User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
এই অনুবাদকের জন্য বই কেনার ইচ্ছে হারালাম।আমার জানামতে সবচেয়ে বাজে অনুবাদক।অনুবাদকের জনু উপদেশ "আপনি আরও কিছুদিন স্টাডি করুন,নিজের অনুবাদ গুলো পড়ে তারপর বই প্রিন্টার এ দিন।ভালো ভাবে অনুবাদ করতে না পারলে এসব বাদ দিন। মানুষকে বিভ্রান্ত করবেন না।"
Was this review helpful to you?
or
Must buy
Was this review helpful to you?
or
Nice ?
Was this review helpful to you?
or
সবসময় পড়ার মতো বই
Was this review helpful to you?
or
দয়া করে ইংরেজি উচ্চারণে বাংলা না লিখে যথাযথ বাংলা অর্থ ব্যবহার করুন, এটি চরম বেদনাদায়ক, মেনে নেওয়া যায় না, ও পড়তে খুবই কষ্ট হয় । আশা করি বিষয়টি অনুধাবন করবেন।
Was this review helpful to you?
or
সুন্দর অনুবাদ
Was this review helpful to you?
or
অসাধারন একটা বই। পাশাপাশি অনুবাদের প্রশংসা না করলেই নয়। ধন্যবাদ অনুবাদককে।
Was this review helpful to you?
or
jogonno anubadok
Was this review helpful to you?
or
অগ ম্যান্ডিনো (অগাস্টিন ম্যান্ডিনো) বিশ্বের জনপ্রিয় উৎসাহ প্রদানকারী ও আত্ম উন্নয়ন মূলক বইয়ের লেখক। তিনি আমেরিকার মোসেসুয়েটস রাজ্যে ফ্রামিনগ্রাম- এ ১৯২৩ সালের ১২ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর লেখা ১৪টি বই বিশ্বের ১৮টি ভাষায় ২৫ মিলিয়নেরও বেশী কপি বিক্রি হয়েছে। তাঁর সর্বাধিক বিক্রিত বইয়ের মধ্যে রয়েছে “দ্য গ্রেটেস্ট সেলসম্যান ইন দ্য ওয়ার্ল্ড” ও “দ্য গ্রেটেস্ট সেলসম্যান অফ দ্য ওয়ার্ল্ড”। বিক্রয় পেশার উপর লিখা তাঁর এ বইটি পৃথিবী শ্রেষ্ঠ একটি বই। বিভিন্ন শ্রেণীপেশার হাজার হাজার পাঠক তাঁর কাছ থেকে দিক নির্দেশনা নিচ্ছেন। এই লব্ধপ্রতিষ্ঠ লেখক ১৯৯৬ সালের ৩ সেপ্টেম্বর নিজ দেশে পরলোকগমন করেন। অনুবাদকের মতে- কেউ যদি ভালোভাবে বইটি পড়েন তাহলে তাঁর সেলসম্যানশিপের ভীতি দূর হবে এবং তিনি একজন ভালো সেলসম্যান হতে পারবেন। সেই অনুপ্রেরণার অভিপ্রায়ে অনুবাদক বইটির অনুবাদের তাড়নায় বিমোহিত হয়েছেন। বইটি নিয়ে বলতে গিয়ে প্রকাশক ফ্রেডরিক ভ. ফেল বলেন – আমার মতে “দ্য গ্রেটেস্ট সেলসম্যান ইন দ্য ওয়ার্ল্ড” অগ ম্যান্ডিনো এর লেখা একটি ক্লাসিক বই। গত কয়েক বছরে আমি শত শত বই প্রকাশ করেছি কিন্তু অগ ম্যান্ডিনো এর শক্তিশালী ম্যাসেজ আমার হৃদয়ের গহীনে স্থান করে নিয়েছে। এ বইয়ের প্রকাশক হিসেবে আমি গর্বিত। পাঠকদের যদি সত্যিকার অর্থে বইটি পড়ে উপকারে আসে তবেই সার্থক হবে অনুবাদকের এ প্রাণান্ত প্রচেষ্টা।
Was this review helpful to you?
or
অনুবাদক এর নাম দেখে কেনার আগ্রাহ হারিয়ে ফেললাম।