User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
খুবই ভালো একটি বই থিলার প্রেমিরা পড়তে পারেন,
Was this review helpful to you?
or
বই: ১১৩ মিনিট মূল: জেমস প্যাটারসন ও ম্যাক্স ডিলাল্লো অনুবাদ: সাঈম শামস্ প্রকাশনী: প্রতিচ্ছবি প্রকাশনী প্রকাশ কাল: অাগষ্ট, ২০১৮ পৃষ্ঠা:১২৮ প্রচ্ছদ: সজল চৌধুরী মুদ্রিত মূল্য: ২৫০৳ কাহিনী সংক্ষেপ: গল্প কথক মলি রর্কের ১৫ বছর বয়সী ছেলে অ্যালেক্স মাদক সেবন করতে গিয়ে মারা যায়। ছেলের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শোকে মূহ্যমান মা। ভালোবেসে বিয়ে করলেও ডিভোর্সি মলি থাকত তার ভাইদের সাথে যৌথ পরিবারে। মৃত্যুর জন্য দায়ী অপরাধীদের চিনলেও প্রমানের অভাবে কিংবা ক্ষমতার অপব্যহারের কারনে পুলিশের ক্ষমতা ছিল না অপরাধী ধরার। তাই একমাত্র ছেলের মৃত্যুের জন্য দায়ী মানুষদের নিজের হাতেই শাস্তি দিতে চান তিনি। সে অনুযায়ী সাজাতে থাকেন তার প্রতিশোধের প্লান। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে করা একের পর এক রোম হর্ষক কাহিনী নিয়ে সাজানো ১১৩ মিনিট। নিজস্ব মতামত : ১১৩ মিনিট নাম করনের কাহিনী না বুঝেই পুরো গল্পটা পড়া শেষ করি। পরে কারো একজনের পোষ্ট পড়ে জানতে পারি পুরো গল্পটা ১১৩ মিনিটে বর্ণনা করা। তখনই ক্যালকুলেট করা শুরু করে দেই বসে বসে। ১৫ সেকেন্ড থেকে শুরু করে ৩:৪৫ মিনিট সবটা যোগ শেষে কাটায় কাটায় ১১৩ মিনিট হয়ে যায়। অাহামরি কোন ঘটনা না হলেও গল্প বলার ধরনের কারনে একদম শেষ মুহূর্তের অাগে অামিও ঘটনাটা বুঝতে পারি নাই। অনুবাদ বেশ সাবলীয় যা পড়ার গতিকে ধরে রাখতে সাহায্য করছিল।