User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#রকমারি_রিভিউ_প্রতিযোগ_মার্চ বইমেলা অভিযান শেষে প্রথম যে বইটি পড়ে শেষ করেছি তা হলো রাসয়াত রহমান জিকো'র "ওয়ান ডাউন"। প্রথমেই এই বই দিয়ে শুরু করার অনেকগুলি কারণ উল্লেখ করা যেতে পারে। যেমনঃ বইটির হাইপ, বইটির প্রিভিউ ও রিভিউ পড়ে আগ্রহ জাগা, বইটির বিষয়বস্তু... ইত্যাদি। এবার আসি বইয়ের কথায়। এক বসাতেই পড়ে শেষ করে ফেলার মত বই। দেড় ঘন্টা সময় লেগেছে বইটি শেষ করতে, আর হ্যা অবশ্যই বইয়ে যথেস্ট উপকরণ আছে আপনাকে এক বসায় বইটি শেষ করার জন্য বাধ্য করতে। বইটি রাহাত নামের এক ছেলেকে নিয়ে৷ যার ধ্যান-ধারণা, স্বপ্ন সব ক্রিকেট'কে কেন্দ্র করেই। রাহাতের স্বপ্নপূরণে ধ্রুবক তারার মত সবসময় সাথে থেকেছেন সাংবাদিক ফয়েজ আহমেদ। গল্পের মাধ্যমে বইয়ে বাংলাদেশের ক্রিকেটের একদম শুরুর দিকের ইতিহাস থেকে শুরু করে বর্তমানের সকল ক্রিকেটীয় ঘটনা উঠে এসেছে। যা বইটির একটি সুন্দর দিক। গল্পের শেষভাগে মুক্তিযুদ্ধের ফ্লাশফিকশন ও বেশ ভালো লেগেছে। বইটি সর্বোপরি কেমন লেগেছে? ভালো লেগেছে। এক বসায় পড়ার মত সময় কাটানোর জন্য দারুণ বই। পড়তে পড়তে কখনোই বিরক্তি এসে ভর করবে না। লেখনী অত্যন্ত সাবলীল এবং বইটি বেশ সহজভাবে লেখা। তবে এটি মাস্টারপিস হতে পারতো। পুরো বই জুড়েই কেমন এক তাড়াহুড়োর ভাব, যা বইটির মধ্যভাগের পর অনেকাংশেই বেড়ে যায়৷ বাংলাদেশ ক্রিকেটের উল্লেখযোগ্য অংশগুলো যেহেতু লেখক তুলে এনেছেন, আরো গভীরে গেলে দারুন হতো। কিছু জিনিস লেখক এড়িয়ে গেছেন যা দৃষ্টিকটু মনে হয়েছে। ২০১৫ বিশ্বকাপের ইংল্যান্ডের সাথে নাটকীয় জয়, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিয়াদ-সাকিবের মহামানবীয় ইনিংস, নিদাহাস ট্রফিতে রিয়াদের ক্যারিশমায় ফাইনালে উঠার গল্প... এরকম অনেক কিছুই। বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়া পর্যন্ত গতি বেশ স্বাভাবিক ছিল। এরপর থেকেই বলতে গেলে লেখক ফাস্ট ফরোয়ার্ড মোডে চলে গেছেন৷ মুক্তিযুদ্ধের কিছু অংশ নিয়ে আসায় ভালো লেগেছে৷ অনেক মানুষ আমাদের এই ইতিহাস জানে না। তবে এটিও সংক্ষেপিত৷ আরেকটু বিস্তারিত থাকলে অনেক মানুষ আরো কিছুটা আমাদের এই মহান ইতিহাস সম্পর্কে জানতে পারতো। গল্পের শেষের অংশে নাটকীয়তা একটু বেশিই মনে হয়েছে (ব্যাখা করলে স্পয়লার হয়ে যাবে), তবে গল্পের হ্যাপি এন্ডিং এর খাতিরে এতটুকু মেনে নেওয়া যায়৷ এত এত সমালোচনা দেখে মনে হতে পারে, বইটির নেগেটিভ সাইড অনেক বেশি। আসলে তা নয়। এত সমালোচনা আসলে আক্ষেপ থেকে। কারণ বইটি বড় ক্যালিবারে লেখা হলে কি মাস্টারপিসই না হতো! তাড়াহুড়োয় শেষ করতে যেয়ে, পাঠকদের মাস্টারপিস হতে বঞ্চিত করায় সমালোচনা প্রয়োজনীয়। পরবর্তীতে যেন লেখক ভুলগুলো সুধরে নিতে পারেন। এবার আসি প্রাসঙ্গিক আরো কিছু কথায়। বইটির বাইন্ডিং, পেজ কোয়ালিটি, প্রচ্ছদ সুন্দর। (প্রচ্ছদের রঙ গোলাপি না হয়ে, আমাদের জাতীয় পতাকার টকটকে লাল রঙটি হলে আরো সুন্দর লাগতো বোধ হয়। যেহেতু গল্পের শেষে মুক্তিযুদ্ধ চলে এসেছিল।) বইয়ের পৃষ্ঠা সংখ্যা ১২০. গায়ের মূল্য ২৭০ টাকা। (যা স্বাভাবিকের থেকে বেশি মনে হয়েছে।) রকমারিতে অবশ্য ২৫% ছাড়ে ২০০টাকায় পাবেন বইটি। লেখকের জন্য শুভকামনা। পরবর্তীতে বই লেখার সময় এমন তাড়াহুড়া করবেন না প্লিজ। এবং পাঠকদের উদ্দ্যেশ্যে, ক্রিকেট আপনার আবেগের জায়গা হয়ে থাকলে, বইটি আপনার অবশ্যই ভালো লাগবে৷ এই ধরনের বই মনে হয় এবার ই প্রথম। প্রথম কাজ হিসেবে বেশ ভালো। ভালো লাগবে আশা করছি৷ So... Happy Reading ❤ ওয়ান ডাউন লেখকঃ রাসয়াত রহমান জিকো প্রকাশনঃ আদী প্রকাশনী
Was this review helpful to you?
or
অভারওল বেশ ভালো মানের একটা স্পোর্টস ফিকশন। বেশ উপভোগ্য ছিল।
Was this review helpful to you?
or
#রকমারি_রিভিউ_প্রতিযোগ_মার্চ মনে আছে, একটা সময় ছিলো যখন বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমরা স্বপ্ন দেখতাম না। উন্মাদনা সব ছিল ভারত-পাকিস্তানের মধ্যে বিভক্ত। ১৯৯২ তে পাকিস্তান যখন বিশ্বকাপ জিতলো, বাংলাদেশে পাকিস্তানের নামে মিছিল করেছিল অনেকেই। একটা ছোট্ট ছেলে তাতে কষ্ট পেয়েছিল। প্রশ্ন করেছিল 'কি করলে মিছিল বের হবে না?' গল্পটা এই রাহাতের। গল্পটা ফয়েজেরও। অথবা সব ছাপিয়ে এটা ক্রিকেটের গল্প। আমাদের সকলের গল্প, যারা দিনের পর দিন বাংলাদেশের ক্রিকেটের হতাশার যুগ দেখেছি, তবু গায়ক আসিফের সুরে 'গুডলাক বাংলাদেশ গুডলাক' গেয়ে রাস্তায় দৌড়েছি। ধীরে ধীরে বিশ্বাস করতে শিখেছি, শুধু 'গুডলাক' এর শুভকামনাই নয় কাপটাও হাতে তোলা সম্ভব। যাক, গল্পে ফিরি। রাহাতের রক্তে মিশে আছে খেলা। তার ক্রিকেট-পাগল বাবা খেলা দেখতে গিয়ে দুর্ঘটনায় মারা যান। রাহাত দশ বছর বয়সেই পাড়ার বড় ভাইদের সাথে খেলত। খেলবেই বা কি, ছোট মানুষকে কেউ তেমন সুযোগ তো দেয় না, ফিল্ডিং করেই দিন কাটে। এরমধ্যেই রাহাত চোখে পড়ে যায় ইউনিভার্সিটি পড়ুয়া ফয়েজের। ফয়েজ নিজেও এক ক্রিকেট পাগল, খেলতে গিয়ে পায়ে চোট পাওয়ার পর থেকে খুঁড়িয়ে চলে, খেলাটা আর হয়ে উঠেনি। কিন্তু ক্রিকেটের প্রতি তার ভালোবাসাটা অটুট। রাহাতের মধ্যে দিয়ে নিজের স্বপ্নটা আবার দেখতে পায় ফয়েজ, তার অনুরোধে পাড়ার টিমে খেলার সুযোগ পায় রাহাত। সেই সময় কোনো পরিবারেই তেমন বিশ্বাস ছিল না, ক্রিকেট খেলেও কিছু হওয়া যায়। ফয়েজের নিরলস চেষ্টা আর গাইডেন্সে রাহাত এগিয়ে পাড়ার দল থেকে টাউন ক্লাবে, টাউন ক্লাব থেকে বিকেএসপিতে। একসময় ক্রীড়া সাংবাদিক হিসেবে বিদেশে ট্রেনিং নিতে পাড়ি জমায় ফয়েজ। মাথায় নিজের থিতু হওয়ার চিন্তা, ভালোবাসার মানুষকে একটা নিরাপদ জীবন দিতে হবে, রাহাতকে জাতীয় দলে খেলতে দেখবে। যখনই ভেবেছিল সব ঠিকঠাক এগুচ্ছে, সব এলোমেলো হয়ে গেল। হারিয়ে ফেলল প্রিয়জনকে, রাহাতকেও। জীবন যুদ্ধ খেলতে ক্রিকেটকে পিছনে ফেলে শ্রমিক হিসেবে বিদেশে পাড়ি জমালো রাহাত। অদ্ভুত একটা স্বপ্ন তাকে প্রায় রাতেই ঘুমের মধ্যে তাড়া করে। জেলখানায় বন্দী কতগুলো মানুষ কি যেন বলতে চায় তাকে। রাহাত বুঝে উঠতে পারে না। কিন্তু রক্তে যার ক্রিকেট, সে কি স্বপ্ন ফেলে হেঁটে চলে যেতে পারে? 'বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে' - নিজের প্রতিজ্ঞা রাখতে হবে না? বিশ্বাস, স্বপ্ন আর লাল-সবুজ পতাকার গল্প 'ওয়ান ডাউন'। পাঠপ্রতিক্রিয়া: নব্বইয়ের শেষের দিক থেকে বাংলাদেশের ক্রিকেট উন্মাদনায় যারাই ভেসেছেন তাদের এই বইটি ভালো লাগবেই। সুখে দুঃখে পাশে থেকে আমরা যারা কখনো পাকিস্তানের সাথে টেস্টে অল্পের জন্য হেরে কেঁদেছি, এক একটা পরাশক্তিকে হারিয়ে আনন্দে নেচেছি - তারা এই বইয়ের সাথে আবারও আবেগে ভাসবেন। মূল গল্পের পাশাপাশি লেখক বাংলাদেশের ক্রিকেটের অনেক ইতিহাস, বিভিন্ন ম্যাচের গল্প তুলে এনেছেন। তবে প্রথম দিকের ইতিহাস যতটা বিস্তারিত, পরের দিকে অনেকটা সংক্ষিপ্ত করে এনেছেন। দেশে ফেরার পর থেকে রাহাতের খেলার বর্ণনাও কমে আসছিলো, মনে হচ্ছিল দ্রুত সমাপ্তির দিকে পৌঁছানোর একরকম তাড়াহুড়ো। মুক্তিযুদ্ধ উল্লেখ আর রাহাতের স্বপ্নের বিষয়টা ভালো লেগেছে। যাঁদের উল্লেখ আনা হয়েছে তাদের বিষয়ে অনেকেই জানে না। এই জায়গাটাও আরেকটু বিস্তারিত করা যেত, জানার মতো অনেক কিছু এখানে। মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিক আবুল ভাই আর মজিদ ভাইয়ের চরিত্র দুটো পুরো বাংলাদেশের একরকম প্রতিনিধিত্ব করেছে। তারা দুজন খেলায় ভারত এবং পাকিস্তানের সমর্থক, কিন্তু বাংলাদেশ যেদিন বড় জয় পেল তারাও আনন্দে ভাসলেন। ক্রিকেটের জন্য, দেশের জন্য ভালোবাসাটা বুকের গভীরেই ছিল, ছিলো না শুধু উপলক্ষটা। সেটা যেদিন পেয়ে গেলেন তাদের আর অন্য দলের দিকে তাকানোর প্রয়োজন পড়েনি। বইয়ের প্রচ্ছদ, বাইন্ডিং, ছাপা সবকিছুই সুন্দর এবং নির্ভুল। আসলে এই গল্পটাই এমন ভাবে পাঠককে টেনে রাখবে যে অন্যকিছু তেমন ভাবিত করার সুযোগও ছিল না। পশ্চিমবাংলায় মতি নন্দী খেলা নিয়ে গল্প-উপন্যাস লিখেছেন। বাংলাদেশে ক্রিকেট নিয়ে গল্প খুব বেশি বোধহয় লেখা হয় না। রাসয়াত রহমান জিকো নিজে একজন ক্রিকেটপ্রেমী, তাঁর মত বাংলাদেশের আরো সব ক্রিকেট পাগলদের জন্য তিনি আরো লিখবেন এই শুভকামনা। জিকো ভাই হয়ে উঠুন আমাদের মতি নন্দী। বই: ওয়ান ডাউন লেখক: রাসয়াত রহমান জিকো প্রকাশনায়: আদী প্রকাশন প্রকাশকাল: বইমেলা ২০১৯ পৃষ্ঠাসংখ্যা: ১১৯ মূল্য: ২৭০ টাকা
Was this review helpful to you?
or
৩.৫★ এ জনরায় প্রথম প্রচেষ্টা হিসেবে ৪★ দিলাম। তাড়াহুড়ো করে লেখা না হলে অনায়াসে মাস্টারপিস হিসেবে পরিগণিত হতো!
Was this review helpful to you?
or
পাঠানুভূতিঃ ক্রিকেট সম্পর্কে যাদের কিঞ্চিৎ ধারনাও আছে, বইয়ের নাম প্রথম দেখাতেই হয়ত তাদের চিন্তার উদয় হতে পারে বইটা কি ক্রিকেট নিয়ে! আপনাদের ধারণা অমূলক নয়। তবে শুধু ক্রিকেটই নয়, ক্রিকেটার হতে চাওয়া এক স্বপ্নবাজ ছেলের বেড়ে ওঠা, জীবনের উত্থান-পতন, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে এত উচ্চমানের স্বপ্ন দেখার খেসারত দেওয়া ও তার জাপিত পারিপার্শ্বিক জীবন ব্যবস্থার এক দারুণ চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে বইটিতে। আশির বা নব্বইয়ের দশকের পাড়ার ক্রিকেটের চালচিত্র থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট দলের উত্থানের গল্প, আজকের টিম টাইগার্সে পৌঁছানোর সংক্ষিপ্ত ইতিহাস টেনে আনা হয়েছে গল্পের ছলে। লেখক একজন সাংবাদিকের ভূমিকায় থেকে, ক্রিকেটের প্রতি অসম্ভব ডেডিকেশনের দরূণ ক্রিকেট সম্পর্কিত স্মৃতি-আখ্যানকে রোমন্থন করেছেন, যিনি কিনা নিজে একসময় পাড়া মাতিয়েছিলেন ক্রিকেট ব্যাট হাতে! তার অপূর্ণ থাকা স্বপ্ন দেখেছেন রাহাত নামক পাড়াতোভাই এর মাঝে। এই সহজাত স্বপ্নবাজকে কাহিনীর মূল ভূমিকায় রেখে অতিবুদ্ধিদীপ্তভাবে এগিয়ে নিয়ে গেছেন কাহিনির পুরো অংশ। পিতা হারানো এক ছেলের খেলার প্রতি এত টান, অপরদিকে সংসারের দৈন্যদশা। পরিববারের নিষেধাজ্ঞা উপেক্ষা করেও খেলা চালিয়ে যাওয়া, আবার অভাব নামক অভিশাপের কবলে পড়ে খেলা থেকে অব্যহতি, সবকিছুর সংমিশ্রণে ভাবপ্রবণ এক সামাজিক চিত্র অঙ্কিত হয়েছে। জীবনে অনেক ভালো উদ্দেশ্যে করা কাজ নাকি জীবনে বুমেরাং হিসেবে ফিরে আসে। রাহাতের জীবনে কি ভালো সময় আসলেই এসেছিল নাকি জীবন থেকে ছিটকে পড়ে তাকে আর পাঁচটা ছেলের মত সামাজিক দায়বদ্ধতার অংশ হতে হয়? . এ সব কিছুর উত্তর পাবেন উপন্যাসের প্রান্তে গিয়ে। ভেতরে জাপিত জীবনের নাটকীয়তা, সেই সাথে মাশরাফি, সাকিবদের দেশসেরা হয়ে ওঠা বাংলাদেশ টিমের ঘুরে দাঁড়ানোর গল্প এবং সমর্থকদের ক্রিকেট খেলার প্রতি অপরিসীম ভালবাসা ও আবেগের জয়গান থেকেছে কাহিনির অন্তর্ভূক্তিতে। বইটি পড়ার আমন্ত্রণ রইলো। আশাকরি পড়ে হতাশ হবেন না। লেখকের জন্য শুভকামনা রেখে সামনে আরও ভালো ভালো লেখা উপহার পাওয়ার প্রত্যাশা থাকবে। 'ধরণী ছেয়ে যাক বইয়ে বইয়ে' হ্যাপি রিডিং..
Was this review helpful to you?
or
Waiting for another magic from my chachu
Was this review helpful to you?
or
খুব ভালো লিখেন আপনি ভাই।খুব মানে খুব। খুব ভালো লাগল
Was this review helpful to you?
or
Pora undergoing bro... Khub interesting.. Childhood er sathe meel ache khelay!! Love 3
Was this review helpful to you?
or
আহা ক্রিকেট আহা ওয়ান ডাউন আহা জিকো বস। লাভ লাভ মাত্র ৫★ দিলে কম হয়ে যাবে দরকার ১০★
Was this review helpful to you?
or
যারা ছোট বেলায় ক্রিকেট খেলছেন।এই বইটার সাথে তাদের স্মৃতির পরিচয় থাকবে।ভালোববাসা বইটার জন্য ওয়ান ডাউন
Was this review helpful to you?
or
বইটা কিনতে যাওয়ার সময় লেখককে পেলাম না। মন খারাপ হয়ে গেল।বাট বইটা পড়ে মন ভালো হয়ে গেল। BTW আমি আপনাকে প্রথম দেখায় পরিচয় দিছিলাম সোলায়মান জিকো
Was this review helpful to you?
or
বইটা পাঠকদের পড়ে দেখা উচিত। মজার বইটা। ভালো লাগার একটা বই
Was this review helpful to you?
or
পড়ে শেষ করলাম।নিঃসন্ধেহে ভালো লাগার একটা বই। 3
Was this review helpful to you?
or
বইটা আজ হাতে পেলাম।পড়তেছি।ইন্টারেস্টিং বই।এবং স্মৃতীর সাথে অনেক মিলে যায় 3 জোস ভাই জোস
Was this review helpful to you?
or
Noakhali Theke Bolchi.... Zico bhaiyer Onk fan ase aykhane... Sobai kinesi boita.. Khuv Valolagar boi. 3
Was this review helpful to you?
or
Really Very interesting.. i will meet with you as soon as possibly . Onek din dhore follow kori aonake. 3
Was this review helpful to you?
or
জিকো ভাই!! খুব ভালো লেগেছে বইটা পড়ে। Just wow!! 3
Was this review helpful to you?
or
৫★ দিলেও কম হবে ভাই। মনে হচ্ছে ছোট বেলার ক্রিকেটে ডুবে গেছি। বইটা পড়ার মধ্যে আছি ব্রো। 3
Was this review helpful to you?
or
Pre order kore kine haate paisi.. poore sesh korlam.. khub e valo laglo... Sobai kine porte paren,Valo lagbe i hope... :-)
Was this review helpful to you?
or
জিক্কুবাইয়ের লেখা নিয়ে নতুন করে কিছু বলার নাই! বাংলাদেশে স্যাটায়ার লেখক নাই বললেই চলে। সেখানে জিক্কুবাই তার রম্য ধরনের লেখার মাধ্যমে সমাজ এবং নিউ জেনারেশনের জন্য যে মেসেজ দিয়ে যাচ্ছেন সেই মেসেজ শুধুমাত্র আনন্দের খোরাক হিসেবে না নিয়ে নিজের মত করে নিজের ভাবনায় নিতে পারাই লেখকের কাম্য বলে মনে করি। এবারের লেখা যেকোন ক্রিকেটপ্রেমীর ভাল লাগবে , একথা নিঃসন্দেহে বলে দিতে পারি। লেখকের অন্যান্য বইএর মাঝে রাফখাতা, ইমোশনাল সুপারহিরো পড়ে ফেলতে পারেন।
Was this review helpful to you?
or
গল্পের শুরুটা হয় রাহাত নামের একটি ছেলেকে নিয়ে, এলাকার বড় ভাই ফয়েজ ভাই। তিনি দূর থেকে একটা ছেলেকে দেখছেন আর বন্ধুর মাধ্যমে জানতে পারলেন এই ছেলেটির নাম রাহাত। রাহাত ভাই তাকে চিনেন তার বাবা কেও চিনেন, একজন ক্রিকেটপাগল ব্যক্তি ছিলেন তার বাবা, যার মৃত্যু হয়েছিল এ ক্রিকেট কেন্দ্র করে। এতটাই ক্রিকেটপ্রেমী ছিলেন যে ক্রিকেট দেখতে ভারত যাবার পথে বাস এক্সিডেন্টে মারা যান তিনি। মাত্র একটা লোক মারা যায় আর তিনিই ছিলেন সেটা। আমি সাধারণত রিভিউ লিখি না, লেখার মত যোগ্যতা আমার নাই তারপরও সাহস করে লিখতে বসলাম। লিখতে নয় বলুন বলতে, কেননা ভয়েজ টাইপিং করে লেখা। যাই হোক, লেখক এর লেখার সাথে আমি পরিচিত মোটামুটি অনেক আগে থেকেই। এক সময় নীরবে নিভৃতে ছিলাম তার ব্লগে ফলোয়ার। লেখক খুব সুন্দর ভাবেই প্রেম ভালোবাসা নিদারুণ কষ্ট কিংবা আমাদের সমাজ ঠিক যেভাবে আমাদের স্বপ্ন পূরণে আমাদের লক্ষ্য পূরণে বাধা হয়ে দাঁড়ায়, তা ফুটিয়ে তুলেছেন। অসহায় জীবনে যেখানে সকলেই মাতব্বর যে যেভাবে ইচ্ছা সামনে চলে আসে আর তাদের মাতব্বরিতে কি ভাবে ক্ষতিগ্রস্থ হয় সমাজ আর ছিটকে যেতে হয় জীবন থেকে সেটা জন্য চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন। অথবা যৌতুকের জন্য প্রাণ চলে যাওয়া শুধুমাত্র টাকার জন্য ভাল চাকরির জন্য এই জীবন চলে যাওয়া কিংবা বাচ্চাকাচ্চা নাতি-নাতনিসহ একটি সুখের সংসার থেকে ছিটকে পড়া আর তার পাশাপাশি লেখক লিখেছেন সেই যুদ্ধের কিছু কথা। যে যুদ্ধের জন্য আজ মাথা উচু করে বাচি। এত সিরিয়াস কথার মাঝে এটুকু বলতে পারি আপনাদের পড়ার সময় কখন হাসি আসবে আর কখনো চোখের কোনে চিকচিক করে উঠবে। লেখক সেই ক্রিকেটারের নাম এর মাঝেও তারই সেই লেখকসুলব হিউমারে বর্ণের ব্যবহারে স থ উলটাপালটা করলে কি হয় তা দেখিয়েছেন। একজন লেখকের অভিজ্ঞতা ব্যবহার করেই সরল লেখনির ব্যবহার করে পাঠকের ঠোঁটের কোণে হাসি ফোটানোর চেষ্টা করেছেন। তিনিসফল। এক্ষেত্রে আপনি ক্রিকেট প্রেমী হন বা না হোন বইটি আপনার ভালো লাগবে একই সাথে আপনি যেমন টুকরো টুকরো করে পেয়ে যাবেন বাংলাদেশ ক্রিকেট টিম এর জন্ম থেকে এই পর্যন্ত ইতিহাস তেমনি হাসি আনন্দ সুখ দুঃখ কষ্ট আর আমাদের সামাজিক অবস্থা সবকিছুর একটু ছোঁয়া পাবেন। তবে সব থেকে বেশি ভালো লেগেছে লেখক খুব সাধারণ ভাবেই যেন বুঝিয়েছেন কপাল খারাপ থাকলে অনেক কিছু হতে গিয়ে হয়না, না চাইতে অনেক কিছুই হয়, কিন্তু সুযোগের সদ্ব্যাবহার করলে যে সাফল্য স্বপ্ন ধরা দেয় তা যেন রাহাতের সফলতার গল্পে আমি দেখতে পাই। আমি লেখকের এর এই লেখাটির সাথে হুমায়ূন আহমেদের মধ্যাহ্ন বইটির সাথে কিছুটা মিল পেয়েছি। হুমায়ুন আহমেদ গল্পলেখার ফাকে যেমন ইতিহাস ঢুকিয়েছিলেন, লেখক ইতিহাস লেখার ফাকে গল্প ঢুকিয়েছেন। হুমায়ুন আহমেদ গল্পের মাঝে ইতিহাস দিয়ে যে শিল্প তৈরী করেছিলেন, লেখক ইতিহাসের মাঝে গল্প দিয়ে আরেকটা জনতা তৈরি করলেন মনে হচ্ছে। এই জনরার কোনো নাম আমার কাছে নাই। আপনি ক্রিকেট প্রেমী হোন কিংবা হেটার বইটি আপনি এজন্যই পড়বেন, কেননা বইটি আপনাকে সাহিত্যের স্বাদ দিবে, গৎবাধা কোনো লেখা নয়। আমি আসলে রিভিউ লেখায় অজ্ঞ, লেখায় কোনো ভুল ভ্রান্তি থাকলে কিংবা স্পয়েল চলে এলে লেখক এবং পাঠক সকলের নিকট সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।