User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
ইউনিভাসির্টি লাইফকে ঘিরেই পুরো বইটি, মোটামুটি ভালোই লেগেছে তবে গল্পগুলো আরো বেশি বড় হলে ভালো লাগতো ।
Was this review helpful to you?
or
বেস্ট ওয়ান
Was this review helpful to you?
or
মেডিকেল জীবন এর বাস্তব ঘটনা, বাস্তবতা ❤️❤️ভালোবাসা,কষ্টপাওয়া,হেরে যাওয়া,রাজনীতি, সমস্ত কিছু একটা গল্পের মাধ্যমে (ভারপ্রাপ্ত প্রেমিক) তুলে ধরেছেন❤️❤️❤️ এক কথায় অসাধারণ ????
Was this review helpful to you?
or
বই:ভারপ্রাপ্ত প্রেমিক লেখক: রাকিব আল হাসান প্রকাশনা:বর্ষা দুপুর চৈতালি ক্লাবের চারজনই স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। চারজনের কিছু কিছু জিনিস চার রকম। একজনের সাথে আরেকজনের মিল পাওয়াটা খুবই দুরূহ। তবে অদূর ভবিষ্যতে প্রত্নতাত্ত্বিকেরা হয়ত কিছু একটা খুঁজে বের করবে। নাসির, হাসান, ওসামা,জুবায়ের চারজনের মনকে ল.সা.গু করলে একটা কমন জিনিস দাঁড়ায়। চারজনের একটা সুন্দর প্রেমিক মন আছে।ওদের সবাই প্রেমিক হতে চায় কিন্তু প্রেমিকা নেই..... #ভারপ্রাপ্ত প্রেমিক" বইটি লিখা হয়েছে চারজন মেডিকেল স্টুডেন্ট নিয়ে। যাদের সবার মধ্যে রয়েছে সুন্দর আর সুপ্ত একটা প্রেমিক মন। কিন্তু প্রেমিকা কই?? কেউ প্রতারক, কেউবা অসহায় আবার কেউ বড় ভাইদের ময়ায় গলিত.... #নাসির তো মনে মনে ধরেই নিয়েছিল সূচি তার। কিন্তু তা আর হলো কোথায়? -সূচিকে তার মনের কথা জানানোর আগেই সে সূচির "বাবু" র দেখা পেল।বাবু'কে ছেড়ে আবার সদ্য ব্রেকাপ হওয়া সিনিয়র ভাইয়কে প্রেমের সূর্য উদয় দেখাচ্ছে। আর #হাসান তো প্রতিনিয়ত মজার পাত্রই রয়ে গেল সুমাইয়ার কাছে। তারও হয়ে উঠা হয়নি সুমাইয়ার প্রেমিক। #ওসামা'র প্রেমিকা কলি ছিল সুবিধাবাদী। নিজের সুবিধার জন্য ওসামাকে ছেড়ে সিনিয়র ভাইয়ের সাথে অপরিপূর্ণ প্রেম পরিপূর্ণ করছিল। তাই তাদের মিলানো নাম #অসামকলি'টাও চাপা পড়ে গেল। আর #জুবায়ের?? ক্রমাগতভাবে তিন তিনটা প্রেমিকা ছাড়িয়ে গেল সে।এক রকম ভাবে এই প্রেমিককে তার প্রেমিকারা ঠকিয়ে গেল। তাই কথ্য অনুযায়ী তারা সবাই এখন "ভারপ্রাপ্ত প্রেমিক" :মজার ব্যাপার হলো এটা যে, আমরা যারা কলেজ শেষ করে ভার্সিটিতে আসি প্রেম করাটা যেন ফরজ হয়ে যায়। ছেলেগুলো যে যার মত করে কাউকে না কাউকে মনে পুষে রাখে। আর মেয়েগুল পরে যায় সিনিয়র ভাইয়াদের পাল্লায়। ভার্সিটিতে জুনিয়রদের প্রবশেই সিনিয়র ভাইদের মনে বসন্ত জাগে। তারা ব্যস্ত হয়ে পরে খুব। তবে জুনিয়রদের প্রবেশে সিনিয়র আপুদের মধ্যে তেমন কিছুই লক্ষ্য করা যায় না। এইভাবেই ক্রমাগতভাবে চলে এসেছে আর চলবেও...... #রাকিব আল হাসান ভাইয়া বইটাতে চিরাচরিতভাবে ঘটে যাওয়া ব্যাপারটাই তুলে ধরেছে। এমনি তো হয় নাসির, হাসান, ওসামা আর জুবায়েরের মত হাজার প্রেমিক পুরুষ হয়ে উঠে "ভারপ্রাপ্ত প্রেমিক"। আর সিনিয়র ভাইয়ারাও সুযোগের বদৌলতে লুফে নেয় জুনিয়রদের মন। সত্যিই প্রতিনিয়ত চোখের সামনে ঘটে যাওয়া জিনিসটিই তুলে ধরেছে তিনি। বইটি পড়ে একটি কথা বারবার মনে পড়ছে- " যদি নিজের ক্রাশকে সিনিয়র ভাইদের জন্য উৎসর্গ করতে না পারো তাহলে ভার্সিটি লেভেল তোমার জন্য না" ভালোবাসা রইলো "ভারপ্রাপ্ত প্রেমিক" এর জন্য❤
Was this review helpful to you?
or
রাকিব আল হাসান ভাইয়ের ভারপ্রাপ্ত প্রেমিক বইটির কাহিনীটি ছিল অসাধারণ ৷ বইটির নামটাও ছিল বেশ মজাদার ৷ বইটি পড়লে বাংলার সেসকল প্রেমিকদের কথা মনে পড়ে যারা নিঃস্বার্থভাবে ভালোবেসে যায় কিন্তু কখনও কিছু পাওয়ার আশা করে না ৷ সেসকল প্রেমিকদের ভাই একটি সুন্দর নাম দিয়েছে যা হল ভারপ্রাপ্ত প্রেমিক ৷
Was this review helpful to you?
or
সাধু সাবধান....! প্রেম করার আগে #ভারপ্রাপ্ত_প্রেমিক পড় .... লেখক রাকিব আল হাসান ভাই ভারপ্রাপ্ত প্রেমিক....... নামটা আসলে কেমন জানি শুনতে মজার লাগে। একটা মেডিকেল কলেজের ("সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ" - বই পড়ে বুঝতে পেরেছি) বিভিন্ন কাহিনী অবলম্বনে প্রেমের গল্প। কিছুটা রোমান্টিক বলা চলে আবার, গল্পটিতে হাসির অন্ত নেই। বন্ধুরাই প্রেমিক প্রেমিকা হয়, আর তারাই কিনা ধোকা দেয়? তবে গল্পটা বাস্তব জীবনের সাথে অনেকটা মিলে যায়। প্রেমিকারা যে তাদের প্রেমিককে ভারপ্রাপ্ত বানিয়ে রাখে তা প্রেমিক প্রথমে বুঝতেই পারে না। ভারপ্রাপ্ত প্রেমিক.... সোজা কথায় যাকে বলে নিজের খেয়ে আরেকজনকে ফ্রি-তে পাহাড়া দেয়া, তার পিছনে কলুর বলদের মত খাটা। বর্তমানে অধিকাংশ প্রেমিকদের ক্ষেত্রেই যা ঘটে থাকে। তাই যারা প্রেম করতে যাচ্ছেন, প্রেম করার আগে অবশ্যই রাকিব ভাইয়ের "ভারপ্রাপ্ত প্রেমিক" বইটা পড়বেন। প্রেমে ছেকা খাওয়ার পর এই বই পড়ে যদি বলেন যে ভাই কাহিনীর কিছু, নয়তো অনেক অংশই তো আমার সাথে মিলে যায়। তাহলে রাকিব ভাই দায়ী না। সবাইকে "ভারপ্রাপ্ত প্রেমিক" বইটা পড়ার অনুরোধ রইলো।
Was this review helpful to you?
or
ভারপ্রাপ্ত প্রেমিক, প্রেমের কাহিনী টা সত্যিই অসাধারণ। যদিও ভিন্ন ভিন্ন চরিত্রের সন্নিবেশ এখানে রয়েছে।আর প্রত্যেক টি কাহিনী তেই রয়েছে ভালোবাসা পেয়ে ও হারানোর গল্প। বইয়ে মেডিকেল লাইফ এর এক অনন্য দিক তুলে ধরেন লেখক। যা সাধারণ মানুষ আমরা চিন্তা ও করি না। চার বন্ধু ও তাদের ভালোবাসার অপূর্ণতার গল্প টি সত্যিই ভাবিয়ে তোলে। এর ই পাশাপাশি কিছু কিছু মেয়েদে র ভালোবাসা নিয়ে খেলা র দিক টি তুলে ধরা হয়েছে তবে হ্যাঁ, সব মেয়েরা আবার এক না। এমন একটি চরিত্র দেখা যাবে মল্লিকা চরিত্রে। সবশেষে একটাই চাওয়া, কারো জিবনে যেন ভারপ্রাপ্ত প্রেমিক বা প্রেমিকা না আসুক।??? লেখকের অসাধারণ প্রতিবার এক উজ্জ্বল দৃষ্টান্ত ভারপ্রাপ্ত প্রেমিক।
Was this review helpful to you?
or
বইয়ের নাম: ভারপ্রাপ্ত প্রেমিক লেখক: রাকিব আল হাসান কিছু কিছু গল্প থাকে যেসব গল্পে প্রেম,বিরহ এবং ভালোবাসার জন্য হাহাকার থাকে। প্রেমের রসায়ন বোঝা খুবই জটিল,বইটিতে লেখক মানব জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রেমের ব্যাপারে অসাধারণ কিছু তথ্য দিয়েছেন একটি গল্পের মাধ্যমে। পুরো বইতে আপনারা একটু পরপর টুইস্ট খুঁজে পাবেন। গল্পটি একটি মেডিকেল ক্যাম্পাসের। ডাক্তারি পড়তে আসা ৪ তরুনের গল্প এখানে স্থান পেয়েছে। এই ৪ জনের স্বভাব চরিত্র অনেক ভিন্ন তবে একটা দিক খুবই মিল খুঁজে পাওয়া যায় সেটা হলো তারা ৪ জনই প্রেমের পিছনে ছুটতে থাকে। অপরদিকে এগুতে থাকে তুমুল প্রেমের গল্প। এই বইটির বাঁকে বাঁকে আপনারা কলেজ জীবনে নবীনবরণ,ৱ্যাগিং,রুমবন্টন,ছাত্র রাজনীতি,অন্যের প্রেমিকা নিয়ে কাড়াকাড়ি প্রভৃতি অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন। হয়তো গল্পটি আপনার জীবনের সাথেও মিলে যেতে পারে।সর্বশেষ লেখককে জানাই অসংখ্য ধন্যবাদ এরকম একটি গুরুত্বপূর্ণ বই আমাদের পাঠক সমাজের মাঝে উপহার দেওয়ার জন্য।
Was this review helpful to you?
or
বই পর্যালোচনা প্রেমের আশ্রয় যে গল্প এক সময় হয়ে ওঠে উঠে প্রতারণার গল্প অথবা মিশে থাকা জীবনের গল্প।ডাক্তারি পড়তে আসা চার তরুণ।ওসামা,নাসির,হাসান,জুবায়ের।কাকাতলীয়ভাবে যারা ৪জনই রুমমেট। প্রেমিকার পিছন পিছন যাদের জীবন ছুটতে থাকে। ওসামা চেয়েছিল কলিকে,নাসিরের চেয়েছিল সুচিকে,হাসান চেয়েছিল সুমাইয়াকে, জুবায়ের পর্যায়ক্রমে চেয়েছিল মল্লিকাকে,শর্মিকে,শারমিনকে।এদের সবাই কোন এক সময় তাদের প্রেমিকাকে পেয়েও গিয়েছিল।লাভ গার্ডেনের আপত্তিকর প্রেম আর হতাশার মোড় থেকে শুরু করা যেকোনো প্রেমের উদ্যোগ শেষমেষ গল্পকে কোন দিকে নিয়ে যায়? শেষ পর্যন্ত তারা কী পেয়েছিল তাদের প্রেমিকাকে?নাকি ভারপ্রাপ্ত থেকেই প্রেমিক হয়েছিল, তাদের কেউ কি ভারমুক্ত হতে পেরেছিল? এসব প্রশ্নের উত্তর জানতে পড়ে ফেলুন গ্লোবাল ইউথ লিডারশীপ সম্মেলন ২০১৯- এর influencer ক্যাটাগরির পুরস্কার প্রাপ্ত,জনপ্রিয় লেখক ও কলামিস্ট এবং উপন্যাসিক " রাকিব আল হাসান" এর 'ভারপ্রাপ্ত প্রেমিক'। বর্ষাদুপুর প্রকাশনী। প্রকাশকালঃ বইমেলা২০১৯ মুল্যঃ ১৫০টাকা মাত্র। লেখকের অন্যান্য বই সমূহঃ মাশরাফিনামা দূরত্বমা (গল্পগ্রন্থ) একটি ইভেন্ট খোলার প্রস্তুতি চলছে(রম্যগল্প) রাত তিনটায় কিছু ব্যাক্তিগত দাবী (কবিতা গ্রন্থ) অবরুদ্ধ কারাগার (কবিতাগ্রন্থ)
Was this review helpful to you?
or
♥♥বইঃ ভারপ্রাপ্ত প্রেমিক❤❤ লেখকঃ রাকিব আল হাসান প্রকাশকঃ বর্ষা দুপর প্রকাশকালঃ বইমেলা ২০১৯ বইয়ের ধরণঃ উপন্যাস কয়েকদিন যাবৎ ব্যক্তিগত কারনে আর শারীরিক অসুস্থতার জন্য মনটা ভাল ছিল না। তবে "ভারপ্রাপ্ত প্রেমিক" পড়ে মনের হতাশার মোড় ঘুরে গেল। হৃদয়টাকে সমুদ্র মনে হতে লাগলাম,ভাবতে লাগলাম সমুদ্র যেহেতু তাই মন খারাপ থাকার সুযোগ নেই আর। বইটি পড়ে সত্যিই মনটা ভাল হয়েগেল। লেখক রাকিব আল হাসান পেশায় যিনি ডাক্তার অনেক ভাল একটা উপন্যাস লিখেছেন। চিন্তার পরের চিন্তা করার ক্ষমতা দেখিয়েছেন। ভাষাজ্ঞান মনের খোরাক জুগিয়েছে। বইটা একবার পড়ার বিষয় নয়, বার বার পড়তে মন চাইছে কারন কথাগুলোতে সেন্স অফ হিউমার অসাধারন।গল্পের প্লাটফরম টা বেস্ট হয়েছে কারন ভাল লাগার জন্য প্লাটফরম টা খুবই গুরত্বপূর্ণ। আমার খুবই ভাল লেগেছে। আর আমার মনে হয় এটা এমন একটা লেখা যে কেউ পড়লে তার ভাল লাগার কথা। প্রত্যাশা করি লেখক রাকিব আল হাসান পেশায় যিনি ডাক্তার নোবেল পাবেন।
Was this review helpful to you?
or
♥♥পাঠক প্রতিক্রিয়া♥♥ বইঃ ভারপ্রাপ্ত প্রেমিক লেখকঃ রাকিব আল হাসান প্রকাশকঃ বর্ষা দুপর প্রকাশকালঃ বইমেলা ২০১৯ বইয়ের ধরণঃ উপন্যাস পৃষ্টাঃ ৯৬ প্রচ্ছদঃ সাজু মুদ্রিত মূল্যঃ ২০০ টাকা বই কিনি, বই পড়ি। রেখে দেই শেলফে। এক সময় ভুলে যাই। কিন্তু কিছু বই পড়ার সময় বারবার থামতে হয়। খোলা জানলা দিয়ে বাইরের আকাশের দিকে চোখ চলে যায় একটু পরপর । বইয়ের পাতায় শব্দেরা যে গল্প শোনাচ্ছে তা অবিশ্বাস্য ঠেকে । মনে হয় যেন গল্পের শব্দগুলো আলতো করে ভালোবাসার উষ্ণ পরশ বুলিয়ে দিচ্ছে হৃদয় আঙিনায়। .... দ্রুত পড়তে মন সাড়া দেয় না, ইচ্ছে হয় বইটা শেষ না করি । শেষ করলে তো শেষই হয়েই গেলো । কিছু বই আসলে সমাপ্তি ডিজার্ভ করে না, ডিজার্ভ করে আত্নীকরণ, নিজের মধ্যে আমৃত্যু ধারণ করে রাখে নিঃশব্দে সাজানো গল্পের প্রতিটি শব্দের পদচারণা। "ভারপ্রাপ্ত প্রেমিক"এমনই এক বই । .... লেখক রাকিব আল হাসান জীবনের আবহে তৃতীয় দৃষ্টিতে তুলে এনেছেন মেডিকেল জীবনের ভারপ্রাপ্ত প্রেমিকদের হৃদয়কে ভারমুক্ত করার করুণ আর্তনাদ। .... এক ঝাঁক ভবিষ্যত ডাক্তারের স্ব-হৃদয়ের ভালোবাসাকে ভারমুক্ত করার তুমুল বৃথা চেষ্টা। অন্যদিকে প্রেমের খোলস পাল্টানো প্রেমিকাদের অপচেষ্টা ভারপ্রাপ্তরা যেন কোনদিন ভারমুক্ত না হয়। এই দুইয়ের যাঁতাকলে পিষ্ট হয়ে চর্বিত ঘাসের ন্যায় লেপটে যায় ওসামা, নাসির, হাসান, যুবায়েরদের পবিত্র ভালোবাসা। তবুও থেমে নেই আবু ভাইয়েরা। বিরামহীন ব্যর্থ প্রেমের গ্লানি মুছনের চেষ্টায় আবারো জড়িয়ে পড়ে সুন্দরী ললনার প্রেমে। আবারো ভারপ্রাপ্তদের কাতারেই শামিল হয় আবু ভাইয়েরা। ..... কলি, সূচি, সুমাইয়া, মল্লিকাদের চাওয়া গর্দভরা আজীবন ভারপ্রাপ্তই থেকে যাক। তাদের বংশ বিস্তার করতে সঙ্গে যোগ দেয় শর্মি, শারমিনরাও। আর ভারপ্রাপ্তদের বেদনার মিছিলকে আচ্ছন্ন করে অবিরাম নিকোটিনের কালো ধোঁয়ার অাঘাতে আঘাতে। এতে হৃদয়ে পৈশাচিক পুলক অনুভব করে প্রেমিকদের ভারপ্রাপ্ত রাখার অপচেষ্টায় লিপ্ত কলি, সূচি, সুমাইয়া, মল্লিকারা। "ভারপ্রাপ্ত প্রেমিক" নামে এই কালজয়ী উপন্যাসে এমনিভাবে লেখক রাকিব আল হাসান ফুটিয়ে তুলেছেন ভারপ্রাপ্তদের বেদনাবিদূর জীবন চিত্র। ওসামা কলিকে, নাসির সূচীকে, হাসান সুমাইয়াকে আর জুবায়ের চেয়েছিল পর্যায়ক্রমে মল্লিকা, শারমিন ও শর্মিকে। এদের সবাই কোনো একসময় তাদের প্রেমিকাকে পেয়েও গিয়েছিল। কিন্তু শেষমেষ প্রেমিকারা কার হাত ধরে কাদের ভারপ্রাপ্ত প্রেমিক হিসেবে জীবনে নিয়েছিল, প্রেমিকারাই বা কি ভারমুক্ত হতে পেরেছিল? এসব নানামুখী প্রশ্নের উত্তরের গল্পই মূলত "ভারপ্রাপ্ত প্রেমিক" উপন্যাসটি। প্রেমের গল্পের মাঝে মূলত যেখানে লুকায়িত আছে চিরাচরিত মেডিকেল ক্যাম্পাস সিস্টেম কিংবা প্রতারণার গল্প। যেসব গল্পগুলো দিন শেষে ছাপিয়ে যায় একজন মেডিকেল শিক্ষার্থীর দেখা, না দেখা জীবনকেও........... সমালোচনাঃ গুণী এই লেখকের বই পাঠ করে সমালোচনা করার মতো নগণ্য যোগ্যতাটুকুও আমার মতো এই ক্ষুদ্র পাঠকের নেই। সমালোচনা করে জ্ঞান ফলানোর প্রচেষ্টা, নিজেকে অতি উৎকৃষ্ট পাঠক প্রমাণের এজেণ্ডা বাস্তবায়নের ইচ্ছেও আমার নেই। কেননা, সৃষ্টিশীলতার চেয়ে সমালোচনা বরাবরই সহজ কাজ ছিল , আছে , থাকবেও । তারপরেও যেটুকু না বললেই নয় তা হলো মাত্র ৯৬ পৃষ্টার এই বইটিতে মোট ভুল পেয়েছি ৩৮ টি। আরো সহজভাবে বললে এটাকে টাইপিং বা প্রিন্টিং মিসটেকও বলা যেতে পারে। যা কোনো ভাবেই কাম্য নয়। কারণ, দায় সবারই আছে। দায় যেমন প্রকাশকের আছে, আছে লেখকেরও। একজন লেখকের একটা নির্ভুল বই একজন পাঠকের হৃদয়ে এনে দিতে পারে এক রাশ নির্মল প্রশান্তি। থাকুক সেসব ..... নাগর দোলায় চেপে বসা এ জনপদের ঘোর লাগা অদ্ভুততম সময়ের এ বাস্তব গল্প যারা এখনও পড়েন নি, তাদের নিমন্ত্রণ । সবশেষে অবিরাম শুভ কামনা রইলো বাংলা সাহিত্যের এই অপরাজেয় মানষটির জন্য। যার হাত ধরে হয়তো বা একদিন বাংলা সাহিত্যে নোবেল অর্জনও কাল্পনিক কিছু নয়। আমার রেটিং: ৫/৫ . কোন আবেগী রেটিং নয়, ঠান্ডা মাথায় ভেবে দেওয়া । নম্বরের বেঁড়াজালে বইয়ের মান বুঝিয়ে ফেলতে চাওয়ার চেষ্টাটাই যদিও আমার খুব একটা পছন্দ না, তবুও পাঠকের স্বার্থেই দেয়া .... এবং আমার মুগ্ধতা প্রকাশের ব্যর্থ চেষ্টা স্বরূপও হতে পারে এটা।
Was this review helpful to you?
or
বাংলা সাহিত্য ও বাংলা ভাষাভাষী মানুষের কালজয়ী লেখক রাকিব আল হাসান যখন বইটি লিখবেন বলে মনস্থির করেন, ততদিনে তার পরিচয় অসংখ্য ব্যর্থ প্রেমিকের সঙ্গে। ব্যর্থ হলেও মানা যেত, সম্পূর্ণ ব্যর্থতাও এক ধরনের সফলতা। কিন্তু তার গল্পের হিরোরা ভিন্ন এক পরিচয় বহন করে চলছে দিনের পর দিন, বছরের পর বছর, প্রফের পর প্রফ। "ভারপ্রাপ্ত প্রেমিক" এর ট্যাগ লাগিয়ে ঘুরছে ওরা। কখনো নীলক্ষেত বইয়ের দোকানে, কখনো সোহরাওয়ার্দী মেডিকেলের জরুরি বিভাগে, কখনো আবার লাইব্রেরিতে, কখনো বা চন্দ্রিমা উদ্যানে ক্যামেরা হাতে। .. প্রেমিকরা মাঝেমধ্যে ক্লান্ত হয়ে প্রেমিকাদের দু'কথা শোনাতে পারলেও ভারপ্রাপ্ত প্রেমিকরা পারে না, ভারমুক্ত হয়ে যাবার ভয়ে। ভারমুক্ত হবার সংঙ্গা দুইরকম। ওসামা, নাসির, হাসান, জুবায়েরদের কাছে ভারমুক্ত হওয়ার মানে পার্মানেন্ট প্রেমিক হওয়া। কলি, সূচী, সুমাইয়া, শারমিন, শর্মি বা মল্লিকার কাছে ভারমুক্ত শব্দের সোজা বাংলা হচ্ছে- আর না। এদের এবার ছাঁটতে হবে। কেউই মুখ ফুটে বলে না, বলতে গেলে বলেও! .. মেডিকেল লাইফে চার রুমমেট ওসামা, নাসির, হাসান, জুবায়ের। রুম নাম্বার ৪২০। ওরা অবশ্য রুমের নাম বদলে চৈতালি ক্লাব রাখে। বাংলায় ৪২০ এর অর্থ এককথায় চিচিংফাঁক। ৪২০ শুনলেই কেমন যেন খটকা লাগে। সবকিছু ঠিকঠাক হতে হতেও হয় না। সেই রুমের বাসিন্দাদের প্রেমের গল্পেও যে চিচিংফাঁক থাকবে, সেই খটকায় খটখট করবে প্রেমিকের মন, প্রতারণাতেই বাড়বে প্রেমের প্রসার, বাড়বে প্রেমিকের হৃদয়ের ব্লাডপ্রেশার তা বলার অপেক্ষা রাখে না। .. হতাশার মোড়ে মেডিকেলের সিনিয়র বড়ভাইয়ের প্রেমের গাড়ি দুরন্ত গতিতে ছুটতে থাকে, আচমকা জুনিয়র ব্যাচের একজনের স্পিডব্রেকারে সজোরে ধাক্কা খেলে প্রেম ভেঙ্গে যায়। কলির বার্থডের দিনেই তাকে প্রপোজ করতে যায় আবু ভাই, শুধুমাত্র জুনিয়র হবার ফলে একগাঁদা উপহারসামগ্রী কিনেও নিরুপায় হয়ে সেই দৃশ্য দেখতে হয় ওসামাকে। ব্যাচ মনিটর হয়েও সুমাইয়ার ঝাড়ি খায় হাসান, প্র্যাক্টিক্যাল করানো থেকে শুরু করে নীলক্ষেতে বইয়ের বোঝা ওঠানো, রিক্সাভাড়া দেওয়া সবই করে হাসান। একদিন যদি ভাগ্যের শিঁকে ছেড়ে সেই আশাতে। সুমাইয়া হাসানকে ভালোবাসে, হাসান জানে। যখন তখন কল করে। বাধ্য বাবু হয়ে প্রয়োজনে ইয়েস ম্যাম বলে হাজিরা দেয় সে। .. সূচী নাচতে পারে ভালো। মেয়েরা যেটি পারে সেটি অন্য কেউ পারলে তাদের হিংসে হয়। নাসিরের বেলায় সূচী খুশি হয়। তাকে তো সূচীই সিলেক্ট করেছে নাচের জন্য। প্রথম দিনেই নাসিরকে গর্দভ বলা সূচী এখন আর ওটা বলে না। ছেলে সুদর্শন, নাচতে পারে, সূচীর কেয়ারও করে। এমন ছেলেকে গর্দভ তকমা বেশিদিন দিয়ে রাখা যায় না। যেমনটা জুবায়েরের প্রতি আকৃষ্ট হয় মল্লিকা। এত ভালো ছবি তুলতে পারে কেউ! ডাক্তারি চুলোয় যাক, মল্লিকার আগ্রহ ফটোগ্রাফিতে। ডিএসএলআর কিনতে কালবিলম্ব হয় না জুবায়েরের। যেমনটা জুবায়েরকে ছেড়ে যাবার পর মল্লিকার জন্য কেঁদেকেটে একসার হবার বদলে নতুন প্রেমিকা যোগাতে দেরি হয় না তার। শর্মিও বেশিদিন টিকে না। না টিকুক। যখন কেউ পাশে থাকে না, বান্ধবী থাকে। শারমিন আছে। বান্ধবী থেকে প্রেমিকা হতে এসেছে সে। .. এর আগে ছোটগল্পে সীমাবদ্ধ থাকা লেখক এবারই প্রথম উপন্যাস নিয়ে এসেছেন। মেলায় আসার আগেই আলোচনায় বই। লেখক পরিচিতিতে নিজেকে কালজয়ী বলেছেন, সাহিত্যে ভবিষ্যৎ নোবেল বিজয়ের ইচ্ছার কথা বলেছেন। লেখক এমনি এমনি নোবেল জিততে চান না। কেউ একজন একদিন সত্যি সত্যিই ভালবেসে তার হাত ধরলে, সেই হাতের স্পর্শে পার্মানেন্ট প্রেমিক হয়ে নিজেকে ভেঙ্গে, গড়ে তবেই জিততে চান নোবেল। ভারপ্রাপ্ত প্রেমিক উপন্যাসে মেডিকেলের ওই চার চরিত্রের প্রতিনিধি হয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা, প্যারার পর প্যারা, শব্দের পর শব্দে হেঁটে বেড়িয়েছে অজস্র ওসামা, অসংখ্য নাসির, বহু হাসান, প্রচুর জুবায়ের। প্রেমিকারা প্রেমিকদের ভারপ্রাপ্ত করে রাখার প্রবণতা আর তার সমূহ পরিণতিই বইয়ের সারমর্ম। এখন যারা প্রেমিক, তারাও একসময় ভারপ্রাপ্ত ছিল। নস্টালজিয়ায় ফিরতে পারেন তারাও। রম্য উপন্যাস হিসেবে এটি সার্থক, করুণ উপন্যাস হিসেবে এটি সাবলীল, ভারপ্রাপ্ত প্রেমিকের দুঃখ কমানোর টোটকা হিসেবে এটি অনবদ্য। .. হতাশার মোড়ে দাঁড়িয়ে আকাশপানে চেয়ে নিকোটিন উড়ানো কারো ফোনের স্ক্রিনে অচেনা কোন নাম্বার থেকে কল আসলে, রোজ পয়েন্ট থেকে পিক করে লাভ গার্ডেনে গিয়ে দশ টাকার বাদাম খাওয়ানোর অফার করলে ভারপ্রাপ্ত প্রেমিকদের মনে প্রশ্ন জাগে- ক'দিন পর আবার সাবেক হয়ে যাবে না তো? তাতে কি! ভারপ্রাপ্ত হলেও নামের শেষে প্রেমিক টাইটেল তো আছেই! • ভারপ্রাপ্ত প্রেমিক • উপন্যাস • লেখক- রাকিব আল হাসান • প্রচ্ছদ- সাজু • প্রকাশনী- বর্ষাদুপুর • স্টল- ২৯৬, ২৯৭