User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
I am big fan shukon vai, Sei hesaba amr vloi lagca ❤️?
Was this review helpful to you?
or
garbage book
Was this review helpful to you?
or
Outstanding book
Was this review helpful to you?
or
it's good
Was this review helpful to you?
or
nice reading!
Was this review helpful to you?
or
কথায় আছে "বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে" । সেই রকমই ফেসবুকের লিখা ফেসবুকেই ভালো বইতে ভালো না।
Was this review helpful to you?
or
বইটি আমাকে হতাশ করল
Was this review helpful to you?
or
আমার কাছে ভালোই লেগেছে
Was this review helpful to you?
or
its a great.
Was this review helpful to you?
or
Nice motivative book
Was this review helpful to you?
or
awesome book
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
Awesome
Was this review helpful to you?
or
Nice
Was this review helpful to you?
or
totally useless book
Was this review helpful to you?
or
বালের বই
Was this review helpful to you?
or
This is very good for our life. I can relate this book with me
Was this review helpful to you?
or
বাজে বই
Was this review helpful to you?
or
ফাউল বই
Was this review helpful to you?
or
tar video gulai khub shundor..boita pore shad pelam na.. na a.u na Amar meye..bujhar kono upai nai..hope he will do great next time..amra aro bhalo kichu asha korchi solaiman er theke.
Was this review helpful to you?
or
অসাধারন একটা বই ❤
Was this review helpful to you?
or
নতুন ধান্ধবাজির পথে যাত্রা শুরু।
Was this review helpful to you?
or
নামটা যতটা আপনাকে আকৃষ্ট করবে । ঠিক ততটাই হতাশ করবে বইয়ের ভেতরের অংশ। আর যাইহোক এটা বই হতে পারেনা। আমার লাইফে কেনা বই গুলো মধ্যে সবচেয়ে বেশি হতাশ করেছে এটি।
Was this review helpful to you?
or
পচা লেখা,,
Was this review helpful to you?
or
valo chilo na
Was this review helpful to you?
or
হাইস্যকর।
Was this review helpful to you?
or
বইটার পাঠকরা দুই - এক মাসের ভিতরেই দেশ পাল্টায় ফেলবে.
Was this review helpful to you?
or
faltu boi ekta
Was this review helpful to you?
or
I watch his motivational speech in YouTube. I have inspired to listen his motivational speech. l respect him for his personality.
Was this review helpful to you?
or
Offline Facebook ?????
Was this review helpful to you?
or
I don’t like his lectures just loved it ❤️
Was this review helpful to you?
or
মস্তিষ্কের ক্যানভাস। খুব ভালো লাগল
Was this review helpful to you?
or
কিছুদিন পরে হইতো তিনি চাদের উদ্দেশ্য রওনা দিবেন।
Was this review helpful to you?
or
সত্যিই বইটি মুগ্ধ করার মতো।জ্ঞ্যানের তৃষ্ণা মেটানোর জন্য বইটি যথেষ্ট উপযোগী।শুধু এই বিষয়ের ছাত্র না, সবাই এই বইটি সমানভাবে উপভোগ করতে পারবে।শিখতেও পারবে অনেক কিছু।বইটি পড়ার পর ভালো লাগা কাজ করবেই।অনেক চিন্তার খোরাক যোগাবে বইটি।আমি সবাইকে রেফার করবো বইটি পড়ার জন্য।
Was this review helpful to you?
or
বইটির প্রতিটি টপিক এক একটি প্যারাগ্রাফের মতো লেগেছে!বইয়ের একটি বড় দিক হলো বইয়ের উপস্থাপনা।কিন্তু বইটিতে নান্দনিক উপস্থাপনার কোন কিছুই নেই।অনেকটা গদবাধা লেখা।সামাজিক মাধ্যমে লেখালেখি করা আর বই লেখার মধ্যে পার্থক্য আছে।সামাজিক মাধ্যমে যেইভাবে লেখা হয় তা বই লেখার ক্ষেত্রে চলে না।তাই বইটির আরও মডারেশনের দরকার।
Was this review helpful to you?
or
বাস্তব কিছু সত্য কথায় সাজানো বইটি ভালো লাগছে
Was this review helpful to you?
or
Totally useless...
Was this review helpful to you?
or
Nice written
Was this review helpful to you?
or
বলার কিছু নেই
Was this review helpful to you?
or
এটি কোন গল্প কিংবা দর্শনের বই নয় তবে সাংঘর্ষিক অনুভূতির সংকলন বলা যেতে পারে। নাগরিক জীবনে প্রতিনিয়ত অনেক কিছু দেখেও না দেখার ভান করার বোকামি চতুরতার অসহায় বহিঃপ্রকাশ। কেউ অনুভূতি লুকিয়ে রাখে, কেউ চুপচাপ ব্যক্তিগত ডায়েরিতে লিখে রাখে, কেউবা ইন্টারনেটে প্রকাশ করে সারা পৃথিবীকে জানিয়ে দিতে চায়।
Was this review helpful to you?
or
অনেক ভালো বই। ভালো লাগলো পড়ে।
Was this review helpful to you?
or
জঘন্যতম একটি বই
Was this review helpful to you?
or
বুক রিভিউ- মস্তিষ্কের ক্যানভাস লেখক- সুলাইমান সুখন মস্তিষ্কের ক্যানভাস বইটা নিয়ে অনেকেরই খারাপ একটা ধারণা আছে৷ তবে যাই হোকনা কেন ব্যাক্তিগত ভাবে বইটা আমার খুব ভালো লেগেছে। কারণ লেখক এই বইটাতে কোনো গল্প,উপন্যাস, কবিতা কিংবা ছোট গল্প লিখেননি। বইটা একটা সামাজিক বই বলা যেতে পারে। যদি আপনি আশায় থাকেন যে বইটা পড়ে আমার হুমায়ুন আহমেদ স্যার এর বই এর মতো ভালো লাগতে হবে তবে বইটা আপনার জন্য নাহ্! কারণ বইয়ের শুরুতেই লেখক বলেছেন চিনি কোনো লেখক নন। এটাও বলেছেন যে বইটাতে যা আছে তা শুধু তার মনের ভাবমূর্তি। বইটা পড়লে আপনি এতটুকু জানতে পারবেন যে একজন নাগরিক হিসেবে আপনার কতটুকু দায়িত্ব আছে দেশের প্রতি, হুট করেই সবাইকে নিজের জায়গায় বসিয়ে বিচার করবেন নাহ, আসলে আমরা যা ভাবি আর যা করি তার মধ্যে কোনো মিল নেয়। যদি এটা জানতে চান যে দেশের বর্তমান অবস্থা কেমন, আপনি নিজে কেমন, আপনার আশেপাশের মানুষজন কেমন তবে বইটা আপনার উপকারে আসবে। মন দিয়ে লেখকের কথা গুলো বুঝবার চেষ্টা করবেন৷ আশা করি আপনাদের মধ্যে যাদের এই বই নিয়ে অভিযোগ আছে তা দূর হয়ে যাবে।
Was this review helpful to you?
or
ভাল লাগল
Was this review helpful to you?
or
শিল্প মান নিম্নমানের
Was this review helpful to you?
or
The book is really good.And it is needy for the employees
Was this review helpful to you?
or
যারা বইটা নিয়ে প্রশ্ন তোলে, তাদের উচিৎ -ভাষা ও সাহিত্য পড়া!!
Was this review helpful to you?
or
useless book ?
Was this review helpful to you?
or
ocham
Was this review helpful to you?
or
ফালতু একটা বই।সব পুরোনো ডায়ালগ।
Was this review helpful to you?
or
আমি জানিনা এই বইটিকে মানুষ এত খারাপ ভাবে নিচ্ছে কেন ? এই বইটি অত্যন্ত ভালো একটি বই। লেখক এখানে যেসব কথা তুলে ধরেছেন তা আমাদের জন্য অনেক প্রয়োজনীয়। এই বইটি আমাদের হতাশা দূর করতে সাহায্য করবে, দেশ প্রেম জাগ্রত করবে, সচেতনতা তৈরি হবে এবং আমাদের কোন কাজে প্রেরণা জাগ্রত করবে। সকল প্রকার খারাপ রিভিউ দূরে সরিয়ে এই বইটি অবশ্যই পড়া উচিত।
Was this review helpful to you?
or
Surprising
Was this review helpful to you?
or
Useless Book
Was this review helpful to you?
or
Nice book!
Was this review helpful to you?
or
সোলায়মান সুখন ভাইয়ের অসাধারণ একটা বই । বইটি পড়ে অনুপ্রাণিত হয়েছি। তার দেওয়া ধারণা ও যুক্তিগুলো অসাধারণ। আমার পড়া শ্রেষ্ট মোটিভেশনাল বইগুলোর মধ্যে অন্যতম। সবারই বইটা পড়ে দেখা উচিত।
Was this review helpful to you?
or
আমার পড়া সবচেয়ে ফালতু বই।চক চক করিলেই যেমন সোনা হয় না, তেমন বইয়ের কভার পেজ বা নামে কখনো বই সবসময় ভালো হয় না।এই বই টাও ঠিক তেমন।
Was this review helpful to you?
or
যে যাই বলুক, মাগার বইটা অসাধারণ
Was this review helpful to you?
or
মস্তিষ্কের ক্যানভাস বইটি পড়ে জানতে পারলাম আসল স্মর্টনেস কি। ক্ষমতায় থাকলে মনুষ মানুষেকে সম্মান দিতে চায় না, মানুষকে মানুষ মনে করে না। কোনটি লজ্জাজনক কাজ, কোন বিষয়ের উপর আমাদের নজর দেওয়া, দেওয়া উচিত এই বিষয় গুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছে এই বইয়ের মধ্যে। এই বইয়ের মাধ্যমে নিজের চিন্তার জগৎকে প্রজেটিব ম্যন্টালিটি করার ধারণা টা সম্পূর্ণ ভাবে তুলে ধরেছেন। এই বইটা পড়ে অনেক ভালো লাগল । ধন্যবাদ সোলাইমান সুখন ভাইকে।
Was this review helpful to you?
or
faltu jinish Kano bikri koren....apnara YouTube -e ai boitar review deikhen... pocha boi...
Was this review helpful to you?
or
বাজে একটা বই
Was this review helpful to you?
or
আগাগোড়া ফালতু একটি বই
Was this review helpful to you?
or
জঘন্য লেভেলের একটি বই।
Was this review helpful to you?
or
একটা ফালতু বই।আয়মান ভাইয়ের কপি করতে গিয়ে আমাদের মনের মতো না লিখে আজেবাজে লিখেছে।এটা কিনে টাকা লস+সময় নষ্ট।আশা করি আর কেউ কিনবে না।
Was this review helpful to you?
or
bullshit
Was this review helpful to you?
or
বাজে বই।
Was this review helpful to you?
or
One of the best book for changing our narrow mind.You can know many things about Bangladesh by reading book.You will miss many thing if don`t read this book.
Was this review helpful to you?
or
"মস্তিষ্কের ক্যানভাস" কিছু লেখা বাড়াবাড়ি ছিলো, বইয়ের উদ্দেশ্য ভালো ছিল তা প্রমানিত।
Was this review helpful to you?
or
ব্যবসার উদ্দেশ্যে বই লিখলে কি পাঠক পাওয়া যায়।
Was this review helpful to you?
or
ব্যবসার উদ্দেশ্যে বই লিখলে কি পাঠক পাওয়া যায়।
Was this review helpful to you?
or
Not good.
Was this review helpful to you?
or
সত্যিই অসাধারণ বই
Was this review helpful to you?
or
মানুষে কি বল্লো না বল্লো সেটা না দেখে, বইটি পড়ে দেখা উচিত। বইটি আসলে অনুপ্রেরণা যোগায়। আপনার মাঝে হতাশা থেকে থাকলে বইটি পড়ে দেখুন। হতাশা খানিকটা হলেও কমবে।
Was this review helpful to you?
or
দান্দাবাজ,
Was this review helpful to you?
or
faltu..
Was this review helpful to you?
or
Faltu
Was this review helpful to you?
or
চিন্তার মননশীলতার জন্য বইটা খারাপ না
Was this review helpful to you?
or
nice book
Was this review helpful to you?
or
Really Awesome Book ❤
Was this review helpful to you?
or
অনেক ভাল বই ভাল লাগল আরো অর্ডার করলাম
Was this review helpful to you?
or
আমার মনে হলো বইটি অনেক ভালো হবে
Was this review helpful to you?
or
একজন Solaiman Shukhon এবং একটি 'মস্তিষ্কের ক্যানভাস' এর জন্য শুভ কামনা
Was this review helpful to you?
or
Joto tuku porechhi Tate Asha korchhi boi ta pore onek kichhu jante parbo..
Was this review helpful to you?
or
আজাইরা
Was this review helpful to you?
or
চাটুকাররা মানুষকে জ্ঞান দিতে আসে! মানিক বিভূতিভূষণের বইও রকমারিতে এত রেটিং পায় নি।বোঝাই যাচ্ছে কোনসব ছাগলরা এই বই পড়ছে! নিরাপদ সড়ক আন্দোলনে সেইফ জোনে এসে আসছে মানুষকে জ্ঞান দিতে। বুদ্ধিজীবীদের কাজই এইগুলো,ইতিহাস এটাই সাক্ষ্য দেয়। জাতির ক্রান্তিলগ্নে থাকে না,সুসময়ে এসে মানুষকে জ্ঞান দেয়,শত সহস্র মানুষের অনুপ্রেরণার উৎস হতে চায় এসব মেরুদণ্ডহীনরা।
Was this review helpful to you?
or
ফালতু একটা বই..
Was this review helpful to you?
or
খুবই কমন এবং আমরা সবাই জানি এমন সাধারণ কথা, didn't meet my expectations, but good work by the writer considering its his first, next time i hope to see something better
Was this review helpful to you?
or
ফালতু রেটিং
Was this review helpful to you?
or
উচিত কথা যাদের ভালো লাগে, তাদে কাছে খারাপ লাগবে না। আনেক ভালো বই।
Was this review helpful to you?
or
Good for motivition
Was this review helpful to you?
or
বাজে বই!!!!!!!!!!!!!!!!!!
Was this review helpful to you?
or
Faltu boi . Waste of money
Was this review helpful to you?
or
ক্যানভাস অর্থাৎ রং করা জায়গা। আর মস্তিষ্ক অর্থাৎ আপনার ব্রেইন। আপনার ব্রেইন আপনি কিভাবে রং করবেন তা হয়তো আপনি জানেন। কিন্তু কিভাবে সেই রঙ হবে আরো ভালো এবং সাফল্য দায়ক তা হয়তো আপনি ভেবে উঠতে পারছেন না। আর তাই আছে মস্তিষ্কের ক্যানভাস।।। এই অসাধারণ বই এমন অনেক বিষয় রয়েছে যা আপনার মস্তিষ্কে জাগিয়ে তুলবে ভালো কিছু করার জন্য, ভালো ভাবে বাঁচার জন্য, সফল হওয়ার জন্য।।। দৈনন্দিন জীবনের অনেক ছোটখাটো ঘটনা ও সেগুলোর উদাহরণ নিয়ে এই বইয়ে তা খুব সুন্দর হবে তুলে ধরা হয়েছে , যেন ভবিষ্যতে যখন আমরা সেই কাজগুলো করব তা ভালোভাবে করতে পারি।।। এই বইটি আপনার আক্ত উন্নয়নে ব্যাপক সাহায্য করবে।।। ইনশাআল্লাহ বইটি সকলের ভাল লাগবে।।। #Paint your brain properly with মস্তিষ্কের ক্যানভাস।।।। ------ ফাইয়াদ আহমেদ সুদীপ্ত, ৮ম। নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়, নীলফামারী।
Was this review helpful to you?
or
ভাবি নাই বইটি পড়ে এত ভালো লাগবে। কিন্তু পরে বইটি পরে অনেক ভালো লাগলো।আশা করি এরকম বই আরও পাবো সোলায়মান ভাইয়ের কাছ থেকে
Was this review helpful to you?
or
মস্তিষ্কের ক্যানভাস by সোলায়মান সুখন স্যারের বইটি আমার কাছে অসম্ভব একটা ভালো লেগেছে। কেননা বইটিতে অনেক গুরুত্বপূর্ণ এবং অতীব কিছু জরুরি পরামর্শ দেওয়া হয়েছে যা সকল শ্রেণির মানুষের জন্য উপযোগী বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য। এছাড়া একজন মানুষকে কীভাবে অনুপ্রেরণা দেওয়া যায় তা বইটিতে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এককথায় বলা যায় মানুষের আত্মার উন্নয়ন সাধনে বইটি কাজে দিবে। এছাড়াও বইয়ের লেখাও পৃষ্ঠা গুলো খুব সুন্দর। বইটি হার্ডকাভারে আবৃত আর দামও তুলনামূলক ভাবে বেশি না । বইটি পড়ে আমাদের সকলকেই সেই অনুযায়ী সুন্দর জীবন গড়ে তুলি।
Was this review helpful to you?
or
Its a very good book.i am not reading but i think that it will be a very good book.book is the very good friend for all of us.book is never be a foe.thank you very much rokomari for giving us knowledge
Was this review helpful to you?
or
Review pore moja pause. Aemon negative comments Ami at kokkhono Pai ni. Hahaha. Bola Jai ei comments gulo do ye akta jokes er boi banano Jai . Hahaha???????
Was this review helpful to you?
or
Ekhane Motivation er kisu nai. Show off er A-Z ase
Was this review helpful to you?
or
বাজে বই
Was this review helpful to you?
or
"মস্তিষ্কের ক্যানভাস সোলায়মান সুখনের বই " এটা তার লেখা প্রথম বই, আশা করি আরো বই পাবো।
Was this review helpful to you?
or
যদি টাকায় কাতুকুতু খ্যালে তাহলে বইটা কিনবেন ?
Was this review helpful to you?
or
tk nosto korlam.. kono boi holo. kobi hote oarten
Was this review helpful to you?
or
কভার দেখেই বই কেনার রুচি উঠে গেছে।
Was this review helpful to you?
or
ফেসবুকের স্ট্যাটাস দিয়েও মানুষ বই বের করে!!!
Was this review helpful to you?
or
ওয়াক্কক্কক্ক!
Was this review helpful to you?
or
"আমি লেখক নই। এই বইয়ের কোনো পাতায় কোনো ধারাবাহিকতা নেই, বিষয় নির্বাচনে না বিষয়ের দৈর্ঘ্যে-প্রস্থে বা শব্দ সংখ্যায়।" This is sufficient to sum up this book (if it's called a book). This is nothing but a narcissist's own narration of his past life. In terms of populism theory, it is a must-read item for Mr. Sukhon's blind followers. However, this has nothing to do with literature let alone pure knowledge.
Was this review helpful to you?
or
useless
Was this review helpful to you?
or
আমি সত্যি বুজি না বইটাতে তিনি কি বলতে চেয়েছেন?
Was this review helpful to you?
or
আমার দেখা শ্রেষ্ঠ বাজে বই
Was this review helpful to you?
or
ধান্দাবাজ
Was this review helpful to you?
or
totally useless.
Was this review helpful to you?
or
faul
Was this review helpful to you?
or
Bad
Was this review helpful to you?
or
Total rubbish.
Was this review helpful to you?
or
রেটিং দিতে কার্পণ্য করলাম না, বান্ধobi-ও মনে হয় এর চেয়ে ভালো!
Was this review helpful to you?
or
স্ট্যাটাস সমগ্র
Was this review helpful to you?
or
this is the collection of Sokun's fb status somogro! Don't buy, just follow his fb to get the book ;) ?
Was this review helpful to you?
or
waste of money and time
Was this review helpful to you?
or
ফেইসবুক স্টেটাস?
Was this review helpful to you?
or
Faul
Was this review helpful to you?
or
এসব ধান্দাবাজ লোকরা আজকে নাকি লেখক। কিছু বই বিনা পয়সায়তেও পেলেও নিতে নেই,এই ধান্দাবাজের বই নামক আবর্জনাও ঠিক এমনই
Was this review helpful to you?
or
ফালতু।
Was this review helpful to you?
or
ফালতু বই
Was this review helpful to you?
or
Facebook Status Diye Akta Boi Published Kore fello!!!
Was this review helpful to you?
or
সুখন এর ফেবু পোস্ট সমগ্র দুক্ষিত মস্তিষ্কের ক্যান্সার বই টা কিঞ্চিত পরে জানতে পারলাম গাড়িতে বসে বাইরের দুনিয়া উপলব্ধি করে ফেবুর পোস্ট একত্র করে একটি চমত্কার বই ছাপানো যায় | অসাধারণ আইডিয়া !
Was this review helpful to you?
or
balerrrr boi
Was this review helpful to you?
or
purai faul
Was this review helpful to you?
or
Self promoting book !! Hope u will provide us better writing for next time
Was this review helpful to you?
or
bullshit
Was this review helpful to you?
or
পারসোনাল স্ট্যাটাস সমগ্র।
Was this review helpful to you?
or
Just a compilation of his Facebook statuses, and show offs as usual
Was this review helpful to you?
or
over rated book
Was this review helpful to you?
or
not good
Was this review helpful to you?
or
এই বইটা বেস্ট সেলার হওয়ার যোগ্যতা রাখে। এরকম বই সবার পড়া উচিত। যারা লো রেটিং দিচ্ছে তারা না পড়েই রেটিং দিচ্ছে।
Was this review helpful to you?
or
waste of time
Was this review helpful to you?
or
এত ন্যাকামি আসলেই মানা যায় না। ভাইয়ের কথাগুলা শুনতে ভালো লাগে। কিন্তু এখানে তো অন্যান্যদের মত বই বের করার বাণিজ্যে পাল্লা দেওয়াটা ঠিক হয় নাই। এতে আপনার নিজের ওয়েইট অনেক কমে গেল।
Was this review helpful to you?
or
nice
Was this review helpful to you?
or
the review in one sentence. A TOTAL PIECE OF SHIT. I really don't know why people made him famous for no reason. It would be better if I bought cow shit instead of buying this book.
Was this review helpful to you?
or
উনি তো দারুণ একজন মানুষ। ভালোবাসি হে লেখক আপনাকে! ভালোবাসা অবিরাম...
Was this review helpful to you?
or
এগিয়ে যান সুখন ভাইয়া।You have done well.
Was this review helpful to you?
or
useless
Was this review helpful to you?
or
বইটি পড়েছি৷ পাঠক হিসেবে এতটুকুন বলব যে,চিন্তার বন্ধ্যাত্ব যখন আমাদের সমস্যা তখন 'মস্তিষ্কের ক্যানভাস' কিছুটা হলে সেই বন্ধ্যাত্ব দূরীকরণের প্রয়াস৷
Was this review helpful to you?
or
মস্তিষ্কের ক্যানভাস বইটি মুলত মানুষের অাচার-অাচরণ এবং মানুষের বাহ্যিক স্বাভাবিক জীবন-যাপন স্মার্টলি ভাবে গড়ে তোলার উপর রচিত। এতে লেখক, অামাদের কে একটা শৃঙ্খলার ভিতর কি ভাবে সুন্দর জীবন যাপন করা যায়,তার ব্যক্ত গুলা এখানে চয়ন করেছে,যারা নিয়মিত বই পড়ে তাদের জন্য উক্তি গুলা শেষ করা বেশি কিছু না।
Was this review helpful to you?
or
বেস্ট-সেলার বইয়ের ভেতর ২য় এই বইটি। খুব সুন্দর কিছু কথা লেখা আছে বইটিতে। তবে এগুলা লেখক এর ফেইসবুক চেক করলেই পাওয়া যায়। আপ্নাকে টাকায় ছিনিমিনি করলে হার্ড কভার কিনে পড়ে নিতে পারেন (মস্তিষ্কের ক্যানভাস)
Was this review helpful to you?
or
ফালতু
Was this review helpful to you?
or
পৃথিবীর শ্রেষ্ঠ বই যার কোনো তুলনা নেই?
Was this review helpful to you?
or
যত সব ভন্ডের দল।এসব কি বই নাকি গাজা
Was this review helpful to you?
or
ফালতু বই।
Was this review helpful to you?
or
ফালতু একটা বই।
Was this review helpful to you?
or
Third class book
Was this review helpful to you?
or
Ohh Please
Was this review helpful to you?
or
একজন সাধারন মানুষ হিসেবে পরামর্শ দিবো।বইটা মাত্র ২০০ টাকা কিনে পড়তে পারেন।আমি পড়েছি।ভালো লেগেছে।কাজে দিবে বইটা। হুদাই আজাইরা রেটিং পড়ে বই যাচাই করবেন না
Was this review helpful to you?
or
ভাল না।
Was this review helpful to you?
or
Useless
Was this review helpful to you?
or
সুখন ভাই এর দৃষ্টিকোণ থেকে লিখা বই, সবার কাছে ভাল নাও লাগতে পারে । কারন সবার চিন্তা ভাবনার জগত এক না । আমার কাছে বেক্তিগত ভাবে বইটা ভাল লেগেছে, মোটামুটি উন্নত চিন্তা ধারার বই এটি । তবে বইটি সবার জন্য না, শুধুমাত্র তাদের জন্নই যারা কিনা একটি উন্নত আর পরিবর্তনশীল রাষ্ট্রের স্বপ্ন দেখে কিন্তু সুধু সমাজ বেবস্থার উপর নির্ভর না করে নিজ থেকে কিছু করার উদ্দেগ নেয় ।
Was this review helpful to you?
or
রিভিউ দেখে তো পড়ার আগ্রহ নষ্ট হয়ে গেল।
Was this review helpful to you?
or
After reading this book, i got GPA 5.0 in J.S.C. God bless this guy.
Was this review helpful to you?
or
অসম্ভব ভাল লাগার একজন মানুষের এই বইটি৷ অনেক কিছু শেখার আছে এই বই থেকে৷ মনের ক্যানভাসে ছবি হয়ে থাকবে সুখন ভাই এর বইটি৷ এত ব্যস্ততার মাঝেও সুখন ভাই বই লিখেছেন, এটা অত্যন্ত প্রশংসনীয় ব্যাপার। আশা করি আগামী বই মেলায় তার লেখা বই পাবো ইনশাল্লাহ৷ অনেক অনেক শুভ কামনা রইল৷
Was this review helpful to you?
or
business man
Was this review helpful to you?
or
টাকা দিয়ে মানুষ যদি ফেসবুক স্ট্যাটাস কিনতে আগ্রহী হয়, তাহলে আর কিছু বলার নেই! যা তা লিখলেই তা বই হয় না। বাংলা একাডেমির উচিত এসব বই পাবলিশের পারমিশন না দেওয়া!
Was this review helpful to you?
or
আসসালামু আলাইকুম। যারা বইটা পড়েছেন।কিংবা এখানে, 'একটু পড়ে দেখুন' পড়েছেন তারা নিশ্চই আমার নাম পড়েছেন বইতে। বইটা নিয়ে কাজ করেছিলাম আমি। আমি বলবনা বইটা কেমন। কোন সুনাম করবো না। কিন্তু পাঠকদের রেস্পন্স আলহামদুলিল্লাহ যতটুকু আশা করেছি তার থেকেও প্রচুর। ভালো থাকুন সবাই।বেশি বেশি বই পড়ুন। দেখা হবে মেলাতে প্যাভিলিয়ন ১৪|তাম্রলিপি
Was this review helpful to you?
or
What a Book Boss.... Just sexy Book..দুবার অলরেডি পড়া শেষ। যতবার পড়ি ততবার মুগ্ধ হই। অলরেডি ৯ টা বন্ধু এবং বড় ভাইরে গিফ্ট করছি। মোটামুটি ফকির হয়ে গেছে।তারপরেও আফসোস নেই।ভাল বইয়ের জন্য হাজার টাকা খরচ কোন বিষয় না।
Was this review helpful to you?
or
এইসব ব্যবসা !
Was this review helpful to you?
or
আজাইরা ফালতু একটা বই
Was this review helpful to you?
or
আবুলের বকবকানি!
Was this review helpful to you?
or
নাম হওয়া উচিত ছিল... মস্তিকের ক্যান্সার...
Was this review helpful to you?
or
ফালতু বই
Was this review helpful to you?
or
I inspired. realy great awesome book
Was this review helpful to you?
or
শকুন
Was this review helpful to you?
or
কি সব অখাদ্য কুখাদ্য!
Was this review helpful to you?
or
যারা ইচ্ছাকরে খারাপ রিভিউ/রেটিং দিচ্ছেন যাতে বই না বিক্রি হয়।তাদের বলছি। ৫.৫ লাখ ফলোয়ার সুখন ভাইয়ের সাথে ৫.৫ লাখ ভালবাসা। পাবলিক ঠিক করে নিয়েছে আরো ১ মাস আগে যে বই কিনবে কিনা।আপনার বাজে রেটিং এ কিছু আসে যায় না। বইটি বেস্ট সেলার হবে। এবং পারলে মেলায় গিয়ে দেইখেন সুখন ভাইর অটোগ্রাফের জন্য হাজার লোক সিরিয়াল ধরবে। বইটার দাম ২০০ কেন ৩০০ হলেও পাবলিক কিনার জন্য লাইন ধরবে।
Was this review helpful to you?
or
একটু পড়ে দেখুন থেকে যতটুকু পড়লাম, তাতে ১ তারা দেয়াই শ্রেয়।
Was this review helpful to you?
or
আমার কিছু বন্ধুবান্ধব বইটা পড়েছে।লেখকের সাথে দেখাও করেছে বইটা নিয়ে। লেখক যেমন অমায়িক বইটাও তেমনি অসাধারন। কিন্তু রিভিউ দেখে তো ওনার প্রতি রেসপেক্ট আরো বেড়ে গেলো।কারন কিছু নিচুমানুসিকতার লোক ওনার বই যাতে বিক্রি না হয় সে জন্য বাজে রিভিউ দিচ্ছে এখানে। সুখন এর জন্য শুভেচ্ছা। বইটা আশা করি খুব ভালো জনপ্রিয় হবে।
Was this review helpful to you?
or
নতুন ধান্দাবাজির পথে যাত্রা শুরু হল
Was this review helpful to you?
or
একটা অবাক করা বিষয় কি জানেন? বইটাও ভালো সব লেখাও ভালো পাঠকরা পড়লে যেকেউ পছন্দ করবেন।কিন্তু কিছু লোক খারাপ রিভিউ
Was this review helpful to you?
or
এই বইটা জাজ করতে একটুকু লেখাই যথেষ্ঠ।আমরা ৩বান্ধবি ৩কপির অর্ডার করেছি। অপেক্ষায় আছি। খুব সুন্দদর ও কাজের একটা বই। জাজ করার লেখাটুকু হলঃ এ বইটা গল্পের নয় কিংবা দর্শনেরও নয়। সাংঘর্ষিক অনুভূতির সংকলন বলা যেতে পারে। নাগরিক জীবনে প্রতিনিয়ত অনেক কিছু দেখেও না দেখার ভান করার বোকামি চতুরতার অসহায় বহিঃপ্রকাশ। কেউ অনুভূতি লুকিয়ে রাখে, কেউ চুপচাপ ব্যক্তিগত ডায়েরিতে লিখে রাখে, কেউবা ইন্টারনেটে প্রকাশ করে সারা পৃথিবীকে জানিয়ে দিতে চায়। বইয়ের কোথাও কোনো ধারাবাহিকতা নেই, নেই কোনো পক্ষপাত। একবার ঘর্মাক্ত রিকশাচালকের মাথায় বয়ে চলা কষ্টের কথা বলা হয়েছে তো আরেকবার শিল্পাঞ্চলের জ্যামে। নিজের বিশাল পাজেরো গাড়িতে বিরক্তি নিয়ে বসে থাকা শিল্পপতির মাথায় কী চিন্তা চলছে তা বোঝার চেষ্টা করা হয়েছে। কখনো নারীর দৈনন্দিন সংগ্রামের কথা আবার কখানো। ক্রিকেটে জেতার আনন্দ আর ফুটবলে হেরে যাওয়া নিয়ে আক্ষেপ করা হয়েছে। বাংলাদেশকে নিয়ে। একবার অনেক আশাবাদী আবার পরেরবার হতাশার কথা বলা হয়েছে। সাধারণ বাংলাদেশি মস্তিষ্কে নিউরন সেলের বিক্রিয়াগুলোকে কালো হরফে আঁকার চেষ্টায় এই বই।
Was this review helpful to you?
or
ইন্ডিয়া থেকে বলছি। বইটা অর্ডার দিয়েছি। বহুটাকা বাড়তি দিয়ে কিনতে হচ্ছে। কারন ডেলিভারি খরচ। কিন্তু হলফ করে বলছি হাজার টাকার বেশি দিয়ে কিনলেও জিতবো। যতটুকু পড়েছি।মুগ্ধ হয়েছি।আপনার অনেক ফ্যান আছে কলকাতাতে দাদা। বইটা বেস্ট সেল হোক
Was this review helpful to you?
or
Great bookk By Solaiman shukhon
Was this review helpful to you?
or
This is actually a collection of thoughts and ideas. You may not like it but indeed a great collection for someone who aspires to become successful in life. I really liked this book.
Was this review helpful to you?
or
5★ dile o kom hoye jabe... Mon valo korar moto boi..D-motivate thakle boi ta porle motivate howa jay... Joss a Bookk From Noakhali Boss. 3
Was this review helpful to you?
or
বইটাতো ভালো। পড়ে যতটুকু পড়েছি। বই মেলায়ও পাঠকেরা প্রকাশনির সামনে মস্তিষ্কের ক্যানভাসের জন্য ভীড় জমায়।গতকাল ত সুখনন সাব ছিল। কম হলেও ৩-৪ শ অটোগ্রাফ দিতে হইছে। প্রথমম দিনে এতভীড় খুব কম হয়। বেষ্ট সেলারে থাকবে বইটা মনে হচ্ছে। শিক্ষনীয়ও বটে বইটা।
Was this review helpful to you?
or
এই মাত্র বইটটা পড়ে শেষ করলাম। যাস্ট ওয়াও ওয়াও এন্ড ওয়াও। খুব ভালো লাগল। রেটিং ৫★ দেয়া বেষ্ট। খুব জোস বই! রকমারিকে ধন্যবাদ বইটা পৌছে দেয়ার জন্য
Was this review helpful to you?
or
Digital excretion. Waste of time money. Too bad cannot give less than 1 star.
Was this review helpful to you?
or
সোলায়মান সুখনের ১টা বড় গুণ হলো।তার বক্তৃতা শুনার সময় কেউ বিরক্ত হয় না ঘন্টার পর ঘন্টা শুনে যায়। এই বইতেও তিনি সে গুণটা দিয়েছেন। বইটা ১রাতে পুরোটা পড়েছি কোন বিরক্ত হইনি।খুব ইন্টারেস্টিং। জোসস বই! !!
Was this review helpful to you?
or
'মস্তিষ্কের ক্যানভাস' এর মত বই বাংলাদেশে দরকার।প্রচুর দরকার। সর্বস্তরের জনগনের জন্য এমন বই! আমার পরিবারকে বইটা সাজেস্ট করেছি। বন্ধুদের করেছি।আত্মীয়দেরর করেছি। তারা অনেকেই মেলা থেকে বইটা কিনেছে।ভালো রেস্পন্স। এগিয়ে যাক মস্তিষ্কের ক্যানভাস। সুখন বস সেলুট
Was this review helpful to you?
or
প্রথমে রেটিং দেখে তো মাথায় বাজ পড়ল। প্রথম রেটিং গুলোই লো রেটিং দেয়া। পরে সী-মোর-রেটিং এ গিয়ে দেখি ভালোই রেটিং পেয়েছে। এবং একটা বিষয়ে ক্লিয়ার হলাম। যারা বেড রেটিং দিয়েছে তারা বইটা না পড়েই ইচ্ছে করেই বেড রেটিং দিয়েছে,তারা ব্যক্তিগত ভাবে সুখনকে অপছন্দ করে। আর যারা ভালো রেটিং দিছে তাদের অনেকেই বইটা পুরোটা পড়েছে। আবার কেউ 'একটু পড়ে দেখুন' থেকে পড়ে দিয়েছে গুড রেটিং গুলো। হেটার্সদের মুখে কালি দিয়ে হয়ত সেরা বিক্রিত বই হয়ে যাবে এটি। এগিয়ে যাক সত্যতা। মস্তিষ্কের ক্যানভাস। অর্ডার করেছি গতকাল রাতে। শুভেচ্ছা।
Was this review helpful to you?
or
হোয়াট আ বুক বস! এতদিন অপেক্ষায় ছিলাম।আমাদের চৌমুহনীতে অনেক ভক্ত আছে আপনার বস! তারা সবাই মিলে আমরা বই মেলায় আসবো। শুক্রবারে সাথে সেলফি তুলবো বস। ভালোবাসা। বইটা এবারে বেস্টসেলার হবে
Was this review helpful to you?
or
What a book! Respect bere gelo... Kine felbo Boi melay e giye.
Was this review helpful to you?
or
Amazing
Was this review helpful to you?
or
wow.Shukhon er boi.. Ektu porlam khub interesting! Order done!
Was this review helpful to you?
or
যেটুকু পড়েছি।বইটাতো ভালোই।ভালো বলতে ভালো খুব। কিন্তু দুষ্টু চক্রের লোকেরা খারাপ রিভিউ দিচ্ছে কেন এখানে? এরা সুখন সাহেবের হেটার্স নয় তো? আজাইরা থাকলে যা হয় আরকি।ঘরে ভাতের চাল নেই।এখানে এসে আরেকজনের বিরুদ্ধধে খারাপ রেটিং দিচ্ছে। বইটা ভালোই। আমি অর্ডার দিচ্ছি এখনি।
Was this review helpful to you?
or
'একটু পড়ে দেখুন' থেকে যতটুকু পড়েছি।মুগ্ধ হয়েছি। ৫ টা বই অর্ডার দিয়েছি। ৪ প্রিয় ব্যক্তিতে গিফ্ট করব। আমার প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষককে। হাইস্কুলের প্রধানশিক্ষককে। কলেজের প্রিন্সিপালকে। আর আমার মাকে!! যারা পড়বে তারাই মুগ্ধ হবে। আগামী বৃহস্পতিবার হাতে পাবো আশা করি।
Was this review helpful to you?
or
বইটা পড়লে নিজের মধ্যে সচেতনতা গড়ে উঠবে দেশ প্রেম জেগে উঠবে। মোটিভেট হবে ডিপ্রেশনে থাকা মানুষ গুলো। ধন্যবাদ বস। দেখা হয়ে যাবে এবারের বই মেলায় আশা করি। লাভ ইউ সুখন স্যার ফ্রম জার্মান।
Was this review helpful to you?
or
এত ব্যস্ততার মাঝেও বই লেখেন, এটা অত্যন্ত প্রশংসনীয়। আশা করি প্রতি বই মেলায় তার লেখা বই পাবো।
Was this review helpful to you?
or
fine...???
Was this review helpful to you?
or
কিছু বই থাকে যগুলা পড়লেই নেশা কাজ করে। এই বইটাওও তেমনি হবে যতটুকু পড়ে বুঝলাম। নেশার মত কাজ করে ভাল লাগা কাজ করে হাতে পাওয়ার অপেক্ষায়।
Was this review helpful to you?
or
Love
Was this review helpful to you?
or
Such a good book.Creative thought. Love it
Was this review helpful to you?
or
Here he defined some social aspect and values which will help to identify problem.Usually its a book of knowledge.
Was this review helpful to you?
or
Truly insipered !!!
Was this review helpful to you?
or
waiting for the book.wish good luck vaiya .. and yup bad people go for sure your birth position.
Was this review helpful to you?
or
#আমাদের অন্যতম দুটি বড় সমস্যা,১.চিলে কান নিছে!এটা শুনেই আমরা দৌড়াদৌড়ি শুরু করে দেয়। ২.আমরা উলঙ্গ তাতে সমস্যা নাই;অপরের ছেড়া কাপর দেখলে আমরা নাক সিটকায়! লেখকের প্রতি খুব বেশী আবেক দেখিয়ে নয়,বরং ভালো থাকার,ভালো রাখার এবং ভালো কিছু ;দেশ,সমাজ,সমাজের মানুষকে দেয়ার মাধ্যমে একটা সুন্দর মস্তিষ্কের মানুষ এবং একটা সুন্দর মানুষের মাধ্যমে একটা সুন্দর সমাজ সর্বোপরি একটা ভালো দেশ গড়ার জন্য এরকম বই পড়া এবং এই ধরনের চিন্তা করাটা খুব গুরুত্বপূর্ন। #পরিবর্তন আসুক নিজের হাত ধরেই#
Was this review helpful to you?
or
মস্তিষ্কের অনেকটা জুড়েই বইটা মুখস্ত করে ফেলেছি প্রায়। সব কিছু মানার চেষ্টা করব। এমন বইয়ের লেখক আমাদের দেশে অভাব। ১০টা উপন্যাস পড়া থেকেও এই একটা বই পড়াটা খুব কাজের। ল্যাভ ইউ সোলায়মান স্যার। 3 3
Was this review helpful to you?
or
প্রেরনার মূখ্যপাত্র সোলিয়মান ভাই, এত ব্যস্ততার মাঝেও বই লেখেন, এটা অত্যন্ত প্রশংসনীয়। আশা করি প্রতি বই মেলায় তার লেখা বই পাবো।
Was this review helpful to you?
or
Nice a book.. i already order for 6 book. 5star 3
Was this review helpful to you?
or
মানুষ কি ভাবছে বা বলছে সেটা আমার মাথা ব্যাথা না, বইটা পড়ে আমার ভালো লেগেছে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের এই বই টা একবার পড়ে দেখা উচিৎ এবং পুরোটা শেষ পর্যন্ত পড়া উচিৎ। ধন্যবাদ সোলায়মান সুখন ভাই এমন একটা বই আমাদের উপহার দেয়ার জন্য।