User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
অন্য রকম
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
"সত্যিয়, অসাধারন সব গল্পে ভরপুর এই বইটিতে। কেবল একটি বা দুইটি গল্পয় যথেষ্ঠ আপনাকে মুগ্ধ করার জন্য।"
Was this review helpful to you?
or
অামার বই পড়ার অভ্যাস নেই! রকমারি থেকে তিনটা বই কিনি! এই বইটা অামার কাছে এতো ভালো লেগেছে যে অামি বইটা একরাতে পড়ে শেষ করি! বাকি ২টা বইও ভালো লেগেছে কিন্তু বই দুটে শেষ করতে কয়েকমাস লাগাই দিছি! ধন্যবাদ অালামিন স্যার এতো সুন্দর একটা বই উপহার দেওয়ার জন্য!
Was this review helpful to you?
or
It's a good story book. I learned a lot of thing from this book.
Was this review helpful to you?
or
লেখক কে ধন্যবাদ এমন একটি বই লেখার উদ্যোগ নেবার জন্য। বর্তমান যান্ত্রিক ব্যাস্তময় জীবনে আমাদের মধ্যে মনুষত্ব নৈতিকতা বোধের অভাবের কারনে আশে পাশে এত অরাজকতা। এসময়ে এই ধরনের বই লেখালেখি ও এসব বই এর প্রচার প্রসার অনেক বেশি দরকার। ছোট ছোট গল্পে উঠে এসেছে কিভাবে নিজেদের ব্যাক্তিক ও সামাজিক দৃষ্টিভঙীর পরিবর্তন করতে হবে, কিভাবে ইতিবাচক থাকা যায়। এই বই টি শুধু নিছক বিনোদন এর জন্য নয়। এটা আত্ন উন্নয়নে বেশ কাজে দিবে। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ' ছদ্দবেশী দরদী, আর্থার এশ ও এইচ আইভি, নিজের সেরাটা বিনিময় নামের গল্পগুলো। প্রত্যেকটা গল্পকে আমি আমার নিজের প্রাত্যহিক জীবনে রিলেট করতে পেরেছি। গল্প গুলো পড়ার পর আমাকে বেশ ভাবিয়েছে। আনন্দ দিয়েছে। আর সব চেয়ে বড় গল্প গুলো আমার মধ্যে ইতিবাচক চিন্তা ভাবনার প্রবর্তন শুরু করেছে৷ বিশেষ করে একটি লাইন " শুধু মৃত মানুষই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে পারে না। আপনি কেন আজ সৃষ্টিকর্তা কে ধন্যবাদ জানাবেন না তার সকল আশীর্বাদের জন্য এবং আজকের দিন পর্যন্ত বাচিয়ে রাখার জন্য, আরেকটি সুন্দর দিনের জন্য। "
Was this review helpful to you?
or
Awesome book. So much inspiration in one book.Thank you.
Was this review helpful to you?
or
"ভালো খাদ্য বস্তু পেট ভরে কিন্তু ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে।"__স্পিনোজার এই বিশেষ উক্তিটি খুব বেশি করে মনে পড়ে গেলো "মোরাল অফ দ্যা স্টোরি" বইটা পড়ে!সত্যি কথা বলতে আমরা আমাদের পাঠ্য বইয়ের বাহিরে বিভিন্ন রাইটার এর বই গুলো পড়ে থাকি নিজের আত্মতৃপ্তির জন্যই!অনেক সময় দেখা যায় একটা বই পড়তে নিলাম,আর একটু পড়ে দেখা যাচ্ছে ভাল্লাগছেনা তখন হয় কি পুরা বইটা না পড়েই রেখে দি!কিন্তু এই ক্ষেত্রে "মোরাল অফ দ্যা স্টোরি"বইটা একটা বিশেষ টেকনিক এপ্লাই করেছে,যার কারণে যে কোনো পড়ুরা এই পুরা বইটা পড়ে শেষ করতে বাধ্য!কারণ এই বইটা শুধুই রাইটারদের ভাবনার জগৎ দিয়ে রাখছে এমন না,বইতে কিছু জায়গা পড়ুয়ার ভাবনার জগৎ এর জন্য রেখে দিয়েছে।এতে করে পুরো বইটা শেষ করা ছাড়া কারো এই শান্তি লাগবে না।আমাদের মতো পাঠকদের জন্য রাখা "assignments"গুলো সত্যিই অসাধারণ।এগুলো পূরণ করার মাধ্যমে নিজেকে যাচাকরে নেয়ার সুযোগ টাও এই বইটা করে দিয়েছে।"Goal Setting"নিয়ে কি এখনো কারো দ্বিধা রয়েছে?দ্বিধায় থাকলে এই বইটি পড়ে ফেলো আর সেট করে ফেলো নিজের এক্সচুয়াল গোল!আর শুধু যে ভালো চাকরি কিংবা ভালো রেজাল্ট এর জন্যই পড়া এমন টা কিন্তু না,বই পড়ার মাধ্যমেই নিজের চিন্তা জগৎ কে বাড়িয়ে তুলার সম্পূর্ণ ধারণা এই বইটিতে তুলে ধরা হয়েছে।এই বইটি আমার মতো সকল শিক্ষার্থীর জন্য নতুন এক বিস্ময় সৃষ্টি করবে আশা করি!ধন্যবাদ লেখক আল আমিন মোহম্মদ স্যার কে
Was this review helpful to you?
or
বইটি এক কথায় অসাধারণ। শিক্ষকতা পেশায় যারা জড়িত বা যাদের পাবলিক স্পিকিং করতে হয় তাদের অনেক কাজে দিবে কারণ এই গল্পগুলো ক্লাসরুমে বা বক্তৃতায় ব্যবহার করলে শ্রোতাদের মনযোগ ধরে রাখা যাবে। লেখক কে ধন্যবাদ চমৎকার বই উপহার দেবার জন্য