User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ সকলের জন্য হতে পারে একটি উপকারী বই।
Was this review helpful to you?
or
আমদের যত চিন্তা, হতাশা আছে সবকিছু ঘুচে যাবে যদি পড়েন মুফতি ইসমাঈল মেনক এর বইটি। আলহামদুলিল্লাহ পড়েছি। এর ১ এবং ২ দুইটাই বেশ ভালোই অনুবাদ হয়েছে।
Was this review helpful to you?
or
bah জীবনের বাস্তব পরিস্থিতিতে কিভাবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা যায়, সে সম্পর্কে নির্দেশনা প্রদান করা হয়েছে।
Was this review helpful to you?
or
Awesome book
Was this review helpful to you?
or
অনুপ্রেরণা!
Was this review helpful to you?
or
ভালো
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ ❤️ অনেক ভালো নসিহত
Was this review helpful to you?
or
ডেলিভারি সহ সব কিছু ভালোই ছিল
Was this review helpful to you?
or
অনেক ভালো
Was this review helpful to you?
or
জীবন বদলে দেওয়ার মত বই।
Was this review helpful to you?
or
The book won't disappoint you. It's really a good for islamic motivation. Alhamdulillah.
Was this review helpful to you?
or
Trigger to bust-up Iman
Was this review helpful to you?
or
Best one
Was this review helpful to you?
or
আজব! প্রত্যেক পৃষ্ঠায় মুফতি সাহেবের কিছু উক্তি দিয়ে একটি বই বানিয়ে ফেললো। তাও আবার দাম ৩০০ টাকার উপরে! উক্তিগুলো দিয়ে সর্বোচ্চ ১০০টাকা মূল্যের বই হলে ন্যায় সংগত হতো।
Was this review helpful to you?
or
মোটিভেশনাল মোমেন্টস বইটি কিনে হতাশ হয়েছি। পাঠক কে ঠকানো হয়েছে।
Was this review helpful to you?
or
আমার ভালো লেগেছে পড়ে
Was this review helpful to you?
or
Best forever
Was this review helpful to you?
or
my favorite book. this book is need everyone.
Was this review helpful to you?
or
্ে এই বইটি পড়ার পর আমি এর দ্বিতীয় পার্টটি কিনে। পরে দেখলাম বইটির আরেকট িনতুন সংস্করণ বেরিয়েছে, তা জেনে খুবই ভালো লাগলো। কেননা, আমার বোনের স্কুলের প্রোগ্রামে আমি এই বইটি উপহার হিসেবে অনেককে দিয়েছে। বইটির বাণীগুলো ছোট হলেও অনেক অর্থবোধক, তাই বেশ ভালো লঅগে পড়তে।
Was this review helpful to you?
or
বইটি যতবারই পড়ি, ততবারই অন্তর আশার আলোতে ভরে উঠে। সবার উচিত বইটি পড়া এবং ভালোভাবে পড়া।
Was this review helpful to you?
or
Mufti is a great preacher. He demonstrated everyday issues in a wise way. If you want to see the beauty of islam, this is the book for you
Was this review helpful to you?
or
"মোটিভেশনাল মোমেন্টস" একটি চমৎকার সংকলন।
Was this review helpful to you?
or
যারা জীবনের কঠিন সময়ে মানসিক শক্তি খুঁজছেন, হতাশা কাটিয়ে সামনে এগিয়ে যেতে চান, তাদের জন্য এই বইটি নিঃসন্দেহে একটি আদর্শ অনুপ্রেরণার উৎস। মুফতি মেন্কের সহজ অথচ গভীর চিন্তাভাবনা পাঠকদের হৃদয় ছুঁয়ে যাবে। এটি এমন একটি বই, যা বারবার পড়ার মতো।
Was this review helpful to you?
or
আমদের যত চিন্তা, হতাশা আছে সবকিছু ঘুচে যাবে যদি পড়েন মুফতি ইসমাঈল মেনক এর বইটি। আলহামদুলিল্লাহ পড়েছি। এর ১ এবং ২ দুইটাই বেশ ভালোই অনুবাদ হয়েছে।
Was this review helpful to you?
or
awesome
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ বইটি হাতে পেয়ে অনেক ভালো লাগলো বইটি আসলেই অনেক ভালো।
Was this review helpful to you?
or
বেশ অসাধারণ এই বইটিা। অনুবাদের মান সুন্দর হয়েছে। এখন শুনলাম বইটির দ্বিতীয় খণ্ড বের হচ্ছে। আল-হামদুলিল্লাহ।
Was this review helpful to you?
or
মুফতি মেনক্ বর্তমান সময়ের একজন ইসলামি স্কলার । মাশাআল্লাহ মোটিভেশনাল মোমেন্টস বই অসাধারণ ।
Was this review helpful to you?
or
সুন্দরভাবে একটা জীবন পার করে দেয়ার জন্য এরকম একটা বই যথেষ্ট। মুফতি মেঙ্ক কে বিশেষ করে অনুবাদককে ধন্যবাদ না দিয়ে পারা যায় না। জীবনের প্রত্যেকটা পরতে পরতে এরকম একটি বই খুঁজে দিতে পারি মুক্তির দিশারী। সফল মৃত্যু আর দুনিয়ায় সফলতা এনে দিতে এরকম একটি বইয়ের কোন বিকল্প নেই। দুনিয়া বইয়ের হোক। এমনিতে যা পাই তা তো ঠুনকো মোটিভেশন, সৃষ্টিকর্তাকে কেন্দ্র করে যে মোটিভেশন পাওয়া যায় তা তো স্বাভাবিকভাবেই সকল কিছুর উর্ধ্বে।
Was this review helpful to you?
or
আপনার সাথে অন্যায় হয়েছে? কিংবা কোন বড় ধরনের বিপদ আপনার জীবনকে ছুয়ে গেছে? তবে বইটি আপনার জন্য। যেখানে অপেক্ষা করছে ধৈর্যের অমীয় সুধা, যার মাধ্যমে আপনার মধ্যে তৈরী হবে আল্লাহর সিদ্ধান্তের উপর তাওয়াককুল। আপনার হৃদমাজার পূর্ন হবে অসম্ভব সুন্দর প্রশান্তিসূচক বাক্যগুচ্ছ দিয়ে। পাপ করে ফেলেছেন? নিজের পাপের খাতায় পলক ফেলে আল্লাহর পাকড়াওয়ের ব্যাপারে আশাহত হয়ে যাচ্ছেন? আপনাকে অনুশোচনার সমুদ্রে সিক্ত করে আল্লাহর নৈকট্য হাসিলের পথ ও পাথেয় নিয়ে অপেক্ষা করছে বইটি। দুনিয়ার মানুষের স্বার্থান্বেষী আচরণ, লক্ষ্য অর্জনে বিফলতা, একাকীত্ব কি আপনাকে বিষন্ন করে তুলছে? বিষন্নতার অন্ধকার কুঠিরে প্রশান্তির আলো ছড়াবার প্রদীপ খুঁজছেন? দুশ্চিন্তা করবেন না। সেই প্রদীপের নূর খুজে পাবেন এই বইটির পাতায় পাতায়। দুনিয়ার প্রতিযোগিতায় নাম লিখিয়ে নিজেকে হারিয়ে ফেলেছেন? জানতে চান কিভাবে দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জনে ভারসাম্য বজায় রাখবেন? কিভাবে উভয় জাহানে মাথা উচু করে দাঁড়াবেন? বইটি থেকে মুনাফাসূচক বানীগুলো কুড়িয়ে নিন। এছাড়াও বইটি আপনাকে শিখাবে ভালবাসার মানদন্ড। যে ভালবাসা আপনাকে আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে সাহায্য করবে। শিখাবে ভাল কাজে লৌকিকতার বিষকে বাষ্পে উড়িয়ে পরিশুদ্ধ আন্তরিকতা অর্জনের উপায়। শিখাবে কিভাবে ক্ষমার ঔষধ দিয়ে মনের ক্ষতস্থান দূর করে আল্লাহর ক্ষমার হকদার হওয়া যায়। শিখাবে কিভাবে উম্মাহর প্রতি দয়া ও দরদকে মনে স্থান দেয়া যায়। কিভাবে মানুষের মাঝে নিজের বিশ্বস্ততা বাড়ানো যায়, আত্মমর্যাদায় বলিয়ান হয়ে নিজের পরিচয় ফুটিয়ে তোলা যায়। প্রথমে বইটির পৃষ্ঠাগুলোতে অতিরঞ্জিত ও অপ্রাসঙ্গিক ছবি দেখে মেজাজটা বিগড়ে গিয়েছিলো। পরে জানতে পারলাম অরিজিনাল বইতেও এমন ছবির সমাহার। তাছাড়া অনেক বিদেশী বই দেখেছি যেখানে প্রতি পৃষ্ঠায় কেবল দুই-একটি লাইনকে সাজিয়ে লেখা হয়েছে। অবশেষে বইয়ের ভিতরে মনিমুক্তোর চেয়েও মূল্যবান স্পিচগুলো সব রাগ ও ক্ষোভকে নিমিষেই উবে যেতে সাহায্য করেছে। আল্লাহ্ লেখককে উত্তম বিনিময় দান করুন। আমীন। বইঃ মোটিভেশনাল মোমেন্টস লেখকঃ মুফতি ইসমাঈল মেনক অনুবাদঃ ইমদাদ খান প্রকাশনীঃ মুসলিম ভিলেজ প্রচ্ছদ মূল্যঃ ৪৫০ টাকা।
Was this review helpful to you?
or
Really a great Book to read in Bangle as there are lots of motivational speech with nice pic. Mashallah.
Was this review helpful to you?
or
Interesting and worth reading books, and i suggest all to read it.
Was this review helpful to you?
or
মৃত্যু পর্যন্ত আমাদের এই জীবন নামের সাগরটি পারি দিতে হবে। সকল মায়াজাল ছিন্ন করে সামনে এগিয়ে যেতেই হবে। এই এগিয়ে যাওয়ার পথ কিন্তু আবার খুব বেশী সহজসাধ্য নয়। অনেক কণ্টকটা, জটিলতায় ঘেরা এই পথ। তাই বলে থেমে থাকার কিন্তু উপায় নেই। আমরা জীবনের জটিলায়তনে অনেক সময় নিরাশ হয়ে যাই, হতাশ হয়ে পরি, ভেঙ্গে পরি এবং এক সময় ভাবি জীবন কোন কাজের নয়। কিন্তু আমরা যদি একটু সতর্ক হই, জীবন যুদ্ধে যারা সফল হয়েছেন তাঁদের দিক নির্দেশনা গ্রহণ করি, তাঁদের এগিয়ে চলা পথকে সামনে রেখে সামনের দিকে ধাবিত হই তাহলে আমরাও খুব সহজে কাঙ্খিত লক্ষ্যে পৌছুতে পারি। দুনিয়াতে এসেছি একা, যাবো একা। মধ্যখানের সময়টুকু আমাদেরকে নানা পরিবেশ ও পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করতে হয়। হর্ষ, বিষাদ, আনন্দ, বেদনা কত রঙ্গের সাথেই না আমরা পরিচিত হই। কিন্তু যে কোন মুহূর্তে শেষ হতে পারে আমাদের জীবনলীলা, হইনা আমি রাজা কিংবা প্রজা। এটাই আমাদের জীবনের প্রকৃত বাস্তবতা। “যখন আপনি ক্ষতির মুখোমুখি হন, মনে রাখবেন- ধৈর্য ও সহিষ্ণুতার জন্য সর্বশক্তিমান আল্লাহ আপনাকে এমন পুরষ্কার দিবেন যেটা আপনার হারানো জিনিষের চাইতেও মূল্যবান” বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফতি ইসমাইল মেনকের আলোচ্য গ্রন্থটি এই উদ্দেশ্যকে সামনে রেখেই সংকলিত হয়েছে। জীবনের নানা দিকের বহু সমস্যা এবং সে সব সমস্যা মোকাবেলায় বাস্তব দিক নির্দেশনা রয়েছে এই গ্রন্থে। হয়তো এই গ্রন্থের একটি উপদেশ বদলে দিবে আপনার জীবন এবং আপনাকে নিবেন যাবে মহান আল্লাহর সান্নিধ্যে। “জীবন সে তো তা এক মিছে মায়া, মৃত্যু যে আছে এর সামনে দাঁড়িয়ে। সুন্দর লাখো লোক আছে যে শুয়ে এই মাটিতে”
Was this review helpful to you?
or
A must be reading Books especially for the Muslims
Was this review helpful to you?
or
সুদূর ভারতবর্ষে বাড়ি হওয়া মোটিভেশনাল মোমেন্টস বইটি সংগ্রহ করতে আমাকে বেগ পেতে হয়েছে। বইটি প্রকাশের প্রায় এক বছর পর বইটি হাতে পেয়েছিলাম। বইটি এক কথায় অসাধারণ। হতাশাগ্রস্ত মানুষের কাছে এ এক আশার প্রদীপ। অনুসন্ধিৎসু ও পুস্তকপ্রেমী পাঠকের এই বইটি অবশ্যই পাঠ্য ও সংগ্রহে থাকা উচিত বলেই আমি মনে করি। নিম্নলিখিত কারনে বইটি আমার পছন্দের তালিকায় একেবারে শীর্ষে স্থান পেয়েছে - (১) প্রথমেই বলবো বইটির কন্টেন্ট। মুফতিই সাহেবের কথা গুলো শুনে বইটির প্রেমে পড়তে আপনি বাধ্য। পাশাপাশি বইটি আপনাকে তাওহিদ ও রিসালাতের প্রতি আহ্বান জানাবে। (২) প্রতীকি ছবি সহকারে মুফতি সাহেবের উদ্ধৃত গুলি খুব সুন্দর ভাবে পরিস্ফুট হয়েছে। রঙিন ছবি গুলি আপনার মানসিকতা অনেকটা চনমনে করে তুলবে। আপনি বইটি হাতে নিলে চোখ ফেরাতে পারবেন না। (৩) এই বইটি পড়লে আপনি আপনার আত্মমর্যাদা ফিরে পাবেন। নিজের প্রতি বিশ্বাস বেড়ে যাবে। আপনি আশাবাদী হবেন। (৪) যে সমস্ত ভাইবোন বই পড়তে অপছন্দ করেন তাদের কে বইমুখি করতে এই বইটি এক অব্যর্থ ঔষধ। (৫) এই বইটির কয়েকটি পাতা আমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়েছিলাম। প্রত্যেকেই আমার থেকে বইটি নিতে আগ্রহ প্রকাশ করেছে। আশ্চর্য হবেন হিন্দু বন্ধু বান্ধবী দের কাছে এই বইটির কদর সবচেয়ে বেশি।
Was this review helpful to you?
or
আমি এইতো কিছুদিন আগে এই বইটি কিনলাম। প্রথম দিকে ছবি দেখে কিনতে আগ্রহ জন্মেনি। কিন্তু পড়ার পর আর না কিনে পারলাম না। মুফতি মেনকের উদ্ধৃতি গুলো নিয়ে বের হওয়া ইংরেজি বইয়ের সরল অনুবাদ এটা। অনুবাদ ভালো হয়েছে, মাশাআল্লাহ। গ্রন্থটি সকলের পড়া উচিত। বারবার পড়ার মতো এই গ্রন্থ। ছবিগুলো খুবই সুন্দর।