User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আগে থেকে বলে না দিলে [এক ষোলো বর্ষীয় তরুণের বেড়ে ওঠার দিনলিপি] বেশিরভাগ পাঠকই এই লেখাগুলোর [মাধ্যমিকের খেরোখাতা] লেখককে মনে মনে অন্তত মাধ্যমিক পড়ুয়া ছাত্র ভাববেন বলে মনে হয় না। প্রবচনগ্রন্থের সাথে আমাদের পরিচয় আছে। এ বইটিকে সে কাতারেও ফেলা যায়। কিন্তু এ তো দিনলিপিও। আবার লেখক পরবর্তি জীবনে নামকরা চিত্রশিল্পী। সে কারনে ভবিষ্যত্ চিত্রশিল্পীর 'মাধ্যমিক' জীবনের আঁকিবুকির অভ্যাসও এই দিনলিপির পাতায় পাতায় প্রকাশিত। প্রতিদিন শত শত বই প্রকাশিত হয় সারা পৃথিবীতে। সে বইগুলোর মধ্যে খুব কম বইই থাকে যেগুলো শুধু বিষয়ে নয়, বইটা বই হিসেবেও ব্যতিক্রম ধরনের। শিল্পী-কবি-চিন্তাবিদ নাজিব তারেকের 'মাধ্যমিকের খেরোখাতা' বইটি তেমনই একটি বই। প্রায় হুবহু দিনলিপিটাকেই বইয়ে রূপান্তরের একটা প্রচেষ্টা চোখে পড়বে এই বইটি হাতে নিয়েই। যেখানে বাংলাদেশের অনুর্ধ্ব আঠারোর কিশোর-যুবক অথচ চিন্তায় তার চাইতেও অগ্রসর একজন মানুষের চিন্তা-- তার সময়, সমাজ,দেশ- রাজনীতি, মানবিক বোধের নানান অনুন্মোচিত দিকে আলো ফেলবার প্রচেষ্টা ধরা পড়েছে। পাঠককে তো আলোকিত করবেই। বরং পাঠক এ বই পাঠ করতে করতে নিজেকেই লেখকের এই লেখাগুলোর নির্মাণকালীন সময় ও বয়সের সাথে মিলিয়ে নিয়ে নতুনভাবে আবিষ্কার করতে পারবেন। -সঞ্জয় ঘোষ
Was this review helpful to you?
or
'মাধ্যমিকের খেরোখাতা' এক ষোলো বর্ষীয় তরুণের বেড়ে ওঠার দিনলিপি--- বইয়ের প্রচ্ছদপটে এমনটা বলা হলেও গ্রন্থপাঠে সেটা একদমই মনে হয়নি। মনে হয়েছে, এ যেন এক বোদ্ধা জীবনশিল্পীর জীবনাভিজ্ঞতার খণ্ড খণ্ড সারাৎসার। নাজিব তারেক আনুষ্ঠানিক শিল্পকলার পাঠ গ্রহণের আগে জীবন ও জগৎ নিয়ে যা ভাবতেন তারই অভিভাষ্য এই গ্রন্থ। এ গ্রন্থপাঠে পাঠক এমন এক কিশোরকে পাবেন, যিনি কথা বলেন দার্শনিকের মতো। বইটি পড়ে আমি মুগ্ধ, অভিভূত। ---মতিন রায়হান ২৩.০১.২০১৯