User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Nice
Was this review helpful to you?
or
ভালোই লাগলো।একাকিত্ব কতটা কঠিন আর খারাপ তা বুজানোই ছিলো এই বইয়ের লক্ষ
Was this review helpful to you?
or
দুর্দান্ত।
Was this review helpful to you?
or
অসাধারণ অনুবাদ
Was this review helpful to you?
or
#রবিজ_রকমারি_বই_রিভিউ পৃথিবীর সব কিছু সুন্দর করে সাজানো আছে, এই সৌন্দর্য তেই বহমান সুন্দর এই পৃথিবী, কিন্তু তখন ই সব যেন ওলট পালট হয়ে যায় যখন কেও সাজানো পৃথিবীর বিরুদ্ধে যেতে চায়, কিন্তু তাতে কি আদৌ লাভ হয়? নিজ কর্মফল ঠিকই ভোগ করতে হয়!!! ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন, একজন বিজ্ঞানী। বিজ্ঞান পাগল এই বিজ্ঞানী এতটাই বিজ্ঞান চর্চায় নিমগ্ন যে ঘর বাড়ি ছেড়ে, মা বাবা ভাই এমনকি প্রিয়তমা কে ছেড়ে পরে আছে তার ল্যাবরেটরিতে, অনেক দূরে তার বাড়ি জেনেভা থেকে। ফ্র্যাঙ্কেনস্টাইনের দীর্ঘ সাধনা অবশেষে রুপ নেয় বাস্তবে, ফ্র্যাঙ্কেনস্টাইন প্রকৃতির নিয়ম কে ভেঙে ফেলে নিজের নামকে ইতিহাসের পাতায় ঠাঁই দিয়ে ফেলে, জীবন দিতে সক্ষম হয় একজন মৃত ব্যক্তিকে!! অবাক হচ্ছেন? হ্যা তাই, ফ্র্যাঙ্কেনস্টাইন আবিষ্কার করে ফেলে মৃত কে জীবিত করার ফর্মুলা , দীর্ঘ সাধনার পর আজ সে জয়ী, বিজ্ঞানের নতুন এক ধারার সূচনা করে ফেললো যে। কিন্তু যেই মানুষ টা তৈরি হলো সে কি আসলেই মানুষ? না একটি অতিমানব? এই অতিমানব কে সৃষ্টি করেই কি নিজের ধ্বংস ডেকে আনলো? তার জন্যই কি পরিবারের সবাই একে একে প্রাণ হারালো? শুধুই কি ধ্বংস না তার মধ্যে একটু কষ্ট মিশে আছে? চমৎকার এই কল্পকাহিনীর হাত ধরে এক ভিন্ন জগৎ থেকে ঘুরে আসুন। প্রতিক্রিয়া : মেরি শেলির চমৎকার এই সাইন্স ফিকশন আনন্দ দেয়ার পাশাপাশি চাপা একটা কষ্ট বুকে গেঁথে দেবে, এমন সাইন্স ফিকশন খুব ই কম পড়েছি। যদিও বিশ্বসাহিত্য কেন্দ্রের এই বই টাতে মূল কাহিনী অনুসরণ করা হয়নি, মূলত ছোটদের জন্যই লিখা তাই মূলত ছোটরাই এই বই টি নিলে ভালো। বড়রা মূল বই টি সংগ্রহ করতে পারে। বই টি কি সংগ্রহে রাখার মত? আমার মতে সংগ্রহে রাখার মত চমৎকার একটি বই তবে এটি শিশুতোষ বই। মূল বই টি সংগ্রহে রাখলে ভালো। By: Muhammad Tanjim Farhat
Was this review helpful to you?
or
#রহস্যময়_বিজ্ঞান_জগত ও #রকমারি_ডট_কম #বুক_রিভিউ_কনটেস্ট একটি সিমেট্রি থেকে একের পর এক চুরি হচ্ছে সদ্য দাফন করা লাশ, এর কিছুদিন পর একটি রিসার্চ সেন্টার থেকে চুরি হয় একটি ব্রেইন। কিন্তু ব্রেইন টা কিসের মানুষ না পশুর? আর এই চুরি গুলো করছেন জার্মান গবেষক ডঃ ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন আর সহযোগী ডঃ নীল, এরা পাঁচ বছর ধরে এক গোপন প্রোজেক্ট নিয়ে কাজ করছে। মৃত ব্যক্তির মধ্যে প্রাণসঞ্চার করা সম্ভব কিনা সেটা।।প্রথমে নীল নিজেও এ বিষয়ে অজ্ঞ ছিল,পরে জানতে পারেন। চুরির হোতা এরায়। এর মাঝে মারা যান ভিক্টরের মা,প্রায় ৫ বছর পরিবার থেকে বিচ্ছিন্ন ভিক্টর। এক গোপন কাজের জন্য নিজেকে পুরো পরিবার থেকে বহু যোজন দূরে রেখেছেন।যোগাযোগ বিচ্ছিন্ন, তার পরিবারের কেউ ঘুণাক্ষরেও টের পাইনি এই গবেষণার ফলাফল কি হতে যাচ্ছে। এমনকি খোদ ভিক্টর ও না। একদিন সফল হন বিজ্ঞানী তার গবেষণায়।সৌভাগ্যক্রমে কিংবা দুর্ভাগ্যক্রমে সে তার এই পরীক্ষাটি এক মৃত ব্যক্তির উপর করলে মৃত ব্যক্তি ঠিকই বেঁচে উঠে, কিন্তু পরিনত হয় এক ভয়ঙ্কর খুনে দানবে। প্রচন্ড শক্তিশালী এই দানবটি দেখতে ভয়ানক কুৎসিত, কদাকার এবং প্রচন্ড শক্তিশালী। কেবল একটা জিনিসেই তার ভয়,আগুন। আগুন ঠিক কোন গোত্রের প্রাণী সেটা দানব বুঝে ওঠতে পারেনি। প্রাণ পাবার কিছুপরেই এক বেয়ারা আর ডঃ নীল কে খুন করে এই ভয়ঙ্কর দানবটি। কেন খুনের নেশায় মত্ত সে???? প্রতিশোধ নেশায় মত্ত দানবের নেশায় হয়ে ওঠে খুন করা। একে একে ভিক্টর এর পুরো পরিবার কে হত্যা করে একটা প্রতিশোধ নেয় দানব টি। আচ্ছা এই দানবের শেষ হবে তো??? এই দানব কে না থামাতে পারলে ধ্বংস হয়ে যাবে পুরো মানবজাতি আবিষ্কারক কি করবেন দানব কে থামাতে??? প্রতিক্রিয়া : প্রচন্ড নৃশংস একটা বই, দুর্বল চিত্তের মানুষ দের এটা না পড়া উচিত। তবে মেরী শেলীর সব থেকে বিখ্যাত রচনা গুলোর মধ্যে যেহেতু এটা আছে একেবারে ফেলে দেয়ার না। প্রচুর মৃত্যু কষ্ট দেয়, তাছাড়া পুরো গল্প সুন্দর।। By তাসফিয়া প্রমি
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা বইয়ের নামঃফ্রাঙ্কেস্টাইন লেখকঃমেরি শেলি। অনুবাদকঃসুনীলকুমার গঙ্গোপাধ্যায়। পাবলিশার্সঃবিশ্বসাহিত্য কেন্দ্র প্রচ্ছদঃধ্রুব এষ। মূল্যঃষাট টাকা। ক্যাটাগরিঃসায়েন্স ফিকশন . সময়টা শীতকাল।হিমশৈলের শীত- মন্থর আকাশে বাতাসে কেঁপে কেঁপে বাজল চারটা।শীতের শেষরাতে তখনও কেউ জেগে ওঠেনি, তখনও প্রতি গৃহের দ্বার রুদ্ধ। তখন শুধু পথ চেয়ে অপেক্ষা করছে দুটিলোক, রাত্রির অন্ধকারে গোপনে নিঃশব্দ প্রতিক্ষা।তারা এসেছে একটি সমাধিক্ষেত্রে।সদ্য কবর দেওয়া একটি মৃতদেহ চুরি করতে তাদের রাতের এই অভিযান। মধ্য- ইউরোপের তুষার-শৈলে ঘেরা শহরটি। ছোট শহর, তার চেয়ে কম লোকজন। যেদিকে তবু জনমানবের বসতি আছে সেই দিকেই বাজার,সেই দিকেই হোটেল,খেলার মাঠ,সমাধিক্ষেত্র।তারই পাশে পাহাড়ের ওপরে উচুঁ- উচুঁ পাইন চেরির জঙ্গলের ভিতর দিয়ে একটি পায়েচলা পথ এঁকেবেঁকে উঠে গেছে।সেইখানে দেখা যায় সুন্দর একটা বাড়ি। ডক্টর ফ্রাঙ্কস্টাইনের ল্যাবরেটরি। ভিক্টর ফ্রাঙ্কেস্টাইন একজন বিজ্ঞানী যিনি অনেক চিন্তা করে নতুন কিছু আবিষ্কার করলেন।সেটা কি? তিনি মৃত মানুষকে জীবিত করতে চাইলেন। অনেক অনেক দিন নিজের কাজ, দক্ষতা,আর সাধনা দিয়ে তিনি তা করতে সক্ষম হলেন।তবে তার আবিষ্কারের ফলাফলটা ছিল বিপরীত। মানুষ তৈরি করতে গিয়ে মানুষের বদলে অন্য কিছু তৈরি করে ফেলেন তিনি!। ৮ ফুট উচুঁ ছিন্ন বিচ্ছিন্ন শরীর।অবশেষ তার এই আবিষ্কারই তাকে বিপদে ফেলে।তার আপনজন একের পর এক খুন হচ্ছে। কে করছে এই খুন?কেনই সে এদের খুন করছে? ফ্রাঙ্কেস্টাইন ভাবতেই পারেন নি যে তার আবিষ্কার এত ভয়াবহ অবস্তার সৃষ্টি করবে। তাকে রুখতে পারবেন কি ভিক্টর ফ্রাঙ্কেস্টাইন?নাকি সারা পৃথিবীতে কোন ধধংস নেমে আসবে তার এই আবিষ্কার এর ফল সরূপ। অসম্ভব সুন্দর একটি গল্প।যারা পড়েননি তারা পড়ে নি অতি শ্রীঘই #পাঠ_প্রতিক্রিয়াঃকবি-পত্নী মিসেস মেরি ওলস্টোনত্রুাফট শেলির রচনা এই প্রসিদ্ধ উপন্যাস
Was this review helpful to you?
or
আমি যেসকল অনুবাদগ্রন্থ পড়েছি তার মধ্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের অনুবাদ করা মেরি শেলির ফ্র্যাংকেনস্টাইন অন্যতম সেরা। আর ভাব ও দর্শনের দিক দিয়ে বইটা অনেকটা "ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড" এর মতো। তাই যাদের মানবজীবন ও মানব মনস্তত্ত্ব নিয়ে আগ্রহ, তাদের জন্য বিজ্ঞান কল্পকাহিনির আধারে লেখা উপন্যাসটি অত্যন্ত ভালো লাগবে বলে আমার বিশ্বাস।