User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Musafir Alam

      26 Jun 2024 03:31 PM

      Was this review helpful to you?

      or

      আজাইরা অহেতুক বই। বইয়ের নামের সাথে গল্পের সম্পর্ক নেই। বইয়ের নাম দেখে মনে হবে যেন কোনো অপরসায়ন বিদের জীবন কাহিনী বা তার পরীক্ষা-নিরীক্ষা করার কোনো এডভেঞ্চারের বই এটা, আসলে তা একদমই নয়। অনেকে বলবেন এই বইতে অনেক শিক্ষণীয় বিষয় আছে বইয়ের নাম দেখে মনে হবে যেন কোনো অপরসায়ন বিদের জীবন কাহিনী বা তার পরীক্ষা-নিরীক্ষা করার কোনো এডভেঞ্চারের বই এটা, আসলে তা একদমই নয়। অনেকে বলবেন এই বইতে অনেক শিক্ষণীয় বিষয় আছে বইয়ের নাম দেখে মনে হবে, যেন কোনো অপরসায়ন বিদের জীবন কাহিনী বা তার পরীক্ষা-নিরীক্ষা করার কোনো এডভেঞ্চারের বই এটা, আসলে তা একদমই নয়। অনেকে বলবেন এই বইতে অনেক শিক্ষণীয় বিষয় আছে । যেমনঃ ১.কখনো নিজের লক্ষ্য থেকে সরে যাওয়া ঠিক নয়,কারণ লক্ষ্য থেকে সরে গিয়ে বেশিদিন মানুষ সুখী থাকতে পারে না। ২.জীবনের লক্ষ্য অর্জন করতে গেলে নানান রকম বাঁধা আসবে, কিন্তু সেসব বাঁধা পার করতে হবে অদম্য সাহস, ধৈর্য এবং বুদ্ধিমত্তার সাথে। ৩.স্বপ্ন দেখলে তা বাস্তবায়নের জন্য কাজে নামতে হবে,শুধুমাত্র বসে বসে স্বপ্ন দেখলেই সেখানে বাস্তবায়ন আসবে না। এইসব শিক্ষা এই বই পইড়া নেওয়া মানে টাকা নষ্ট করা । কারণ এই বিষয় গুলা মানুষের স্বভাবজাত বিষয়। তার জন্য টাকা ব্যায় করে বই কিনার দরকার নাই।

      By Md Wahid Sadik

      28 Jun 2022 02:02 PM

      Was this review helpful to you?

      or

      And, when you want something, all the universe conspires in helping you to achieve it. ❤️❤️❤️

      By Abdullah AL Mamun

      22 Apr 2022 02:46 PM

      Was this review helpful to you?

      or

      সব গুলো অসাধারণ

      By Azad Uddin Ahmed

      29 Mar 2022 09:18 AM

      Was this review helpful to you?

      or

      thanks

      By আকাশ

      17 Mar 2022 07:28 PM

      Was this review helpful to you?

      or

      good

      By রুমান তাসনিম

      13 Mar 2022 07:56 PM

      Was this review helpful to you?

      or

      আলহামদুলিল্লাহ ❤️

      By Raiyan Abdullah Noor

      27 Feb 2022 03:41 PM

      Was this review helpful to you?

      or

      nice

      By Nopura Khanam

      28 Jul 2022 09:01 PM

      Was this review helpful to you?

      or

      so good

      By Rayhan

      11 Nov 2021 01:39 AM

      Was this review helpful to you?

      or

      অনুবাদ নিতান্তই বাজে লেগেছে আমার কাছে। আরও অনেক বেশি আশা করে ছিলাম অনুবাদের কাছ থেকে। কিন্তু বইটির কাহিনী চমকপ্রদ। আমার কাছে অনেক ভালো লেগেছে।

      By Jeba Fariha Dolon

      26 Oct 2021 10:09 AM

      Was this review helpful to you?

      or

      অনেক ভালো লেগেছে!

      By Surmila Babli

      09 Oct 2021 09:44 AM

      Was this review helpful to you?

      or

      বই পড়া মানুষের সবচেয়ে ভালো শখ/অভ্যাস গুলোর মধ্যে অন্যতম। চমৎকার ছিলো বই টা

      By Sourav Kumar

      09 Aug 2021 03:19 AM

      Was this review helpful to you?

      or

      খুব বাজে অনুবাদ। মূল ইংরেজি ভার্সন পড়ে ইচ্ছে হয়েছিল বাংলায় আবার পড়ার। কিনে পড়তে গিয়ে পুরোপুরি হতাশ। অন্য অনুবাদের বইটা হয়ত এর চেয়ে ভালো হবে।

      By Suchana Omar

      16 May 2021 10:30 PM

      Was this review helpful to you?

      or

      great

      By Ebrahim Hossen

      17 Apr 2021 04:52 AM

      Was this review helpful to you?

      or

      অসারাধন লেখনিতে অসম্ভব ভালো লাগার একটি বই

      By শোয়েব আদনান

      13 Apr 2021 05:40 PM

      Was this review helpful to you?

      or

      অনুবাদ অত্যন্ত নিম্নমানের

      By Rakib islam

      07 Apr 2021 05:43 PM

      Was this review helpful to you?

      or

      এরচেয়ে বাজে অনুবাদ হতেই পারেনা।

      By Md.Nasim

      21 Mar 2021 09:11 AM

      Was this review helpful to you?

      or

      খুব ভালো বই।

      By Koushik Ahmed Niloy

      25 Feb 2021 10:56 AM

      Was this review helpful to you?

      or

      নিম্নমানের অনুবাদক।

      By Ayman Zafar

      14 Feb 2021 05:48 PM

      Was this review helpful to you?

      or

      জঘন্য অনুবাদ

    • Was this review helpful to you?

      or

      ||যাপনের স্মৃতিচিহ্ন বিষয়ঃ দ্য এ্যালকেমিস্ট। . ২৩. ০৩. ২০১৯ সন্ধ্যা। গহিরা, আনোয়ারা। ব্রাজিলিয়ান লেখক পাওলো কোয়েলহোর শ্রেষ্ঠ রচনা 'দ্য এ্যালকেমিস্ট' (১৯৮৮) পড়া শেষ করলাম আজ। আন্দালুসিয়ার এক বালকের বিশ্বভ্রমণের তৃষ্ণা এবং স্বপ্নে দেখা অজানা গুপ্তধন লাভের নিমিত্তে মিশরের পিরামিডের দিকে যাত্রাকে লেখক দুর্দান্ত ও রোমাঞ্চকরভাবে উপস্থাপন করেছেন। সান্তিয়াগোর লক্ষ্য এবং স্বপ্ন পুরনের পথের নানা চড়াইউতরাই পেরোনোর যে তাৎক্ষণিক উপলব্ধি এবং নিত্য নতুনের সাথে পরিচিত হবার মধ্য দিয়ে যে প্রতীতি তার জন্মেছে লেখক তা সরল এবং চিরায়তরূপে প্রকাশ ঘটিয়েছেন এই উপন্যাসে। আহমদ ছফার 'পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ' আর সৈয়দ মুজতবা আলীর 'শবনম' এর পর এটা আমার পড়া তৃতীয় কোনো বই যা আমার মানসে নিবিড় ছায়া বিস্তার করেছে। 'দ্য এ্যালকেমিস্ট' সম্পর্কে বইটার ফ্ল্যাপে বিভিন্ন মনীষীর উদ্ধৃতি থেকে ধারণা জন্মাবে 'চিরায়ত জ্ঞান এবং লক্ষ্য অর্জনের পথে এ বই দারুণ সহায়ক'। অনুবাদক মাকসুদুজ্জামান খানের পক্ষ থেকে বলা হয়েছে, 'দ্য এ্যালকেমিস্ট ইতোমধ্যে পেয়েছে মডার্ন ক্লাসিকের মর্যদা।' একটা রচনা ক্লাসিকের মর্যদা পেতে কী কী গুণ থাকা জরুরী, সে বিষয়ে আমার যথেষ্ট জ্ঞানের অভাব আছে। প্রথমা থেকে প্রকাশিত বদিউর রহমান স্যারের 'ধ্রুপদী সাহিত্যতত্ত্ব' বইয়ের লঙ্গিনাস অংশের অষ্টম অধ্যায় 'উৎকৃষ্ট রচনার পাঁচটি উৎস' শিরোনামে বলা হয়েছে একটি উতকৃষ্ট রচনার প্রথম এবং প্রধান উৎস হচ্ছে উন্নত ভাব সৃষ্টির ক্ষমতা। তারপর বলা হয়েছে 'শক্তিশালী এবং প্রেরণা সৃষ্টিকারী আবেগ প্রকাশের আকুলতা'। বইটা পড়ার পর এক মুহুর্ত যখন আমি ভেবেছি আমার মনে হয়েছে, দ্য এ্যালকেমিস্ট রচনার পিঁছনে উপর্যুক্ত বিষয় দুটি যথাযথভাবে কাজ করেছে। পড়তে পড়তে পৃথিবীর পথে পরিভ্রমণের তুমুল এক আকাঙ্ক্ষা মনের গহীনে বুদ্বুদের মতো জেগে ওঠে। 'সান্তিয়াগো' চরিত্রকে আমার কেবলই মনে হতে লাগলো নিজের জীবন যাচাইয়ের কোনো কষ্টিপাথর। ইচ্ছে হতে লাগলো একমনে বসে নিজের স্বপ্ন-ইচ্ছেগুলোকে খুটিয়ে খুটিয়ে দেখে নতুন ভাবে ঝালাই করে নিতে। এটা নিশ্চিত করে বলা যায় এই বইটা পড়লে যে কারো এমন উপলব্ধি হতে পারে। এতোদিন আমি কী চেয়েছি? কেনো চেয়েছি? কীভাবে চেয়েছি?--এমন অসংখ্য প্রশ্নের জন্ম হতে লাগলো মনে। শুধু প্রশ্নের জন্ম দিয়ে থেমে থাকে না দ্য এ্যালকেমিস্ট, বরঞ্চ সালেমের রাজা মেলসিজেদেকের কণ্ঠে শুনিয়ে দেয় উৎসাহ এবং অনুপ্রেরনার অমর বাণী--'আর যখন তুমি কিছু চাও, পুরো সৃষ্টিজগতে সাড়া পড়ে যায়। ফিসফাস করে তোমাকে সাহায্য করার জন্য কোমর বেঁধে নেমে পড়ে সবকিছু।' সো দেরি কেনো? চলো নেমে পড়ি স্বপ্ন এবং লক্ষ্য অর্জনের বন্ধুর পথে। . রাত ৯: ০০ গহিরা, আনোয়ারা। 'নাবিক আর ভবঘুরে বিকিকিনি করা লোকজনের মত রাখালরাও কোন না কোন জায়গায় এমন কারোর কথা মনে রাখে যে তাদের থিতু হতে বলে। মুখে না বলুক, মনকে দিয়ে বলায়।' এই অংশটুকু পড়ার পর চোখ বন্ধ করে এক মুহূর্ত স্থির হয়ে রইলাম। মনে হলো আমারও তো অভ্যন্তরে খুব নিবিড়ভাবে কেউ একজন জন্ম নিয়েছে যে প্রতিনিয়ত আমাকে থিতু বানিয়ে চলছে। অবসরে কল্পনায় যাকে উলটপালট করে দেখি আর অজানা বিরহে পুড়ি। আবার মরুদ্যানে যখন সান্তিয়াগো ফাতিমার মুখোমুখি দাঁড়ায় তখন কাহিনীর সাথে একাত্ম হয়ে রোমান্টিসিজমে বাস্তবতা হারিয়ে নিজেই যেনো হয়ে উঠি সান্তিয়াগোর দ্যোতক। সান্তিয়াগো নয়, আমিই যেনো এসে দাঁড়িয়েছি ফাতিমার মুখোমুখি। 'মেয়েটার গহিন চোখ, হাসি আর নিরবতার মাঝামাঝি থাকা ঠোট তাকে সব ভাষার সেরা ভাষার কথা শিখিয়ে ছাড়ে। ভালোবাসা।' এ বর্ণনায় যে জাদু আছে তা বলার আর অপেক্ষা রাখে না। সান্তিয়াগো আর ফাতিমার প্রেম আমাকে বারবার 'শবনম এবং মজনুনের' কথা মনে করিয়ে দিয়েছে। ভালোবাসার যে আশ্চর্য শক্তি এবং বিশুদ্ধ রূপ আমার মন তা এ উভয় যুগলের যাপন এবং যন্ত্রণা থেকে নির্ণিত করে নিয়েছে। ভিন্নমত অবলম্বন করতে পারেন যে কেউ। . ২৪. ০৩. ২০১৯ রাত ১: ২৩। গহিরা, আনোয়ারা। 'দ্য এ্যালকেমিস্ট' কি মাত্র একবার পড়ার বই? উত্তরটা একটু এভাবেই দিচ্ছি, আমি বইটা আবার পড়তে শুরু করেছি। সো...! প্রথমবার যে অসংখ্য লাইন দাগ দিয়ে রেখেছি সেগুলো বেশ কয়েকবার করে পড়ছি। মাত্র যে একদিন আগে বইটা শেষ করলাম তা আমার মনেই হচ্ছে না। মনে হচ্ছে আমি যেনো প্রথমবারের মতো শুরু করলাম। তবে হ্যাঁ, প্রথমবার আবিষ্কারের যে একটা কৌতূহল থাকে দ্বিতীয়বার তা অনেকটা ভাটা পড়ে যায়। তবু 'দ্য এ্যালকেমিস্ট' বারবার পড়ার মতো বই। . ২৫. ০৩. ২০১৯ খ্রিস্টাব্দ। সকাল ১১: ১৫। অফিস (ওয়াহেদ আলী চৌধুরীর হাট)। সান্তিয়াগোর সাথে ইংরেজ লোকটার দেখা হওয়ার পর তাদের যা কথাবার্তা হয়েছে এবং এ্যালকেমিস্টের সাথে সান্তিয়াগোর সাক্ষাতের পর যে কথা হয়েছে তাতে একটা বিষয় আমাকে ভাবিয়েছে। বিষয়টা হচ্ছে 'মহাজাগতিক ভাষা'। এই মহাজাগতিক ভাষা বিষয়ের সাথে ভালো মতো সাক্ষাত পাওয়া যায় আহমদ ছফার 'পুষ্প বৃক্ষ ও বিহঙ্গ পুরানেও'। পশু-পাখি, গাছপালা, সাথে মানুষের আত্মার যে আন্তঃসম্পর্ক আছে, আর সেই সম্পর্কের মাত্রা একটা পর্যায়ে পৌঁছে গেলে একে অন্যের ভাষা বুঝতে পারে, দ্য এ্যালকেমিস্টেও ঠিক তেমনটার উল্লেখ পাওয়া যায় অহরহ। পরিবেশের বিভিন্ন উপদানের সাথে যোগাযোগ স্থাপন, তাদের নৈঃশব্দ ভাষা বুঝতে পারার মতো সক্ষমতা অর্জন চাট্যিখানি কথা নয়। কালের কোনো এক বিন্দুতে দাঁড়িয়ে মহাকালের আবহমান সুর হৃদয়ঙ্গম করারও অনুপ্রেরণা জোগায় 'দ্য এ্যালকেমিস্ট'। . সন্ধ্যা: ৭: ৫২ গহিরা, আনোয়ারা। জীবনের যে পর্যায়ে আমি আছি, যাপনের জটিলতায় বলা যায় এক রকম অস্থির। একাডেমিক স্ট্যাডি শেষ করে কর্মজীবনে প্রবেশের প্রস্তুতি, প্রচেষ্টা আমাদেরকে রীতিমতো ভীতসন্ত্রস্ত করে তুলছে। অল্প বেতনের ছোটখাটো চাকরীঃ প্রতিনিয়ত উঠছে বিষাদের নাভিশ্বাস। নিন্মোক্ত অংশটুকু পড়ার পর কেমন যেনো থ হয়ে গেলাম। '...আর যখন সব দিন কারো কাছে সমান হয়ে যায় তখন মানুষ তার জীবনে হররোজ ওঠা সূর্যের সাথে আসা নতুন আর ভালো ব্যাপারগুলোকে চিনতে পারে না।' মনে হচ্ছে আমাদের কথাই যেনো এখানে বলা হয়েছে। শঙ্কা, শঙ্কল্পের দোলাচালে পড়ে আমরা যেনো হারাতে বসেছি যাবতীয় আত্মবিশ্বাস। শেষকথা হচ্ছে, 'দ্য এ্যালকেমিস্ট' উপন্যাসের মূল সুর হচ্ছে স্বপ্ন এবং লক্ষ্য অর্জনের পথে যতো বিপত্তি-বাঁধা আসুক কোনোভাবে দমে না যাওয়া। সান্তিয়াগো ক্যারেক্টার আমাদের মূলত সে শিক্ষাই দেয়। আপনি যদি আমার মতো হন তবে আপনার জন্য 'দ্য এ্যালকেমিস্ট'। সো আর দেরি কেনো? হয়ে যাক তবে একটা যাপন আন্দালুসিয়ার ভেড়ার রাখাল সান্তিয়াগোর সাথে! বেয়ার গ্রিলসের 'ম্যান ভার্সেস ওয়াইল্ড' এর মতো কম রোমাঞ্চের না।

      By mahdi murtaza

      02 Dec 2020 06:18 AM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ অনুবাদ সুন্দর বইয়ের কভার পৃষ্ঠার মান ও ভালো

      By Md.hasan shaharier

      12 Aug 2020 09:32 AM

      Was this review helpful to you?

      or

      excelent book.

      By Dewan Adnan Tarique

      17 Jul 2020 02:38 PM

      Was this review helpful to you?

      or

      ভালো

      By rafidekhoda oper

      25 Jun 2020 09:43 PM

      Was this review helpful to you?

      or

      This is Simply a Great Creation By Paulo Coulho. Everyone should read it and they will experience the power of coincedences and luck, overall how life runs through it's events...

      By Golam Mohammad Kibria

      07 Feb 2020 08:53 PM

      Was this review helpful to you?

      or

      The Alchemist is an interesting little spiritual fable. A little bit of several religions have an influence on the journey to enlightenment. Not a whole lot of exposition as the author gets right to the point throughout. It should be a quick read (unless you don't care for it - and I have seen many less than satisfied reviews). When I read this I was reminded a lot of Siddhartha. I read that one earlier this year so I have it fresh in my brain. Both of them are short novels (novellas, really) that tell about a simple and fairly unremarkable boy going through many encounters to find ultimate enlightenment. With this being the case, if you liked Siddhartha, I think that not only will you like this, you should read it for sure! With that, I will end my review - leaving it short, just like the book!

      By pritykona das

      12 Dec 2019 10:03 AM

      Was this review helpful to you?

      or

      কিছু বই থাকে যা পাঠকের জীবনের প্রতি দৃষ্টিকোণ পাল্টে দেয়;বুকে আশা,সাহস আর যাদুকরী এক মুগ্ধতা ছড়িয়ে দেয়।এটি তেমনই একটি বই। প্রায় দু মাস বইটি টেবিলের এক কোণায় লুকিয়ে ছিল। এমন মাস্টার পিস একটা বই দেখেও না দেখার মত করে রেখে দিয়েছিলাম। দু মাস আগে বইটা পড়লে জীবন নিয়ে ভাবনা টা দু মাস আগেই পাল্টে যেত। জ্ঞানের খোঁজে পথিক হওয়া এক তরুণ রাখাল আর জ্ঞানী ও অভিজ্ঞ এক এ্যালকেমিস্টকে নিয়ে রূপকথার আবেশে লেখা অসাধারণ এই রূপক উপন্যাস। আন্দালুসিয়ান রাখাল বালক সান্তিয়াগো।তার স্বপ্ন পৃথিবীকে ঘুরে দেখার,অমূল্য গুপ্তধন খুঁজে পাওয়ার।তাই সে পথে বের হয়।তানজিয়ারের ব্যবসা কেন্দ্র আর মিসরের মরুর মাঝ দিয়ে তার এই যাত্রায় সে দেখা পায় জ্ঞানী এ্যালকেমিস্টের। সবার সত্ত্বার ভেতরে থাকে একটি লক্ষ্য।এই লক্ষ্যের পিছনে ছুটতেই মানব চিত্ত খুঁজে পায় মুক্ত আনন্দ।কিন্তু সে ছোটার পথ সহজ হবে তা চিন্তা করা ভুল।পথে থাকবে বাঁধা।থাকবে বিশ্বাসঘাতকতা আর শত অনাকাঙ্খিত উপদ্রব।এরা জীবনে হতাশা নিয়ে আসতে চাইবে।কিন্তু মনে আশা নিয়ে এগিয়ে যেতে হবে। সে কাজে সাহায্যও আসবে। আর এইযে এক বৈচিত্রে ভরা বন্ধুর পথ, এর শেষে দাঁড়িয়ে আছে সেই যাদুকরী ব্যাপারটি,সাফল্য। বইটি পাঠককে এক মোহে আচ্ছন্ন করবে।বইটি নাড়া দেবে পাঠকের জীবনবোধে।বিশ্বব্যাপী সাড়া জাগানো বইটি তেষট্টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে।বিক্রি হয়েছে ৩০ মিলিয়ন কপির বেশি। চিন্তা আর কল্পনায় অনুরণন সৃষ্টি করার মত একটি বই।মনে গেথে রাখার মত একটি বই!

      By Bayezid Hossain

      15 Nov 2019 07:23 PM

      Was this review helpful to you?

      or

      আমি খুব বড় মাপের কোন পাঠক নই,তবে এই স্বল্প পাঠের ওপর ভিত্তি করে আমি বলতে পারি এটা এ যাবৎ পড়া সেরা ফিকশন। এই উপন্যাসটার প্রতিটি কথাই যেন শিক্ষণীয়। বইটির কথা যদি কেউ প্রকিত উপলব্ধি করতে পারে তাহলে টার জীবনের মোড় ঘুরে যাবে বলে আমি মনে করি। বইটিতে লেখক যেভাবে প্রতিটা বিষয় উপস্থাপন করেছেন তাও অসাধারণ। তবে আনুদিত এই বইটা নতুন পাঠকদের বোঝার জন্য একটু কঠিন। পাঠের প্রথম দিকে বইটা একটু রসহীন মনে হতে পারে, তবে যদি পাঠক সাহিত্য রস না খুজে বইটার কথাগুলো অনুধাবন করার চেষ্টা করেন তাহলে পাড়াটা বিফলে যাবে না হলফ করে বলতে পারি। বইটার রেটিং ৫অন ৫। বাট অনূদিত এই বয়ের জন্য ৪.৭।

      By Mahbub

      15 Nov 2019 12:24 AM

      Was this review helpful to you?

      or

      Boi ta pore onek valo lagche seb theke last ar ktha besi valo lagche osadhron boi.

      By Mehedi Hasan

      22 Oct 2019 09:35 AM

      Was this review helpful to you?

      or

      বই রিভিউ- ২০১৯ঃ বইয়ের নামঃ দ্য এ্যালকেমিস্ট , লেখকঃ পাওলো কোয়েলহো , রেটিংঃ ৫/৩ দ্য এ্যালকেমিস্ট পাওলো কোয়েলহোর লিখা এক বিখ্যাত বই। বাট অনুবাদক ঠিক ভাবে উপস্থাপন করতে পারে নাই। আরো বেশি করে অনুবাদে মনোযোগ দিতে হবে। তবেই আমরা ভালো লেখা উপহার পাবো আশা করি। জীবনের চলার বাকে আমরা থমকে দাঁড়াই, কে কি করবো করতে চাই বুঝে উঠতে পারি না। তাই সবার লক্ষ্য স্থির করা উচিৎ এবং তা থেকে সরে যাওয়া উচিৎ নয়। এভাবে লেগে থাকলে বিজয় একদিন আসবেই। বইয়ের মূল টপিক ইহাই।

      By Abdul Aziz Moon

      20 Oct 2019 06:19 PM

      Was this review helpful to you?

      or

      বইটি খুবই ভালো। কিন্তু অনুবাদ তেমন ভালো হয়নি। অনুবাদ ভালো হলে হয়ত বইটি পরে আরো মজা পেতাম। পাওলো কোয়েলহো খুবই সুন্দরভাবে বইটিতে মানুষের জীবনের লক্ষ্য সম্পর্কে অনেক কিছু বুঝেছেন। বইটি পড়লে জীবনে অনেক প্রশ্নের উত্তরই পাওয়া যাবে। যেমন শত বাধা পরেও কিভাবে জীবনের লক্ষ্য গুলো অর্জন করা যায়। কিভাবে জীবনের লক্ষ্যের পেছনে ছুটতে হয়। এর পাশাপাশি আরো অনেক কিছু। আমি মনে করি বইটি প্রত্যেকেরই পড়া উচিত।

      By MTR Rahman

      16 Oct 2019 01:02 PM

      Was this review helpful to you?

      or

      সত্যিই বইটি জাদু আর জ্ঞানের পূর্ণ এক এ্যাডভেঞ্চার, মানুষের পরিপূর্ণতা পথে যাত্রার কাহিনি । মূল চরিত্রের নাম সান্টিয়াগো... তার সাথে থাকা বাকী চরিত্রগুলো পুরো বই ধরে আমাদের শেখায় কারো জন্মই আসলে বৃথা না। সবাইই হয়তো নিজের উদ্দেশ্যকে সফল করতে আসে, নয়তো অন্যের উদ্দেশ্যের সফলতার পথে এক টুকরো উছিলা হতে আসে। আ মাস্ট রিড বুক ।

      By Jabir Ahmed Jubel

      14 Oct 2019 12:56 AM

      Was this review helpful to you?

      or

      বই : দ্যা এ্যালকেমিস্ট লেখক : পাওলো কোয়েলহো ধরন : অনুপ্ররণামূলক উপন্যাস আন্দালুসিয়ার এক রাখাল সান্তিয়াগো। যে মাঠে মাঠে ভেড়া নিয়ে চড়ে বেড়ায়। পৃথিবীকে দেখার জন্যই সে বেচে নিয়েছে রাখাল জীবন। সান্তিয়াগো এক বিচিত্র স্বপ্ন দেখে। যার ব্যাখ্যায় এক মহিলা বলে সে গুপ্তধন পাবে, মিশরের পিরামিডে আছে সেই গুপ্তধন। এরই মধ্যে সান্তিয়াগোর দেখা এক বৃদ্ধের সাথে যে নিজেকে সালেমের রাজা দাবী করে। সেই রাজা তাকে তাঁর জীবনের লক্ষ চিনে নিতে বলে। সেই লক্ষ ঠিক করতে বলে, লক্ষ অর্জন করতে পরিশ্রম করতে বলে। বৃদ্ধ রাজাই তাঁকে বলে, " যখন কেউ কোনো কিছু পেতে চায় তখন সারা বিশ্ব ফিসফাস শুরু করে দেয় সেই জীনিসটা তাঁকে পাইয়ে দেয়ার জন্য। " বৃদ্ধের কথাই সে তাঁর জীবনের লক্ষকে ঠিক করে। সে গুপ্তধন পাওয়ার জন্য মিশর যাত্রা করে। মিশর যাওয়ার পথে সাহারা মরুভূমিতে গোত্রে গোত্রে যুদ্ধের কারণে সান্তিয়াগোদের ক্যারাবন এক আরব গোত্রের আতিথেয়তা গ্রহণ করে। কেউ জানেনা যুদ্ধ কবে থামবে, কবে সান্তিয়াগোদের ক্যারাবন আবার যাত্রা শুরু করবে। ঘটনাপ্রবাহে সেই আরব গোত্রে সান্তিয়াগোর মর্যাদা বৃদ্ধি পায়, পায় বিপুল ঐশ্বর্য। আরবরা তাঁকে গোত্রপতি হতে আমন্ত্রণ জানায়। সেখানেই তাঁর দেখা হয় এক এ্যালকেমিস্টের সাথে, যে আসে তাঁর জীবনের অাশির্বাদ হয়ে, তাঁর জীবনকে পাল্টে দিতে। আর সেখানেই সে ভালবেসে ফেলে এক আরব রমণীর। সে পেয়ে গেছে সম্মান - মর্যাদা, সম্পদ - ঐশ্বর্য, সে পেয়েছে তাঁর মনের মানুষ ফাতেমাকে। সে ভাবে এখন মিশর গিয়ে কী হবে ? এই আরব গোত্রেই তো সে সব পেয়েছে। এখানে থাকলেই তো সে আরামে জীবন কাটাতে পারবে। সে ভাবে এখন ফাতেমাকে বিয়ে করে সম্মান আর ঐশ্বর্যের জীবন শুরু করা যাবে। আর পরে একসময় না হয় গুপ্তধনের সন্ধানে মিশর যাওয়া যাবে। কিন্তু এ্যালকেমিস্ট তাঁকে তাঁর লক্ষের কথা স্বরণ করিয়ে দেয়। এ্যালকেমিস্ট তাকে তার লক্ষ সঠিক সময়ে অর্জনের কথা বলে। সে উপদেশ দেয় ভালবাসার টানে নিজের লক্ষ অর্জনের পথ থেকে সরে না দাড়াতে। এবং লক্ষটা যথাসময়ে অর্জন না করলে পরে পস্তাবে। এ্যালকেমিস্ট বলে - " সবসময় মনেরেখ ভালবাসা কখনো কাউকে লক্ষ থেকে সরিয়ে দিতে চায় না। কেউ যদি লক্ষ থেকে সরে যায় বুঝবে সে ভালবাসা সত্য নয়।....... ভালবাসা হলো তা যা জগতের ভাষায় কথা বলে। " সে সান্তিয়াগোকে তাঁর লক্ষ অর্জনের জন্য পরিশ্রম করতে বলে, বলে পরিশ্রমের মধ্যমেই লক্ষ অর্জিত হয়। সে বলে - " সব খোঁজা শুরু হয় যে খুজছে তাঁর সৌভাগ্যের সাথে। শেষ হয় বিজয়ী বারবার পরীক্ষিত হবার পর। " এটা পড়লে জানতে পারবেন মরুভূমির মধ্যে আরবদের সংগ্রামী আর সাহসী জীবনের কথা। আরব রমণীদের অপেক্ষার প্রহর গুণার কথা। আর এ গ্রন্থের জাদুবাস্তবতা আপনাকে মোহিত করবে নিশ্চয়ই। সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী দ্যা এ্যালকেমিস্ট। এটা সম্পর্কে আমি কিছু বলব না বড় বড় ব্যক্তিরাই গ্রন্থটি সম্পর্কে যাথার্থ্য মন্তব্য করেছেন। আমি শুধু বলব এটা পড়ুন। পড়লে বুঝতে পারবনে নিজের জীবনের লক্ষ ঠিক করে নেয়ার প্রয়োজনীয়তা। সব হতাশা দূর করে নিজের লক্ষের দিকে এগিয়া যাবার প্রেরণা পাবেন এ গ্রন্থ থেকে। নিঃসন্দেহে এটা একটি অসাধারণ অনুপ্রেরণামূলক গ্রন্থ যা আপনাকে জীবন সংগ্রামে সাহসী করে তুলবে। এ থেকে পাবেন স্বপ্ন দেখার খোড়াক। পাবেন জীবনকে নতুন করে সাজিয়ে নেওয়ার উপলব্ধি। এ গ্রন্থের প্রত্যেকটি বাক্যই আপনার মনের ভেতরে দাগ কাটবে। তাই দেরী না করে পড়ে ফেলুন বইটা।

      By Shakil Ahmed

      11 Oct 2019 02:42 PM

      Was this review helpful to you?

      or

      বইঃ দ্য এ্যালকেমিস্ট লেখকঃ পাওলো কোয়েলহো অভিযানের এক অসাধারণ কাহিনী, মানুষের পরিপূর্ণ তার পথে যাত্রার কাহিনী। আমি তাদের দ্য এ্যালকেমিস্ট পড়তে বলব যারা জিবনের স্বপ্নগুলোকে বাস্তব করে দেখতে চাই। পড়তে বলব আজই। সান্তিয়োগে নামের এক ছেলে আমাদের নিয়ে যায় এক দারুণ অভিযানে। তাই আর দেরি কেন, আজই সংগ্রহে রাখুন বইটি।

      By Abu Talha Mihrab

      14 Sep 2019 04:23 PM

      Was this review helpful to you?

      or

      প্রেরণাদায়ক একটা উপন্যাস। বলা যায়, পাওলো কোয়েলহোর সার্থক এবং সফল বই। কিন্তু অনুবাদ খুব একটা ভালো না, সাবলীল না। সহজ বিষয়কে অনুবাদক কঠিনভাবে উপস্থাপন করেছেন, যা মোটেই ভালো লাগেনি। তবে একজন পাঠক জীবনের গভীরে ঢোকে বাস্তবতা উপলব্ধি করতে পারবেন মোটামুটি সহজভাবেই। মূল কিংবা ইংরেজি বইটা পড়াই বেস্ট।

      By BookHunter

      10 Jun 2021 03:46 PM

      Was this review helpful to you?

      or

      ☆☆☆☆☆

      By Shakil

      26 Feb 2019 06:39 PM

      Was this review helpful to you?

      or

      ভালো ছিল তবে আশানুরুপ উপভোগ্য নয়। ব্যক্তিগত রেটিং : ৭/১০

      By Md Tariqul Islam

      23 Feb 2019 08:37 AM

      Was this review helpful to you?

      or

      বেপক বাজে অনুবাদ, কোনো মজা পাইনাই, অথচ বেস্ট সেলার বই।

      By Md. Saiful Islam Sohel

      29 Jul 2018 01:12 PM

      Was this review helpful to you?

      or

      #রকমারি_পাঠক_সমাগম_বুক_রিভিউ_প্রতিযোগিতা দ্যা এ্যালকেমিস্ট ভুমিকাঃ অনেক দিন ধরেই বইটির নাম শুনছিলাম। সেদিন হঠাৎ চোখে পড়লো মুসলিম বুক ডিপোর সামনে দিয়ে হেঁটে আসার সময়। ৯০ টাকা দিয়ে কিনে ফেললাম বইটা। হ্যাঁ বলছিলাম ব্রাজিলের একজন লেখক পাওলো কোয়েলহো'র মাস্টারপিস দ্যা আলকেমিস্ট উপন্যাসের কথা। জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নাই। সিম্পলের ভেতর গর্জিয়াস বলতে পারেন। অত্যন্ত সাধারণ কাহিনীর মধ্য দিয়ে অসাধারণ দার্শনিকতা, জীবনের দিক নির্দেশনা চমৎকারভাবে ফুটে উঠেছে বইটিতে। মাসঃ জুলাই সপ্তাহঃ ০৩ পর্বঃ ০১ বইয়ের নামঃ দ্যা এ্যালকেমিস্ট মুল: পাওলো কোয়েলহো অনুবাদঃ মাকসুদুজ্জামান প্রকাশনীঃ রোদেলা ঘরানাঃ ক্লাসিক উপন্যাস প্রথম প্রকাশঃ একুশে বইমেলা ২০০৭ প্রকাশকঃ রিয়াজ খান প্রচ্ছদঃ হাসান খুরশীদ রুমী বর্ণবিন্যাসঃ খোরশেদ আলম সবুজ অনলাইন পরিবেশকঃ রকমারি.কম লিখিত মুল্যঃ ১২০ টাকা পৃষ্টাঃ ১১২ লেখক পরিচিতঃ ব্রাজিলিয়ান লেখক পাওলো কোয়েলহো বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় লেখকদের একজন। জন্মঃ ২৪ আগস্ট, ১৯৪৭। জন্মস্থানঃ ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিও। পেয়েছেন অসংখ্য আন্তর্জাতিক প্রেস্টিজিয়াস এ্যাওয়ার্ড। তার লেখায় জাতি বদলে দেয়ার জাদুমন্ত্র আছে, আছে মানুষকে নতুন পথ দেখানোর আলো, আছে চুম্বকের মতো টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা। কাব্যময়তা যেমন আছে, তেমনি আছে একেবারে সরল ভাষার গভীরে নিয়ে যাওয়ার প্রত্যয়। তার লেখা কলাম গুলো বিশ্বব্যাপি অনেক পত্রিকায় একসাথে প্রকাশিত হয়। পাওলো কোয়েলহো বছরের অর্ধেক থাকেন জন্মভুমিতে, বাকি অর্ধেক থাকেন বাইরে। দ্য এ্যালকেমিস্ট উপন্যাসটি তিনি মাত্র ১৪ দিনে লেখা শেষ করেন। অনুবাদকঃ মাকসুদুজ্জামান খান একজন জিন প্রকৌশলী।বৈজ্ঞানিক কল্পকাহিনি, বিজ্ঞানভিত্তিক লেখা, থ্রিলার, শিশুতোষ সহ বিভিন্ন বিষয়ে লেখা লিখে থাকেন। উইকিপিডিয়ায় লেখকের শতাধিক প্রবন্ধ আছে। বিস্ময়কর তথ্যঃ দ্য এ্যালকেমিস্ট উপন্যাসটি এখন পর্যন্ত ৮৫ টি ভাষায় অনুবাদ হয়েছে। আর, এমন একটি রেকর্ডের কারণে স্বাভাবিকভাবেই জীবিত লেখক হিসেবে গিনেস-বুকে ওঠে গেছে ঔপন্যাসিকের নাম। বইটির বিক্রয় ১০০ মিলিয়ন ছাড়িয়ে গেছে। আসলে পর্তুগিজ ভাষায় এই উপন্যাসটি লেখা হয়েছিল ১৯৮৭ সালে। ১৯৮৮ সালে ব্রাজিলের ছোট একটি প্রকাশনা সংস্থা উপন্যাসটি প্রকাশ করে। অবশ্য, তারা ৯০০ কপি বের করার পর আর রিপ্রিন্ট করে নি। তখন সফলতা না পেলেও, পাওলো কোয়েলহো ‘দ্য এ্যালকেমিস্ট’ নিয়ে ভীষণ রকম আশাবাদী ছিলেন। ৯০ পরবর্তী সময়ে একটি বড় প্রকাশনা সংস্থা উপন্যাসটি আবারও প্রকাশ করে। তারপরেই বইটি আন্তর্জাতিক বেষ্টসেলার হিসেবে স্বীকৃতি পেয়ে যায়। নিজের লেখার প্রতি পাওলো কোয়েলহোর এমন বিশ্বাস, অনেক লিখিয়েদের জন্যে উদাহরণ হতে পারে। কাহিনী সংক্ষেপঃ গল্পের নায়ক সান্তিয়াগো। একজন বই পড়ুয়া রাখাল বালক। যার কাছে ঈশ্বর বা পাপ সম্পর্কে জানার চেয়ে পৃথিবী সম্পর্কে জানার আগ্রহ বেশি তীব্র। তার বাবা-মা চেয়েছিলো সে যাজক হবে। কিন্তু সে পৃথিবীটা ঘুরে দেখতে চায়। সান্তিয়াগোর মূল দর্শন হলো লেগে থাকো নিরন্তরভাবে, স্বপ্ন জয় তোমারই হবে। নানা বাধা অতিক্রম করে সে স্বপ্নের কাছাকাছি এসে পৌঁছায়। বিষয়টা এমন- হোঁচট খাওয়া মানেই হেরে যাওয়া নয়, জয়ের অনিহা থেকেই পরাজয় শুরু হয়। হতাশা তাকে স্পর্শ করতে পারেনি। অভিযানের এক অসাধারণ কাহিনী। মানুষের পরিপূর্ণতার পথের যাত্রার কাহিনী সে স্বপ্নে দেখে একটা ছেলে মিশরের পিরামিডে গুপ্তধনের সন্ধান পেয়েছে। এই স্বপ্নের ব্যাখা জানতে সে এক মহিলা জ্যোতিষীর শরণাপন্ন হয়। সে যে ভুল স্বপ্ন দেখেনি এক-দশমাংশ গুপ্তধনের বিনিময়ে এটা নিশ্চিত করে সেই জ্যোতিষী। সালেমের ছদ্মবেশী রাজাও তাকে এ বিষয়ে নিশ্চিত করে এবং অনেক ভালো উপদেশ দেশ দেয়। তার একটা উপদেশ হচ্ছে "সুখের গোপন উৎস হলো, তোমাকে পৃথিবীর সব গোপন রহস্য দেখতে হবে, সেই সাথে মনে রাখতে হবে চামচের উপর থাকা একবিন্দু তেলের কথাও।" কি অসাধারণ কথা, তাই না! আমরা স্কুল কলেজের বই বাদ দিয়ে গল্পের বই বেশি বেশি পড়বো এটা ঠিক নয়। বুঝতে হবে চামচে তেল রাখতে হবে আবার সব বিস্ময়ও দেখতে হবে। ভেড়ারপাল বিক্রি করে শুরু হয় সান্তিয়াগোর মিশর যাত্রা। তাঞ্জানিয়া এসে দালালের পাল্লায় পড়ে পথ খরচ হারিয়ে কাজ নেয় একটা স্ফটিকের দোকানে। সেখানে প্রায় বছরখানেকের মতো কাজ করে। আবার ভেড়া পালনের জন্য আন্দালুসিয়ায় ফিরতে চাইলেও ফেরা হয় না, সেখানে সফরসঙ্গী হিসেবে দেখা হয় এক ইংরেজের সঙ্গে, যার উদ্দেশ্য এ্যালকেমিস্টকে খুঁজে বের করা। অন্যদিকে, ইংরেজ লোকটা যার খোঁজ করছিলো, সেই এ্যালকেমিস্টের সঙ্গে দেখা হয়ে যায় সান্তিয়াগোর। সে-ও তাকে জীবনের লক্ষ্য সম্পর্কে সতর্ক করে দেয়। অতঃপর যাত্রাপথে আবারও বিপত্তি। ঘটনাক্রমে তার সঙ্গে বাতাস আর সূর্যের কথা হয়। অবশেষে, অনেক নাটকীয়তা শেষে সান্তিয়াগো তার গুপ্তধন খুঁজে পায়। মরুভুমিতে ফাতিমা নামে এক অসাধারণ সুন্দরী রমণীকে খুঁজে পেয়ে সে বুঝতে পারে, ভালোবাসা মানুষের স্বপ্নকে পাল্টে দেয় না। ফাতিমার সাথে দেখা করার জন্য সব সময় উদগ্রীব থাকতো সান্তিয়াগো। মিলন আর বিরহের এক অনন্য অসাধারণ উপন্যাস এটি। ফাতিমা তাকে জানায়, মরুভূমি তাদের কাছ থেকে আপনজন কেড়ে নেয়। মাঝে মাঝে আর ফিরে আসে না তারা। আরও বলে, ''কেউ কেউ সত্যি ফিরে আসে। তখন আশায় বুক বাঁধে অন্যেরা। আমি হিংসা করতাম সে সব মেয়েকে। এখন থেকে আমিও একজনের অপেক্ষায় থাকব।'' হৃদয় কাঁপে গল্পটি পড়ার সময়। অনুভূতিতে ধাক্কা দেয়। প্রেম, ভালোবাসা, যুদ্ধ, বর্বরতা, স্বপ্ন, দর্শন সব মিলিয়ে টানটান উত্তেজনা। বইটি থেকে কিছু উদ্ধৃতিঃ ★শেখার একটাই পথ, কাজ করা। ★লোকে চলে যাবার কথা বেশী ভাবে না ফিরে আশার কথা বেশী ভাবে। ★মরুভূমি কে ভালবাসা যায় বিশ্বাস করা যায় না। ★তুমি যা হাতে পাও নাই তা নিয়েই যদি ওয়াদা দিতে থাক তবে সেটা পাবার আশাই চলে যাবে। ★ভবিষ্যৎ জানতে চাই কারণ আমি একজন মানুষ ★ভোগান্তির ভয় ভোগান্তির চেয়ে কষ্টকর। ★সূর্য উদিত হওয়ার আগের প্রহর সবচেয়ে বেশী অন্ধকার। ★যখন কেউ অন্যের লক্ষ্যে হস্তক্ষেপ করে তারা কখনো নিজেরটুকু পূরণ করতে পারে না। ★সাধারনত মৃত্যূর হুমকি মানুষের মননে বেঁচে থাকার আশা বাঁচিয়ে রাখে। ★কাল মরে যাওয়া আর যেকোন একদিন মরে যাওয়া একি কথা।। মন্তব্যঃ মানুষের পরিপূর্ণতার পথে যাত্রার কাহিনী। জীবনের স্বপ্নগুলোর বাস্তবায়ন দেখতে চাইলে, নিজের চোখে লক্ষ্য অর্জনের জন্য, অন্যের চোখে নয়। সব মানুষের পথ প্রদর্শক হয়ে থাকবে পাওলোর কোয়েলহোর এই বইটি। আপনি কী হতাশাগ্রস্ত, আপনার জীবনের গতিপথ নিয়ে চিন্তিত, জীবনে যাই করছেন তাতেই ব্যর্থতা হচ্ছেন! আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারছেন না। অন্ধকার গলিপথ ছেড়ে আলোর মহাসড়কে এসে আপনার লক্ষ্যে পৌঁছাতে চান? বইটির প্রতিটি লাইন বিস্ময়কর। নিজেকে আবিষ্কার এবং বিকশিত করতে বইটি অবশ্যই পড়া উচিত। মাত্র ৯০ টাকার বইটি আজই কিনে নিন। ব্যক্তিগত রেটিং- ৩.৮/৫ সেলিম রেজা

      By Ragib Hassan

      11 Jan 2018 01:54 PM

      Was this review helpful to you?

      or

      বই- ৫/৫ কাহিনী অসাধারণ, অনুবাদ - ৩/৫

      By Dr. Tanvir Islam

      20 Mar 2021 11:16 PM

      Was this review helpful to you?

      or

      অনুবাদের মান ভালো নয়।

      By Tultul Zabin

      19 Jan 2017 12:00 AM

      Was this review helpful to you?

      or

      ‘দ্য আলকেমিস্ট’ আন্তর্জাতিক ক্ষেত্রে সর্বাধিক বিক্রিত পাউলো কোয়েলো এর লেখা অসাধারন একটি অনুপ্রেরনা মুলক উপন্যাস , বইটি কে ভাগ্য অনুসন্ধানের অনবদ্য এক জাদুকরী উপন্যাস বলা হয়ে থাকে । লেখক পাউলো কোয়েলোর জন্ম ব্রাজিলে । তিনি তার অসাধারন লেখালেখির মাধ্যমে অনেক দ্রুত প্রসিদ্ধি লাভ করেন । এছাড়াও বর্তমান বিশ্বে সর্বাধিক পঠিত লেখক হিসেবে স্বীকৃতি অর্জন করেন । তিনি তার জীবনে বহু অনুপ্রেরনা মুলক বই লিখেছেন । এর স্বীকৃতি স্বরুপ তিনি বহু আন্তর্জাতিক পুরষ্কার লাভ করেছেন । তার লেখা অন্যতম সেরা বই দ্য আলকেমিস্ট বইটি বাংলাতে অনুবাদ করেছেন মাকসুদুজ্জামান খান । তিনি বৈজ্ঞানিক কল্পকাহিনী, বিজ্ঞানভিত্তিক লেখা, থ্রিলার , শিশুতোষ উপন্যাস ও ইতিহাস নির্ভর লেখা অনুবাদ করেছেন । বইটি প্রথম বাংলাতে অনুবাদ করে প্রকাশিত হয় ২০০৭ সালের একুশে বইমেলা তে । বইটি প্রকাশিত হয় রোদেলা প্রকাশনী থেকে এবং এর প্রকাশক রিয়াজ খান । প্রচ্ছদ করেছেন হাসান খুরশীদ রুমী । এইরকম বই যুগে যুগে আসে । বইটি পড়লে পাঠকের জীবন বদলে যেতে পারে । বইটি পৃথিবী জুরে ২০ মিলিয়ন কপি বিক্রি হয়েছে । উপন্যাস টি সান্টিয়াগো নামের আব্দুলেশিয়ান অঞ্চলের এক রাখালের কাহিনী । যে একদম শুন্য হাতে তার ভাগ্য অনুসন্ধানে মিশরের মরুভুমি তে রত্নভান্ডার আবিষ্কার করতে ভ্রমন করতে শুরু করে । বাড়ি স্পেন দেশে ,তার যাত্রা পথে তার সৌভাগ্য হয় একজন আলকেমিষ্ট এর সাথে সাক্ষাত হওয়ার । এরপর কি হয় জানার জন্য পড়তে হবে বই টি । বইটি পাঠক দের কাছে অসাধারন লাগবে এইটা নিশ্চিত এবং বইটি পড়ে পাঠকরা প্রচুর অনুপ্রেরনা পাবেন জীবনে এগিয়ে যাওয়ার পথে সেটিও অবশ্যই বলা যায় ।

      By AHSAN SAHEB

      15 Nov 2016 12:47 PM

      Was this review helpful to you?

      or

      একটি মাস্ট রিড বই - ৫/৫!! অনুবাদ মোটামুটি ভালো - ৪/৫।

      By ifthakher

      22 Jan 2020 02:27 AM

      Was this review helpful to you?

      or

      ব্রাজিলিয়ান লেখক পাওলো কোয়েলহো'র মাস্টারপিস "দ্য আলকেমিস্ট" উপন্যাসটার জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নাই। দ্যাট'স গ্রেট! অত্যন্ত সাধারণ কাহিনীর মধ্য দিয়ে অসাধারণ দার্শনিকতা, জীবনের দিক নির্দেশনা চমৎকারভাবে ফুঁটিয়ে তুলেছেন। কাহিনীটা সান্তিয়াগো নামের এক বইপড়া রাখাল বালকের স্বপ্নে গুপ্তধনপ্রাপ্তির, যে স্বপ্নে দেখে একটা ছেলে মিশরের পিরামিডে গুপ্তধনের সন্ধান পেয়েছে। এই খোয়াবের ব্যাখা জানতে সে এক মহিলা গণকের শরণাপন্ন হয়। সে যে ভুল স্বপ্ন দেখেনি এক-দশমাংশ গুপ্তধনের বিনিময়ে এটা নিশ্চিত করে মহিলা গণক। সালেমের ছদ্মবেশী রাজাও তাকে এবিষয়ে নিশ্চিত করে। এবং অনেক সদুপদেশ দেয়। তারমধ্যে কোয়েট্যাবল: "সুখের গোপন উৎস হলো, তোমাকে পৃথিবীর সব গোপন বিস্ময় দেখতে হবে, সেইসাথে মনে রাখতে হবে চামচের উপর থাকা একবিন্দু তেলের কথাও।" অসাধারণ একটা কোয়েট! এই যে আমার কথাই বলি, একাডেমিক পাঠ না পড়ে সারাক্ষণ আউট বই নিয়ে বিজি থাকি, এটা পুরোটা ঠিক নয়। ওই যে ওই কথাটা মানতে হবে, মানে, চামচে তেল রাখা লাগবে আবার সব বিস্ময়ও দেখা লাগবে।

      By Delwar Ahmed Tutul

      21 Nov 2017 04:25 AM

      Was this review helpful to you?

      or

      এই অনুবাদ যে গিলতে পারবে, সে লোহা গিলে হজম করতে পারবে। আক্ষরিক, অনুবাদের নামে সর্বনাশ।

      By Mohib Akash

      09 May 2013 01:29 PM

      Was this review helpful to you?

      or

      very nice book . jibon palte daber moto....

      By Shahad Ishraq

      01 Feb 2013 06:45 PM

      Was this review helpful to you?

      or

      "The Alchemist is a beautiful book about magic,dreams and the treasures we seek elsewhere and then end on our doorstep." -Madonna কিছু বই থাকে যা পাঠকের জীবনের প্রতি দৃষ্টিকোণ পাল্টে দেয়;বুকে আশা,সাহস আর যাদুকরী এক মুগ্ধতা ছড়িয়ে দেয়।এটি তেমনই একটি বই। জ্ঞানের খোঁজে পথিক হওয়া এক তরুণ রাখাল আর জ্ঞানী ও অভিজ্ঞ এক এলকেমিস্টকে নিয়ে রূপকথার আবেশে লেখা অসাধারণ এই রূপক উপন্যাস। আন্দালুসিয়ান রাখাল বালক সান্তিয়াগো।তার স্বপ্ন পৃথিবীকে ঘুরে দেখার,অমূল্য গুপ্তধন খুঁজে পাওয়ার।তাই সে পথে বের হয়।তানজিয়ারের ব্যবসা কেন্দ্র আর মিসরের মরুর মাঝ দিয়ে তার এই যাত্রায় সে দেখা পায় জ্ঞানী এলকেমিস্টের। সবার সত্তার ভেতরে থাকে একটি লক্ষ্য।এই লক্ষ্যের পিছনে ছুটতেই মানব চিত্ত খুঁজে পায় মুক্ত আনন্দ।কিন্তু সে ছোটার পথ সহজ হবে তা চিন্তা করা ভুল।পথে থাকবে বাঁধা।থাকবে বিশ্বাসঘাতকতা আর শত অনাকাঙ্খিত উপদ্রব।এরা জীবনে হতাশা নিয়ে আসতে চাইবে।কিন্তু মনে আশা নিয়ে এগিয়ে যেতে হবে। সে কাজে সাহায্যও আসবে। আর এইযে এক বৈচিত্রে ভরা বন্ধুর পথ, এর শেষে দাঁড়িয়ে আছে সেই যাদুকরী ব্যাপারটি,সাফল্য। বইটি পাঠককে এক মোহে আচ্ছন্ন করবে।বইটি নাড়া দেবে পাঠকের জীবনবোধে।বিশ্বব্যাপী সাড়া জাগানো বইটি তেষট্টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে।বিক্রি হয়েছে ৩০ মিলিয়ন কপির বেশি। চিন্তা আর কল্পনায় অনুরণন সৃষ্টি করার মত একটি বই।মনে গেথে রাখার মত একটি বই।

      By Sihab Miah

      03 Dec 2020 09:35 PM

      Was this review helpful to you?

      or

      অনুবাদ নিয়ে মাথা না ঘামিয়ে বিষয় নিয়ে মাথা ঘামান আপনাকে পাল্টে দেওয়ার জন্য বিষয়টিই যথেষ্ট। ধন্যবাদ

      By Apon Das

      04 May 2020 08:28 PM

      Was this review helpful to you?

      or

      খুবই বাজে একটি অনুবাদ এটি। অনুবাদক বাংলায় ভাবানুবাদ করতেই জানেন না। নূন্যতম কোনো সাহিত্যরস নেই বইটিতে। সবার প্রতি অনুরোধ এই অনুবাদটি কিনবেন না। ইংরেজি বুঝলে অবশ্যই ইংরেজি ভার্সন টি কিনবেন। আমার পুরো টাকা টাই জলে।

      By Rayhan Ahmad Rony

      19 Apr 2017 01:39 AM

      Was this review helpful to you?

      or

      বইটির কাহিনী সত্যি অসাধারণ। এই বইয়ের শিক্ষণীয় বিষয়গুলোর মধ্যে অন্যতম ৩টি বিষয় হচ্ছে...... ১.কখনো নিজের লক্ষ্য থেকে সরে যাওয়া ঠিক নয়,কারণ লক্ষ্য থেকে সরে গিয়ে বেশিদিন মানুষ সুখী থাকতে পারে না। ২.জীবনের লক্ষ্য অর্জন করতে গেলে নানান রকম বাঁধা আসবে, কিন্তু সেসব বাঁধা পার করতে হবে অদম্য সাহস, ধৈর্য এবং বুদ্ধিমত্তার সাথে। ৩.স্বপ্ন দেখলে তা বাস্তবায়নের জন্য কাজে নামতে হবে,শুধুমাত্র বসে বসে স্বপ্ন দেখলেই সেখানে বাস্তবায়ন আসবে না। তবে অনুবাদ করা এই বইয়ে সম্পর্কে ৩টি মন্তব্য হচ্ছে এই যে..... ১.অনুবাদের ভাষা কখনো এত কঠিন হলে সেই ভাষা না পড়ে আসলটা পড়া হাজার গুনে যুক্তিসংগত। ২.এরকম অনুবাদ করা বই পড়লে মানুষের অনুবাদিত বই থেকে বিশ্বাস উঠে যাবে। ৩.বানানের এত ভুল যা কল্পনার বাইরে।

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!