User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
মোটামুটি, অনেককিছু জানার আছে। আরো ভালো করা যেতো
Was this review helpful to you?
or
Good one
Was this review helpful to you?
or
excellent
Was this review helpful to you?
or
Vary good
Was this review helpful to you?
or
গবেষণা দুর্বোধ্য ও জটিল কিছু মনে হলেও আসলে ব্যাপারটা অনেক সহজ বলে মনে হল, যখন শিক্ষা - গবেষণার সহজপাঠ নামে ১৮৩ পৃষ্ঠার সুন্দর প্রচ্ছদের শক্ত মলাটের একখানা বই হাতে পেলাম। শিক্ষা বিজ্ঞানে শিক্ষার্থী হিসেবে এবারের সেমিষ্টারে গবেষণা উপরে একটা কোর্স করতে গিয়ে গবেষণা সম্পর্কে কিছুটা হলেও প্রাথমিক ধারণা অর্জন করেছি। আর এই ধারণার ভিত্তি মজবুত করতে এই বইটি অনেক সহায়ক ভূমিকা পালন করেছে। বইটির লেখকদ্বয় রায়হান আরা জামান ও রিদওয়ানুল মাসরুরের গবেষণা সম্পর্কিত জ্ঞানের গভীরতা বাস্তব প্রতিফলন ঘটেছে। যা আমার মত নব্য গবেষণা প্রেমীদের কাছে গবেষণা বিষয়টি একদিকে যেমন সহজ ও অন্যদিকে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। প্রথম অধ্যায়ের বিষয়বস্তুতে নতুনত্বের ধারণা পেয়েছি। দ্বিতীয় অধ্যায়ের প্রবন্ধ পর্যালোচনা অংশে গবেষণায় তথ্য প্রযুক্তি ব্যবহার বইটিতে নতুন এক মাত্রা সংযোজন করেছে। তৃতীয় অধ্যায়ে শিক্ষা গবেষণার বেশ কিছু ধরন অল্প করে কিন্তু পরিষ্কার ভাবে প্রয়োজনীয় ছক ও চিত্র সাহায্যে তুলে ধরা হয়েছে, যেখানে একজন শিক্ষার্থী খুব সহজেই গবেষণার ধরন সম্পর্কে প্রাথমিক ধারণা পরিষ্কারের সুয়োগ পাবে। নমুনা ও নমুনা নির্বাচন গবেষণা প্রাণকেন্দ্র বললে ভুল হবে না। এই অধ্যায়ে বিভিন্ন টেবিল, ছক উদাহরণ প্রয়োগের মাধ্যমে বিভিন্ন নমুনা নির্বাচনের ধরন গুলো ব্যাখ্যা করা হয়েছে। গবেষণায় আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হলো কিভাবে গবেষণার সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহের বিভিন্ন কৌশল গুলোর নমুনা সুন্দরভাবে দেখানো হয়েছে। যেমন পর্যবেক্ষণ চেকলিস্ট, রেটিং স্কেল, সাক্ষাৎকার শিডিউল প্রভৃতি। গবেষণার তথ্য বিশ্লেষণের ধাপে স্কেলের প্রকারভেদ, সূত্র ও গ্রাফ ইত্যাদি ব্যবহার করে বিষয় গুলোর ব্যবহার ও প্রয়োগ দেখানো হয়েছে। গবেষণায় তথ্য সূত্র লেখার নিয়মটি বেশ জটিল হলেও এই বইটিতে প্রতিটি তথ্য সূত্র লেখার ক্ষেত্রে উদাহরণ প্রয়োগের মাধ্যমে তুলে ধরা হয়েছে যা সহজেই কোন নতুন পাঠকের জন্য বোধগম্য হবে। সবশেষে গবেষণা প্রস্তাব ও প্রতিবেদন লেখার অংশে প্রতিটি ধাপের ব্যাখ্যা ও বাংলা এবং ইংরেজিতে নমুনা গবেষণা প্রস্তাব সংযোজন করা হয়েছে। যা থেকে কিভাবে একটি গবেষণা প্রস্তাব লিখতে হয় তার সুষ্পষ্ট ও সুনির্দিষ্ট ধারণা পাওয়া সম্ভব। পরিশেষে এটুকু বলতে পারি, একজন গবেষক হবার ক্ষেত্রে ২৭০ টাকা দামের বইটি অনেক সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছি। পর্যালোচক প্রিয়রঞ্জন দাস শিক্ষার্থী (৪র্থ বর্ষ) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়
Was this review helpful to you?
or
লাস্ট সেমিস্টার। এই সেমিস্টারের কোর্স গুলো সব প্রফেশনাল কোর কোর্স। আর প্রফেশনাল কোর কোর্স গুলো অবহেলা করাটা মানে জেনে বুঝে আগুনে ঝাপ দেওয়া। যাইহোক এডুকশেনাল রিসার্চ কোর্সটা এই সেমিস্টারেই। এডুকেশনাল রিসার্চ কোর্সের নাম শুনলেও একটা আতঙ্ক চলে আসে নিজের অজান্তে। আর কোর্সের সবথেকে বহুল পরিচিত বইটা ক্রেস ওয়েলের। লাস্ট সেমিস্টার, কোন রিক্স নেয়া যাবে না। এক সন্ধ্যায় নীলখেত থেকে ২৮০ টাকা খরচ করে বইটি নিয়ে আসলাম। সবকিছু ঠিকঠাক চলতেছিল। হঠাত, স্যার প্রথম ইনকোর্সের ডেট দিয়ে দিলো। টেনশন ছিল না একটুও, বই তো সংগ্রহেই আছে। আর সব থেকে অঘটন ঘটল পরীক্ষার আগের রাতে- বই টা খোলার পরে। ঘন্টা দুয়েক এ পাতা ও পাতা করার পর মনে হল, কোরিয়ান মুভি দেখতেছিলাম তাও আবার সাবটাইটেল ছাড়া। রিদওয়ানুল ভাইরে ফোন দিয়ে সবকিছু বললাম।ভাই বলল, রিসার্চ নিয়ে কোন ঝামেলা হলে ফোন দিতে... ভাইকে আর ফোন দিতে হবে না।কারন, বই পেয়ে গেলাম তার। যারা ক্রেস ওয়েলেরর বইটি পড়ে বুঝতে বেগ পেতে হচ্ছে, তারা বইটা সংগ্রহে রাখতে পারেন "শিক্ষা-গবেষণার সহজপাঠ" বইটি পাওয়া যাবে আদর্শ প্রকাশনীর স্টলে। ধন্যবাদ প্রিয় Rayhan Ara Zaman Shilu ম্যাম আর রিদওয়ানুল ভাই কে।