User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
খুব ভালো লাগলো।
Was this review helpful to you?
or
ভীষণ সুন্দর বর্ণনা। সহজ ভাষায়।
Was this review helpful to you?
or
গল্পের স্থানিক চিত্রকল্প মুগ্ধ করে, টানে, আর নিয়ে যায় মুহূর্তেই সেই জগতে। বাংলা সাহিত্যে এই ডা: মাহমুদা, আশা রাখি, পরবর্তী সৃষ্টিগুলোর মাধ্যমে আরোও শক্ত আসন কেড়ে নেবে। মাহমুদাও কেড়ে নেবে হাজার ও চিন্তাশীল তরুণের দুপুর বেলার ফ্যান্টাসি। গল্পের চরিত্রগুলোও খুবই বাস্তব। প্রেক্ষাপট জীবনঘনিষ্ঠ আর অতিচেনা। সমস্যাগুলো অনন্য। ফ্যাক্টগুলো যখন ফিকশনে রূপ নেই, তার চেয়ে ভালো জিনিস আর কিছু হতে পারে না? গল্পের বিলীসীর দুঃখগুলোও দানা বাঁধে হৃদয়ে। মনে হয়, বেচারী, অদৃষ্টতাড়িত। বইটি পড়তে পারেন। ভালো লাগবে, এটা নিশ্চিতভাবেই বলা যায়।
Was this review helpful to you?
or
এক টানা পড়ে শেষ করেছিলাম! এমন ভাবে আটকে রাখছিলো গল্পটা যে শেষ না করে উঠতে পারা যায়নি!
Was this review helpful to you?
or
পরিশীলিত বর্ণনা আর কাহিনীর ধারাবাহিকতায় লেখক অত্যন্ত দক্ষ। সুস্বাদু খাবারে সব উপদানের পরিমাণ সঠিক থাকা আবশ্যক তেমনি একটি বইকে সুপাঠ্য করে তুলতে পরিমিত শব্দচয়ন জরুরী। এক্ষেত্রে লেখকের পাণ্ডিত্য চোখে পড়ার মত। লেখকের পরিমিতিবোধ আমাকে তার পরবর্তী/অনান্য বই পড়তে আগ্রহী করছে। উদাহরণস্বরূপ বলা যায়, জাওয়াদ ও মাহমুদার সম্পর্ককে রসালো করে তুলতে তিনি কিছু চটুল শব্দ ব্যবহার করতে পারতেন কিন্তু করেন নি। বিশেষ মুহুর্তকে বর্ণনা করেছেন সাধারণ শব্দে। এই সব সাধারণ শব্দই আমার চোখে উপন্যাসটিকে অসাধারণ করেছে। ছোট ছোট ভালোলাগায় পাঠ পরবর্তীত প্রতিক্রিয়া চমৎকার। উপন্যাসের নাম রোমান্টিক মনে হলেও কাহিনী বিন্যাসের সাথে নামটি চমৎকারভাবে মিলে গেছে। যেখানে চরিত্ররা যুগলে আনন্দ-বেদনায় অংশ নেয় সেখানে যুগল মানব নামই উপযুক্ত।
Was this review helpful to you?
or
Fantastic
Was this review helpful to you?
or
Boi porata amar shokh-er o valolagar bisoy . Sai shokh o valo laga hote amra gore tulesi amader office library . Thanks Rokomari amader sokol boi thik quality te ena dewar jonno . And aro thanks alokito bangladesh gorar proyash newar jonno . Thanks the all team member of Rokomari .
Was this review helpful to you?
or
প্যারাসাইকোলজি :যুগল মানব লেখক : হাসান তারেখ চৌধুরী ধরন : প্যারাসাইকোলজি পৃষ্ঠা: ১৪৩ প্রকাশনী : ভাষাচিএ মূল্য : ২০৮ টাকা (রকমারি) #রকমারি_রিভিউ_প্রতিযোগিতা কাহীনি সংক্ষেপ : নিঃসঙ্গ যুবক রাকিব। স্বাভাবিক ভাবেই চলছিল তার জীবন। কিন্তু জীবন তো সহজ পথে চলে না, তার সবসময় মনে হয় জটিলতাই পছন্দ। হঠ্যাৎ করেই পাল্টে গেল তার জীবন। স্বপ্নের জগতে বার বার দেখা পায় এক নারীর কে সে ? সহসাই তার জীবনে আগমন হলো আরো দু'জন নারীর। জীবনে শুরু হল এক নতুন অধ্যায়। জীবনে ঘটতে থাকে পরাবাস্তব সব ঘটনা আর এর সমাধান জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেখ তুখড় মেধাবী এক নিউরোসাইন্টিষ্ট। মস্তিষ্কের অতিপাকৃত সব ঘটনার রহস্যের সমাধান করেন এই নারী। কি আছে রাকিবের জীবনে? কিসের স্বপ্নে সে মেতে থাকে? পাঠ প্রতিক্রিয়া : প্যারাসাইকোলজি নিয়ে আমার পড়া এইটি প্রথম বই। বাংলা সাহিত্যে আমার জানামতে প্যারাসাইকোলজি নিয়ে তেমন কোন বই নেই। বই ধরন অনেকটা মিসির আলী টাইপ এর মত। তবে মিসির আলীর থেকেও এই বই আছে পরাবাস্তব রিয়েলিটি নিয়ে আলোচনা। বইটি পড়ে ভালো না লাগর কোন কারণ নেই, কারণ বাংলা সাহিত্যে এ ধরনের লেখা নেই বললেই চলে। বই পড়ার সময় প্রতি মুহূর্ত থ্রিল এর মাঝে ছিলাম। এক কথায় অসাধারণ। লেখক হাসান তারেক চৌধুরী প্যারাসাইকোলজি নিয়ে আরো একটি বই আছে তার নাম দ্বিখন্ডিত।
Was this review helpful to you?
or
রোমান্টিক এবং এডভান্সচার ছিলো, স্যারের পরের বই এর অপেক্ষা থাকলাম।
Was this review helpful to you?
or
Heard a lot about this writer. Can’t wait to read this book. Best wishes.