User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
☺️?
Was this review helpful to you?
or
Absolutely good to read. thanks to this young writer.
Was this review helpful to you?
or
চমৎকার একটি বই, এক নিঃশ্বাসে বসে শেষ করার মতো।
Was this review helpful to you?
or
বইটি পড়ে খুবই ভাল লাগলো। সমসাময়িক ঘটনাকে সাবজেক্টস হিসাবে নিয়েই বিঙ্ঞান ভিত্তিক কল্পকাহিনি।
Was this review helpful to you?
or
সাইন্স ফিকশানঃ ভুল স্বর্গ লেখকঃ মোস্তফা তানিম একটা পূর্ণ সাইন্সফিকশান যেমন হওয়া উচিত 'ভুল স্বর্গ' ঠিক তাই। গত বছর লেখকের 'রিংটোন ও রঙ নাম্বার' বইটি পড়ে মজা পেয়ে গিয়েছিলাম। তাই এবার উনার নতুন উপন্যাসটাও পড়লাম। যথারীতি এবারও মুগ্ধ হয়েছি। সাইন্স ফিকশান বলতে আমরা যা বুঝি, অন্য একটা গ্রহ, রোবট আর রোবট, পৃথিবী বিপন্ন প্রায় অথবা রোবটের দল মানুষ মেরে ফেলছে। আরও নানান কিছু। মজার ব্যাপার হলো লেখক মোস্তফা তানিমের সাইন্স ফিকশান দুটো পড়েই মনে হয়েছে, না সাইন্স ফিকশান মানেই রোবট না! আমাদের সমসাময়িক ঘটনা নিয়েও সাইন্স ফিকশান খুব সুন্দর করে লেখা যায়। সত্যি বলতে খুব আরাম পেয়েছি পড়ে। যাই হোক আসল কথায় আসি। শুরুতে দেখানো হয় গল্পের মূল চরিত্রগুলো একেকজন একেক কারণে মানসিকভাবে বিপর্যস্ত। একটু ব্যাখ্যা করে বলি, যেমন উপন্যাসে স্বর্গ নামক যে নারীকে দেখানো হয়েছে সে তার শ্বাশুড়ী নিয়ে ভীষণ খ্যাপা। তার শ্বাশুড়ি উঠতে বসতে কথা শোনায়। শ্বাশুড়ির কোনো কিছুই ভালো লাগে না তার। স্বর্গের মতো অন্যান্য চরিত্রগুলোও যেমন জয়নাল, জিতু তারা তাদের পারিপার্শ্বিক নিয়ে বেশ চিন্তিত। লেখক চরিত্রগুলোকে বিভিন্ন জায়গা থেকে তুলে ধরেছেন। যেমন জয়নাল মায়ানমারের, জিতু বাংলাদেশের পার্বত্য অঞ্চলে...... একটা সময় তাদের এমন কিছু মানুষের সঙ্গে দেখা হয় যারা তাদের চিন্তা চেতনা বদলে দিতে চায়। একটা মেশিনের মাধ্যমে তাদের বায়াস পরিবর্তনের মাধ্যমে তাদের চিন্তার ধাঁচটা বদলে দিবে। অন্যরকমভাবে তারা বিষয়গুলো ভাববে। এতে তাদের মধ্যে দুশ্চিন্তা হবে না, ঝগড়া হবে না। শুধু শান্তি। কারণ চিন্তার ধরণই পালটে গেলে বিপক্ষে যাবার আর কোনো সুযোগ থাকছে না। গল্পের শুরুটা মূলত এখানেই। কেউ যদি এতটুকু পর্যন্ত ধৈর্য্য ধরে পড়তে পারেন আমার বিশ্বাস লেখক তাকে শেষ অবদি পর্যন্ত টেনে নিয়ে যাবে। আর উপন্যাস শেষে আপনি দু মিনিট ভাববেন গল্পটা নিয়ে। আমার মতে এটাই উপন্যাসের সার্থকতা। উপন্যাসটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। যারা সাইন্স ফিকশানের ভক্ত তারা নির্দ্বিধায় বইটি পড়তে পারেন। অসম্ভব সুন্দর একটা সাইন্স ফিকশান। মেলায় এটি 'সময়'প্রকাশনীতে পাওয়া যাচ্ছে। নাম্বার দিতে বললে আমি ৯/১০ দিব।