User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই।
Was this review helpful to you?
or
Good book. Masha Allah.
Was this review helpful to you?
or
বইটা অসাধারণ । যদি কারো গণিত এবং বিজ্ঞান ভালো লাগে তাহলে বইটা নিতে পারেন ।
Was this review helpful to you?
or
#রহস্যময়_বিজ্ঞান_জগত ও #রকমারি_ডট_কম আয়োজিত বুক রিভিউ প্রতিযোগিতা বর্তমান যুগের বেশিরভাগ বিজ্ঞান লেখক যেখান গণিত ছাড়াই সাহিত্য দিয়ে সাধারণের জন্য পরমাণুর বই লিখেন, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের সাবেক এই ছাত্র বেছে নিলেন ভিন্ন পথ। ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান ও গণিতের মিলমিশেলে তিনি 'কণা কোয়ান্টাম' বইটি রচনা করেন। পরমাণু মডেলের সূচনা যদিও থমসনসহ বেশ কয়েকজনের হাতে, তারপরও সর্বপ্রথম এ নিয়ে মোটামোটি প্রথম গুরুত্বপূর্ণ মডেল সূচনা পায় রাদারফোর্ডের হাতে। তারপর বোর, সমারফিল্ড, ব্রগলি, শ্রোডিঙ্গারসহ অনেক মহাসারথিরা এগিয়ে এসেছেন। পরমাণুর একটি সার্থক মডেল পাওয়ার জন্য বিজ্ঞানীদের পুড়াতে হয়েছে অনেক কাঠখড়। তাদের সেই প্রচেষ্টাকে যেন কাছ থেকে দেখে বইয়ের মাধ্যমে লেখক তুলে ধরেছেন। একজন পদার্থবিজ্ঞানী কিভাবে চিন্তা করেন, তার জীবনে ঐসময় কিরকম সমস্যা ও সাহায্য প্রাপ্তি ঘটে সেই ইতিহাস ক্রমাণুসারে সাহিত্যিক মানসে লেখক ফুটিয়ে তুলেছেন। পাশাপাশি যখন যে বিজ্ঞানি যেটা নিয়ে ভেবেছেন, সেই জিনিসগুলোর ফিজিক্স দ্বিধাহীনভাবে তুলে ধরেছেন তিনি। পাশাপাশি এর গাণিতিক বিশ্লেষণে পিছপা হন নি। লেখক চেষ্টা করেছেন সর্বোচ্চ যতোটা পারা যায় পরমাণুর গহীন বনের সৌন্দর্য ও রূপরহস্য তুলে ধরতে। ইতিহাসের স্বার্থে বইটি ছয়টি ভাগে বিভক্ত। ১। হিরন্ময় দিনেমার: নীলস বোর ২। কোয়ান্টাম পরমাণু: পরমাণুর কোয়ান্টাম ৩। উৎকেন্দ্রিক সমারফেল্ড ও বিকেন্দ্রিক পরমাণু মডেল ৪। দ্বৈততার বরপুত্র: মরিস দ্য ব্রগলি ৫। অ্যাপক্যালিপ্টিক শ্রোডিঙ্গার ও আফ্রোদিতিক তরঙ্গ ফাংশন ৬। প্রতি কণার রূপকার পল এড্রিন মরিস ডিরাক আশা করি নাম শুনেই বইটির প্রতি আকর্ষণ তৈরি হয়েছে। বইটি পড়তে চাইলে বীজগণিত, ক্যালকুলাসসহ ক্লাসিক্যাল ফিজিক্সের মোটামোটি জ্ঞান থাকলেই চলবে। আমি কলেজে থাকতে মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাসসহ ইন্টিগ্রেশন ভালো পারতাম না, সমারফিল্ড মডেলে তাই একটু সমস্যাই হয়েছিলো। তারপর তখন পুরো বই পড়ে পরমাণুর প্রতি একটা ভালোবাসা তৈরি হয়। বইটি এখনও মাঝে মাঝে দেখি। গতানুগণিতক ফিজিক্স বই কিংবা পপ সায়েন্সের বাইরে প্রকৃত বিজ্ঞানপ্রেমিদের জন্য বইটি নিঃসন্দেহে একটি রাশিয়ান সালাদ। সবাইকে পড়ার অনুরোধ রইলো। by Syed Emad Uddin Shubha
Was this review helpful to you?
or
In this book writer want to describe about the project of Quantum mechanics.This book is contain 6 chapter. 1.Nealse bore 2.Quantum poromanu 3.poromanu model 4.Moris thd brogli 5.Afroditic wave function 6.Pol adrin moris dirak About my review it's a good book for those who want to know "Quantum Mechanics"
Was this review helpful to you?
or
কিভাবে কোয়ান্টাম বলবিদ্যার শুরু হল তার ঘটনাই এই বইতে পড়েছি। শুরু হয়েছে রাদারফোর্ড এর বিজ্ঞান চর্চার ঘটনা দিয়ে, পরে তার সাথে পরিচয় হয় ক্যাভেন্ডিস ল্যাবরেটরির প্রধান ও ইলেকট্রনের আবিষ্কারক জে জে থমসনের সাথে। তারা কাজ করেন পরমাণু মডেল নিয়ে। এরপর নীলস বোরও তার বিশুদ্ধ চিন্তা উপস্থাপন করেন। পরমাণুর কক্ষপথকে কোয়ান্টাইজড করে দেন তিনিই। এর পর শ্রোডিঙ্গার, ডিরাকদের মত বিজ্ঞানীরাও এগিয়ে আসেন আরও বিশুদ্ধ চিন্তাধারা নিয়ে। মূল্যবান ইতিহাস জেনেছি ও বিভিন্ন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কেও পরিষ্কার ধারনা পেয়েছি এই বই থেকে।