User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Fahmida Afrin

      14 Mar 2025 11:20 AM

      Was this review helpful to you?

      or

      বইঃ মহানবী -সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লেখিকাঃ মাজিদা রিফা প্রকাশনীঃ রাহবার বিষয়ঃ সীরাতে রাসূল (সা.) পৃষ্ঠাঃ ৪৮০ কভারঃহার্ড কভার, প্রথম প্রকাশ: আগস্ট ২০১৮ খ্রি. . ◼️ফ্ল্যাপ থেকেঃ নবীজি (ﷺ)-এর জীবনী জানার জন্য প্রধান মাধ্যম হচ্ছে সীরাত গ্রন্থ। তবে সীরাত গ্রন্থগুলো বিভিন্ন ধাঁচের হয়। কিছু আছে ব্যাপক আবেগ-ঘন হয়। আবেগের ফুলঝুরি ছুটাতে গিয়ে লেখক শব্দের যে বাহার দেখায়, পুরো ব্যাপারটি স্যাঁতস্যাঁতে বানিয়ে ফেলে। আবার কিছু আছে আবেগ-ভালোবাসা-হীন শুষ্ক কাঠের মতো হয়ে থাকে। মনে হয় এর ভেতরে কোনো প্রাণ নেই, কোনো আকর্ষণ নেই। পাতার পর পাতা পড়ে যাচ্ছি, কিন্তু অন্তর নাড়া দিচ্ছে না। নবীজির জীবনী জানছি, কিন্তু নিজেকে যদি সেখানে বসাতে পারছি না। এমন শিক্ষাকে কি আদৌ শিক্ষা বলা যায়? অথচ নবীজি উসওয়াতুন হাসানাহ, সবার জন্য সেরা আদর্শ! . মাজিদা রিফা মুহতারামার রচিত এই গ্রন্থটি এই দিক থেকে অনন্য। সাহিত্য আর গল্পের মিশেলে একটি ভারসাম্যপূর্ণ সীরাত রচনা করেছেন তিনি। যেন পাঠককে নিয়ে চলেছেন নববী যুগে। হাত ধরে ঘুরিয়ে দেখাচ্ছেন মদিনার প্রতিটি অলিগলি, শোনাচ্ছে নবীজির দাওয়াত এবং ত্যাগের অমিয় বাণী। যে কোনো গল্পপ্রেমী পাঠকের মনে এই সীরাহ গ্রন্থটি জায়গা করে নেবে আমাদের বিশ্বাস। ◼️পাঠসজ্জা: ২৭ টি অধ্যায় জুড়ে মোট ৫২টি শিরোনামে নবীজি ﷺ এর পুর্নাঙ্গ জীবনী তুলে ধরেছেন লেখিকা। প্রতিটি অধ্যায়ের মূল শিরোনাম এবং তার মাঝের প্রতিটি ঘটনার চমৎকার সব উপশিরোনাম দিয়ে ঘটনাগুলো উপস্থাপন করা হয়েছে বইটিতে। ◼️ পাঠপ্রতিক্রিয়াঃ ❝সিরাতের আভিধানিক অর্থ হলো, কোনো ভালো মানুষের বা নেককার মানুষের চাল-চলন, ওঠাবসা, কাজ, মেজাজ-মর্জি। এককথায় জীবন পদ্ধতি বা জীবন চরিত। ❞ সাধারণত আমরা সিরাত শব্দটি নবীজি ﷺ এর জীবনি গ্রন্থকে বোঝাতে ব্যবহার করি। জীবনে চলার জন্য, সফল হওয়ার জন্য সকলেরই একজন আদর্শের প্রয়োজন। যাঁকে সামনে রেখে নিজেকে গড়া যাবে। আমাদের সকলের জন্য সেই ব্যক্তিটি হলেন নবী মুহাম্মদ(ﷺ)। তিনি উসওয়াতুন হাসানাহ।নবীজি(ﷺ)কে জানার সর্বোৎকৃষ্ট পন্থা হিসেবে নবীজির সিরাত অধ্যয়নের বিকল্প আর কিছু নেই। ৪৮০ পৃষ্ঠার বইটিকে ৫২ টি পরিচ্ছেদে বিভক্ত করা হয়েছে। রহমাতুল্লিল আলামীনের আগমের পূর্বের আরবের সময়কাল থেকে শুরু করে তাঁর (ﷺ) ওফাত পর্যন্ত সমস্ত ঘটনা তুলে ধরেছেন লেখিকা মাজিদা রিফা। মহানবী ﷺ সিরাতটি আমার পড়া সুখপাঠ্য সিরাতগুলোর একটি। লেখিকার সাবলীল লেখনশৈলী, মুগ্ধকরা শব্দচয়ন, গদ্যের ছন্দে চলতে থাকা ঘটনাপ্রবাহ— এ সবকিছু আমাকে ভীষণ মুগ্ধ করেছে। আল্লাহর হাবিব (ﷺ) এর জন্ম, বেড়ে ওঠা, নবুয়ত প্রাপ্তি এ সব ঘটনা যখন পড়েছি, নিজের ভেতরে অনুভব করতে পেরেছি। কত ঘটনা চোখের সামনে ভেসে উঠেছে! কখনো রোমাঞ্চকর ঘটনা রোমাঞ্চের স্বাদ জাগিয়েছে,কখনো বা বেদনাবিধুর ঘটনা অন্তরকে ক্ষতবিক্ষত করেছে। সিরাত বা জীবনীর শুরু এবং শেষের অংশে কোন ঘটনা থাকে তা সকল পাঠকেরই জানা। নবীজি ﷺ মুসলিমদের ভালোবাসা, মুসলিমদের হৃদপিন্ড, উম্মতে মুহাম্মদের নয়নমণি। সেই প্রিয় মানুষটির (ﷺ) ওফাতের অধ্যায়টি পড়া প্রতিটি মুসলিমের কাছেই বড়ই বেদনাদায়ক, অত্যন্ত কঠিন কাজ। এ কঠিন কাজটি আমি সম্পন্ন করেছি। যদিও শেষটা জানা ছিলো, তবুও আমিও পড়লাম। বুকভারি হয়ে এলো। উপলব্ধি করলাম, যেদিন নবীজি (ﷺ) এ দুনিয়া ত্যাগ করেছেন সেদিন থেকে এ ধরা তার সৌন্দর্য হারিয়েছে। আল্লাহর হাবিব (ﷺ)ফিরে গেছেন তাঁর প্রিয় বন্ধুর নিকট। রেখে গেছেন সীমাহীন শূন্যতা আর হাহাকার। . ◾কেন পড়বেন বইটি? আমরা যখন স্কুলে ভর্তি হই, তখন আমাদের নির্দিষ্ট একটি সিলেবাস দেওয়া হয়, পরীক্ষার সময়ও নির্ধারিত থাকে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের সামনে থাকে সুস্পষ্ট দিকনির্দেশনা এবং শিক্ষক নামের পথপ্রদর্শক। তাঁদের নির্দেশনা মেনে চললেই আমরা সফলতার পথে এগিয়ে যেতে পারি। ঠিক তেমনই, এই পৃথিবীটাও এক বিশাল শ্রেণিকক্ষ,একটি পরীক্ষাকেন্দ্র। এখানে চলতে আমাদের প্রয়োজন সঠিক দিকনির্দেশনা এবং একজন যোগ্য শিক্ষক। আমাদের সৃষ্টিকর্তা, মহান আল্লাহ রব্বুল আলামীন, কুরআনকে দিয়েছেন সেই সিলেবাস এবং নবীজি ﷺ -কে পাঠিয়েছেন আমাদের আদর্শ শিক্ষক হিসেবে। মুহাম্মাদ ﷺ রহমাতুল্লিল আলামীন! তিনি প্রেরিত হয়েছিলেন মানবজাতির জন্য রহমত রূপে। ধরনীর বুকে বসন্তরূপে এসেছিলেন তিনি। এসেছিলেন আলোর মশাল হয়ে, আঁধার পথের দিশারি হয়ে। চরিত্র, আচার-আচরণ, সততা ও মহানুভবতায় তিনি ছিলেন অতুলনীয়। তাঁর সততায় এতটাই মুগ্ধ হয়েছিল মানুষ যে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই তাঁকে “আল-আমিন” (বিশ্বস্ত) নামে ডাকত। সেই মহান মানুষটিকে না চিনলে, তাঁর জীবন থেকে শিক্ষা না নিলে, কীভাবে আমরা তাঁকে অনুসরণ করব? কীভাবে উত্তীর্ণ হবো আমাদের এই পরীক্ষায়? তাই নবীজি ﷺ এর জীবনী পড়া আমাদের জন্য অপরিহার্য! . পরিশেষে, সালাত ও সালাম আল্লাহর বান্দা ও রাসুল মুহাম্মদ(ﷺ) এর উপর। মহান রবের দয়া, অনুগ্রহ ও বরকত নাজিল হোক তাঁর উপর, তাঁর পরিবার ও তাঁর সাহাবীদের উপর এবং তাঁর অনুসরণকারীদের উপর। ©️ Review By Fahmida Afrin

      By Zaman

      09 Jul 2021 06:51 PM

      Was this review helpful to you?

      or

      .

      By Israt Jahan

      11 Apr 2021 07:26 PM

      Was this review helpful to you?

      or

      worth buying! ?

      By Leeon Haque

      21 Jun 2023 02:44 PM

      Was this review helpful to you?

      or

      অনেক অনেক অনেক ভালো একটা বই।

      By Mohammed Habibullah

      16 Dec 2022 03:57 PM

      Was this review helpful to you?

      or

      ভাষা-শৈলি মুগ্ধগর। সামনে নেওয়ার জন্য লিস্টে রাখলাম।

      By Washim Bond

      09 May 2022 01:44 AM

      Was this review helpful to you?

      or

      প্লট কি বানাইছেন আমি কিছুই বুঝি নাই, অতিরিক্ত সাহিত্য বানাইতে গিয়ে প্লট আর খাপ খাওয়াইতে পারেন নাই। যারা বই পড়ছেন কিভাবে ৫ তারা দিছেন আমি জানি না। না জানারই কথা হয়ত তারা সাহিত্য দেখে অরডার দিয়ে ২ পেজ পড়ে ৫ তারা দিছে। আমি অরধেক পড়ে আর টানতে পারি নাই। যাই হোক একজন লেখক লিখেছেন দেখে তার সম্মান জানাই। তবে সমালোচনা না করে বইটা আরও চেঞ্জ করলে আসা করি ভালো ফল পাবেন।

    • Was this review helpful to you?

      or

      খুবই চমৎকার একটী সীরাত গ্রন্থ, এইটা দিয়েই আপনার যাত্রা শুরু করতে পারেন।

      By Ronit

      05 Jan 2022 08:24 PM

      Was this review helpful to you?

      or

      ভালো

      By Qumrun Nahar

      18 Sep 2021 05:35 PM

      Was this review helpful to you?

      or

      Jazakillah khairan

      By Md. Raiyan Hossain

      08 Jul 2021 06:57 PM

      Was this review helpful to you?

      or

      It's really important for a Mumin to know who his ideal is: Hazrat Muhammad (Sm.). Our prophet sm. said that if we don't have for him love and respect more than we do for our fathers, brothers and sons, we will fail to be his perfect followers. If we ask this question to ourselves if we really love him to such extent, many of us may unfortunately answer in the negative. It's normal, how much do we know about him that we think will yield such love and respect inside us? But what now? The million dollar question now is how we can start to have our utmost love and respect for him, without meeting him in person or staying with him for quite some time. We cannot meet him as we are muslims of this age, but what we can do, or better to say what we ought to be able to do is read about him. Reading Seerat of Rasul sm. will help us to know the unknown about him, and thus we will get to know all that happened with him, and then, love and respect for him will be a by-product. This book of seeerat is a very concise one that will enable even the non-readers to read it at ease. The simplicity in language and style is its real ornament. This can be a good choice for anyone who wants to pick his/her first book of seerat.

      By nure mahmud

      28 Aug 2020 12:07 AM

      Was this review helpful to you?

      or

      good book

      By Md. Rifat Hossain

      10 Sep 2020 07:48 AM

      Was this review helpful to you?

      or

      পড়ার জন্য খুবই ভালো একটি বই।

      By Rakibul Islam

      30 Oct 2019 04:07 PM

      Was this review helpful to you?

      or

      মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী সম্পর্কে এত সহজ, সরল, সাবলীল লিখা এর চেয়ে উত্তম বই হয়ত পাওয়া মুশকিল। তিনি হলেন শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। আমরা তার উম্মত। তার জীবনী সম্পর্কে অবশ্যই আমাদের জানা উচিত কারন তার জীবনী অনুযায়ী জীবন যাপন করলে সুন্দর ও শান্তির পথে চলা সম্ভব। সকল মুসলিমদের জন্য তিনি হলেন আদর্শের প্রতীক এবং পথ প্রদর্শনকারী।

      By Sabbir

      11 Oct 2019 11:36 AM

      Was this review helpful to you?

      or

      সীরাতের গ্রহণযোগ্য কিতাবসমূহ থেকে চয়িত, ঝরঝরে সাবলীল ভাষায় লিখিত, রাসূল সা. এর জীবনীবিষয়ক গ্রন্থ “মহানবী সা.”। সহজ সরল চিত্তাকর্ষক ভঙ্গিতে গল্পের ভাষায় রচিত নবীজীবনের কাহিনী নিয়ে অসাধারণ এক সীরাতগ্রন্থ। বইটি পড়তে গিয়ে পাঠক কোথাও বিরক্তবোধ করবেন না। নিজের অজান্তেই হারিয়ে যাবেন সীরাতের অজানা ভুবনে, স্নাত হবেন নবীপ্রেমে। মনে হবে, নতুন করে জানছেন প্রিয় নবীকে...! বই: মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) লেখক: মজিদা রিফা । প্রকাশন: রাহবার।

      By Abdul Malak

      04 Apr 2019 04:30 PM

      Was this review helpful to you?

      or

      সীরাতের কোন কোন বই ব্যাপক আবেগের রসে মাখামাখি হয়ে থাকে। আবেগের ফুলঝুরি ছুটাতে লেখক নানান শব্দের বাহার দেখিয়ে পুরো ব্যাপারটিকেও স্যাঁতস্যাঁতে বানিয়ে ফেলেন। আবার কোনকোনটি আবেগ-ভালোবাসাহীন শুষ্ক কাঠের মতো হয়ে থাকে। মনে হয় এর ভেতর কোন নুরানিয়াত নাই। কেবলই শুষ্ক ভূমি। এই বইটা দুয়ের মাঝামাঝি অবস্থান থেকে লেখা। এতে লাগামছাড়া আবেগের ছড়াছড়ি নাই আবার কেবলই কাষ্ঠখণ্ডও নয়। মোটকথা একটা ভারসাম্যতার ভেতর দিয়ে এটি রচিত। আবার ইতিহাস বর্ণনার মতো মারমার কাটকাট ভঙ্গিতে এগিয়ে চলাটাও এর মধ্যে নাই। আবার নিছক গল্পের ঢঙ্গেও রচিত না। সবকিছুর মধ্যে একটা সমন্বয় ঘটানো হয়েছে।

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!