User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
গণিত মানেই ভীতি—এটা আমাদের অনেকের ছোটবেলার বাস্তবতা। কিন্তু “গণিতের স্বপ্নযাত্রা- আর্ট অফ প্রবলেম সলভিং” বইটি এই ভীতি কাটানোর দারুণ একটি চেষ্টা। আহমেদ জাওয়াদ চৌধুরী ও তামজীদ মোশেদ রুবাবের লেখা এই বই শুধু সূত্র মুখস্থ করার বাইরে গিয়ে সমস্যার গভীরে ঢোকার পথ দেখায়। বইটি ছয়টি অধ্যায়ে ভাগ করা হয়েছে, যেখানে সমস্যা সমাধানের পদ্ধতি, সাইকোলজি, যুক্তি স্থাপন, ইনডাকশনসহ নানা কৌশল তুলে ধরা হয়েছে। প্রতিটি অধ্যায়েই বাস্তব উদাহরণ ও বিশ্লেষণ আছে, যা গণিতকে শুধুই একটি বিষয় নয়, বরং চিন্তাভাবনার অনুশীলন হিসেবে উপস্থাপন করে। বিশেষ করে সমস্যা সমাধানের সৃজনশীল দিক ও স্ট্র্যাটেজিগুলো বইটিকে আরও কার্যকরী করে তুলেছে। গণিত ভালোবাসুন বা না বাসুন, বইটি আপনাকে নতুনভাবে ভাবতে শেখাবে।
Was this review helpful to you?
or
This is the best book to prepare for Math Olympiads. I will recommend all to buy it from rokomari.
Was this review helpful to you?
or
It's a great book for problem solving . Well organized concept and presentation .
Was this review helpful to you?
or
Although it is translated into Bengali, there is a lot of creativity hidden in the writing of this book.The book Art of Problem Solving is divided into two parts.The book Art of Problem Solving 1 gives how to solve an unknown problem using some tricks.If you are preparing for IMO, you must read the book.
Was this review helpful to you?
or
খুব উপকারী বই
Was this review helpful to you?
or
This is a good book. I got it very fast.
Was this review helpful to you?
or
অনেক ভালো একটা বই।
Was this review helpful to you?
or
It's only for higher student.
Was this review helpful to you?
or
'The art and craft of problem solving' বইটির বাংলা সংস্করণ বলা চলে বইটিকে। তারপরেও লেখক বইটিকে অনেক প্রাণবন্ত করে তোলার চেষ্টা করেছেন। গণিতের সৌন্দর্যগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। সবশেষে, গণিতের জয় হোক।
Was this review helpful to you?
or
THERE WAS SOME FOLDS ON THE PAGES
Was this review helpful to you?
or
not so good
Was this review helpful to you?
or
অনেক ভালো বই
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
Nice book, but part 2 may be best
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
amazing
Was this review helpful to you?
or
কোনো সমস্যা কিভাবে সমাধান করতে হয় তা গণিতের মাধ্যমে এই বইয়ে বোঝানো হয়েছে ।
Was this review helpful to you?
or
অসাধারণ বই!
Was this review helpful to you?
or
Nice book
Was this review helpful to you?
or
this book is amazing for problem solving
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
অসাধারণ বই
Was this review helpful to you?
or
Its good
Was this review helpful to you?
or
One of the best book i've ever read
Was this review helpful to you?
or
টোটাল নুবদের জন্য বিসমিল্লাহ বই :)
Was this review helpful to you?
or
Recommended
Was this review helpful to you?
or
Great
Was this review helpful to you?
or
Nice
Was this review helpful to you?
or
best
Was this review helpful to you?
or
বইটি পড়ে গণিতের একটা সম্পুর্ণ ভিন্ন মজার একটা অংশ সম্পর্কে জানতে পেরেছি।
Was this review helpful to you?
or
প্রবেলেম সলভিংয়ের দক্ষতা কম বেশি সবারই দরকার। এই বইটি মূলত অনুবাদ করা বই, তবে বইটি সকলেরই কাজে আসবে
Was this review helpful to you?
or
প্রবলেম সলভিংয়ের জন্য অসাধারণ একটি বই
Was this review helpful to you?
or
প্রবলেম সলভিং নিয়ে বেশ ভালো একটি বই
Was this review helpful to you?
or
ভালো লাগার বই
Was this review helpful to you?
or
4114111
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
Very nicely arranged mathematical problem solving.like it
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
MasaAllah.. Oshadharon sob boi.. Jajakallahul khairan Oasalamun alal mursalin Olhamdulillahi rabbil alamin (37:181-182)
Was this review helpful to you?
or
koto balo gonit boi ase. Kintu ami nijer experience theke bolsi, ai boi apnake bojhabe kivabe gonitke moja powya gay.kivabe akti osombhob ganitic problem ke solve korte hobe asober kousol. Aro ase bivinno mojar problem. Ami jokhon prothom ai boi pori tokhon ato goniter proti aggroho bere gae ge 5 dine 5 ta unit pore feli.
Was this review helpful to you?
or
To understand this book completely one need to read his Gonuter monche first.
Was this review helpful to you?
or
One of the best book for problem solving
Was this review helpful to you?
or
ম্যাথ অলিম্পিয়াড প্রত্যাশিদের জন্য খুব ভালো একটি বই এটি।
Was this review helpful to you?
or
A book from the best to us so that we can be better.
Was this review helpful to you?
or
Very very helpful
Was this review helpful to you?
or
AWESOME:)
Was this review helpful to you?
or
i'll give this book 99/100. absolutely amazing book
Was this review helpful to you?
or
বাংলা ভাষায় রচিত গণিতের বইগুলোর মধ্যে এটি অনন্য। এটি পড়ার মাধ্যমে সকল স্তরের, সকল পর্যায়ের ছাত্র ছাত্রীরা গণিতের নিষ্কলুষ আনন্দ উপভোগ করতে পারবে বলে আমি মনে করি। এ বইটি বাংলাদেশের প্রথম স্বর্ণপদক জয়ী আহমেদ জাওয়াদ চৌধুরী ও তামজিদ মোর্শেদ কর্তৃক রচিত। এই বইটিতে রয়েছে নানা রকম সমস্যা যা সমাধানের মাধ্যমে ছাত্র ছাত্রী নিজেদের প্রবলেম সল্ভার হিসেবে গড়ে তুলতে পারবে।
Was this review helpful to you?
or
Ak kothay osadharon!!!
Was this review helpful to you?
or
It is actually not a bad book. But it is for newcomers to olympiad. So if you are new to math olympiad then it is must but if you are already good at problem solving, this is not for you
Was this review helpful to you?
or
Alhamdulillah onek val ekta boi.. apnar sobai try korte paren. zara problem solving e interested
Was this review helpful to you?
or
Nice
Was this review helpful to you?
or
#Rokomari_Book_Club_Review_Competition নাম: সাদ বিন আহমেদ (Saad Bin Ahmed) শ্রেণি: সপ্তম বিদ্যালয়: St. Gregory’s High School & College বইয়ের নাম: গণিতের স্বপ্নযাত্রা: আর্ট অফ প্রবলেম সলভিং লেখক: আহমেদ জাওয়াদ চৌধুরী এবং তামজীদ মোর্শেদ রুবাব বইয়ের ধরণ: গণিত (Mathematics) “যদি কাল কিছু অর্জন করতে চাও, তবে আজ থেকেই স্বপ্ন দেখা শুরু করো” – জোহান গথে (বিশ্বখ্যাত জার্মান কবি ও দার্শনিক) জীবনে বড় হওয়ার জন্য দেখতে হয় স্বপ্ন। একজন মানুষ জীবনের প্রতিটি মুহূর্তে স্বপ্ন দেখবে, তাহলেই সে তার কল্পনা বা স্বপ্নের শিখরে পৌঁছতে সক্ষম হবে। “Imagination is more important than knowledge.” - আলবার্ট আইনস্টাইন (Albert Einstein) এমনি এক স্বপ্ন নিয়ে লিখা হয়েছে ‘গণিতের স্বপ্নযাত্রা: আর্ট অফ প্রবলেম সলভিং’ বইটি। বইটি মূলত ‘Art & Crafts of Problem Solving’ এই বইটির অনুবাদ হলেও এটি অত্যন্ত চমৎকার একটি বই। যাদের লক্ষ্য গণিতের মাধ্যমে বিশ্বের সেরাদের জন্য তৈরি করা সেই মঞ্চে উঠে দেশের জন্য স্বর্ণ গৌরব নিয়ে আসা, আমাদের দেশের জাতীয় পতাকাকে পুরো বিশ্বের সামনে তুলে ধরার মতো মহান সম্মান এবং গর্বের কাজ করা, আমাদের এই বাংলাকে, বাংলাদেশকে বিশের বুকে মর্যাদার সাথে প্রতিষ্ঠিত করা; তাদের জন্য বইটি হতে পারে একটি দায়িত্ববান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশক। 'গণিতের স্বপ্নযাত্রা' নিয়ে মূলত ২টি বই প্রকাশিত হয়েছে। একটি “গণিতের স্বপ্নযাত্রা: আর্ট অফ প্রবলেম সলভিং” আর অন্যটি “গণিতের স্বপ্নযাত্রা: গণিত অলিম্পিয়াডে প্রথম ধাপ।” তবে আমি “গণিতের স্বপ্নযাত্রা: আর্ট অফ প্রবলেম সলভিং” বইটির-ই রিভিউ দিবো। বইটি আমি কিনেছিলাম Bangladesh Math Olympiad (BDMO) কর্তৃক আয়োজিত একটি Math Camp এ যে ভাইয়া ক্লাস করাতো তার suggestion - এ। আগেই বলেছিলাম যে, Math Olympiad এর প্রস্তুতি নিতে এবং প্রবলেম সলভিং এ আমাদের দক্ষতা সৃষ্টির জন্য বিশেষ প্রয়াস করা হয়েছে বইটিতে। অলিম্পিয়াডের একটি Problem এর মুখোমুখি হলে কিভাবে Problem টি Solve করব সেই সম্পর্কে অত্যন্ত চমৎকার নির্দেশনা রয়েছে বইটিতে। তাছাড়া একটি Problem কে নিয়ে কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে ভাবতে হয় সেটি বইটিতে উদাহরণসহ লিখা আছে। এর পাশাপাশি Problem Solving এর বিভিন্ন স্ট্র্যাটেজি অনেক উদাহণসহ বইটিতে আলোচনা করা হয়েছে। একটি Problem নিয়ে একজন Beginner Problem Solver কিভাবে চিন্তা করবে বা Solve করার চেষ্টা করবে এবং একজন দক্ষ বা Efficient Problem Solver কিভাবে চিন্তা করবে কিংবা Solve করবে, তার পার্থক্য বইটিতে লিপিবদ্ধ করা হয়েছে। একটি Problem কে Solve করার ক্ষেত্রে কেমন মানসিক দৃঢ়তা প্রয়োজন, কীরূপ সৃজনশীলতা দরকার এবং একটি Problem কে সর্বপ্রথম দেখার পর সেটি Solving এর ক্ষেত্রে কোন কোন স্ট্র্যাটেজি ব্যবহার করতে হবে সেই সম্পর্কেও বলা হয়েছে। এতদ্ব্যাতীত অনেক অনেক Problem Solve করার চেষ্টা করতে গিয়ে যেভাবে ভুল করতে করতে একসময় যে শুদ্ধ হয়ে যাবে –এ বিষয়টি, সমাধানের বিভিন্ন স্ট্রাকচার, কিভাবে প্রমাণ সম্পর্কিত Problem Solve করব তা নিয়ে আমাদেরকে বিশেষভাবে অবহিত করা হয়েছে। কিভাবে একটি Problem কে অন্যরকম দৃষ্টিকোণ থেকে দেখে সেটিকে Solve করা যায় এবং Problem কে অন্যভাবে চিন্তা করে Problem এর একটি নতুন রূপ সৃষ্টি করার মাধ্যমে আমরা কিভাবে Problem Solve করতে পারি তাও উক্ত বইটিতে উল্লেখ রয়েছে। এর সাথে রয়েছে গণিতের বিভিন্ন বিষয় নিয়ে Basic ও Advanced আলোচনা এবং আমাদের Solve করার জন্য অনেক অনেক Problem। সবকিছু মিলিয়ে বলাই বাহুল্য যে, ‘গণিতের স্বপ্নযাত্রা: আর্ট অফ প্রবলেম সলভিং’ বইটি অত্যন্ত চমৎকার একটি বই। উপরের কথাগুলোর মাধ্যমে আমি বইটির উপকারিতা বা Math Olympiad এর জন্য বইটি কতটা গুরুত্বপূর্ণ সেটি-ই প্রকাশ করার একটি ছোট্ট প্রয়াস করেছি মাত্র। সত্যিকার গণিতপ্রেমীদের জন্য এই বইটি পড়ার গুরুত্ব কিংবা বইটি পড়ে তার যতটা উপকার হবে তা বলা শক্ত। আমি যখন বইটি পড়ছিলাম, আমার লাগছিল যেন আমি আমার গণিতের স্বপ্নের দুনিয়ায় ডুবে আছি। এটা যেন আমার স্বর্ণ শিখরে আরোহনের একটি অনেক গুরুত্বপূর্ণ পথ। বইটি পুরো পড়ার পর আমি যেন আমার স্বর্ণ শিখরে আরোহনের মূল পথ খুঁজে পাবো। তাই আমার বাস্তব অভিজ্ঞতা থেকে সেই সব গণিতপ্রেমীদেরকে বইটি পড়ার জন্য আমি অনুরোধ করব।
Was this review helpful to you?
or
Awesome
Was this review helpful to you?
or
বইটা প্রায় পুরোটাই the art of problem solving এর অনুবাদের মত।তবে কিছু বিষয় রয়েছে যা অনন্য। বাংলা ভাষায় এসব বই আরো দরকার। যদি এরকম বিশ্ববিখ্যাত বই বাংলায় লেখা যায় তবে তা আমাদের জন্য অত্যন্ত ভালো হবে।আর সমস্যার সমাধান গুলো যদি দেয়া যায় তবে আরো ভালো হয়।
Was this review helpful to you?
or
Every child is an artist,the problem is staying an artist when you grow up Pablo Picasso আমার প্রিয় একটা উক্তি দিয়ে শুরু করেছে লেখক রা।আমরা অনেকে মনেকরি যে গনিত হলো সুত্র মুখস্ত করা এবং সে সুত্র খাটিয়ে অংক করা। এর ফলে গনিত যে মজার জিনিস তা কেউ বিশ্বাস করতে চায় না।তাই অনেকে অনেক সময় গনিতের নাম শুনলে ভয় পেয়ে যায়।কিন্তু গনিত যে মজার জিনিস তা খুব কম মানুষই জানে।এর কারন আছে অনেক গুলো।ছোট কালে দেখা যেত এক নিয়ম ছাড়া অন্য নিয়মে অংক করলে কেটে দিত।যার জন্য অনেকে মুখস্ত করা শুরু করে দিত।সে আর তখন কোনো গনিতের মজা বুঝে না।এই বইটি পড়লে বুঝা যাবে যে শুধু মাত্র সুত্র জানলাম আর অংক করলাম তাইলে যে অংক শিখে গেলাম তা না।বইয়ের গনিত থেকে গনিত অলিম্পিয়াড এর গনিত কিন্তু আলাদা।আমাদের বইতে গনিত গুলো মুলত অনুশীলনী আর অলিম্পিয়াড এর গনিতে থাকে সমস্যা। গনিতের অনুশীলনী আর সমস্যা কিন্তু এক জিনিস না।লেখকের ভাষায় অনুশীলনী করতে হয় হাত দিয়ে আর সমস্যা সমাধান করতে হয় মাথা দিয়ে।নিয়ম গুলো জানা থাকলে টানা অংক করে গেলেই সমাধান হয়ে যাবে এমন ব্যাপার গুলো হলো অনুশীলনী।আর নিয়ম কি সেটাই যখন চিন্তার বিষয়,তখন সেটাকে বলা যায় সমস্যা।সমস্যা সমাধানের কোনো একক সুত্র নেয়,আছে কেবল কিছু কৌশল।এমন অনেক কৌশল নিয়েই এ বই। নানারকম মজার উদাহরণ আর গল্প দিয়ে এসব কৌশল চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে লেখকরা।বইটি পড়ে গনিতের মজা বুঝা যাই।গনিত কেন অনেক মানুষের এত প্রিয় তা আমি এই বই পড়ে বুঝতে পেরেছি।আমার নিজেরও গনিতের প্রতি ভালোবাসা জন্ম নিয়েছে।এখন আর আগের মতো গনিতকে এত ভয় লাগে না।বইটিতে সমস্যা সমাধানের সাইকোলজি, যুক্তি স্থাপনের পদ্বতি, ইনডাকশন ইত্যাদি নিয়ে লেখা।একতা প্রবলেম কিভাবে সমাধান করতে হয়,কিভাবে করা যায়,কিভাবে শুরু করা যায় সে নিয়েই মুলত বইটি।যারা গনিতকে ভালোবাসে তারা বইটি পড়লে তাদের ভালোবাসা আরও বাড়বে এবং যারা গনিত কে ভয় পায় তারাও অনেক ভয় দূর করতে পারবে।বইটি পড়লে গনিত যে কত মজার তা বুঝা যায়।গনিত যে কত মজার তা এই বইটি পড়লে খুব সহজেই বুজতে পারবে।এমন সব প্রবলেম দিছে যেগুলো সমাধান করতে আসলে শুধু সুত্র জানলেই হবে না,প্রবলেম নিয়ে চিন্তা করা লাগবেই।ফলে চিন্তাশক্তি বাড়বে।যারা বইটি পড়বে তারা নতুন করে চিন্তা করতে শিখবে যা খুবই ভালোদিক বইয়ের।যুক্তি দিয়ে কোনো কিছুকে খুব সুন্দর করে ব্যাখা করতে শিখবে।যুক্তি দিয়ে কিভাবে সামনে আগানো যায় তা শিখবে।এই বইয়ের উদাহরণ গুলো বেশি আকৃষ্ট করে।উদাহরণ গুলো করতে গেলে গনিতের মজা বুঝা যায়।উদাহরণ গুলো আসলেই অনেক ভালোছিল।যারা গনিতকে ভালোবাসে তারা বইটি পড়ে তাদের ভালোবাসা আরো বাড়াতে পারবে এবং যারা ভয় পায় তাদের ভয় ধুর হবে বলে আমার মনে হয়।বইটি সবার ভালো লাগবে বলে আমার মনে হয়।তাই সবার উচিত বইটা পড়া ব্যাক্তিগত রেটিংঃ ৯/১০
Was this review helpful to you?
or
An aspirin for the problem-solvers, anecdote for the math-lovers, a must for the curious minds. Great work in the history of math literature !!!
Was this review helpful to you?
or
জাওয়াদ ভাইয়ের বই!!!!!!!যিনি IMO তে বাংলাদেশের পক্ষে সর্বপ্রথম গোন্ড মেডেল পেয়েছেন। আশা করি ভাইয়ের এই বইটি (যদিও এটি তার মৌলিক গ্রন্থ নয়,অনুবাদ)কিনে সবাই উপকৃত হবেন।বিশেষ করে যারা গণিত অলিম্পিয়াডে যাবে তাদের সবার জন্য লাগবে!!!প্রাইমারি, জুনিয়র,সেকেন্ডারি,হায়ার সেকেন্ডারি.....