User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
ভূঁইয়া বুলবুল- ‘বসন্ত দ্রোহী’ কাব্যের জনক এক কবির নাম, অত্যন্ত বিনয়ী, অমায়িক, সৃষ্টিশীল এক লেখকের নাম। আমাদের নেত্রকোনার কেন্দুয়ার গৌরব তরুণ এই লেখক। এই মাটিতে জন্ম গ্রহণ করেছেন বাংলাদেশের কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। সাহিত্য সংস্কৃতির উর্বর ভূমি নেত্রকোনায় জন্ম গ্রহণ করেছেন জাফর ইকবাল, আহসান হাবীব, নির্মলেন্দুগুণ, চন্দ্র কুমার দে, কবি কংক, পল্লী কবি রওশন ইজদানী, কবি হেলাল হাফিজসহ অগণিত কবি সাহিত্যিক। ভূঁইয়া বুলবুল- একটি পরিচিত নাম, বহু চেনা এক মুখ। যুগান্তর, সমকাল, ইত্তেফাক, প্রথম আলোসহ প্রথম সারির সকল দৈনিকে ছাপা হয়েছে তার কবিতা ও ছোট গল্প। সাহিত্যে পুরস্কৃত হয়েছেন যুগান্তর থেকে। বিশাল এক পাঠক শ্রেণি তার রয়েছে। ছোট বেলা থেকেই সাহিত্যকে ভালোবেসে সৃষ্টি করে যাচ্ছেন সাহিত্যের নতুন ইতিহাস। আমি খুব কাছে থেকে দেখেছি তার সাহিত্য পিপাসা, সাহিত্যের জন্য অধ্যবসায়। তার ছোট গল্পের সাথে প্রথম আমি পরিচিত হই। প্রেমে পড়ে যাই তার অনবদ্য সৃষ্টি সাহিত্য পড়ে। বই প্রকাশ করার মতো রসদ অনেক আগে থেকেই সংরক্ষিত ছিল, বহু তাগাদা দিয়েছি বই প্রকাশের জন্য। প্রতিযোগিতার যুদ্ধে নেমেছেন ২০১৯ সালের বই মেলায় প্রথম কবিতার বই নিয়ে। তার কাব্যে ফুটে উঠেছে চলমান সমাজের প্রেম, ভালোবাসা, বিরহ, বাংলার রূপ, জোৎস্না, প্রকৃতি, সংস্কৃতি, নোংরা রাজনীতি, বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধন, মায়ের ভালোবাসা কিংবা সন্তানের অবহেলা, রাষ্ট্রে বিরাজমান দূর্নীতি, সামাজিক অসঙ্গতির প্রতিচ্ছবি। বইটির পরতে পরতে পাবেন সৃষ্টিশীল সাহিত্যের ছোঁয়া, শব্দ ও বাক্যের নিখুঁত চিত্রায়ন, এক সাথে পাবেন কবিতার দুই ধারার স্বাদ। বইটির বহুল প্রচার ও প্রসার কামনা করি তারই সাথে প্রিয় লেখকের উত্তরোত্তর সাফল্য কামনা করি। আনোয়ার হুসাইন খান সোহেল ১০১/২, দক্ষিণ কাটলী, হাসপাতাল রোড, নেত্রকোণা সদর, নেত্রকোনা। ০১৭১৪ ৭৯৪ ৭৯৬ [email protected]