User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
“চিন্ময় চীন” বইটিতে চীনের বিশ্ব ঐতিহ্য নিষিদ্ধ নগর ও শেনইয়াং রাজকীয় প্রাসাদের বর্ণনা থেকে শুরু করে ৫৬ জাতির মানুষ, তাঁদের খাবার ও ঐতিহ্যের বর্ণনা খুব চমকপ্রদ ভাবে ফুটে উঠেছে। অজানাকে জানার আগ্রহ নেই এমন মানুষ খুঁজে পাওয়া আসলেই অনেক বেশী বিরল। আর ভ্রমণ নিঃসন্দেহে সেই জানার পরিধিকে বাড়াতে সক্ষম অনায়াসে। ভ্রমণ করতে সবাই কম বেশী আমরা ভালোবাসি। যান্ত্রিক জীবনের যান্ত্রিকতা ভুলে কিছুটা সময় নিজেকে নিজের মাঝে খুঁজে পেতেও আমরা সময়ে অসময়ে বেড়িয়ে যাই ক্লান্ত মনের তৃষ্ণা নিবারণ করতে। চীন পর্যটন সম্পদে সমৃদ্ধ একটি দেশ। দেশটির পর্যটন সম্পদ সম্পর্কে লিখতে গেলে বিশাল আকারে কয়েকটি গ্রন্থ্য লিখলেও হয়তো সামগ্রিক ভাবে শেষ করা সম্ভব হয়ে উঠবে না। তবে এ বইটিতে লেখকদ্বয় সর্বাত্মক চেষ্টা করেছেন স্বল্প পরিসরে আমাদের অজানাকে জানার বাসনা মেটাবার। “চিন্ময় চীন” গ্রন্থ্যে মূলত চীনের ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য গুলো থেকে বাছাই করা কয়েকটি স্থান ও স্থাপনা নিয়ে সীমিত পরিসরে আলোকপাত করা হয়েছে। গ্রন্থ্যের শেষে পরিশিষ্ট হিসেবে চীনের ৫৩টি বিশ্ব ঐতিহ্যের তালিকাও সংযুক্ত করা হয়েছে। পরিশিষ্ট হিসেবে থাকছে চীনের ইতিহাসের সংক্ষিপ্ত কালনির্ঘণ্ট। আরও থাকছে চীনের প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল, কেন্দ্রশাসিত শহর ও বিশেষ প্রশাসনিক অঞ্চলগুলোর সংক্ষিপ্ত পরিচিতিমূলক সারণি। সবশেষে লেখকের ভাষায় “ বিশাল চীনকে দু’শো পৃষ্ঠায় তুলে ধরা সম্ভব নয়; চীনের অনন্য সৌন্দর্যকে তো নয়ই! তবে পাঠকের অজানার তৃষ্ণা কিছুটা পূরণ হলেও সার্থক হবে লেখনীর পরিশ্রম।
Was this review helpful to you?
or
চীন বিশাল এক দেশ। বিপুল আয়তনের পাশাপাশি লোক সংখ্যাও সবচেয়ে বেশী। তাই নানা জাতি ও বর্ণের সমাহার এই দেশ টিতে। মঙ্গোলীয়ান এ দেশটির ইতিহাস হাজার বছরের। ইতিহাস, ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যের প্রাচুর্যতায় চীন সমৃদ্ধ। এত বিশাল একটি দেশকে মাত্র শ দুয়েক পাতার বইতে তুলে ধরা সম্ভব না। সেকথা লেখক স্বীকারও করেছেন। তবে এত অল্পের ভেতরেই বর্তমান চীন ও এর সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপনা, উৎসব, নানান জাতির মানুষ, পর্যটন কেন্দ্রগুলো এবং পূর্বের বিভিন্ন ডাইনাস্টি গুলোর একটা সম্যক ধারণা লেখকদ্বয় দেবার চেষ্টা করেছেন। বর্ণণাগুলো ভালভাবে বোঝার জন্য ও পুরো চীনকে এক নজরে দেখে নেবার জন্য একটা সুন্দর রঙিন মানচিত্রও সংযুক্ত করা আছে এতে। উল্লেখযোগ্য দিক গুলো হল প্রাচীন ডাইন্যাস্টি , বর্তমানের চীনা বিভিন্ন জাতি, প্রদেশ, খাবার, ঐতিহ্য এসব খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। অনেক কিছু জানা যাবে। দেশটিকে থাকার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণের প্রেক্ষিতে বর্তমান চীন ও অতীত কে তুলে ধরেছেন শব্দে শব্দে। সবচেয়ে ভাল দিক হল বইটির পাতায় পাতায় ছবি এবং ছবিগুলো যাতে ভালভাবে ফুটে ওঠে সেজন্য পুরো বই ছাপানো হয়েছে আর্ট পেপারে। ওজন, বাধাই, প্রিন্ট এগুলোর কথা না বললেই নয় কারণ সচরাচর যেসব বাংলাদেশি বই প্রিন্ট হয় তার চেয়ে আলাদা।