User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Bad bad bad bad bad bad bad
Was this review helpful to you?
or
সস্তা আবেগের বাড়াবাড়ি। ব্যক্তিগত পরিচয় থেকে বইটা কেনা।
Was this review helpful to you?
or
খুব ভালো লেগেছে।
Was this review helpful to you?
or
It's awesome
Was this review helpful to you?
or
বুক রিভিউ: মাশরাফিনামা লেখক: রাকিব আল হাসান মাশরাফিনামা বইটার মধ্যে লেখক মাশরাফিকে বিভিন্ন ক্যারেকটারে তুলে ধরেছেন। ছোটবেলার কৌশিক থেকে আজকের এই মাশরাফি হয়ে ওঠার পেছনের ছোট ছোট কাহিনি দিয়ে তুলে ধরা হয়েছে৷ মাশরাফিনামা বইটা পড়লে আপনি এমন অনেক জানা অজানা তথ্য পাবেন যা আপনাকে মুগ্ধ করবে। ইন্সপেকশন পাবেন ঘুরে দাড়াবার। প্রত্যেকটা অধ্যায়ে নিজেকে হারিয়ে ফেলবেন। মাশরাফি শুধু একটা নাম না একজন মহান ব্যাক্তির একজন এই মাশরাফি।
Was this review helpful to you?
or
ক্রিকেটটা প্রিয়, প্রিয় মাশরাফি। ২০১৬ তে চিটাগাং ভার্সিটির এক কোমলমতী মেয়ে বলেছিল- "আমি নক্ষত্রকে ছুঁয়ে দেখিনি, ছু্ঁয়েছি মাশরাফিকে!" গুরু সত্যিই পাগলা। নইলে এমন পা নিয়েও কেউ পাগুলে দৌঁড় দেয়? এই পাগলামি দেশের জন্য, এই পাগলামি আমাদের জন্য। বড্ড ইচ্ছে পাগলটাকে জানব। ছোটবেলায় তিনি ছিলেন টারজান। বড় হয়ে মাশরাফি। পার্থক্য কিয়ৎ, মিল বৃহৎ। টারজানও লিডার, ম্যাশও লিডার। টারজান বনের, ম্যাশ বাঘেদের। বাঘেরা বনে থাকে, কিছুকিছু থাকে মাশরাফির অধীনে। টারজান সেখানে দখল নিতে আসে না। ২০০৭ এ ভারতের বিপক্ষে সাদাপোশাকে চট্টগামে অভিষিক্ত হোন সাকিব আল হাসান। সে ম্যাচে প্রথম এবং শেষবার টেস্টে ম্যাচসেরা মাশরাফি! নিছকই এক ঘটনা। ভিন্নচোখে দেখুন, এক যুগ পর সেটি স্রেফ ঘটনা নয়। সাকিব এখন এমন একজনের নেতৃত্বে খেলছেন যাকে চিনেছেন পথচলার প্রথম পদক্ষেপে। মুগ্ধ কি হননি এতটুকু? হয়েছেন। হয়েছেন বলেই বলেছেন, তিনি চাইলে অনায়াসেই ভালোমানের অলরাউন্ডার হতে পারতেন। তিনিটা ম্যাশ! পোশাকে ভিন্নতা অাছে, আছে ফরম্যাটে। নেই এক জায়গায়। ক্রিকেটক্ষেত্রে, অভিন্ন সত্তায়। ইঞ্জুরি হার মেনেছে। আদর্শ হিসেবে নতশীরে মেনে নিয়েছে মাশরাফিকে। না মেনে উপায় কোথায়? তাকে কি এতোবার হারাতে পেরেছে কেউ? হয়ত পারবেও না! ম্যাশের মতো ইঞ্জুরিও ফিরে আসবে বারবার, গড়ে তুলবে নতুন কোনো মাশরাফি। মাশরাফি নয়, অনেকটা তার মতোন! তিনি তো একজনই। নানা নানির দুরন্ত কৌশিক, বাবা মা'র মিষ্টি কৌশিক, মামার বন্ধুবৎসল ভাগিনা, ভাইয়ের কলার উঁচানোর সাহসি মানসিকতা, সুমির দুষ্টু কৌশিক, সাহেল-হুমায়রার প্রিয় বাবা আর আমাদের একজন মাশরাফির ক্যারিয়ারে পড়ন্ত বিকেলের ছায়া ক্রমশ বাড়ছে। বয়স পঁয়ত্রিশ। দর্শনশাস্ত্রের ছাত্র মাশরাফির কাছে জীবনের এই বেলায় এসে দর্শনটা হচ্ছে অর্ধেক জীবন কাটিয়ে এসেছেন। বাকী যে ক'দিন বাঁচবেন, বাঁচতে চান মানুষের জন্যে। ভাবনার জানলায় জীবনকে দুইভাগে দেখেন মাশরাফি। মাশরাফি হয়ে উঠার আগের তিনি, পরের তিনি। একটা জায়গায় এসে দুইয়ের মাঝে সম্পর্ক রেখা টানেন। মানুষের ভালোবাসায়। মাশরাফির কাছে ক্রিকেট হচ্ছে হার্টের প্রকোষ্ঠ, পরিবারের পরেই ক্রিকেট। গাঁয়ের মেঠোপথ ধরে হাঁটতে ভালোবাসেন তিনি, দেশ মানে তার কাছে নিখাদ ভালোবাসা। মাশরাফি বিন মোর্ত্তজা। প্রিয় ক্যাপ্টেন, প্রিয় নেতা, ঠোঁটের কোণে এক চিলতে হাসির নিশ্চয়তা। ভরসার নাম, প্রেরণার নাম। মাশরাফি দীর্ঘজীবী হোন। নড়াইল এক্সপ্রেসে চড়ে আরেকটু সুসময়ে কাটুক ক্রিকেট বাংলাদেশের বিশ্বভ্রমণ। সেই ফাঁকে আপনাকে নিয়ে আরো কয়েকটি মহাগ্রন্থ তৈরি হোক। কল্পনার রঙ ছড়িয়ে পড়ুক মনের আকাশে, রংধনু রঙে রাঙ্গুক আপনার প্রতিবিম্ব।
Was this review helpful to you?
or
বাড়াবাড়ি
Was this review helpful to you?
or
মাশরাফি কে নিয়ে লেখা অসাধারণ বই.......যিনি পড়বেন তিনিই ইন্সপায়ার্ড হবেন......ভালবাসা রইল রাকিব আল হাসানের জন্য..........
Was this review helpful to you?
or
এত বাজে বই মানুষ লেখে কিভাবে? আলতু ফালতু বকবক, অতিরিক্ত সস্তা আবেগের ছড়াছড়ি। লেখক নিজেকে বিশ্বকবি মনে করেনে। ?