User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
অফিসের কাজের ব্যস্ততা আবার লেখাপড়ার চাপ উপেক্ষা করে মারিজুয়ানা বইটি পড়ে শেষ করলাম। যদিও লিলিয়ান আপু আগেই প্রতিটি পর্ব গ্রুপে পোস্ট করেছিলেন কিন্তু আমি দুই একটি পর্ব পড়েছিলাম তাও খুব মনোযোগ দিয়ে নয়। কারণ বই পড়ে যে স্বাদ পাওয়া যায় সে স্বাদ কোনদিনই ফেসবুকের লেখা পড়ে পাওয়া যায়না। তাই অনেক দিন ধরেই অপেক্ষা করেছিলাম বইটি পড়ব বলে। তাই বইটি মেলায় আসার সাথে সাথেই যখন সময় পেলাম তখনই গিয়ে সংগ্রহ করলাম। আমার অল্প কিছু অনুভূতি শেয়ার করছি- ★দারিদ্রতা মানুষের জীবনে একটি শ্রেষ্ঠ অভিশাপ। ★নদীর বুকে যেমন জোয়ার ভাঁটা হয় তেমনি প্রতিটি মানুষের জীবনেও আসে জোয়ার ভাঁটা। ★কাছের মানুষটির অবহেলা মানুষকে জীবন্ত লাশে পরিনত করে। ★একটি মেয়ের জীবনে শ্রেষ্ঠ সুখ মাতৃত্ব লাভ। ★মায়া নামের অদৃশ্য বস্তুটি মানুষকে কুড়ে কুড়ে নিঃশেষ করে। সর্বশেষে আমি যেটা বলতে চাই আর সেটি হলো বইটি পড়া শেষ করে আমি চোখের পানি আটকে রাখতে পারিনি।
Was this review helpful to you?
or
আমাদের চারপাশে মাঝেমাঝে এমন সব ঘটনা ঘটে যা গল্প-উপন্যাসের থ্রিলকেও হার মানায়। তেমনই এক বাস্তব কাহিনীর প্লট নিয়ে মারিজুয়ানা গল্পটি লেখা হয়েছে। আত্মহংকারী ও উচ্চাভিলাষী ব্যক্তি শফিকের স্বেচ্ছাচারীতা ও নিজ সহধর্মিণীর সাথে নিষ্ঠুর ও অবমাননাকর আচরণ ফুটে উঠেছে এই গল্পে। তার স্ত্রী মারিজুয়ানার অসহায়ত্ব ও প্রায়শই স্বামীর কাছ থেকে পাওয়া দুর্ব্যবহার ও অবহেলা প্রতিটি পাঠককে নিশ্চিত কাঁদাবে। লেখিকা লিলিয়ান প্রতিটি চরিত্র এতটাই সজীব ও সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন যে পড়ার সময় নিজের অজান্তেই চোখের কোণে জল জমেছিল আমার। সেইসাথে পার্শ্ববর্তী চরিত্র গুঞ্জন ও নেশামের আলাপচারিতা থেকেও অনেক শিক্ষণীয় বিষয় পাওয়া যাবে। শফিকের মেয়ে নাতালি এই গল্পের গুরুত্বপূর্ণ একটি চরিত্র কারণ সে আসার পর থেকেই শফিকের স্বেচ্ছাচারীতা বৃদ্ধি পায় আর ধীরে ধীরে একসময় মারিজুয়ানা নিজের অপ্রাপ্তিগুলোর হিসেব মেলাতে গিয়ে বুঝতে পারে তার জীবনের সমীকরণটা আজ বড্ড এলোমেলো হয়ে গেছে, একে আর মেলানোর চেষ্টা করা বৃথা। তাই সে একটি শেষ চিঠি লিখে শফিকের কাছ থেকে বিদায় নেয় যে চিঠির প্রতিটি শব্দে লেখিকা একজন অসহায় রমণীর নীরব আর্তনাদ ফুটিয়ে তুলেছেন। আর এই চিঠি পড়ে শফিকের বোধোদয় হয়। ফলশ্রুতিতে সে তার সমস্ত কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে অবশেষে ছুটে যায় মারিজুয়ানার কাছে। বাস্তব জীবনের জটিলতাগুলোকে এমন একটি হৃদয়ছোঁয়া উপন্যাসের মধ্য দিয়ে এত সুন্দরভাবে আমাদের কাছে নিয়ে আসার জন্য লেখিকাকে অত্যন্ত ধন্যবাদ জানাই।
Was this review helpful to you?
or
কয়েকদিন আগেই পড়ে শেষ করলাম লিলিয়ান আপুর লেখা সমকালীন উপন্যাস মারিজুয়ানা। এটি পড়ে নিজের চোখের জলকে আর আটকে রাখতে পারি নি।কিছু আমার নিজের অনুভূতি শেয়ার করছি, ১,স্ব শিক্ষায় শিক্ষিত হওয়া প্রত্যেকটি মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোক সে ছেলে বা মেয়ে।একমাত্র শুক্ষাই পারে মানুষের জীবনকে বদলে দিতে। ২,মাদক সেবন সবচেয়ে জঘন্য একটি অপরাধ।এটি বর্তমানে বাস্তব জীবনে ও অনেক বড় খারাপ প্রভাব ফেলছে।মাদক সেবনকারী কখনো ই একজন ভালো মানুষ হতে পারে না।যার ফল স্বরুপ আমারা শফীকেই দেখতে পাচ্ছি। ৩,কতটা কস্ট পেলে মানুষ জীবন্ত লাশে পরিনত হয় তার দৃস্টান্ত প্রমাণ মারিয়া অর্থাৎ মারিজুয়ানা। দারিদ্র্যতা যে কোন মানুষের জীবনে অভিশাপ স্বরুপ।আর এই দারিদ্র্যতার কাছে হেরে গিয়েই মারিজুয়ানা যাযাবর জীবন কাটাতে থাকে। ৪,কাছের মানুষের কাছ থেকে অবহেলা কেউ ই সহ্য করতে পারে না।তাদের দেওয়া কস্ট গুলো কুড়ে কুড়ে খায় মানুষ কে।কিন্তু মারিজুয়ানা এই সকলেরই ভুক্তভোগী। ৫,একটি নারীর জীবনের সবচেয়ে আনন্দের ও সুখের বিষয় হলো মাতৃত্ব লাভ।এটা সৃস্টিকর্তার দেওয়া সর্বোত্তম উপহার। ৬,মানুষের জীবনে খারাপ ভালো দুটো সময় ই আসে,তাই খারপ সময়ে শক্ত মনোবল নিয়ে সামনে এগিয়ে যাওয়ার নামই সফলতা। ৭,একটি মেয়ে হিসেবে সকলেরই উচিৎ স্বামীর উপর বা অন্য কারে উপর নির্ভরশীল না হয়ে সময়কে কাজে লাগিয়ে নিজের পরিচয় তৈরি করা। ৮,পৃথিবীতে খারাপ মানুষের পতন হবেই, প্রবাদ আছে,"Time and tide wait for none" তাই কারো জন্য অপেক্ষা করে নয় জীবন যুদ্ধে টিকে থাকতে হলে এবং সফলতা অর্জন করতে হলে কঠোর পরিশ্রমের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে।যা মারিজুয়ানা করেছেন। নাম: মেহের আফসান মোবা :01303228118 বরিশাল।