User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
very nice book. delivery on time.
Was this review helpful to you?
or
আইনের ছাত্রদের পড়া উচিৎ
Was this review helpful to you?
or
আমি গৌরবিত মাসুম স্যার আমার শিক্ষক ছিলেন
Was this review helpful to you?
or
আইন শাস্ত্রের মত এত জটিল বা বিরক্তিকর বিষয়ের এত সহজ উপস্থাপনা ভাল লেগেছে।
Was this review helpful to you?
or
প্রায় পনের বছর আগে, কুমিল্লার পল্লী উন্নয়ন। একাডেমীতে ‘সামার স্কুলের অংশগ্রহণকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইনের চতুর্থ বর্ষের ছাত্র মাসুম বিল্লাহর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ। প্রথম সেশন থেকেই দৃষ্টি কাড়ানিয়া (মন-কাড়ানিয়াও বটে) বক্তব্য! ভেতরে ভেতরে বলতে থাকি- এরকম ছাত্র পেলে তাকে মুক্তো-তে রূপান্তরিত করবাে । ওর ‘ভাব’ ও ‘অভাব’ - দু’টোই আমাকে বরাবর আনন্দ ও তৃপ্তি দিয়েছে। আইন’ নিয়ে এমন মজা করে ও সরলভঙ্গিতে কথা বলা যায়, তা মাসুমের সাহচর্যে না আসলে বােধহয় উপলব্ধি করতাম না। ও শুধু ভাবে না-সকলকে ভাবায়, চোখের আলাে দিয়ে ও দেখে চোখের বাহিরে এবং পাঠককে নিয়ে যায় সহযাত্রী হিসাবে। আমি ড. মাসুম বিল্লাহ-র শিক্ষক ছিলাম। তাই আমি গর্বিত।
Was this review helpful to you?
or
একই সুতোয় গাঁথা আইন ও সাহিত্য শাত শামীম ড. মাসুম এর বলার আলাদা একটা ভঙ্গি আছে, লেখার নিজস্ব একটা রীতি মানেন। সেটা প্রতিষ্ঠিত করলেন এই বইয়ে। তিনি বলেন, ‘বই এর নাম প্রথমে ভেবেছিলেন, আইনের ভাব স্বভাব এবং অভাব কিন্তু পরে ভাবলেন, ভাবের ভেতরই তো স্বভাব থাকে! এভাবেই তিনি বুনন শুরু করেন শব্দের।’ আইনের আরশী, সংবিধান, অর্ঘ্য ও আইন, চিঠি, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া, আন্তর্জাতিক এবং আইন ও অতি-আইন এই অধ্যায়ে সাজানো বইয়ের ছোট ছোট লেখাগুলো পড়ে আমার কেবলই মনে হয়ে হয়েছে আইনের বিষয়গুলো’কে যেন এক রোমান্টিক প্রেমিক, সহজ কবিতার মত করে লিখছে তাঁর আইন বুঝে না এমন সাবালিকা প্রেমিকাকে। আইন তত্ত্ব এর ভেতর যে সাহিত্য মজবুত বাসা বানাতে পারে প্রতি লাইনে যেন সেটাই দেখানো হয়েছে। বাংলায় এমন সুন্দর করে আর কে কবে কোথায় আইনকে বিশ্লেষণ করেছে! আইন ও সঙ্গীত অংশে তিনি লিখেন, সংবিধানে ‘আমার সোনার বাংলা’ জাতীয় সঙ্গীত হিসেবে নেয়া নিয়ে, ‘আইনি ও রাজনৈতিক ব্যবস্থায় ভালবেসে স্নেহ-মায়া দিয়ে এমন একটি দেশ গড়া, যেখানে স্বদেশের ‘বদনখানি মলিন হলে’ ‘নয়ন জলে ভাসবে’ সুখের সময় ‘প্রাণে বাঁশি’ বাজবে। মানবতার বাত্তি- জ্বালানি দিয়ে আমরা একসাথে সুর মেলাব ‘মরি-হায়, হায়রে।’ সাবেক বিচারপতি এসকে সিনহা যখন যাবৎ জীবন মানে আমৃত্যু বুঝান, ড. মাসুম বলেন, ‘কিন্তু স্যার, জীবন এত বড় আর বাঙময় যে, এর সঙ্গে কোন পূর্বাপর শব্দ যোগ করেও একে মৃত্যু নামক নশ্বর কোন ধারণার সমান অর্থ দেয়া যায় না।’ সাক্ষ্য আইনের সমালোচিত ৫৪ ও ১৫৫(৪) ধারাতে তিনি শাণিত করেন এভাবে, ‘ আমাদের দেশে নারীর যৌনতার একটা সাংস্কৃতিক মানদণ্ড ও সীমারেখা আছে। সেটিকে হতে হবে মধুমাখা, পরিশুদ্ধ, নয়ালু, অবাণিজ্যিক ও ব্যক্তিগত। এই সাংস্কৃতিক বলয় ভাঙলে নারীর যৌনতা বাজারের বিষয় বলে গণ্য হয়। যে নারী শারীরিক চেতনায় বাজারিক, উন্মুক্ত, উদ্বাহু বা বাণিজ্যিক তার যৌন সংসর্গ প্রতিশ্রুত, সুলভ ও সু-অভিগম। সুতরাং তার প্রতিরোধের দেয়াল সু-অতিক্রম্য। ড. মাসুমের এই বই সুখপাঠ্য, অ-আইনি মানুষের জন্যও। আর আইনের ছাত্রদের জন্য অবশ্যপাঠ্য। আমার ছাত্র-ছাত্রীদের জন্য আমি পাঠ্যবই হিসেবেই সংগ্রহ করতে বলব। আইন সাহিত্যের যে যাত্রা ড. মাসুম শুরু করেছেন তা হয়ত এখনি ভাইরাল হবে না, কিন্তু হারিয়ে যাবে না, এই বই ড. মাসুম’কে হারিয়ে যেতে দিবে না আর। বইটি মেলায় পলল প্রকাশনীতে পাওয়া যাচ্ছে। স্টল নং ১৭৮-৭৯। গ্রন্থটির মূল্য ধরা হয়েছে ২৬০ টাকা। প্রচ্ছদ করেছেন রায়হান রনি এবং মুখবন্ধ লিখেছেন মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান।