User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Rafia Rahman

      19 Mar 2025 10:43 AM

      Was this review helpful to you?

      or

      ❝ওকে ধরো, যেভাবে পারো ওকে ধরো। ওকে আমার লাগবেই! ওকে মেরে ফেলতে হবে। অল্পবয়েসী একটা ছেলেই আমার দরকার!❞ — এই দুটো লাইন আবার কোনোদিন শোনা লাগবে ভাবতেও পারেনি সৌধ। কিন্তু মনের কল্পপটে সেই রাতের বিভীষিকা আবারও ফুটে ওঠে! তার স্বাভাবিক জীবনে আবারও আগমন ঘটে কয়েকবছর আগে ঘটে যাওয়া সেই মাঝরাতে শোনা গল্পের "অভিশাপ"- এর... এক সমুদ্র বইয়ের কারবার মনসুর ভাইয়ের। বইয়ের প্রতি ভালোবাসা থেকেই পরিচয় হয় সৌধের সাথে। হয়ে ওঠে অতি-আপনজন। একবার কাজের খাতিরে দেশের বাইরে যাওয়ার কারণে সৌধের হাতে দিয়ে যান প্রিয় লাইব্রেরির দায়িত্ব। তুমুল বৃষ্টির রাতে মনসুর ভাইয়ের ছাত্র ইমতিয়াজ সালেহীনের সাথে পরিচয় হয়। অল্পসময়ের মধ্যেই খাতির হয়ে যায় দু'জনের। প্রায়ই আড্ডা দেওয়া শুরু হয়। ইমতিয়াজের এলাহি বড়োলোকি কাজকারবার, অদ্ভুত আচরণ, গল্প বলার জাদুকরী ক্ষমতা যেমন মুগ্ধ করে তেমনি ভয়ও ধরিয়ে দেয়! কেমন জানি অস্বস্তি হয়! ইমতিয়াজের অদ্ভুত সুন্দর বৈচিত্র্যে ভরপুর ছাদবাগানে মধ্যরাতে সৌধ যা দেখে... তার সমস্ত যৌক্তিক ভাবনা যেন ওলট-পালট হয়ে যায়! মৃত্যুর ওপার থেকে কেউ কি ফিরে আসতে পারে? একটুখানি ব্রেক নেওয়ার জন্য ছোট্ট একটা বই পড়বো ভাবনা থেকেই বুকশেলফের সামনে ঘোরাঘুরি করতে করতে হাতে তুলে নিয়েছিলাম "মাঝরাতে একটা গল্প শুনিয়েছিলেন"। কিন্তু ছোট্ট বই হলে কি হবে প্লট, লেখনশৈলী, বর্ণনার কারণে কয়েকবসায় শেষ না করে ছাড়তে পারিনি। মৌলিক সাইকোলজিক্যাল থ্রিলার হিসেবে নিঃসন্দেহে দারুণ একটা বই! চারবছর পর দেশে ফিরে সৌধ বুঝতে পারে অতীত তার পিছু ছাড়েনি। যে ভয় থেকে পালিয়ে বেড়াচ্ছে তার মুখামুখি হবে, করবে রহস্যদ্ধার। পুরোনো দুই বন্ধু রাদিফ ও খসরুকে খুলে বলে কেন তার জীবন থেকে শান্তি উধাও হয়ে গেছে। ঝড়বৃষ্টির রাতে বারান্দায় বসে কাহিনী শুনার পর সিদ্ধান্ত নিয়ে ফেলে এর শেষ দেখে ছাড়বে তারা। বইয়ের শুরুটা এইভাবেই। সৌধ, ইমতিয়াজ বাই ব্রন স্টোরিটেলার কিনা জানি না কিন্তু যেভাবে ঘটনাগুলো বর্ণনা করা হয়েছে তন্ময় হয়ে পড়ে গেছি। বইয়ের সেরা অংশ আমার কাছে মাঝের অংশ যেখানে ৫জন মিলে নিজেদের প্রতিদিনকার বোরিং জীবন থেকে ব্রেক নিয়ে রহস্যের কিনারা করতে দলবেঁধে নেমে পড়ে। এই অংশে এতোই মগ্ন ছিলাম যে সময়ের হিসাব ছিল না। শেষ অংশে এসে যুক্তি দিয়ে খণ্ডে খণ্ডে ব্যাখ্যা করা ভালো লেগেছে। বইয়ে কয়েকবার ইমতিয়াজের বই লেখার কথা বলা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত এমন কিছুই দেখা যায়নি। আশা করেছিলাম বই প্রকাশ হবে আর নতুন কোনো চমক আসবে। কিন্তু তা আর হলো না। তবে একটা খটকা আছে। যেখানে ওষুধ দিয়েই অজ্ঞান করা যায় সেখানে কেন ভয় দেখিয়ে অজ্ঞান করতে হবে? বইয়ের গল্প বলা বা উল্লেখযোগ্য অধিকাংশ ঘটনাই ঘটেছে ঝড়বৃষ্টির সময়ে। লেখকের সম্ভবত ঝড়বৃষ্টি বেশিই ভালো লাগে। প্রথমে হরর মনে হলেও ইউ-টার্ন নিয়ে যেভাবে সাইকোলজিক্যাল থ্রিলারের রুপ নিলো... মারাত্মক! হিস্ট্রি, মিথ, হরর, সাইকোলজি, মিস্ট্রির মিশেলে দারুণ একটা বই। তবে একটা আফসোস আছে... মনসুর ভাইয়ের লাইব্রেরির মতো এতো বিশাল ব্যক্তিগত লাইব্রেরি দেখার সৌভাগ্য এখনও হয়নি। কোনোদিন হবে কি? বই: মাঝরাতে একটা গল্প শুনিয়েছিলেন লেখক: নসিব পঞ্চম জিহাদী জনরা: সাইকোলজিক্যাল থ্রিলার প্রচ্ছদ: আবুল ফাতাহ প্রকাশনী: বুকস্ট্রিট প্রথম প্রকাশ: ফেব্রুয়ারী ২০১৯ পৃষ্ঠা সংখ্যা: ১২৬

      By Dewan Nazmul Islam

      27 Apr 2022 12:00 PM

      Was this review helpful to you?

      or

      seiii

      By আরিয়ান শুভ

      10 Mar 2021 10:59 AM

      Was this review helpful to you?

      or

      বই: মাঝরাতে একটা গল্প শুনিয়েছিলেন জনরা : সাইকোলজিক্যাল থ্রিলার লেখক: নসিব পঞ্চম জিহাদী প্রকাশনী: বুক স্ট্রিট মুদ্রিত মূল্য : ২৪০ টাকা পৃষ্ঠাসংখ্যা : ১২২ ব্যক্তিগত রেটিং : ৪/৫ কাহিনী সংক্ষেপ ---------------------------- অনেকটা হঠাৎ করেই সৌধ নামের এক তরুণ ক্যাফে বুকওঅর্ম নামের একটা লাইব্রেরি’র লাইব্রেরিয়ান হিসেবে দায়িত্ব পেয়ে যায়। সেখানেই ঝড়বৃষ্টির এক রাতে ওর পরিচয় হয় ইমতিয়াজ সালেহীনের সাথে। ভদ্রলোক একটু রহস্য করে কথা বলতে পছন্দ করেন। গল্প বলার সময় মানুষকে একদম মন্ত্রমুগ্ধ করে রাখতে পারেন তিনি। বিশেষ করে ভৌতিক কিছু বর্ণনা করার সময় কণ্ঠ আর ভাষা দিয়ে এমন একটা আবহ তৈরি করেন যে ভয় না পেয়ে উপায় থাকে না। বিচিত্র সব গাছ-পালায় ঘেরা এক ছাদে সৌধকে একদিন তার জীবনের একটা গল্প শোনান তিনি। সেই গল্প শুনে তীব্র ভয় গ্রাস করে ফেলে সৌধকে। সে কোনমতে পালিয়ে আসে সেখান থেকে। আর এরপর থেকেই প্রবল একটা দুঃস্বপ্ন ওকে তাড়া করতে শুরু করে। নবাবদের আমলে আর্মেনিয়ানদের ছোটো একটা দল সাথে করে একটা বিশেষ জিনিস নিয়ে এসেছিলো এই দেশে। যেটাকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার জন্য মধ্যযুগ থেকে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। অল্টারনেটিভ হিস্ট্রিতে নবাবদের পতনের পেছনেও এই নিষিদ্ধ জিনিসটাকে দায়ি করা হয়ে থাকে। কিন্তু এর সাথে একজন সাধারণ লাইব্রেরিয়ানের সম্পর্ক কী? আর একটা গল্প শুনেই বা সে এতো ভয় পেলো কেন? পাঠ প্রতিক্রিয়া -------------------------- ● প্লট বইয়ের প্লট বেশ আকর্ষণীয় । ঝড়বৃষ্টির রাতে, থমথমে পরিবেশে বলা একটা গল্পের শেষ পরিণতি হয়েছে ইতিহাসের পাতায় । সাইকোলজিক্যাল থ্রিলার প্লট হিসেবে বেশ যথার্থ ই বলা চলে । বিশেষত ঠাণ্ডা মস্তিষ্কে একটা মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা তুলে ধরার ই একটা প্রয়াস দেখিয়েছেন লেখক । ● চরিত্রায়ন গল্পের মূল চরিত্র সৌধ ও ইমতিয়াজ সালেহীন ছিল বেশ ডেভেলপড্ । বিশেষত ইমতিয়াজ সালেহীন চরিত্রটি এতটাই বাস্তবসম্মত লেগেছে যে আমি একরকম ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম তাকে কল্পনা করে । এছাড়া অন্যান্য পার্শ্বচরিত্রগুলোর চরিত্রায়ন মোটামুটি লেগেছে । ● ভাষাশৈলী ও স্টোরিটেলিং প্লট ই যেহেতু গল্প বলা নিয়ে তাই এরকম একটা বইয়ের ভাষাশৈলী খুবই স্ট্রং হওয়া উচিত । লেখক এখানে বেশ ভালো কাজ দেখিয়েছেন । ধীরে ধীরে পাঠক গল্পের ভেতরে ঢুকে পড়বেন । স্টোরিটেলিং এই বইয়ের সবথেকে বড় প্লাস পয়েন্ট। লেখকের গল্প বলার ভঙ্গি বেশ সাবলীল । পুরো বইতে গল্পের ছন্দপতন তেমন লক্ষ্য করিনি । যখন যেভাবে এগোনো দরকার সেভাবেই প্লট ড্রাইভ করে গেছেন লেখক । কখনও উত্তম পুরুষে কখনওবা নাম পুরুষে গল্প এগিয়েছে । প্লট বিল্ডাপ করতে যদিও বেশ খানিকটা সময় নিয়েছেন লেখক। তবে সব মিলিয়ে স্টোরিটেলিং আমার ভালো লেগেছে । এই বইটা পড়তে পড়তে হুমায়ূন আহমেদের 'আমি এবং আমরা' বইয়ের স্বাদ পাচ্ছিলাম যেন । ● পরিণতি গল্পের পরিণতি রীতিমত চমকপ্রদ । শেষের দিকের টুইস্টগুলো খুবই ভালো লেগেছে । শেষটা যদিও একটু তাড়াহুড়ো করে লেখা বলে মনে হল আমার । আরেকটু সময় নিয়ে গল্পের ইতি টানা যেত বলে মনে করি । শুরুটা ধীরেসুস্থে হলেও শেষটা ছিল গতিশীল । ● বইয়ের প্রোডাকশন বইটা এসেছে বুকস্ট্রিটের মলাটে । বইয়ের প্রচ্ছদটাতে আরেকটু ডিটেইলিং আনলে বেশি ভালো হত । তবে পৃষ্ঠার মান ও বাঁধাই বেশ ভালো । আর টুকটাক বানান ভুল চোখে পড়েছে । সব মিলিয়ে এই ছিল 'মাঝরাতে একটা গল্প শুনিয়েছিলেন' নিয়ে আমার আলোচনা । সময় করে পড়ার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন । পারলে লবণ এবং চিনি কম খাবেন ।

      By G. M. Shahnewaz

      23 Aug 2021 12:57 PM

      Was this review helpful to you?

      or

      খুবই উপভোগ্য। এক বসায় শেষ করেছি।

      By Hafizul Islam Hridoy

      27 Mar 2020 02:28 PM

      Was this review helpful to you?

      or

      যারা থ্রিলার পড়তে ভালবাসেন তাদের জন্য এটা পড়া অবশ্যক। Indeed, it is one of the most thrilling books I have ever read.

      By Dr. Asif Shufian Arnab

      30 Jan 2020 01:05 AM

      Was this review helpful to you?

      or

      এক কথায় অসাধারণ ছিলো, প্রথম ৫০-৬০ পেজ কিছু হবে হবে করেই যাবে কিন্তু তারপর থেকে শুরু হবে মুল পর্ব, টুইস্ট আর টুইস্ট, সাথে আড্ডার কিছু কাল্পনিক চিত্র তুলে ধরা, সাথে ওয়েদার,আর স্মোকার দের জন্য আর ইকটু বেশি , আরো থাকবে ইতিহাসের ক্লাস , ছোট খাটো অ্যাডভেঞ্চার,সব মিলিয়ে সত্যিই অসাধারণ , বেশি কিছু বলবোনা যারা পড়েননি পড়ে ফেলুন ৷

      By Nabony

      28 Nov 2019 11:28 AM

      Was this review helpful to you?

      or

      The story was promising at the beginning but the writer messed up near the end. Interesting plot but mediocre execution.

      By Md. Mahfuzur Rahman

      14 Nov 2021 12:50 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ একটা বই। ঘটনাগুলো মনে হবে চোখের সামনে ঘটছে। বোর হবার সুযোগ নেই। লেখক আমার বন্ধু ৫০০ টাকার বিনিময়ে এর থেকে বেশি আর কিছু লিখতে পারলাম না।

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!