User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আপনি যদি C ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ভালোভাবে জ্ঞান রাখেন কিন্তু প্রেক্টিস এর জন্য উপযুক্ত কোনো বই খুজে বেড়াচ্ছেন তাইলে আপনার জন্য এই বইটি বেস্ট। এইখানকার প্রবলেমগুলা বিগনার + মিড রেঞ্জের
Was this review helpful to you?
or
best out of the best
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই
Was this review helpful to you?
or
Best
Was this review helpful to you?
or
Good books for problem solving
Was this review helpful to you?
or
অস্থির বই বিগিনারদের জন্য
Was this review helpful to you?
or
বইয়ের প্রচ্ছদ এবং ভেতরের কোডিং বোঝার জন্য সহজ।
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
valo
Was this review helpful to you?
or
Good for beginners
Was this review helpful to you?
or
ভালো লাগলো বই টা হাতে পেয়ে। আমার ছোট ভাইকে উপহার হিসেবে দিলাম। সে প্রোগ্রামিং জগতের বিগিনার হিসেবে বইটা অনেক উপকৃত হবে
Was this review helpful to you?
or
বইটি Exercise করতে খুব কাজে দিবে।
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
অসাধারন একটি বই। প্রগ্রামিং শিক্ষাকে খুব সহজে তুলে হয়েছে এই বইতে। বইটিতে লেখকের লেখার ভাষা খুবই সাবলিল এবং বোধগম্য। আমাদের দেশে এরকম শিক্ষনীয় লেখার বড়ই অভাব। তাই লেখককে অনুরোধ করবো তিনি যেনো লেখা না থামান, আগামীতে আরো সুন্দর লেখা চাই। যারা নতুন শিখতে চান তাদের জন্য খুবই উপকারি।
Was this review helpful to you?
or
সি প্রোগ্রামিং এর বেসিকটা মোটামুটি জানা হয়ে গেছে তাদের জন্য বইটি হবে অসাধারণ।বইটিতে কিছু প্রবলেম সলভ করে দেওয়ার পাশাপাশি সিমিলার কিছু প্রবলেম অনুশীলন এর জন্য দেওয়া হয়েছে যা নতুন প্রোগ্রামার দের চিন্তার খোরাক যোগাবে।
Was this review helpful to you?
or
সাইটটি খুব ভাল।
Was this review helpful to you?
or
প্রোগ্রামিং অনুশীলনের জন্যে অনেক দরকারি একটি বই!বইটি পড়ে অনেক উপকৃত হয়েছি। তামিম শাহরিয়ার সুবিন ভাই এর প্রোগ্রামিং এর ১ম খন্ড পড়ার পর থেকেই মনে মনে এমন ই একটি বই খুজছিলাম,অনেক ধন্যবাদ এমন একটা বই দেয়ার জন্যে...এখানে টপিক অনুযায়ী ভাগ করা থাকায় প্রব্লেম সলভ করতে অনেক সুবিধা হয়েছে এবং প্রব্লেম গুলি ও মজার ছিলো! আশা করি,বইটা সবার ই ভালো লাগবে আমার মত!
Was this review helpful to you?
or
এটা অনেক আগেই লাগত।আশা করি পরে আরো একটা বই বের করা হবে নতুন নতুন সমস্যা নিয়ে।শুভকামনা রইল।
Was this review helpful to you?
or
Write a book on how to earn the skill of problem solving
Was this review helpful to you?
or
Good...
Was this review helpful to you?
or
ভালো easy ase
Was this review helpful to you?
or
যারা কেবল প্রোগ্রামিং শিখেছে তারা এ বই এর সমস্যাগুলো চর্চা করে নিজেদের দক্ষতা বাড়াতে পারবে । অনেকগুলো প্রোগ্রামিং সমস্যা আছে এই বইটিতে এবং অধিকাংশই রয়েছে সমাধান সহ । নতুনদের জন্য বেশ উপকারি বই এটি ।
Was this review helpful to you?
or
বিভিন্ন অনলাইন জাজ এ বড় কোন সমস্যা সমাধানের পূর্বে অথবা নতুন এলগোরিদম শেখার পূর্বে আমাদের উচিৎ একটা প্রোগ্রামিং ভাষার বেসিক লজিক গুলা সম্পর্কে খুব ভালো দক্ষতা অর্জন করা। বইটি তে খুব বেসিক প্রব্লেম নিয়ে আলোচনা করা হয়েছে এবং একটা প্রোগ্রামিং ভাষা এর সকল বিষয় এর উপর বেজ করে প্রব্লেম আলোচনা করা হয়েছে। ফলে বইটির প্রব্লেম গুলা কেও যদি ঠিক মতন সমাধান করে তাহলে তার জন্য বড় কোন এলগোরিদম বা ডাটা স্ট্রাকচার শেখা এবং সেটার ইমপ্লিমেন্টেশন করা টা অনেক সহজ হবে। যারা অনলাইক জাজ এ ৪০-৫০ প্রব্লেম সলভ করেছে তাদের জন্য বইটি খুব একটা উপকারে আসবে না।
Was this review helpful to you?
or
বইটা ভালো লেগেছে।নতুনদের সি শেখার জন্য সুবিন ভাইয়ের বইয়ের পাশাপাশি অনুশীলন করার জন্য সহায়ক হবে।
Was this review helpful to you?
or
যেকোনো কিছু শেখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে করতে করতে শেখা। আর প্রোগ্রামিং জিনিসটা শেখার একমাত্র উপায়ই চর্চা। কিন্তু বাজারে প্রচলিত বইগুলোর বেশিরভাগই করার চেয়ে পড়ার প্রতি জোর দেয়। সেক্ষেত্রে সেসব বইয়ের সাথে এমন একটি বই প্রয়োজন যেখানে প্রোগ্রামিং শুধু চর্চা করতে হবে, কোনো ক্লান্তিকর তাত্ত্বিক কথাবার্তা পড়তে হবে না। 'প্রোগ্রামিং এক্সারসাইজ' সেই চর্চার বই। এর মতো বই বাংলায় তো নেইই, আমার জানামতে ইংরেজিতেও নেই। বইমেলায় প্রকাশিত বইগুলোর মধ্যে রকমারির বেস্টসেলার ২০টি বইয়ের মধ্যে একমাত্র প্রোগ্রামিংয়ের বই হিসেবে 'প্রোগ্রামিং এক্সারসাইজ' স্থান করে নিয়েছে। বইটি সুবিন ভাইয়ের 'কম্পিউটার প্রোগ্রামিং ১ম খণ্ড' বইয়ের পাশাপাশি পড়লে জীবনে আর প্রোগ্রামিং ভোলার সুযোগ নেই। অন্য যেকোনো প্রাথমিক সি শেখার বইয়ের সাথেও বইটি পড়া যাবে। যারা সি মোটামুটি শিখেছেন, ধারণাগুলো ঝালিয়ে নিতে তারাও বইটি পড়তে পারেন।
Was this review helpful to you?
or
বিভিন্ন অনলাইন জাজ এ বড় কোন সমস্যা সমাধানের পূর্বে অথবা নতুন এলগোরিদম শেখার পূর্বে আমাদের উচিৎ একটা প্রোগ্রামিং ভাষার বেসিক লজিক গুলা সম্পর্কে খুব ভালো দক্ষতা অর্জন করা। বইটি তে খুব বেসিক প্রব্লেম নিয়ে আলোচনা করা হয়েছে এবং একটা প্রোগ্রামিং ভাষা এর সকল বিষয় এর উপর বেজ করে প্রব্লেম আলোচনা করা হয়েছে। ফলে বইটির প্রব্লেম গুলা কেও যদি ঠিক মতন সমাধান করে তাহলে তার জন্য বড় কোন এলগোরিদম বা ডাটা স্ট্রাকচার শেখা এবং সেটার ইমপ্লিমেন্টেশন করা টা অনেক সহজ হবে। যারা অনলাইক জাজ এ ৪০-৫০ প্রব্লেম সলভ করেছে তাদের জন্য বইটি খুব একটা উপকারে আসবে না।