User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
মন খারাপ থাকলে বইটা পড়ে দেখা উচিত।
Was this review helpful to you?
or
খুবই মজার একটি বই।লেখককে ধন্যবাদ মন ভালো করার মতো একটি বই লিখার জন্য।
Was this review helpful to you?
or
খুব মজার একটি বই।
Was this review helpful to you?
or
তরুণ কয়েকজন লেখকের মৌলিক গল্প নিয়ে এই বই সাজানো। যিনি সম্পাদনা করেছেন, ইমন চৌধুরী বর্তমান সময়ে সাহিত্যাঙ্গনে পরিচিত মুখ। দৈনিক যুগান্তরে কর্মরত ইমন চৌধুরী এর আগে দেশের প্রথম সারির দৈনিকগুলোতেও ফিচার বিভাগে কাজ করেছেন। এই বইয়ের গল্পগুলো আপনাকে হাসতে বাধ্য করবে। কখনো হু হু হা হা করে, কখনোবা মুচকি হাসি দেবেন আপনি।
Was this review helpful to you?
or
বইটি মুলত একটি হাস্যরসাত্মক বা বিনোদনমুলক বই।ভালো বইটি।
Was this review helpful to you?
or
ভালো বই
Was this review helpful to you?
or
অনাবিলহাসির আয়োজন ।
Was this review helpful to you?
or
১১০ টাকা দিয়ে কিনলাম বইটি।কিনা স্বার্থক হয়ে গেছে।
Was this review helpful to you?
or
ভালো
Was this review helpful to you?
or
চারপাশে হাসির ঘটনা তো কম ঘটছে না। এর মধ্যে আবার হাসির বই কেন? তার ওপর হাসির গল্পের সমস্যাও অনেক। প্রথম সমস্যা হচ্ছে আজকাল আর হাসির গল্প পড়ে লোকজন হাসতে চায় না। আরেকটা বড় সমস্যা হচ্ছে সময়। হাসির গল্প পড়বে, লোকজনের অত সময় কই? এত সব বাধার পরও ভাবলাম, একটা হাসির বই প্রকাশ করা যাক। কতজন তো কত কিছুই করছে। কেউ ঘুষ খাচ্ছে, কেউ অন্যের জমি দখল করে দিব্যি মার্কেট তুলে কামাই-রোজগার করছে, কেউ ব্যাংক থেকে টাকা নিয়ে মেরে দিচ্ছে, দুর্নীতির টাকায় কেউ ছেলে-মেয়েকে ইউরোপ-আমেরিকায় পাঠাচ্ছে পড়াতেÑ তার চেয়ে একটা হাসির গল্পের বই-ই তো করছি। এ আর এমন বড় অপরাধ কী! আরো একটা ব্যাপার আছে। একদল তরুণ লেখক এত সব পথ খোলা থাকতে হাসির গল্প লিখছেÑ এটাও তো চাট্টিখানি কথা না। তারা যদি হাসির গল্প না লিখে নানা রকম অপকর্ম করে বেড়াত, সেটা কি দেখতে ভালো দেখাত? তার চেয়ে লিখতে চাচ্ছে লিখুক না। খারাপ কিছু তো করছে না। এ বইয়ে যাদের গল্প স্থান পেয়েছে তাদের কেউ কেউ লেখক হিসেবে পাঠক মহলে এখন বেশ পরিচিত। বাকিরাও খুব একটা পিছিয়ে নেই। হয়তো আর কয়েকটা বছর। তারপর তারাও হয়ে উঠবে পাঠকপ্রিয়। আমি নিজেও হাসির গল্প লেখার অপচেষ্টা করেছি জীবনে বহুবার। সঙ্গে একাধিক শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকার সাপ্তাহিক রম্য ও বিদ্রæপ ট্যাবলয়েড সম্পাদনা করার সুবাদে এই তরুণ লেখকদের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। সব মিলিয়ে মনে হলো ছড়িয়ে-ছিটিয়ে থাকা তাদের এই গল্পগুলো এক মলাটে বন্দি করা যাক। সাহিত্যদেশের প্রকাশকও বেশ রসিক মানুষ। প্রস্তাবটা তাকে দিতেই তিনি একটা মিষ্টি হাসি দিয়ে বললেন, ‘করে ফেলেন ভাই।’ আমার আর কী! ধরা খেলে প্রকাশক খাবেন। আমি সম্পাদনার কাজে নেমে পড়ি। আরেকটি কথা, এ বইয়ে যেসব গল্প স্থান পেয়েছে তার অধিকাংশই দেশের শীর্ষস্থানীয় একাধিক দৈনিক পত্রিকার রম্য ও বিদ্রæপ ট্যাবলয়েডে প্রকাশিত হয়েছে ইতিপূর্বে। কিছু গল্প কেবল এ বইয়ের জন্যই লেখা হয়েছে। হয়তো সব গল্প পড়ে হো হো করে হাসি আসবে না আপনাদের। তাতে কী? একদল তরুণ লেখক উঠে আসছেÑ এটাও তো আমাদের জন্য কম আনন্দের বিষয় না। অনেক দিন হলো আমরা একজন সৈয়দ মুজতবা আলী কিংবা একজন তারাপদ রায়ের অপেক্ষায় আছি। পথটা অন্তত খোলা থাক। ইমন চৌধুরী ০২.০৫.২০১৮
Was this review helpful to you?
or
এটি একটি রম্য গল্পের বই।
Was this review helpful to you?
or
বইটি খুব মজার।
Was this review helpful to you?
or
সাম্প্রতিক সময়ে যাদের লেখায় সমৃদ্ধ হয় জাতীয় পত্রিকার রম্য বিভাগগুলো। তাদের ২১ জন তরুণ গল্পকারের ২১টি রম্যগল্প নিয়ে এই সংকলন। পাঠক পড়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। সুলভ মূল্যে হাসির গল্পে যাদের গল্প স্থান পেয়েছে: সোহেল নওরোজ, রিয়াজুল আলম শাওন, স্নিগ্ধা আফসানা রোশনী, রাজীব নন্দী, মাসুদ রানা আশিক, আসাদ আল ইমরান, রফিকুল ইসলাম কামাল, মো. হাসান মুন্না, হাদী আকাশ, আলমগীর খন্দকার, মাসুমা রুমা, মিসবাহ মুকুল, এমদাদ হোসেন শরীফ, ফরিদুল ইসলাম নির্জন, শুভ মন্ডল দীপঙ্কর, তারেকুর রহমান, মেহেদী হাসান গালিব, আফরীন সুমু, কাজী সুলতানুল আরেফিন, রুবেল কান্তি নাথ, সোহেল রানা।