User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
শুনেছি প্রথমপ্রেম কখনও ভোলা যায় না।অথচ আমার বেলায় সবসময় উল্টোটাই ঘটে।আমি আমার তৃতীয় প্রেমটাকে ভুলতে পারিনি। -আরে! কি বলছেন?এমন আবার হয় নাকি? আপনি তাহলে বহুবার প্রেমে পড়েছেন? অডিয়েন্সের এমন অনেক জিজ্ঞাসা উপেক্ষা করে সাহিত্যে প্রেমের ভূমিকা ও একটি লেখাকে সর্বজনীন করার কৌশল বিষয়ক সেমিনারে দ্বিধাহীন ভাবে প্রচন্ড আত্মবিশ্বাসের সাথে লেখক সৌমিক রায়হান অনবরত বলে চলেছেন। -আমার প্রথম প্রেম হয়েছিল সাত বছর বয়সে। তেরো বছর বয়সে দ্বিতীয়বার প্রেমে পড়ে আমি প্রথম প্রেমকে বেমালুম ভুলে গেলাম। আর তৃতীয়বার প্রেমে পড়েছিলাম বিশ বছরে- প্রথমবার তাকে দেখেছিলাম নীল পর্দার আড়ালে।অলস দুপুরে সদ্য স্নান করে আয়নার সামনে বসে নিবিষ্টমনে প্রসাধনচর্চায় ব্যস্ত।লাল পেড়ে হলদে শাড়িতে মনে হয়েছিল যেন কোন শুদ্ধতার দেবি শ্রেষ্ঠা।তার দুধেআলতা মুখখানিতে উপচে পড়া লাবন্য।চোখ দু'টোতে ভীষণরকম মায়া।পিঠময় এলোমেলো ভিজে খোলা চুল।তখনও চুল বেয়ে জল গড়িয়ে পড়ছে। মুহুর্তেই আমি তার মুগ্ধতায় ডুবে গেলাম।বোধকরি সেই মুহূর্ত থেকেই তাকে ভালোবেসে ফেলেছিলাম।কোনরকম দেরি না করে মনেমনে তাকে ঘিরেই রচনা করেছিলাম একটি দু'টিনয় সাত সাতটি জীবনের স্বপ্ন।