User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
প্রিভিউতে অনুবাদ একেবারে আক্ষরিক লেগেছে। আগামীতে ভাবানুবাদ করবে অনুবাদক আশাকরি। শুভকামনা রইলো।
Was this review helpful to you?
or
কাহিনী সংক্ষেপঃ ইংল্যান্ডের বেকফোর্ড গ্রামের বুক চিরে বয়ে চলা নদীটি একটি নির্দিষ্ট জায়গায় এসে নাম নিয়েছে 'ড্রাউনিং পুল', যাকে বাংলায় বলা যেতে পারে 'ডুবিয়ে মারার পুল'। এই ড্রাউনিং পুলের ইতিহাস যতটা ভয়ানক, ততটাই রহস্যময় আর করুণ! এখানে ডুবে মারা যাচ্ছে অনেক নারী, অনেক অনেক আগে থেকেই। সেই পুলের ইতিহাস নিয়ে কাজ করছিল নেল অ্যাবট। কিন্তু নেলই হঠাৎ করে এই পুলেই ডুবে মারা যায় । খবর পেয়ে নেলের মেয়ে লেনার দেখ-ভাল করতে বেকফোর্ডে ফিরে আসে নেলের বোন জুলস। সবার ধারণা নেল মদ্যপ অবস্থায় উঁচু জায়গা থেকে ভুল করে ঝাঁপিয়ে পড়েছে অথবা আত্মহত্যা করেছে। কিন্তু জুলস তা মনে করে না। এদিকে স্থানীয় পুলিশ তদন্তে নেমে সহসা এর জট ছাড়াতে পারে না। নিকট অতীতে ওই পুলেই ডুবে মারা যাওয়া বেশ কয়েকজনের মৃত্যু রহস্য তাদের সামনে চলে আসে। পুলিশ ছাড়াও নেলের বোন জুলস, তার মেয়ে লেনা এমনকি আধ্যাতিক শক্তির অধিকারী বলে নিজেকে দাবি করা নিকি সেজকেও দেখা যায় এই রহস্য উদঘাটনে এগিয়ে আসতে। শেষে যা পাওয়া যায়, তাতে প্রমাণিত হয় যে ডুবে মারা যাওয়া সবাই-ই এখানে আত্মহত্যা করেনি। বিশেষ করে পুলিশ অফিসার শনের মা হেলেন আর নেল অ্যাবটের মৃত্যুর ঘটনা যে আত্মহত্যা নয়, প্রমাণিত হয় সেটাই। প্রমাণিত হয় শনের মা হেলেনকে খুন করেছিল তারই বাবা প্যাট্রিক। সে নেলকে খুন করার ঘটনাও স্বীকার করে অনেকটা স্বেচ্ছাপ্রণোদিত হয়েই। তবে, ঘটনা এখানেই শেষ নয়! নেলকে আসলে কে খুন করেছে, সেটা জানার জন্য পাঠককে বইয়ের শেষ লাইন পর্যন্ত পড়তে হবে, শেষ লাইনেই লেখিকা উদঘাটন করেছেন নেলের মৃত্যুরহস্য। আর এখানেই লেখিকার সাফল্য। তিনি শেষ পর্যন্ত রোমাঞ্চটা ধরে রাখতে পেরেছেন। আশা করি এই সাইকোলজিক্যাল ও সোশ্যাল থ্রিলারটি সবার ভালো লাগবে। হ্যাপি রিডিং!!! -- অনুবাদক
Was this review helpful to you?
or
কয়েকদিন আগেই রকমারি ডটকম থেকে বইটা কিনলাম। পলা হকিন্সের এই বইয়ের কাহিনীটা একটু স্লো! প্রথমে কাহিনী একটু ম্যারমেরে লাগলেও পরের দিকে বিভিন্ন নাটকীয়তার মধ্য দিয়ে কাহিনী এগিয়েছে। পলা হকিন্সের বইয়ের শেষ দিকে বেশ চমকপ্রদক টুইস্ট থাকে। এই বইটাও তার ব্যতিক্রম নয়। তাই প্রমদিকের কাহিনীর গতিহীনতা পরবর্তীতে পুষিয়ে গেছে বলা যায়।
Was this review helpful to you?
or
দারুণ বই! সাইকোলজিক্যাল থ্রিলার লাভারদের জন্য Must Read!