User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
সত্যিই একটি চমৎকার বই | লেখার ধরন খুব সুন্দর। নতুন ধরনের বৈজ্ঞানিক কল্পকাহিনী।
Was this review helpful to you?
or
বেশ কঠিন বোঝার জন্য। অন্যান্য বৈজ্ঞানিক কল্পকাহিনির চেয়ে আলাদা।
Was this review helpful to you?
or
চমৎকার একটি বই
Was this review helpful to you?
or
Black Hole নিয়ে চমৎকার একটা গল্প আছে এতে। অসাধারন এক লেখনীর মাধ্যমে লেখক তার ভাবনা তুলে ধরেছেন। এরকম লেখা আরো চাই। আর হ্যা। মাছি নীল না হয়ে লাল ও হতে পারতো৷ নীলের সাথে আকাশের মিল আছে। এই আকাশ মানেই মহাশুন্য। যেখানে রয়েছে হাজারো সপ্ন। জয় হোক আপনার কল্পনা যাত্রার ___ From, #Shakib,Stamford University Bangladesh, B.Sc. in Civil Engineering...
Was this review helpful to you?
or
বুদ্ধিকণা--- আলাে মানেই ফোটন কণা। কিন্তু ব্যতিক্রমধর্মী একটি কণা হল বুদ্ধিকণা। গল্পটাতে একটি বুদ্ধিকণার কল্পিত সংক্ষিপ্ত আত্মকাহিনী তুলে দেওয়া হয়েছে... মহাকাশচারী--- একজন মহাকাশচারী যিনি কিনা দুর্ঘটনায় পড়ে পৃথিবীতে অবতরণ করেন এবং এখানে একজন মানুষের প্রেমে পড়ে যান... পিতিমের ডায়েরী--- মহান বিজ্ঞানী পিতিম তার অনেক গবেষণাসহ তার ডায়েরীও কোড আকারে রেখে হারিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে চেষ্টার ধারায়। একজন বুদ্ধিমান যুবক তার ডায়েরীর কোডগুলাে ভেঙে ফেলে এবং তার ব্ল্যাকহােল ভ্রমণ সম্পর্কিত কাহিনীটি তুলে ধরে ... নক্ষত্রবাতি--- বিশাল একটি পাথর নক্ষত্রটিতে আঘাতের পর নক্ষত্রটির একটি উন্নত গ্রহের বাসিন্দারা কক্ষচ্যুত হয়ে ছুটে চলার মাঝে একটি মরা। নক্ষত্রের আকর্ষণে আটকিয়ে যায়। নক্ষত্রের আলাের বিকল্প নেই, তাই তাদের মহান বিজ্ঞানীরা সেই মরা নক্ষত্রটিকে জাগিয়ে। তােলেন... শিহরণ জাগানাে একটি খেলা, যাতে পুরস্কার হিসেবে হেরে যাওয়া। গ্রহকে পুরােটাই জিতে যাওয়া গ্রহের অধীনে দেওয়া হবে... ফল--- পৃথিবীর একটি ফলকে নিয়ে এক উন্নত গ্রহবাসী গােটা পৃথিবীকে ধ্বংস করে দিতে চাইছে। এ কিভাবে সম্ভব ... এলিয়েন--- একটি পুরাে গ্রহে একটি মাত্র প্রাণী দেখা গেল যার আকুতি মানুষের বাচ্চার মতােই তবে টিভিতে দেখা কাটুনের মতাে। ঠিক বােঝা গেল এটি কি বাচ্চা এলিয়েন নাকি ঐ বাচ্চা এলিয়েনটাই গােটা গ্রহের একমাত্র প্রাণি... পুরাে গল্প জানতে বইটি সংগ্রহ করুন।