User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইমেলা থেকে কিনেছিলাম বইটি.. ভালোই খারাপ না.. যাদের motivation দরকার জীবনে, তাদের জন্য কাজে দিবে মোটামোটি
Was this review helpful to you?
or
বইটি সব দিক থেকে ভালো। শুধু কয়েকটা শব্দের বানান একটু সমস্যা। মানে গুরুতর ভুল নয়। বোঝাই যায় প্রিন্টিং মিসটেক। একটা শব্দের সাথে একটা শব্দ লেগে গেছে কয়েক জায়গায়। সম্ভবত সেটিংএ সমস্যা। তবে যারা এই দুই লেখকের কোনো ট্রেনিং এ অংশ নিয়েছেন তারাতো তাদেরকে চিনেন। যারা চিনেন না। তারা এই বই পড়লে দুজন পার্সোনাল গাইড পাবেন। সাইজে খুব বড় না হলেও এই ছোট বইটি পড়ার পর মনে হয়েছে। একটি নয় আসলে দুটো বই পড়েছি। কারণ ২ জন লেখকের লেখার স্টাইল ২ রকম। খুব মজা লাগল ব্যাপারটা।
Was this review helpful to you?
or
এতছোট বই কিন্তু এত তথ্যবুহল। খুব ভালো লাগল। দুজন লেখক মিলে একটা বই লিখা এটা খুব ভালো আইডিয়া। ২/১টা প্রিন্টিং মিসটেক ছাড়া বইটি বেশ কাজের।
Was this review helpful to you?
or
এতছোট বই কিন্তু এত তথ্যবুহল। খুব ভালো লাগল। দুজন লেখক মিলে একটা বই লিখা এটা খুব ভালো আইডিয়া। ২/১টা প্রিন্টিং মিসটেক ছাড়া বইটি বেশ কাজের।
Was this review helpful to you?
or
দুজন লেখক একটা বই লিখেছেন। দু্’জনের জ্ঞানের সমন্বয়ে ছোট বই হয়ে উঠেছে বড়ো একটি ভান্ডার। বইটি ব্যক্তি ও সমাজ জীবনে ভাল থাকার একটা রোডম্যাপ বলা যায়। আলমাছ স্যারের লেখায় এমনকিছু তথ্য পেয়েছি যা আগে কখনো শুনিনি। আর শোভন স্যারের লেখার স্টাইল খুব সুন্দর। এখানে তথ্যের চেয়ে পদ্ধতি নিয়ে বেশী আলোচনা করা হয়েছে। ২৪টি অধ্যায়ে জীবনের ২৪টি দিক উঠে এসেছে। বইটির নামটা মনে হয় যথার্থ হয়নি। নাম হতে পারত আসুন ভাল থাকি।
Was this review helpful to you?
or
পাঠকের জীবনের জন্য কিছু প্রয়োজনীয় টিপস রয়েছে। কিছু তথ্যভিত্তিক লেখা রয়েছে যা নিজেকে চিনতে এব নিজের সম্পর্কে জানতে সাহায্য করবে। তবে বইটির কনটেন্ট সমৃদ্ধ হওয়ার কারণে ছোটখাটো বানান সমস্যা গায়ে লাগে না। দুইজন লেখক হওয়ার কারণে বইটি বেশ ঋদ্ধ একটি প্রকাশনা হয়ে উঠেছে।
Was this review helpful to you?
or
জীবনগঠনমূলক বই পড়ার জন্য আপনি যদি ১০টি বই পড়েন। তবে অবশ্যই বইটিকে আপনার তালিকায় রাখতে পারেন। বইটি বাংলাদেশের প্রেক্ষাপটে লেখা এটা হলো এই বইটির সবচেয়ে বড়ো গুন। আর ইতিবাচক ও আশাবাদী মন পেতে বইটি আপনাকে সাহায্য করতে পারে।
Was this review helpful to you?
or
আমরা যখন একটি বই কিনি। আমরা আশা করি আমাদের দরকারী কিছু জিনিস থাকবে। এই বইতে প্রত্যাশার বেশী পাবেন। বিশেষ করে যাদের মনে নেতিবাচক চিন্তা বেশী আসে। যারা ক্ষণে ক্ষণে হতাশ হয়ে যান। এই দুই দলের মানুষদের জন্য বইটি আলোর ফোয়ারা। আমার অন্তত তাই মনে হয়েছে।
Was this review helpful to you?
or
এতছোট বই কিন্তু এত তথ্যবুহল। খুব ভালো লাগল। দুজন লেখক মিলে একটা বই লিখা এটা খুব ভালো আইডিয়া। ২/১টা প্রিন্টিং মিসটেক ছাড়া বইটি বেশ কাজের।
Was this review helpful to you?
or
দুজন লেখক একটা বই লিখেছেন। আইডিয়া ভালো। দুজনের লেখার ভঙ্গিও আলাদা। বইটি নির্দিষ্ট কোনো পাঠক শ্রেনীর জন্য নয়। মনে হল একেকটা টপিক একেক শ্রেণীর পাঠকের জন্য। আলমাছ স্যারের লেখায় এমনকিছু তথ্য পেয়েছি যা আগে কখনো শুনিনি। আর শোভন স্যারের লেখার স্টাইল খুব সুন্দর। এখানে তথ্যের চেয়ে পদ্ধতি নিয়ে বেশী আলোচনা করা হয়েছে। তবে ৯৬ পৃষ্ঠার বইটির দাম একটু কম হলে ভালো হতো। অবশ্য বেশী কমিশন দিয়ে প্রকাশক সেটা পুষিয়ে দিয়েছেন। সেজন্য ছায়াবীথিকে ধন্যবাদ।
Was this review helpful to you?
or
আমরা যখন একটি বই কিনে পড়ি। সাধারণত আমরা কিছু কনটেন্ট সে বইতে আশা করি। এই বইরে নাম শুনলে যা বোঝা যায়। সেসব কনটেন্ট এর সাথে বাড়তি কিছু কনটেন্টও রয়েছে। সূতরাং পাঠকের জীবনের জন্য কিছু প্রয়োজনীয় টিপস রয়েছে। এরমধ্যে অনেককিছুই জানতাম না। যদি বইটি না পড়তাম। কিছু জায়গায় বানান সমস্যা আছে। তবে বইটির কনটেন্ট সমৃদ্ধ হওয়ার কারণে বইটি উপকারী এক জিনিস হয়ে গেছে।
Was this review helpful to you?
or
দুই লেখকের লেখার স্টাইল দুইরকম। এটা ভালো লাগলো। একজন আলোচনা করেছেন ব্যক্তিজীবনে আলো জ্বালানো যায় সেটা নিয়ে। অন্যজন আলোচনা করেছেন সমাজ জীবন নিয়ে। একটা ভিন্ন ধর্মী বই। তবে প্রতিটি লাইন খুব উপকারী। কাজে লাগবে জীবন গঠন ও প্রতিদিনের জীবনে ভালো থাকার জন্য।
Was this review helpful to you?
or
আমাদের ভেতরেও আমরা বদলে যাচ্ছি বাইরের মতো। কখনো বদলে নতুন কিছু রেখার উপর উঠছি অথবা কখনো বদলে পুরনোতে ফিরে যাচ্ছি। আত্মার বিকাশ, দূরাত্বার নাশ, নিজের সঞ্জীবনী শক্তিকে জাগিয়ে তার আলোতে চারপাশকে মাতিয়ে রাখার বাতিঘর হতে পারি আমরা। হতে পারে মানবসভ্যতার অগ্রযাতা কাফেলার এক পথিক। সেজন্য নিজের প্রযোজন কিছু পাথেয়। সে আলোকে এই বই রচিত। । কখন কোন মানুষ কোন আদলভেঙ্গে জেগে উঠবেন তা আগে থেকে কেউ বলতে পারেননা। মানুষের ভেতরের শক্তিকে মানুষ জাগাতে পারে। সেজন্য চাই নিজের শক্তি ও ক্ষমতা এমকি মর্যাদা ও অবস্থান সম্পর্কে জানা আর সেটাকে জাগিয়ে তোলায় চেষ্টা করা এবং উপায়টি জানা। যারা নিজের ভেতরের শক্তি জাগাতে চান তাদের টনিকের মতো কাজ করতে এই বই। আমাদের দেশে যৌথভাবে বই লেখার প্রচলনটা কম। জীবন বদলের যাদুকর ড. মো. আলমাসুর রহমান ও জীবনমুখী লেখক জাহাঙ্গীর আলম শোভনের যৌথ লেখনি পাঠককে অন্য জগতে নিয়ে যাবে। ড. মো. আলমাছুর রহমান। যিতি গত ২০ বছর ধরে মানুষের ভেতরের শক্তি জাগাতে কাজ করছেন। জাহাঙ্গীর আলম শোভন ‘ম্যান টু ম্যান’ কাউন্সেলিংএ তিনি বেশ সচকিত। সামনে থাকা মানুষটার ভেতর আলো জ্বালিয়ে দিতে পারেন। একজন বয়পক্ক অন্যজন তুলনামুলক তরুন। একজন অভিজ্ঞতায় ঠাসা, আরেকজন স্বপ্ন বুননের পাশা। এই দুয়ে মিলে এক অসাধারণ কথামালার বুননে নতুন ধরনের ভাবনার রেশ জাগিয়ে তুলবে পাঠকের দেহমনে। বাংলাদেশে রাগ নিয়ন্ত্রন ও হ্যাপি ফ্যামিলি নিয়ে কাজ করার পথিকৃত ড. আলমাছুর রহমানের লেখাগুলো বৈজ্ঞানিক তথ্য আর গবেষণা তথ্য দিয়ে নিবেশন করা হয়েছে। এখানে মানুষের দেহ-মনের নানা বিষয়ে উন্নতি ও সমস্যা সমাধানের পথনির্দেশ করা হয়েছে। বলা হয়েছে নানা সমস্যার প্রতিকার ও তা থেকে নিস্কৃতির কথা। তিনি আমাদের আগামীর উদ্ভাসিত পথচলায় শরীর মনের শক্তি, তার সুস্থ্যতা ও ভারস্যাম্যের বিভিন্ন দিক তুলে ধরেছেন। অন্যদিকে জীবনবাদী লেখক হিসেবে পরিচিত, পায়ে হেঁটে টেকনাফ তেঁতুলিয়া ভ্রমণকারী স্বপ্নবাজ লেখক জাহাঙ্গীর আলম শোভন আলোকপাত করেছেন মানুষের অন্তনিহিত শক্তির বিষয়ে, খুটে খুটে তুলে ধরেছেন প্রতিদিনের জীবনধারায় আমাদের ছন্দহীন যত পতন আর তার দিগন্তের দিকে চলতে থাকা ছিকন আলোর রেখাপাত। বিভিন্ন উদাহরনের মাধ্যমে আমাদের ব্যক্তিক ও সামাজিক উন্নয়নের গোলমেলে ছকটাকে গুছিয়ে তুলে ধরেছেন তিনি। শোভন তার লেখনিতে আমাদের স্বপ্নময় জীবনের সাবলীল ছন্দ আর আত্মশক্তিতে বলীয়ান হওয়া কথা বলেছেন অনবদ্য চিত্তে। লেখার ধারা আলাদা হলেও মূল সূর কিন্তু এক। দুইজন ভিন্ন পেশা ও বয়সের দুই লেখক একই বিষয়ে ভিন্ন আঙ্গিক, উপস্থাপনা ও বিষয় বিভাজনায় সুন্দরভাবে তুলে ধরেছেন। কিভাবে আমরা আমাদের সম্ভাবনাগুলোকে নষ্ট হতে দিতে না পারি? কিভাবে কাজে লাগাতে পারি? আর সেজন্য কিভাবে নিজেকে তৈরী করতে পারি। দুজন লেখকের লেখার ভঙ্গি তাদের নিজস্ব।
Was this review helpful to you?
or
বুক রিভিউ বইয়ের নাম: আনফোল্ড ইউর পটেনশিয়াল লেখক: ড.মো.আলমাসুর রহমান ও জাহাঙ্গীর আলম শোভন প্রকাশক: জাহাঙ্গীর আলম প্রকাশনী : ছায়াবীথি প্রচ্ছদ: নাসরিন সুলতানা মূল্য: ২০০ টাকা। প্রথম প্রকাশ: একুশে বইমেলা ২০১৯, ফাল্গুন ১৪২৫ বইটির মোড়ক উম্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি: আ আ ম স আরেফিন সিদ্দিক। বইয়ের লেখকদের একজন ড. আলমাসুর রহমান যিনি ২০ বছর ধরে মানুষের ভিতরের শক্তি জাগাতে কাজ করছেন।ড. আলমাসুর রহমান রাগ নিয়ন্ত্রন হ্যাপি ফ্যামিলি নিয়ে কাজ করছেন। অন্যজন জাহাঙ্গীর আলম শোভন যিনি ম্যান টু ম্যান কাউন্সেলিং এ সারা দেশে বেশ জনপ্রিয়। আত্ম উন্নয়ন মূলক বইটির এত শক্তি ও গুন বইটি না পড়লে বুঝতে পারতাম না। বই মানুষ জ্ঞান আহরণ ও বিনোদনের জন্য পড়ে। বই মানুষকে নতুন অভিজ্ঞতা ও জিনিসের সাথে পরিচয় করিয়ে দেয়। এত বাস্তবসম্মত বৈজ্ঞানিক তথ্য সমৃদ্ধ বই এর আগে কখনো পড়া হয়নি।বইটির চমৎকৃত বৈশিষ্ট্য হলো বৈজ্ঞানিক তথ্য উপাত্তের সাহায্যে জটিল বিষয়কে সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা হয়েছে। এত বাস্তবসম্মত উদাহরন দেয়া হয়েছে যে পড়ে মনে হচ্ছিল বইটি আমার সমস্যাকে কেন্দ্র করে লেখা হয়েছে। আমাদের বদ অভ্যাস, রাগ, অসুস্থতা,ব্যর্থতা,আত্মহত্যা, সামাজিক ব্যাধি নিয়ে এত চমৎকার ও বিশ্লেষণ মূলক বইটি সবার অবশ্য পাঠ্য ও জরুরি। বইটি আমার জীবন সম্পর্কে নতুন ভাবে আবিষ্কার করার অনুপ্রেরনা দিয়েছে।বইটি না পড়লে হয়ত জীবন সম্পর্কে আমার ধারনা আগের মতই থাকত। একটি বই কিভাবে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে সেজন্য বইটি পড়ে দেখতে পারেন। বইটি কেন পড়বেন?? ১। মানুষ স্বপ্ন দেখে কিন্তু কেন সফল হয়না ২।নিজেকে জানতে ৩।পারস্পরিক বোঝাপোড়া কেন জরুরি( যার কারনে দেশে ডিভোর্স আশংকা জনক ভাবে বাড়ছে) ৪।অভ্যাস পরিবর্তনে কিভাবে সফলতা আসে ৫।দৈনন্দিন জীবনে সুস্থতার বৈজ্ঞানিক ব্যাখ্যা ৬।আত্মহত্যা নিয়ে চমৎকার ব্যাখ্যা ও সমাধান ৭।নিজের শক্তির জায়গাগুলোতে ঘষামাজা করে লক্ষ্যের দিকে মনোযোগ ৮।নিজের সম্পর্কে পরিষ্কার ধারনা ৯।কিভাবে নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন ১০।সুযোগ কাজে লাগানো ১১।জীবনের দুইটি পিঠ ১২।জীবনের লক্ষ্য কিভাবে সেট করতে হয় ১৩।জীবন গড়তে বই পড়ার গুরুত্ব ১৪।চাকরিজীবীদের জন্য প্রচলিত কিছু ভুল ধারনা ১৫।সফলতার পথে বাধাগুলো কিভাবে দূর করবেন ১৬।ইন্টারনেটকে কিভাবে কাজে লাগাবেন ১৭।কিছু দৈনিক খবরে সমাজের আত্মঘাত নিয়ে লেখা যা আমাদের সমাজের বাস্তব চিত্র ফুটে উঠেছে ১৮।আত্মহত্যার সহজ ও সামাজিক সমাধান ১৯।বেচে থাকার মানে ২০।মনোযোগ ও মেডিটেশন নিয়ে আন্তর্জাতিক আলোচনা। মাত্র ৯৬ পৃষ্টার বইয়ে এত কিছু পাব কখনোই ভাবিনি।সহজ কথায় বইটির শক্তি অসীম। কিছু মন্তব্য: ১। বইটি এত ছোট কেন? ২।বইটির প্রচারনা কোথাও নেই ৩। এত ভালো বই পড়তে পারার জন্য লেখকদ্বয়কে অনেক দোআ ও ভালোবাসা রইল। আমি বই পড়ি কিন্ত রিভিউ লিখতে পারিনা, জানি না রিভিউ লিখতে পারছি কিনা। সবাইকে বই পড়ার দাওয়াত দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।