User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
দুই দুগুণে এক মোহাম্মদ অংকন গল্পগ্রন্থ: দুই দুগুণে এক লেখক: আরণ্য সুজন প্রকাশক: মোরশেদ আলম হৃদয় প্রকাশনী: বাবুই প্রকাশনী, ঢাকা প্রকাশকাল: আগস্ট-২০১৮ ইং আইএসবিএন: ৯৭৮-৯৮৪-৯২৫৬৭-৪-৮ পৃষ্ঠা: ৯৬ মূল্য: ১৮০ টাকা মাত্র। গণিতের ভাষা বলে ‘দুই দুগুণে চার’। কিন্তু ‘দুই দুগুণে এক’ও হয় এমন ধারণাকে গল্পে গল্পে উপস্থাপনার প্রয়াস চালিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় গল্পকার আরণ্য সুজন। তিনি একই শিরোনামে দশটি ছোটগল্প নিয়ে বইটি সাজিয়েছেন। প্রতিটা গল্প কাল্পনিক হলেও লেখক পাঠকের চাহিদা, সময় ও সমসাময়িক বিষয়গুলো মাথায় রেখে গল্পগুলো তুলে ধরেছেন। ‘মা’কে উৎসর্গকৃত গল্পের বইটিতে ‘মা’ শিরোনামে একটি গল্প প্রথমেই স্থান করে নিয়েছে। ছোট ছেলে ও মায়ের কথোপকথনের মধ্য দিয়ে শুরু হওয়া গল্পটি যেন প্রতিটি স্নেহময়ী মায়েদেরকেই নির্দেশ করে। মায়েরা ছেলেদের জন্য মাটির ব্যাংকে, বাঁলিশের নিচে, শাঁড়ির আঁচলে টাকা রেখে জমিয়ে ছোট ছেলেকে না দিয়ে বড় ছেলেকে দেয়, এ যেন ধ্রব সত্য। আর ছেলের বিপদে মায়েরা যেন সবসময়ই পাশে থাকতে চায়। এই গল্পে লেখক দেখিয়েছেন কিভাবে হাত কেটে রক্ত ঝরিয়ে ছেলের জন্য সমবেদনা জানানো যায়। লেখকের এই অনবদ্য গল্পটি আমি আমার মা-কে পড়ে শুনিয়েছি। এ যেন মায়েদেরই গল্প। মাত্র ৯৬ পৃষ্ঠার গল্পগন্থটিতে ‘ক্রসফায়ার’ শিরোনামে একটি গল্প জায়গা করে নিয়েছে। বর্তমান সময়ে ক্রসফায়ারের মত বিষয়টিকে গল্পের আবরণে তুলে ধরা সত্যই যেন প্রশংসিত। গল্পটি পড়ে পাঠকহৃদয়ে ক্রসফায়ারজনিত ভীতি দুরীভুত হবে। ‘যে অশ্রুতে আগুন ঝরে’ শিরোনামের গল্পটিতে লেখক রাজনীতিমুলক কিছু প্রসঙ্গ টেনেছেন। ‘নীল’ নামের একটি চরিত্রের আগমন ঘটিয়ে সময়োপযোগী সংলাপ গল্পটিকে অনন্যমাত্রায় নিয়ে গিয়েছে। ‘নীল, তুমি অনেক ছোট ছেলে..’ ‘আমি বয়সে ছোট হলেও সাহসে আপনার চেয়ে বড়’- এমন জবাবে রাজনৈতিক নেতা ক্ষেপে উঠলেও পরিনামে নীলের ডান হাতের মুষ্টির আঘাতে সমাজের দুঃশ্চরিত্রবান ব্যক্তির অবসান হয়। তরুণ পাঠকদের গল্পটি সত্যই অনুপ্রেরণার মাধ্যম হবে। আমাদের পরিবেশ দূষণের অন্যতম একটি পদার্থ হল- পলিথিন। এমন বিষয়বস্তুকে কেন্দ্র করে সুদীর্ঘ একটি গল্প ‘পলিথিনের সিংহবধ’ যেন গল্পসাহিত্যের এক ভিন্নরুপ মাত্র। লেখকের জবানীতে গল্পের কথোপকথন, প্রকৃতি-পরিবেশ আত্মঃস্থ করে ভাবনার উদয় করা, বড় কথা বন্য প্রাণী শিয়ালের মুখ থেকে কথা শোনার অভিপ্রায় ঘটানো হয়েছে। শেয়াল লজ্বা পেয়ে বলছে, ‘এখানে ফল খুব কম পাওয়া যায়। অনেক দাম ফলের..।’ মোটের ওপর কাল্পনিক আভাসে গড়ে ওঠা গল্পটি পাঠ উপযোগী মনে হয়েছে। আরেকটি গল্পের কথা এ পরিসরে না বললেই নয়। ‘পুতুল খেলা’ শিরোনামে লেখক একটি গল্প তুলে ধরেছেন। খুলনা শহরের অষ্টম শ্রেণির ছাত্রী অবন্তিকা। এ চরিত্রের মধ্য দিয়ে আকস্মিক দেশপ্রেমের আভাস দেওয়া হয়েছে তরুণপ্রজন্মকে। অবন্তিকা পুতুল খেলার ছলে অনেক কিছু আবিষ্কার করে ফেলে। অবন্তিকা লক্ষ্য করে, পুতুলটির বুকে বাংলাদেশের মানচিত্র আঁকা। মানচিত্রের মাঝখানে লাল কালিতে লেখা- ‘বাংলাদেশ’। কিসের পুতুল, কোথাকার পুতুল, এসব আর বলছি না। গল্পটি পড়ার মধ্য দিয়ে বিষয়টি উপলদ্ধি করার আহ্বান করছি। গল্পের বইটিতে আরও কয়েকটি গল্প হল- ‘স্বপ্ন চুরি’, ‘ফাঁদ’, ‘নদীপাড়ে রহস্যের ঢেউ’, ‘যুদ্ধশিশু’ ও ‘তেলবাজি’। সবগুলো গল্পই পাঠযোগ্য মনে হয়েছে। তেলবাজী গল্পটি লেখক অসমাপ্ত রেখেছেন। হয়তো এই বইটি পাঠকপ্রিয় হলে লেখক আরও কোনো একটি বই লেখার সিদ্ধান্ত নিবেন। ক্ষুদ্র এ আলোচনায় মনে হতে পারে বইয়ের শিরোনাম কেন ‘দুই দুগুণে এক’ করা হল। কিংবা এই শিরোনামে কেন কোনো গল্প নেই? আসলে লেখক ভাবের অবতারনার তাগিদে গল্পগ্রন্থটির নামটি একটি আর্কষণীয় করে রেখেছেন। কিন্তু এখানেও ‘কিন্তু’ রয়েছে। আমাদের বর্তমান সমাজব্যবস্থা অনিয়মের বেড়াজালে পড়ে হিসাব-নিকাশ বদলাতে শুরু করেছে। ক্ষমতাসীনরা নয়-ছয় করেই চলেছে। তারা এখন এমনই হিসাব কষে ‘দুই দুগুণে এক’। কথা হল, কখন আমরা শিখবো- ‘দুই দুগুণে চার’ হবে আর কখন ‘দুই দুগুণে এক’ হবে না। দিনের শেষে রাত আসে আবার দিন আসে; কিন্তু বাস্তব জীবনের কিছু হিসাব মেলে না। আশা করছি, বইটি পাঠের মাধ্যমে পাঠক হিসাব মেলানোর উপায় খুঁজে নিজেকে চিনতে পারবে। শেষকথা, মৌসুমী বই প্রকাশনার গন্ডি থেকে বেড়িয়ে তরুণ এই লেখক পাঠকদেরকে নতুন একটি স্বাদ দেওয়ার চেষ্টা চালিয়েছেন বলে তাকে ধন্যবাদ জানাই। বইটি পড়ে আমার ভীষণ ভাল লেগেছে। আশা করছি, প্রিয় পাঠকেরা বইটি সংগ্রহ করে লেখকের শ্রমকে স্বার্থক করবেন। আলোচক: কবি ও কলামিস্ট, ঢাকা। গল্প লেখকের সংক্ষিপ্ত পরিচয়: আরণ্য সুজন, মাতা প্রয়াত পারুল রাণী বড়ুয়া, পিতা মিলন প্রভাষ বড়ুয়ার এক মেয়ে আর পাঁচ ছেলের মধ্যে সে পঞ্চম সন্তান। পিতৃভূমি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলা হলেও তার জন্ম খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায়, ২০শে ফেব্রয়ারি, ১৯৮২ সালে। দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে ইংরেজি সাহিত্যে অনার্স পাশ করার পর উচ্চ শিক্ষার জন্য পাড়ি জমায় যুক্তরাজ্যে। যুক্তরাজ্য থেকে এমবিএ পাশ করে দেশে ফিরে আসে। বর্তমানে কর্মরত রয়েছে নোমান গ্রুফ অব ইন্ডাজট্রিজে ‘প্লানিং ডিপার্টমেন্ট’ এর সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে। প্রকাশিত বইয়ের সংখ্যা দু’টি। প্রথম উপন্যাস ‘মধ্যরাতের সূর্য’ ব্যাপকভাবে পাঠকনন্দিত হয়েছে। এবার গল্পগ্রন্থ ‘দুই দুগুণে এক’ প্রকাশ করেছে।
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই। ছোট গল্পের জগতে এক নতুন বিস্ময়! প্রচলিত ধারা থেকে বের হয়ে নতুন এক ধারা সৃষ্টি করেছেন আরণ্য সুজন। লেখকের পরবর্তী বই পড়ার লোভ সামলাতে পারছি না। প্রিয় রকমারি কে অনুরোধ করবো এই লেখকের নতুন বই আসার সাথে সাথেই যেন আমাকে ইমেইল করা হয়। আমার লেখাটি যারা পড়ছেন তাদেরকে অনুরোধ করবো যেন বইটি একবার পড়েন। ধন্যবাদ।
Was this review helpful to you?
or
সাহিত্যের পদচরণায় নতুন লেখকদের মধ্যে প্রিয় একজন তরুণ কথাসাহিত্যিক " আরণ্য সুজন " । লেখকের প্রথম উপন্যাস " মধ্যরাতের সূর্য " পড়ে যেমনটা বই পড়ার রস খুঁজে পেলাম ; তেমন লেখকের ছোট গল্প " দুই দুগুণে এক " পড়ে বই পড়ার সার্থক স্বাদ পেলাম । নতুন লেখক হিসাবে এত ভাল লিখেন তা কোন পাঠক উনার লেখা বইসমূহ না পড়লে বুঝতে পারবেন না বইটা কেমন তা । আমার কাছে এক কথায় অসাধারণ একটি ছোট গল্পের বই " দুই দুগুণে এক " । তাই আমি পাঠক হিসাবে অন্য পাঠকদের অনুরোধ করবো ; কেউ নতুন বই , নতুন লেখকের বই পড়তে চাইলে কথাসাহিত্যিক " আরণ্য সুজন " এর লেখা বই " দুই দুগুণে এক " কেনার জন্য ।
Was this review helpful to you?
or
অসাধারণ সব ছোট ছোট গল্প নিয়ে বইটি সাজানো! পড়ার পরই বোঝা যাবে 'দুই দুগুণে এক' এর অন্তর্নিহিত অর্থ। টাকা এবং সময় দুটোই সার্থক হবে।