User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বুক রিভিউ:- দ্য চেজ লেখক- ক্লাইভ কাসলার অনুবাদ- আরিফ জামান প্রকাশনী- রোদেলা প্রকাশনী অনুবাদ: ৪/৫ ক্লাইভ কাসলার এর দ্য চেজ উপন্যাসটির কাহিনী সংক্ষেপ নিচে দেওয়া হলো: দ্য চেজ উপন্যাসটি ১৯০৬ সালের আমেরিকান ওয়েস্টের পটভূমিতে রচিত। এটি একটি রহস্য ও অ্যাকশন-প্যাকড থ্রিলার, যেখানে একজন বিখ্যাত ডিটেকটিভ, আইজ্যাক বেল, তাকে একটি ধারাবাহিক ব্যাংক ডাকাতির মামলার তদন্তে নিযুক্ত হন। ডাকাতটি অত্যন্ত চালাক এবং প্রতিবারই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। ডাকাতের পরিচয় কেউ জানে না, শুধু এটুকু জানা যায় যে সে একজন অত্যন্ত বুদ্ধিমান ও নিষ্ঠুর অপরাধী, যাকে "দ্য বুচার ব্যান্ডিট" নামে ডাকা হয়। গল্পের তিনটি অংশ: ১. অপরাধ ও তদন্ত: দ্য বুচার ব্যান্ডিট পশ্চিম আমেরিকার বিভিন্ন রাজ্যে (কলোরাডো, ক্যালিফোর্নিয়া, মন্টানা) ব্যাংক ডাকাতি চালায়। তার পদ্ধতি অত্যন্ত নিষ্ঠুর—সে ব্যাংকের কর্মচারী, ক্লায়েন্ট, এবং পুলিশ অফিসারদের হত্যা করে, যাতে তার অপরাধের কোনো সাক্ষী না থাকে। ভ্যান ডর্ন ডিটেকটিভ এজেন্সি এই মামলার তদন্তের দায়িত্ব দেয় তাদের সেরা ডিটেকটিভ, আইজ্যাক বেলকে। বেল আবিষ্কার করে যে ডাকাতটি অত্যন্ত সুনিপুণভাবে পরিকল্পনা করে এবং ট্রেনের সময়সূচী ও পুলিশের প্রতিক্রিয়া সম্পর্কে গভীর জ্ঞান রাখে। ২. দ্য বুচার ব্যান্ডিটের পরিচয়: তদন্তের মাধ্যমে বেল আবিষ্কার করে যে ডাকাতটি আসলে একজন ধনী ও সম্মানিত ব্যাংকার, জ্যাকব ক্রমওয়েল। ক্রমওয়েল তার দ্বৈত জীবনযাপনের মাধ্যমে ব্যাংক ডাকাতি চালায় এবং কেউ তাকে সন্দেহ করে না। ক্রমওয়েল ট্রেনের মাধ্যমে পালানোর একটি জটিল পদ্ধতি ব্যবহার করে, যা তাকে প্রতিবারই ধরা পড়ার হাত থেকে থেকে বাঁচায়। বেল যখন ক্রমওয়েলের কাছাকাছি পৌঁছান, ক্রমওয়েলও তার সম্পর্কে জানতে পারে এবং বেলকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এভাবে ডিটেকটিভ ও অপরাধীর মধ্যে একটি বুদ্ধির লড়াই শুরু হয়। ৩. চূড়ান্ত মুখোমুখি: উপন্যাসের চূড়ান্ত অংশে ক্যালিফোর্নিয়ায় একটি ট্রেনে বেল ও ক্রমওয়েলের মধ্যে একটি মরণপণ লড়াই হয়। এই লড়াই চলাকালীন সান ফ্রান্সিসকোতে বিখ্যাত ১৯০৬ সালের ভূমিকম্প ঘটে, যা গল্পটিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে। বেল ক্রমওয়েলকে চালাকিতে হারিয়ে দেন এবং ট্রেনে একটি চূড়ান্ত লড়াই হয়। বেল ক্রমওয়েলকে ন্যায়বিচারের মুখোমুখি করেন এবং মামলাটির সমাপ্তি ঘটান। ### গুরুত্বপূর্ণ চরিত্র: দ্য চেজ উপন্যাসটি ২০শ শতকের শুরুর দিকে আমেরিকা জুড়ে একটি রোমাঞ্চকর ধাওয়া নিয়ে গঠিত। উপন্যাসের এই চরিত্রগুলি গল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। . ★আইজ্যাক বেল: একজন দক্ষ, ধনী, এবং সম্পদশালী ডিটেকটিভ। তার তীক্ষ্ণ বুদ্ধি এবং ন্যায়বিচারের প্রতি অটুট বিশ্বাস তাকে একজন দুর্দান্ত ডিটেকটিভ বানিয়েছে। বেল অপরাধীদের পিছনে সর্বশক্তি দিয়ে লাগেন এবং বিপদের মুখোমুখি হয়েও দায়িত্ব থেকে পিছপা হন না। ★জ্যাকব ক্রমওয়েল (দ্য বুচার ব্যান্ডিট): একজন বুদ্ধিমান মানুষ, কিন্তু নিষ্ঠুর অপরাধী। সে তার সম্মানিত ব্যাংকারের মুখোশের আড়ালে অপরাধ চালায়। তার পদ্ধতি অত্যন্ত পরিকল্পিত এবং সে কোনো রকম অনুশোচনা ছাড়াই মানুষ হত্যা করে। ★ম্যারিয়ন মরগ্যান: বেলের প্রেমিকা। একজন স্বাধীন, দৃঢ়চেতা মহিলা। তিনি বেলের তদন্তে সাহায্য করেন এবং তার চরিত্র উপন্যাসটিতে আবেগগত গভীরতা যোগ করে। . উপন্যাসের মূল বিষয়বস্তু: ★ভালো ও মন্দের লড়াই: একজন ন্যায়পরায়ণ ডিটেকটিভ এবং একজন নিষ্ঠুর অপরাধীর মধ্যে লড়াই গল্পটির মূল চালিকাশক্তি। ★প্রযুক্তি: ২০ শতকের শুরুর দিকের প্রযুক্তি, যেমন স্টিম ট্রেন এবং ফরেনসিক পদ্ধতি, গল্পটিকে সমৃদ্ধ করেছে। ★ন্যায়বিচার ও নৈতিকতা: আইজ্যাক বেল ন্যায়বিচারের প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ, এমনকি যখন তার জীবন বিপন্ন হয় তখনও। ★ঐতিহাসিক ঘটনা: সান ফ্রান্সিসকোর ভূমিকম্পের মতো বাস্তব ঐতিহাসিক ঘটনাগুলো গল্পটিকে আরও জীবন্ত করে তুলেছে। ★উপসংহার: দ্য চেজ একটি অ্যাকশন-প্যাকড ঐতিহাসিক থ্রিলার, যা পাঠকদের দেয় দারুণ উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা। এটি আইজ্যাক বেল চরিত্রটিকে উপস্থাপন করে, যিনি পরবর্তীতে এই সিরিজের প্রধান চরিত্র হয়ে ওঠেন। এই উপন্যাসটি ইতিহাস, অপরাধ, এবং অ্যাডভেঞ্চারের মিশেলে একটি চমৎকার গল্প উপহার দেয়।
Was this review helpful to you?
or
বুক রিভিউ: দ্য চেজ সিরিজ: আইজ্যাক বেল সিরিজ লেখক : ক্লাইভ কাসলার রূপান্তর : আরিফ জামান প্রকাশ : ২০১৯ বইমেলা প্রকাশনী : রোদেলা প্রকাশনী পৃষ্ঠা : ৩৮৩ অনুবাদ : ১০/১০ প্লট: ১৯৫০ সাল,মন্টানা হ্রদের গভীর থেকে আবিষ্কার করা হয় বাষ্পীয় লোকোমোটিভ ইঞ্জিন টি। গত ৪০ বছর ধরে জলের নিচে পড়ে আছে,এই ইঞ্জিনে এমন কি আছে যেটা খুঁজতে গত ৪০ বছরে সব গোয়েন্দারাই এই বিষয়ে কাজ করে গেছে? হঠাৎ এটি পেয়ে ১২টি পরিবার যেন এক অসীম শান্তি খুঁজে পেয়েছে । তাহলে এখন ঘুরে আসি ১৯০৬ সাল থেকে। গত বারো বছর ধরে আমেরিকার পশ্চিমাঞ্চলে একজন ব্যাংক ডাকাত ভয়ংকর হয়ে উঠেছে। একের পর এক ব্যাংক ডাকাতি করে যাচ্ছে,যেন এটা একটা বাচ্চাদের খেলা। যতগুলো ব্যাংক ডাকাতি হয়,শুধু মাত্র একজন মানুষই এই সব করে যাচ্ছে। তার না আছে কোনো গ্রুপ না আছে কোনো অস্তিত্ব। পুরোটাই একটা অদৃশ্য খেলা। শুধু যে ব্যাংক এ ডাকাতি হচ্ছে তারা জানে আর ঐ ডাকাতির সময় যারা উপস্থিত থাকে তাদের পরিবারটাই জানে ,যে হ্যাঁ ব্যাংক ডাকাত বুচার ব্যান্ডিটের অস্তিত্ব আছে। ১২ বছর পর আজ এই ডাকাতের হিংস্রতার খেলা শেষ করতে,আমেরিকার সব থেকে ভয়ংকর আর সেরা এজেন্সির হাতে তার কেস দেওয়া হয়। তারা তাদের সেরা এজেন্টের কাছেই কাজটা দেয়। যেন অতিদ্রুত কেসটা সলভ করতে পারে। আইজ্যাক বেল হল ভ্যান ডর্ন ডিটেকটিভ এজেন্সির সেরা গোয়েন্দাদের একজন। এই দিকে সেরা এজেন্সি আর তাদের সেরা গোয়েন্দা অন্য দিকে আমেরিকার বুকে জেগে উঠা সেরা ডাকাত। কে কাকে ধরবে? সেই নিয়ে নিয়তির নতুন খেলা শুরু হয়। কেউ কারোর থেকে কম নয়,প্রতিটা টোপ গিলে নেয় বুচার ব্যান্ডিট যার কোনো অস্তিত্বই কেউ খুঁজে পাচ্ছে না। যে নিজেকে ঈশ্বরের সমতুল্য করে গড়ে তুলেছে ব্যাংক ডাকাতির জগৎটায়। যার অহংকারের শেষ নেই আর অপর দিকে বেল,যেন উজ্জ্বল এক নক্ষত্র এজেন্সির। কি হবে শেষটুকু? কে কাকে চেজ করবে? নাকি দুজনই অপরাজেয় থেকে যাবে? আমার কথা - যখন বইটার অর্ধেক পড়ে ছিলাম,তখনই আস্তে আস্তে পড়া শুরু করি।আমার এই বই পড়া জীবনে খুব কম চালাক আর এমন রুচিবান ডাকাত দেখেছি। যার চয়েজ থেকে শুরু করে সব কিছুই সেরা। এক কথায়,আমার মনে হয় ,সব লেখককেই কেন অপরাধীকে শাস্তি দিতে হবে?সেটা নিয়ে একটা আইন করা দরকার। এত সুন্দর একটা চরিত্র লেখক ফুটিয়ে তুলেছেন।আপনার নায়ক থেকেও ডাকাতকেই বেশি ভালো লাগবে। যার সব কিছুতেই স্মার্টনেস আর নিজের বল দিয়েই সব কিছু করেন। বেলও কম যায় না,বাট তবুও আমার প্রিয় চরিত্র ছিল বুচার ব্যান্ডিট। একজন সেরা ডাকাত। বইটার অনুবাদ ১০ এ ১০ দিব।