User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
টেস গেরিটসেনের 'রিজোলি অ্যান্ড আইয়েলস সিরিজ'র বিখ্যাত বই 'দ্য সার্জন' নিশ্চই পড়া হয়ে গেছে অনেকের। এই সিরিজের দ্বিতীয় বইয়ের জন্য মন কেমন করছে? হ্যাঁ। এখন সান্তা রিকি'র অনুবাদে দ্বিতীয় বই "দি অ্যাপ্রেন্টিস" আপনাদের সামনে। তাহলে আর দেরি কেন চলুন এই ফাঁকে এই বইটির একটি রিভিউ পড়ে জেনে নেই কেমন হতে চলেছে পরবর্তী কাহিনী।..... বই: দি অ্যাপ্রেন্টিস লেখিকা: টেস গেরিটসেন অনুবাদ: সান্তা রিকি প্রচ্ছদ: সজল চৌধুরী প্রকাশনী: ভূমিপ্রকাশ প্রকাশকাল: সেপ্টেম্বর, ২০১৮ পৃষ্ঠা: ৩৬০ মুদ্রিত মূল্য: ৪২০ টাকা কাহিনী সংক্ষেপ: বোস্টন শহর। গত একবছর ধরেই এই শহরে কারারুদ্ধ হয়ে রয়েছে সার্জন। তবুও যেন সে এক বীভৎস আতংকের নাম। আতংকিত মানুষ তার ভয়ানক আত্মপ্রকাশকে যতটা না ভয় করে, তার চেয়েও ভয় করে তার বীভৎসতাকে। কিন্তু হোমিসাইড ডিটেকটিভ যেন রিজোলির মধ্যে এখনো বিঁধে আছে এক হিম অনুভূতি - যার অংশ হিসেবে রয়েছে দুঃস্বপ্নের মতো বেড়াজাল। এরই মাঝে ঘটে গেলো আরেক দুর্ঘটনা। গভীর রাতে এক বাড়িতে ঢুকে দম্পতির উপর আক্রমণ করেছে অন্য মৃত্যুদূত। রহস্যের বেড়াজালে এইবার নতুন অধ্যায়। কিন্তু এইবার অন্য কেউ। নতুন খুনি মেতে উঠেছে নৃশংস খেলায়। যার সাথে সার্জনের কাজের মিল খুঁজে পাচ্ছে রিজোলি। অপরদিকে, এফবিআই এজেন্ট গ্যাব্রিয়েল ডিন-এর আগ্রহ অন্য কোন ক্ষেত্রে। এই অনাকাঙ্খিত অনুপ্রবেশ রিজোলির কাছে সন্দেহের নামান্তর। ক্রমেই রহস্য যখন জট পাকতে বসেছে ঠিক তখনি সবাইকে একরাশ হতাশা আর হতবিহবল করে কারাগার থেকে পালিয়ে যায় সার্জন। মাস্টার আর অ্যাপ্রেন্টিস একে অন্যের সান্নিধ্যে মেতে ওঠে সর্বকালের লোমহর্ষক খেলায়। আইনের আলোর নিচে কি ধরা পড়বে এই দুইমুখ? নাকি গুরু-শিষ্যের এই পৌশাচিক খেলা হার মানাবে আইন ও নীতির সব মানদণ্ডকে? মতামত: দ্য সার্জনের মতোই টানটান উত্তেজনায় ভরপুর এই উপন্যাসের পরতে পরতে খুব বেদনাদায়ক অনুভূতিও কাজ করে। আপনি যদি পৌশাচিক আনন্দে আনন্দিত না হোন, তাহলে এই বইটি সত্যি খুব কষ্টদায়ক একই সাথে লোমহর্ষক। চমৎকার সব চরিত্রের সাথে লেখিকা যেমন পরিচয় করিয়ে দিয়েছেন, সেই সাথে মেডিক্যাল ও পুলিশ প্রসিডিউরালের বর্ণনা লেখিকার ট্রেডমার্কের একটি অংশও বলতে পারেন। অনুবাদের ভাষা আমার কাছে খুবই প্রাঞ্জল লেগেছে। সান্তা রিকি চমৎকার কাজ করেছেন। লেখিকার অনবদ্য সৃষ্টি। মুদ্রণের মান আমার কাছে ভালো লেগেছে। কথাপ্রসঙ্গে, চিঠি বা ফ্ল্যাশব্যাক এসেছে, কোথাও টার্নিং পয়েন্ট যোগ হয়েছে, বক্তার বিশেষ বাক্য যোগ হয়েছে। আলাদা করে সেইসকল বিষয় বোঝাতে আলাদা ফন্ট ব্যবহৃত হয়েছে। পৃষ্ঠার মান খুব ভালো ছিল। তাছাড়া বাধাই ও প্রচ্ছদের কাজটিও চমৎকার করেছে প্রকাশনী মহল। পুরো বইটি মনোযোগ আকর্ষণ করার মতোই প্রাণচাঞ্চল্যকর। একটা ফ্লো যেমন ছিল, তেমনি শ্বাসরুদ্ধকর আবেশেও জড়ানো ছিল। তবে কোথাও যেন 'ডার্কলি ড্রিমিং ডেক্সটার' এর সেই ফিলটা এখানে কাজ করছিলো। যারা এই দুইটি বই পড়ে থাকবেন তারা ধরতে পারবেন আশা করি। যাইহোক, ব্যক্তিগত অনুভূতির ঊর্ধ্বে হলো অনুবাদকের কাজ। তাই আর দেরি না করে গরম গরম থাকতেই এক কপি হাতে তুলে নিন এই শীতে।
Was this review helpful to you?
or
অতঃপর শেষ হলো "সার্জন" খ্যাত টেস গেরিটসেনের "রিজোলি ও আইয়েলস" সিরিজের দ্বিতীয় বই "দি অ্যাপ্রেন্টিস।" সিরিজের প্রথম বইটির মতো এটিও সিরিয়াল কিলারকে কেন্দ্র করে এগিয়েছে। তবে একটু ভিন্ন প্যাটার্ণে। রাতের অন্ধকারে অজ্ঞাত খুনির আক্রমণের শিকার হচ্ছেন দম্পত্তিরা। স্বামীকে হত্যা করে স্ত্রীকে তুলে নিয়ে যাচ্ছে সে। আর এই খুনগুলোর মধ্যে ডিটেক্টিভ রিজোলি খুঁজে পাচ্ছে সার্জনের চিহ্ন, যদিও সে বন্দী আছে কারাগারে। তাহলে কাজগুলো কে করছে? ডা. মৌরার অটপসি থেকে বেরিয়ে আসছে অদ্ভুত সব তথ্য। অন্যদিকে হঠাৎ করে আবির্ভূত হয়েছে এফবিআই এজেন্ট। তার কাজকর্মও ঠিক বুঝে ওঠা যায় না। অভিব্যক্তি দেখেও ধরা যায় না প্রকৃত উদ্দেশ্য। খুনগুলোর সাথে তাদেরই মানে এফবিআইয়েরই বা সম্পর্ক কি? এদিকে শহরজুড়ে যখন একের পর এক খুন সংঘটিত হচ্ছে, তখন কারাগার থেকে পালায় আরেক খুনী সার্জন। সূত্র ধরে ধরে এগিয়ে যান রিজোলির সাথে। প্রথম বইয়ের মতোই উপভোগ্য।
Was this review helpful to you?
or
সার্জন বইয়ে প্রথম পরিচয় হয় জেন রিজলি এর সাথে । পরবর্তী দি অ্যাপ্রেন্টিস এ এর পরের কাহিনী । থ্রিলার হিসেবে অনন্য । বোস্টনে পরবর্তীতে আরও কিছু পিলে চমকে দেয়া খুন হয় যা সার্জনের খুনের সাথে কিছু মিলে যায় , কোন কুল কিনারা পায় না বরং আরও জল ঘোলা হতে লাগে শেষ পর্যন্ত জেন রিজলি সমাধান করে তা জানা যায় । NB : মেডিকেল টার্ম গুলো বুঝতে কষ্ট লেগেছে