. Waiting for your next book.
Was this review helpful to you?
or
Goodreads Choice Awards Goodreads Choice Awards Faisal My Books Browse ▾ Community ▾ Tanvir Mahfuz rated a book really liked it 12 months ago হাবলুদের জন্য প্রোগ্রামিং by Jhankar Mahbub হাবলুদের জন্য প্রোগ্রামিং by Jhankar Mahbub Read Read in November 2018 প্রোগ্রামিং নিয়ে যারা কনফিউজড হয়ে আছে, শুরু করবো করবো বলে কিছুই শেখা হচ্ছে না, প্রোগ্রামিং এর স্বপ্ন দেখে নাকে তেল দিয়ে যারা ঘুমিয়ে যায়... তাদের জন্য বইটা বেশ ভালো। প্রতিটা প্রোগ্রামিং ভাষায় কিছু সাধারন বিষয় থাকে, যেগুলো সম্পর্কে আইডিয়া সবার থাকা দরকার, সে ব্যক্তি প্রোগ্রামিং করুক আর না-ই করুক। আর যারা প্রোগ্রামিং শিখতে গিয়ে কী দিয়ে শুরু করবে, কোন ল্যাংগুইজ আগে ধরবে, এসব নিয়ে চিন্তা করতে করতে সময় নষ্ট করতেছে, তাদের উচিত এই বেসিক বিষয়গুলো সম্পর্কে জানা। এতে পরাবর্তিতে যেকোনো প্রোগ্রামিং ল্যাংগুইজ শেখা ইজি হয়ে যাবে। বইটাতে এরকম বেসিক জিনিসগুলো গল্পের ছলে তুলে ধরা হয়েছে। সব মিলিয়ে বইটা ভালোই বলা চলে।
Was this review helpful to you?
or
জাভা প্রগ্রামিং এর এডভান্স টপিকগুলো বেশ সহজ ভাবে বুঝার জন্য আদর্শ একটি বই। স্যার খুব সুন্দরভাবে প্রতিটা কুনসেপ্ট বুজিয়েছেন। সাথে প্রতিটা কোড প্রেকিটিস করে নতুন একটা কোড লিখার মজাটা খুব উপভোগ এর ছিলো!!
Was this review helpful to you?
or
Java is currently one of the top programming language in the world. It's everywhere. More importantly, it's evolving. Even now, the speed of its evolution is very rapid. The most important addition in this rapid changes were lambda expression and stream apis. The first big advantage of this book is that it's written in Bangla. Such an advanced topic filled book on Java is pretty rare in Bangla. But that's not the only plus point of this book. Every topic is very well written ( I personally LOVED the implementation of several design patterns with lambda expressions) and well exampled. This book helped me answer several questions in a job interview written exam. I am really grateful to this book and importantly to the author. Writing this easy understanding book can never be an easy job. Thank you.
Was this review helpful to you?
or
ai package a mota moti onk vlo vabe programming ar basic dewa ace...khub vlo sekhar jonno
Was this review helpful to you?
or
অ্যাডভান্স জাভা প্রোগ্রামিং বইয়ের মুল আলোচ্য বিষয় হলো ল্যামডা এক্সপ্রেশন এবং স্ট্রিম। আমি যতটুকু বুঝেছি সময়ের সাথে তাল মিলিয়ে জাভা প্রোগ্রামিং ল্যাংগুয়েজকে আধুনিক করে তোলার জন্য এর ডেভলপারগণ ফাংশনাল প্রোগ্রামিং নামে এক ধরণের নতুন প্রোগ্রামিং স্টাইল এই জাভা প্রোগ্রামিং ল্যাংগুয়েজে যুক্ত করেছেন। ল্যামডা এক্সপ্রেশন এবং স্ট্রিম সেই ফাংশনাল প্রোগ্রামিং স্টাইলেই দুটো মুল অংশ। অ্যাডভান্সড জাভা প্রোগ্রামিং বইটিতে এই দুটো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়াও বইটিতে মেথড রেফারেন্স, ডিফল্ট মেথড, অপশনাল, অ্যাডভান্স জেনেরিক্স, কালেক্টরস, এক্সেপশন হ্যান্ডেলিং এর মতো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। লেখকের আগের দুটো বইয়ের মতোই এই বইটিতেও আলোচ্য বিষয়গুলো নিয়ে শুধু আলোচনা করেই শেষ করা হয়নি বরং যথা সম্ভব হাতে কলমে প্রোগ্রাম লিখে জিনিস গুলো বুঝিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। যথেষ্ট সহজ ভাষায় এবং মজার উদাহরণ দিয়ে লেখার জন্য ব্যাক্তিগতভাবে বইটা পড়ে আনন্দ পেয়েছি। তবে একটা বিষয় নিজের দুর্বলতা স্বিকার করি জাভা সম্পর্কে নিজের জ্ঞানের স্বল্পতার জন্য বইয়ের বেশকিছু বিষয় বুঝতে সময় লেগেছে। ভবিষ্যত পাঠকদের অনুরোধ করবো বইটা পড়তে শুরু করার আগে হয় বেসিক জাভা এবং থ্রেড সম্পর্কে যতদুর পারা যায় ধারণা অর্জন করে নিতে হবে অথবা সবচেয়ে ভালো হয় লেখকের জাভা প্রোগ্রামিং এবং জাভা থ্রেড প্রোগ্রামিং বই দুটো প্র্যাকটিস করে নিলে। তাহলে লেখকের অ্যাডভান্সড জাভা প্রোগ্রামিং বইয়ের লেখা গুলো পড়ে এর অর্থ বিশ্লেষণ করতে সুবিধা হবে। বইটা পড়ে যে উপকার পাওয়া যাবে সেটা হলো একটা বড় প্রোগ্রাম কিভাবে সংক্ষিপ্ত করে লেখা যায় এবং তা পাঠ যোগ্য ও দেখতে সুন্দর করা যায় তা শেখা যাবে। হ্যা, প্রোগ্রাম লেখারও একটা সৌন্দর্য আছে যেটা এই বইটা পড়ে আমি কিছুটা বুঝতে চেষ্টা করেছি। বইটি কাদের জন্য বেশি উপকারী হতে পারে সে বিষয়ে আমি একটা কথা উল্লেখ করতে পারি, যেটা বাংলাদেশের প্রথমসারির প্রোগ্রামারদের অন্যতম তামিম শাহরিয়ার সুবিন ভাইয়া এই বইয়ের ভূমিকায় বলেছেন সেটা হলো “যারা পেশাদার প্রোগ্রামার, সবে মাত্র প্রোগ্রামিং শুরু করেছেন কিংবা বেশ কয়েকবছর ধরে জাভা নিয়ে কাজ করছেন তাদের জন্য বইটি অবশ্যপাঠ্য।” বইয়ের শেষ অধ্যয়ে জাভা ভার্চুয়াল মেশিন নিয়ে যথেষ্ট বিস্তারিত আলোচনা করা হয়েছে যা জেভিএম এর কার্যপ্রণালী সম্পর্কে পাঠককে একটা ভালো ধারণা দিবে। জেভিএম এর কার্যপ্রণালীর মতো খুটিনাটি বিষয়ে জ্ঞান কেন দরকার সেটা সুবিন ভাইয়া বইটির জন্য তার লেখা ভূমিকায় উল্লেখ করেছেন। সবশেষে পাঠকের প্রতি আমার পরামর্শ থাকবে এই বইটি থেকে জ্ঞান অর্জন করতে চাইলে সময় নিয়ে ঠান্ডা মাথায় বইটি পড়তে বসুন।
Was this review helpful to you?
or
যখন থেকে প্রোগ্রামিং এর সাথে জড়িত, তখন থেকেই একটা পরামর্শ অনেক শুনেছি - ভাল প্রোগ্রামার হতে হলে নিজের comfort zone থেকে বের হয়ে আরেকটু কঠিন কিছু শিখার চেষ্টা করা। কেউ যখন কোন ল্যাঙ্গুয়েজের ডীপে যায়, তখন তার পক্ষে efficienty কোয়ালিটিফুল কোড করা সহজ হয়। সেদিক থেকে বইটি অবশ্যই recommended। বাংলায় এই এডভান্সড টপিকগুলো অনেক সহজ করে লিখা হয়েছে। যার ফলে বেসিক জাভা পারা যে কারো পক্ষে এই টপিকগুলো ধরা সহজ হবে। বইটি অনেক বেশি প্রোগ্রামার পড়ুক - এই কামনাই থাকল।
Was this review helpful to you?
or
জাভা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় Programming Language। জাভায় কাজ করতে গেলে beginner level এ knowledge অর্জন করা যতটা সোজা, advance level এর জিনিস শেখা ততটা সোজা না। এতদিন বাংলায় Advance level এর বই এর অভাব ছিল, কিন্তু "অ্যাডভান্সড জাভা প্রোগ্রামিং" বইটা আসার পর সেই সমস্যাটা আর থাকবেনা বলে আমি মনে করি। "অ্যাডভান্সড জাভা প্রোগ্রামিং" বই এর রিভিওয়ার হিসাবে পুরো বইটা কয়েকবার পড়া হয়েছে। বই এর কন্টেট সম্পর্কে বলতে গেলে উল্টা দিক থেকে শুরু করি, যেই চ্যাপ্টারটা আমার সবচেয়ে পছন্দ হয়েছেঃ "অধ্যায় বারোঃ জাভা ভার্চুয়াল মেশিন"। এডভান্স লেভেল এর জাভা knowledge অর্জন করতে গেলে জাভা ভার্চুয়াল মেশিন কি জিনিশ, ক্লাস লোডিং কি, কিভাবে কাজ করে, বাইটকোড কি জিনিস, গার্বেজ কালেক্টর কি -- এই সব কঠিন বিষয় গুলা জানতে হবে। আমি নিজে অনেক কঠিন ইংলিশ article এবং বই পরে এগুলা সম্পর্কে জেনেছি। সেখানে এই বই এ সহজবোধ্য বাংলায় এগুলা সম্পর্কে বিস্তারিত লেখা হয়েছে; এইটা আসলেই একটা দারুণ জিনিস। অধ্যায় আট এ আছে অ্যাডভান্স জেনেরিক্স। যারা বড় organization এ কাজ করেন, তারা প্রচুর in-house library লিখতে হওয়ার কথা। এসব ক্ষেত্রে জেনেরিক্স অনেকটা বাধ্যতামূলক। জেনেরিক্স, ইনহেরিটেন্স ও সাবটাইপিং, আপার লোয়ার বাউন্ডেড ওয়াইল্ডকার্ড - এসব সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে। বই এর প্রথম সাতটা চ্যাপ্টার এ 'জাভা ৮' এ introduce করা বহুল প্রতীক্ষিত ল্যামডা, ফাংশনাল ইন্টারফেস, টাইপ ইনফারেন্স, মেথড রেফারেন্স, ডিফল্ট মেথড, অপশনাল -- এই গুলা নিয়ে বিস্তারিত আছে। ল্যামডার ব্যাবহার ভালো করে জানলে কোডগুলো খুবই সংক্ষেপে এবং readable way তে লেখা যায়। Android বা GUI-based জাভা ডেভেলপমেন্টের সাথে যারা যুক্ত আছে, তারা জানে জাভা ৮ পূর্ববর্তী সময়ে Annonymouse Inner class দিয়া কত verbose Code লিখতে হত। কিন্তু সেগুলা ল্যামডা এক্সপ্রেশনের ব্যবহার করে খুব সহজেই precise syntax এ লেখা সম্ভব। এই চ্যাপ্টারগুলতে সে বিষয়গুলো অনেক বিস্তারিতভাবে বলা আছে। ল্যামডা ছাড়াও জাভার আরেকটা অপেক্ষাকৃত নতুন বিষয় হলোঃ Stream এবং Collectors - যা দিয়ে declarative way তে ডাটা প্রসেসিং এর কোড লেখা যায়। multi-core মেশিনএর সুবিধা নিয়ে huge amount এর ডাটা প্রসেস করতে এই Stream এর বিকল্প নেই। অধ্যায় নয় এবং দশ এ এই Stream এবং Collectors নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কিছু ক্ষেত্রে কিছু Topics মাথার উপর দিয়ে যেতে পারে, কিছু ক্ষেত্রে কিছু topics এর intent বুঝতে সমস্যা হতে পারে, কিন্তু overall এই বইটা বাংলা ভাষায় এডভান্স ডেভেলপমেন্টের knowledge সম্বলিত এক অপূর্ব সংযোজন। যাদের জাভা নিয়ে career গড়ার ইচ্ছা আছে, তাদের অবশ্যই এইটা বইটা পড়া উচিত বলে আমি মনে করি।
Was this review helpful to you?
or
বাংলা বই যদি ইংরেজি বই থেকে কঠিন ভাবে লিখেন তবে বই লিখার সাথর্কতা কোথায়। বইটি উদাহরণের তুলনায় আলোচনা বেশি, উদাহরণের পরিমাণ একটু বাড়ালে উপকৃত হতাম।
Was this review helpful to you?
or
Thank u so much for this book. It's really helpful for me.
Was this review helpful to you?
or
বাংলাদেশে জাভা নিয়ে কাজ করা প্রোগ্রামার অল্প নয়। জাভা শিখছে এমন ছাত্র/প্রফেশনালদের সংখ্যাও কম নয়। স্কুল কলেজে বাংলায় লেখাপড়া করার সুবাদে আমরা বাংলায় সবকিছু শিখে অভ্যস্ত। এতদিন বাংলায় অ্যাডভান্স লেভেলের কোনো জাভা বই ছিল না। ফলে বাংলায় বেসিক জাভা শিখে সবাইকে আবার ইংরেজি বইয়ের দ্বারস্থ হতে হতো। এতে বেশিরভাগই কিছুটা অস্বস্তি বোধ করতেন। কিন্তু এখন থেকে আর সেটি হবে না। তার একমাত্র কারণ বজলুর ভাইয়ের এই 'অ্যাডভান্সড জাভা প্রোগ্রামিং' বইটি। এই বইয়ে জাভার যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে [উপরে সূচিপত্র দেওয়া আছে] তা আগে কখনো (ফেব্রুয়ারি, ২০১৯ পর্যন্ত) বাংলায় প্রকাশিত হয়নি। বইটি পড়ার সময় আমার মনেই হয়নি আমি ল্যামডা এক্সপ্রেশন, জেনেরিক্সের মতো উচ্চপর্যায়ের কিছু শিখছি। এর কৃতিত্ব অবশ্যই সম্পূর্ণভাবে লেখকের। ল্যামডা এক্সপ্রেশন, স্ট্রিম, গার্বেজ কালেকশন, জেভিএম, কালেক্টর, মেথড রেফারেন্স, অ্যাডভান্সড জেনেরিক্স ইত্যাদি বিষয়গুলো প্রত্যেক প্রফেশনাল জাভা প্রোগ্রামারদের অবশ্যই জানতে হয়। এতদিন পর্যন্ত সবাই এগুলো হয়তো অনলাইন কোর্স বা ইংরেজি বই থেকে শিখে এসেছেন। কিন্তু মাতৃভাষায় না হওয়ায় বেশিরভাগকেই যুদ্ধ করে শিখতে হয়েছে। আশা করছি এই বইটি সেই যুদ্ধ থেকে আমাদের ভবিষ্যৎ প্রফেশনাল জাভা প্রোগ্রামারদের রক্ষা করবে। তাছাড়া দ্বিমিকের সৌজন্যে এবং বেশ কয়েকজন বাংলা ভাষাপ্রেমী প্রোগ্রামারদের কঠোর পরিশ্রমে ইতিমধ্যে বাংলায় প্রোগ্রামিং শেখার একটা ভালো পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। তেমনি আমাদের মতো একটা প্রজন্মও বাংলায় প্রোগ্রামিং শিখে অভ্যস্ত হয়ে গিয়েছে। আমাদের জন্য এটা একটা বিরাট সুখবর যে আমরা সম্পূর্ণ বাংলায়ই অ্যাডভান্স জাভা পর্যন্ত শিখতে পারছি। লেখক, প্রকাশক এবং সংশ্লিষ্ট সবাইকে এ জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার মতো অন্যরাও বইটি পড়ে প্রচুর আনন্দ পাবে এবং ভয় ধরানো জিনিসগুলো সহজেই শিখে ফেলতে পারবে। সবার জন্য শুভকামনা।