User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Good 1
Was this review helpful to you?
or
বেশ ভালো লাগলো, ২য় পার্ট কবে বের হবে?
Was this review helpful to you?
or
Really Nice Book. I need More 10 Copies if possible then please contact with me 01773727252
Was this review helpful to you?
or
Nothing special
Was this review helpful to you?
or
If you want to know the basic hacking terms then this book is written for you.
Was this review helpful to you?
or
The book is about hacking. Its more like introduction of some terms rather than a large description of that terms. Expected a little more details of the topics but its just a introduction of hacking. This book is good for beginners. but not suitable for someone who have some knowledge of about the processes of hacking. the good side is the presentation or writing style is good. enjoyed the writing style.
Was this review helpful to you?
or
বইটি অসাধারণ। এইটি হ্যাকিং এর বিষয় অনেক সুন্দর ভাবে গুছিয়ে দিয়েছেন। হ্যাকিং সম্পর্কে জানতে চাইলে বইটি দেরি না করে কিনে ফেলুন। অনেক কিছুই জানতে পারবেন।
Was this review helpful to you?
or
wonderful
Was this review helpful to you?
or
This book is an introductory. I think it is good to start. write to teach the concept of Haking very smoothly. Writer express the basic concept to readers very smoothly. It is very easy to read and easy to understand. MONEY IS NOT WESTED.
Was this review helpful to you?
or
সময় তাে সময়ের দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে। যতই দিন যাচ্ছে-আমরা প্রযুক্তির সাগরে নিমজ্জিত হচ্ছি। ইন্টারনেট পৃথিবীকে সংকুচিত করে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। আমাদের নিত্যনৈমিত্তিক প্রায় সকল কাজই হয়ে যাচ্ছে ইন্টারনেট বা কম্পিউটার নেটওয়ার্কের ওপর নির্ভরশীল। মানবজীবনে এর সুফল যেমন আছে, কুফলও আছে ঢের। যদি যথােপযুক্ত নিরাপত্তা না দেওয়া যায়, তাহলে যেকোনাে সিস্টেমই হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। আর সিস্টেম হ্যাকারদের হাতে চলে গেলে-কোটি কোটি টাকার লােকসান হওয়ার সম্ভাবনা তাে আছেই। কী? অবাক হচ্ছেন বা গুলিয়ে ফেলছেন। ভাবছেন, কীভাবে কী করে হ্যাকাররা ? আর কেনইবা করে ? আপনি সঠিক বইটিই বাছাই করেছেন। হ্যাকিং এবং হ্যাকারদের পদযাত্রা ১৯৫০১৯৬০ সালের দিকে শুরু হলেও আমাদের দেশে মানুষজন হ্যাকিং শব্দটির সঙ্গে পরিচিত মাত্র একযুগ ধরে। কিন্তু এই অল্পসময়ের মধ্যেই বেশ কয়েকটি সাইবারযুদ্ধে সফলতা প্রদর্শন করে বিশ্ববাসীর কাছে যথেষ্ট পরিচিতি লাভ করেছে। বাংলাদেশ। বর্তমান প্রযুক্তির যুগে আপনাকে নিরাপদ থাকতে হলে অবশ্যই সচেতন হতে হবে; জেনে নিতে হবে-নিরাপদে থাকার কৌশলগুলাে। আমরা BugsBD Ltd’-এর পক্ষ থেকে একটি সমীক্ষা চালিয়েছিলাম-সাইবার নিরাপত্তা এবং হ্যাকিং নিয়ে। অবিশ্বাসযােগ্য হলেও সত্য যে, অধিকাংশ মানুষই সাইবার নিরাপত্তা বিষয়ে অজ্ঞ। অনেকেই জানে না-ইন্টারনেটে তাদের দেওয়া বিভিন্ন তথ্য কতটুকু নিরাপদ বা আদৌ নিরাপদ কি-না। কীভাবে তথ্যগুলাে নিরাপদ রাখতে হবে, এই বিষয়টিও তাদের অজানা। তাই নিজেদের দায়বদ্ধতা থেকেই আমরা ‘হ্যাকিংয়ের গােলকধাঁধা বইটি প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি। আশা রাখি, এই বইটি পড়ে পাঠক সাইবার নিরাপত্তা এবং হ্যাকিং সম্পর্কে জানতে ও ইন্টারনেট জগতে কীভাবে নিরাপদ থাকা যায় বা হ্যাকারদের ফাঁদ এড়িয়ে চলা যায় তা জানতে পারবেন।
Was this review helpful to you?
or
এই ঈদের ছুটিটা সবথেকে ভালোভাবে কাটাতে রকমারি থেকে অর্ডার করেছিলাম তরুণ উদ্যোক্তা "দিলোয়ার আলম" ও "মনিরুজ্জামানের" লেখা #হ্যাকিংয়ের_গোলকধাঁধা বইটি। প্রায়ই অনেকেই নক দিয়ে জানান তার ফেসবুক আইডি হ্যাক হতেছে, কিংবা নানা সাইবার ক্রাইমের স্বীকার হয়েছেন। বা অনলাইন কেনাকাটায় সাবধানতা অবলম্বন করাও অনেক জরুরি। তাদের জন্য বইটি পড়ার আমন্ত্রণ রইল। বইটিতে রয়েছে সব খুটি নাটি হ্যাকিং ট্যাকটিক্স, বেশ কিছু সোর্সকোড সহ সমাধান এবং অনলাইন ল্যাবের ব্যবস্থা। এছাড়াও, বর্তমান বাংলাদেশের E-Commerce গুলোর কথা চিন্তা করলে তো #সাইবার_সিকিউরিটির প্রতি জোরদার হওয়ার প্রয়োজনীয়তাটুকু আরো শীর্ষে বসানো উচিত। কেননা, ই-কমার্স গুলোর ভয়াবহ অবস্থা এবং নিরাপত্তা নিয়ে যেনো খুব একটা মাথা ব্যাথা কারো জাগছে না ! আহবান জানাবো, বাংলাদেশের সকল/সর্বস্তরের জনতার প্রতি, বিশেষ করে আমার এই তরুণ প্রজন্মের প্রতি, তথ্য প্রযুক্তি ব্যবহার করলেই নয়, এর নিরাপত্তা টুকু আমাদেরই জানতে হবে। এই নিয়ে ব্যাপক আলোচনা করেছে আমার বন্ধু #মনিরুজ্জামান_সজল, এবং ক্ষুদ্র ওয়েব সফটওয়্যার থেকে শুরু করে, ব্লক চেইন টেকনোলজি, বিট কয়েন, ডিপ ওয়েব, ডার্ক ওয়েব সহ অনেক অজানা তথ্যের জ্ঞানকোষ হিসেবে সহায়তা করতে পারে এই বইটি।তাঁর লেখা #হ্যাকিংয়ের_গোলকধাধা বইটি অনেকেরই মনে খোরাক হতে পারে... পুরো বইটি পড়া এখনও শেষ হয় নি। শেষ করে একটি ভিডিও রিভিও করব আশা করি।
Was this review helpful to you?
or
Hope for the best
Was this review helpful to you?
or
Bad
Was this review helpful to you?
or
হ্যাকিং এর বেসিক কনসেপ্ট এবং টার্মিনোলজি নিয়ে ভালভাবে আলোচনা করা হয়েছে ! সিধা কথায়, পড়ার যোগ্য!
Was this review helpful to you?
or
good for those who want to learn about what is hacking. But there is a prob that all the main things are written by instructions. So it doesn't help those people who are new in this field.Expectation was much from this book.
Was this review helpful to you?
or
It's very helpfull for beginner,
Was this review helpful to you?
or
আমার স্বল্প জ্ঞানের উপর ভিত্তি করে রিভিও দিলাম ...