User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#রকমারি_রিভিউ_প্রতিযোগ_জানুয়ারি . কিবোর্ডিং : একের ভিতর অনেক . . রিভিউ'র শিরোনামেই বলেছি একের ভিতর অনেক। তার মানে এটি নির্দিষ্ট কোনো জনরার বই নয়। এই বইতে রয়েছে একাধারে গল্প, কবিতা, প্রবন্ধ, কথোপকথন ও অনুবাদ। শক্তপুক্ত বাঁধাই ও উন্নত পৃষ্ঠা কোয়ালিটির এই বইটি পাঠক পড়তে পারবে অনায়সেই। বইটির প্রচ্ছতও চমৎকার। এবার আর কোনো ভণিতা ছাড়াই বই বিশ্লেষনে চলে যাই। . কালো মেয়ে হয়ে জন্মানোটা আমাদের সমাজে কত বড় অভিশাপ জানেন তো? না? এই বিষয়ে অনেকেই অনেক গল্প লিখেছে। কিন্তু কিবোর্ডিং বইতে আব্দুল্লাহ আল মামুন এই কালো মেয়ের গল্পটি লিখেছেন একটু অন্যরকমভাবে। . "হারিকেনের উষ্ণ কাঁচে আঙুল পোড়া দাগটা বুঝা যাবে কাল দিনের আলোয়, তবে মনের পোড়া দাগ! সে কি দেখা যাবে?" উক্তিটি বোরহানউদ্দীনের লেখা "দিদি" গল্পের। লেখকের আরও গল্প বোধহয় অনলাইনে পড়েছি আমি। হয়তো পড়েছেন আপনারাও। দিদি গল্পটা পড়ে এক অজানা শূন্যতায় আমার বুকটা ভরে গিয়েছিল। মনে হচ্ছিলো গল্পকথকের মতো যদি আমার জীবনটাও হয়? না না। এটা আমি কল্পনাও করতে পারি না। কারণ পরিবারের কথা ভেবে নিজের সুখ বিসর্জন দেওয়ার মতো মন মানসিকতা এখন আর কয়জনেরই বা আছে? . অহেতুক সন্দেহ অথবা ওথেলো সিন্ড্রোম থেকে কত ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে সেটা বুঝতে পারবেন নকীব মুহাম্মদ হাবিবুল্লাহ'র রোমাঞ্চ গল্প মিসট্রাস্ট পড়ে। মিসট্রাস্ট মানে কি বুঝতে পারছেন তো? না বুঝাই ভালো। কারণ বুঝে গেলে গল্পের টুইস্ট শেষ। . হরর গল্প "অভিশপ্ত তারিখ"। লিখেছেন মারিয়া কবির। বড় পরিধির এই গল্পটি পড়ার সময় বারবার ভয়ে জুবুথুবু হচ্ছিলাম আর পরে কি হবে সেটা জানতে মরিয়া হয়ে উঠছিলাম। . মুহাম্মদ ফজলুল হকের লেখা টুনি গল্পটা সম্পর্কে কিছু বলতে গেলেই মনে হচ্ছে স্পয়লার হয়ে যাবে। তাই টুনিকে টুনটুনি পাখির মতোই অধরা রেখে দিলাম আমার রিভিউতে। . মোহাম্মদ ফয়সাল আহমেদের বিচিত্র গল্পটা পড়ে গল্পকথককে আপনার অপরাধী মনে হতে পারে। কিন্তু বাবা মায়ের খেয়াল না রাখা সন্তানদের এমন পরিণতি হওয়া উচিৎ বলেই আমি মনে করি। . একটা পাখির জন্যও যে বুকের ভিতর এতটা মায়া পুষে রাখা যায় সেটা রুদ্র রামিমের " একটি ঘুঁঘুঁ ও কয়েক ফোঁটা অশ্রু" না পড়লে বুঝতে পারতাম না। আমার কেমন যেন কান্না পাচ্ছিল গল্পটা পড়ে। পাখিটার জন্য এতকিছু করেও শেষে কি না পাখিটাকে আর নিজের কাছে রাখতে পারলো না পাখির মালিক! . হাস্যকর হলেও বলতে হচ্ছে যে আমাদের নিজস্ব জগতের বাহিরেও একটা জগত আছে এখন। সেই জগতের নাম ফেইসবুক। সেই জগতে ঢুকে গেলে ডাক্তার দেখাতে আসা রোগীও তার সিরিয়াল ব্রেকের খবর পায় না। পাবে কি করে? সে তো ডাক্তারের চেম্বারের সামনে বসে ছিল না। সে সেখান থেকে চলে গিয়েছিল ফেইসবুকে। আর এই সুযোগে পরের সিরিয়ালের রোগী আগে চলে গিয়েছে। গল্প অবশ্য এখানেই শেষ না। গল্পটি পড়তে হলে আপনাকে কিবোর্ডিং বইয়ের ১০৯-১১২ পৃষ্ঠা জুরে থাকা শাকিলা শিমুলের"হাফকেজি পেস্ট আর এক কেজি ডিম" গল্পটি পড়তে হবে। গল্পের নামটাই দারুণ, না? . এখন বলবো শেখ ইমরানের অপরাজিত গল্পটি সম্পর্কে। কখনও শুনেছেন স্যারের বউয়ের ডেলিভারি পেইনের খবর শুনে ক্লাসভর্তি সব ছাত্র-ছাত্রী হাসপাতালে ছুটে যায়? হুম স্যার যখন ক্লাস করাচ্ছিলেন, তখনই খবরটা পান সে(যদিও বাড়ি থেকে আসার পথে অবস্থা অল্প খারাপ দেখে এসেছিলেন স্যার) । আর ছাত্ররাও তার সাথে ছুটলো। কিন্তু হাসপাতালের দারোয়ান তো এতজনকে ভেতরে ঢুকতে দিবে না। তাহলে এখন কি হবে? . বইতে এতগুলো গল্প যে সবগুলো সম্পর্কে একটু একটু করে লিখতে গেলেও আমার লেখাটা আর রিভিউ না থেকে রচনা হয়ে যাবে হয়তো। আর সব গল্প বলে ফেললে স্পয়লার হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। শুধু এটুকু বলতে পারি যে আমি নিজেই রিভিউ লেখার সময় সিদ্ধান্তহীনতায় ভোগছিলাম যে কোন গল্প রেখে কোন গল্পের কথা বলবো। আর ১৯২ পৃষ্ঠার বইতে একইসাথে জায়গা করে নিয়েছে সাহিত্যের অনেক গুরুত্বপূর্ণ কিছু অংশ। যেমন; গল্প, কবিতা, প্রবন্থ, কথোপকথন। এছাড়াও অনুবাদও রয়েছে বইটিতে। গল্প সম্পর্কে তো কিছু বলালামই। এটুকু পড়েই যে কেউ বুঝে নিতে পারবে যে বইটিতে কেমন সমৃদ্ধ সব গল্প ঠাঁই করে নিয়েছে। এইবার কবিতার কথা বলি। কবিতা বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে রেখেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি গল্প লেখার চেয়ে কবিতা লেখা বেশি কঠিন। কিবোর্ডিং বইটিতে দারুণ দারুণ সব কবিতার উপস্থিতি রয়েছে। কবিতাগুলোতে কবিরা খেলেছেন শব্দ নিয়ে। উপযুক্ত শব্দ চয়ন, প্রতিশব্দের ব্যবহার এবং ছোট পরিসরে কয়টি লাইনের মাধ্যমে বিশাল কিছু বুঝিয়ে ফেলাটাই কবিতার স্বার্থকতা বলে মনে করি আমি। বইয়ের প্রত্যেকটি কবিতাই এই গুণগুলি বহন করেছে। . আর কথোপকথনকে তো কথোপকথন না বলে গল্পই বলা চলে। জীবনের সূক্ষতম নানান বিষয়ে দুইয়ের মধ্যে থাকা কথোপকথনগুলো যেন মন কেমন করে দেয়। . এইবার আসি প্রবন্ধের কথায়। আমরা প্রবন্ধ পড়তে চাই না। প্রবন্ধ ভালো লাগে না। কারণ আমাদের ভালো লাগে কাল্পনিক গল্প-কবিতা। কিন্তু প্রবন্ধে যে শিক্ষণীয় বিষয়গুলো আমাদের চোখে ধরা দেয় তার সবটা আমরা বুঝার চেস্টা করি না। অথচ আমাদের বাঙালি জাতির কিন্তু প্রচুর সীমাবদ্ধতা রয়েছে। জ্ঞান সীমাবদ্ধতা। আমার মনে হয় আমরা সাহিত্যের প্রবন্ধ বিষয়টাকে অন্য সব বিষয়ের চেয়ে বেশি প্রাধান্য দিলে আমাদের জ্ঞান পিপাসা মিটতো। আর কিইবা জ্ঞান পিপাসা মিটবে? কারণ কয়জন বাঙালির জ্ঞানপিপাসা রয়েছে আজকাল? রয়েছে তো কেবল অর্থ পিপাসা। . সবশেষে একটি কথাই বলতে চাই আর সেটি হচ্ছে একই বইয়ে একই মলাটে আবদ্ধ গল্প, কবিতা, প্রবন্ধ, কথোপকথন আর অনুবাদ পড়ার সুযোগ বোধহয় সচরাচর আমাদের হয় না। তাই এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না বোধহয়। কিবোর্ডিং বইটি পড়ে একটি বই হাতে নিয়েই সাহিত্যের একাধিক শাখা থেকে ঘুরে আসুন। আপনার পাঠ শুভ হোক। . বই সংক্রান্ত তথ্য ____ বই : কিবোর্ডিং সম্পাদক : শারমিন আহমেদ এবং সঞ্চিতা দাশ সৃষ্টি। প্রকাশনী : শিলা প্রকাশনী প্রচ্ছদ : সৈয়দ সাখাওয়াত হোসেন তমাল পৃষ্ঠা : ১৯২ মূল্য : মুদ্রিত মূল্য ২৯৫ টাকা