User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
যেমনি অসাধারণ প্রচ্ছদ তেমনি অসাধারণ বই।
Was this review helpful to you?
or
আমার পড়া বাংলা সাহিত্যের সেরা উপন্যাস। লেখিকার সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করি
Was this review helpful to you?
or
এ এক অনবদ্য আখ্যান। লেখিকার জন্য শুভকামনা এবং এরকম আরও অনেক বইয়ের প্রত্যাশা।
Was this review helpful to you?
or
আমার পড়া সেরা দশটা বইয়ের তালিকায় সবসময়ই এই বই টা থাকবে। এরকম অসাধারন লিখা খুব কম ই পরেছি। বইটা একদিন চিরায়ত সাহিত্যের মর্জাদা পাবে বলে আমি বিশ্বাস করি। লেখিকার জন্য শুভকামনা
Was this review helpful to you?
or
লেখিকা হিসেবে ইশিতা জেরিন যে কতটা পাকা তার প্রমাণ পাওয়া যায় এই উপন্যাসে। এতটা মুন্সিয়ানা দেখাবেন তা অনুমান করতে পারিনি। লেখার গাঁথুনি, শব্দের খেলা, ঘটনার সাবলীল প্রবাহ, সবকিছুই মুগ্ধতা ছড়িয়েছে। বাংলা সাহিত্যের একটি ক্লাসিক হিসেবে এটি স্থান করে নেবে বলে আমার বিশ্বাস।
Was this review helpful to you?
or
জানতাম ভাললাগবে কারণ আগের দুইটা বই ও খুব ভাললেগেছিল। কিন্তু এই বইটা একদম ই অন্যরকম লাগল। কারণ বইটার বর্ননা সম্পূর্ণই আলাদা। খুব সুন্দর।
Was this review helpful to you?
or
If you are looking for something exceptional to read, than this book is one of those for you.
Was this review helpful to you?
or
Excellentbook. Books are weaved with words. But I lost my words to describe how awesome this book is. Reading this book, I have become speechles. Marvelous piece of literature.
Was this review helpful to you?
or
বেশির ভাগ বই ই আমার ভাললাগে। কিন্তু এই টাইপের বই এটাই ফার্স্ট পড়লাম। বইটার গল্প বা বর্ণনা পুরাই আলাদা। এখানে অনেক চিন্তাভাবনার ঘটনা ছিল কিন্তু আমি সে সব নিয়ে চিন্তা করার সুযোগই পায়নি। কারন আমি এটা চিন্তা করতেই ব্যাস্ত ছিলাম যে কাষ্ঠাসন, যুথযান, তঙ্কা, ধুম্রকাঠি, লৌহবর্ত্ম এসব শব্দ মানুষ পাই কোথায় থেকে। এসব শব্দ তো জীবনেও শুনিনি। আর বই এ নির্ঘণ্ট না থাকলে জীবনেও জানতে পারতাম না।
Was this review helpful to you?
or
বই এর ভিতরে যত ঢুকছিলাম পরার আগ্রহ, আকাঙ্খা আর তৃষ্ণা ততই বাড়ছিল। শেষে অনেক দীর্ঘশ্বাস আর তৃষ্ণা নিয়ে বই টা শেষ হল। আশা করি বই টার একটা সিকুয়েল পরতে পারব।
Was this review helpful to you?
or
ak kothae osadharon. arokom uponnas bangla sahitte r lekha hoyeche kina janina. tobey lekhokar kach thaka arorom aro onak kichu pabo boley asha rakhi
Was this review helpful to you?
or
আমি কখনওই অপরিচিত লেখক-লেখিকাদের বই পড়ি না। কিন্তু এই বইটা হঠাৎ চোখে পড়ল এবং কভারটা খুব ভাল লাগল দেখে বইটা কিনেই ফেললাম। এরপর বইটা যখন পড়লাম, তখন পড়েও খুব ভাল লাগল। সম্পূর্ণ ভিন্নধর্মী এই বই পড়ার সময়টুকু জুড়ে অসাধারণ একটা ভাল লাগা কাজ করেছে। বইটা নিসন্দেহে এক নিশ্বাসে পড়ার মত একটা উপন্যাস। আর সব শেষে এই কথা বলব ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার কথাটা সব ক্ষেত্রে সত্যি না।
Was this review helpful to you?
or
পড়া শেষ করলাম । অসাধারন একটা উপন্যাস । নিঃসন্দেহেই বাংলা সাহিত্যের একটা নতুন দিগন্তরুপে স্থান পাবে এই অচিন্তনীয় উপাখ্যান । লেখিকা যে কল্পনার জগৎ সৃষ্টি করেছেন সেখানে ঘটা অদ্ভুতুড়ে ঘটনাগুলোকে একটুও অসঙ্গতিপূর্ণ মনে হয় নি । আত্মহত্যা করা মানুষের লাশ ছোট হয়ে যাওয়া , মানুষের রহস্যময় ভাবে নিখোঁজ হয়ে যাওয়া , জিবন্ত প্রেতে পরিনত হওয়া সবই বাস্তবিক লেগেছে । চরিত্রগুলো প্রানবন্ত হয়ে উঠেছে । কল্পনার সেই জগৎ এর অস্তিত্ব সত্যিই কোথাও আছে মনে হয়েছে । চমকপ্রদ এই উপন্যাসের প্রতিটা ঘটনা লেখিকার বিস্তীর্ণ কল্পনার ক্ষমতাকে প্রকাশ করেছে । বইটা পড়ার সময় আমি এর প্রত্যেকটা বাক্যে, প্রত্যেকটা পাতায় , অধ্যায়ে বুঁদ হয়ে থেকেছি। সর্বোপরি এই কথায় বলতে পারি যে , যেকোনো বইপ্রেমি মানুষই বইটা পড়ে নিজেকে ঋদ্ধ করতে পারেন ।
Was this review helpful to you?
or
একসময় দিনরাত গল্পের বইয়ে মুখ গুঁজে পড়ে থাকতাম। কিন্তু বর্তমানের কর্মব্যস্ত জীবনে আর আগের মত বই পড়ার সময় পায় না। দুদিন আগে আমার জন্মদিনে স্কুললাইফের একজন ঘনিষ্ঠ বন্ধু বইটা গিফট দিয়ে একেবারে হুকুম করে বসল বইটা শীঘ্রই পড়ার জন্য। পরে কোন এক সময় পড়ব ভেবেও আজ বিকেলে কি মনে করে বইটা পড়া শুরু করলাম এবং এক নিঃশ্বাসে পড়ে শেষ করে উঠলাম। বইটা শেষ না করে কিছুতেই উঠতে পারছিলাম না। খেতে বসেও মন পড়ে ছিল বইটাতে। সত্যিই এই লেখিকার ক্ষমতা আছে প্রত্যেকটা বাক্যে আকর্ষণের জাল বুনার যা পাঠককে বেঁধে রাখে বইয়ের পৃষ্ঠাতে পৃষ্ঠাতে। পাঠক হারিয়ে যায় লেখকের সৃষ্ট বইয়ের জগতে। এই গল্পের জাদুময় জগতের মত এই লেখিকার হাতেও মনে হয় আছে কোন জাদুর কলম যার অসামান্য লেখনিশক্তি পাঠককে মুগ্ধ করে রাখে। অনেক বছর পর একটা ভালো উপন্যাস পড়লাম। লেখিকার আরো দুটি উপন্যাস আগেই প্রকাশ পেয়েছে দেখলাম। সেগুলোনও পড়ার জন্য প্রবল আগ্রহ বোধ করছি। আশা করি পড়ে ফেলব খুব তাড়াতাড়ি। অবশেষে লেখিকা ইশিতা জেরিনকে সাধুবাদ জানাই আর বাংলাদেশের পাঠকগোষ্ঠীকে অভিনন্দন এরকম একজন অসাধারন সাহিত্যিকের লেখার সাথে পরিচিত হওয়ার, তাঁর লেখা পড়ার সুযোগ পাওয়ার জন্য, যার লেখা পড়ে আমি পাঠমুগ্ধ।