User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
onek vlo akta boi☺☺☺
Was this review helpful to you?
or
মানবিক বােধ তীক্ষ্ণ হলেই সে অন্যের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে এসে মুক্ত হতে চায়। আমরা অতি মানবিকবােধসম্পন্ন রােবট বানাচ্ছি। আজ আমাদের কাছে এটা খেলা মনে হচ্ছে। একদিন তারা মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। পৃথিবীর দখল চাইবে। তাদের নিশ্চল করে দেওয়ার শক্তি থাকছে আমাদের। হাতে। সৃষ্টির নেশা আমাদের এলােমেলাে করে দিয়েছে। আমরা আমাদের ক্ষমতার বাইরে গিয়ে কিছু সৃষ্টি করতে চাইছি। এটা নিজের সঙ্গে নিজে চ্যালেঞ্জ নিয়ে তীব্র লড়াইয়ে নামা। আমাদের হাত থেকে সব বেরিয়ে যাবে। রােবট লন্ডভন্ড করে দেবে। পৃথিবী। রােবটকে অবশ্যই মানুষের নির্দেশ মেনে চলতে হবে। আমরা তাদের স্বাধীন সত্তা দিয়ে বানিয়েছি। স্বাধীন সত্তা প্রথম চায় মুক্তি। যখন মানুষ তাদের। কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে চাইবে তখন রােবটরা। বিদ্রোহ করবে। যখন তার অস্তিত্ব হুমকির মুখে। পড়বে তখন সে নিজের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করবে।