User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
নতুন উদ্যোক্তাদের জন্য খুব ভালো একটা গাইড লাইন। খুব সহায়ক বই।
Was this review helpful to you?
or
ইকবাল বাহার স্যার উদ্যোক্তা তৈরীর কারিগর। নিজের বলার মতন গল্প ফাউন্ডেশন নতুন উদ্যোক্তা তৈরির কারখানা। তরুণ স্বপ্নবাজ উদ্যোক্তাদের ইকবাল বাহার স্যারের লিখা বই নিজের বলার মতন গল্প। উক্ত বইয়ের জ্ঞান থাকা প্রয়োজন
Was this review helpful to you?
or
অনেক গুরুত্বপূর্ণ একটা বই । ব্যবসার আইডিয়ার জন্য এই বই হতে পারে আপনার হাতেখড়ি ?।
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
খুব সুন্দর একটি বই। গতকাল হাতে পেলাম, ৩০ টা page পড়ার পরও যেন আরো পড়তেই মন চাইছে।
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
?
Was this review helpful to you?
or
অসাধারন একটি বই
Was this review helpful to you?
or
কাজের একটা বই
Was this review helpful to you?
or
Onk sundor akti boi
Was this review helpful to you?
or
আসাধারণ এবং চমৎকার একটি বই।
Was this review helpful to you?
or
9/10
Was this review helpful to you?
or
Its awesome
Was this review helpful to you?
or
বইয়ের নামঃ নিজের বলার মতো একটা গল্প লেখকঃ ইকবাল বাহার প্রকাশনীঃ ছায়াবীথি প্রকাশকালঃ ২০১৮ সালে ধরণঃ আত্ম উন্নয়নমূলক। মূল্যঃ ১৯৬ টাকা মূলত যারা সৎ নির্ভীক আলোকিত ও সুন্দর পৃথিবী গড়ার স্বপ্নে দৃঢ়প্রত্যয়ী। অর্থ্যাৎ নিজ উদ্যগে কাজের মাধ্যমে পৃথিবীতে অসামান্য অবদান রাখতে চান একজন আদর্শ উদ্যোগক্তা হিসেবে নিজেকে প্রমাণ করতে চান তাদের জন্যই ইকবাল বাহার স্যার তার সফল কর্ম জীবনের অবিজ্ঞতা থেকে এই বইটি লিখেছেন।
Was this review helpful to you?
or
কারো সাথে কোন ধরনের আলোচনা ছাড়াই নিজে নিজেই মোটিভেট হওয়ার জন্য অন্যতম সেরা একটি বই।
Was this review helpful to you?
or
onk valolagse
Was this review helpful to you?
or
অসাধারন বই।
Was this review helpful to you?
or
ভাল লেগেছে
Was this review helpful to you?
or
নিজের বলার মত একটি গল্প! অবশ্যই নবীন উদ্যোক্তা হওয়ার জন্য যথেষ্ট গাইড লাইন দেয়া আছে। যাতে যে কেউ খুব সহযেই গাইড লাইন গুলো ফলো করে উদ্যোক্তা হতে পারে। এখানে আরও লেখা আছে কিভাবে একজন ভাল মানুষ হতে হয়। কিভাবে মন খারাপ থাকলে মন ভাল করা যায়। কিভাবে নিজে উদ্যোক্তা হওয়ার মাধ্যমে নিজের সহ অন্যের কর্মসংস্থান করা যায়। আর সব চেয়ে বড় ব্যাপার হল কিভাবে রাজনীতি না করেও দেশের সেবা করা যায়। আই বই তে এই বিষয় গুলো আমি শিখেছি আপনারাও শিখে নিতে পারেন।
Was this review helpful to you?
or
ইকবাল বাহার ভাইয়ের চমৎকার উদ্যোগ নিজের বলার মত একটা গল্প। প্রত্যেক ছাত্র-ছাত্রীর বইটি পরা উচিত যারা উদ্যোক্তা হতে চান। কিন্তু বইটিতে শিক্ষার্থীদের কিছু কথা অংশটি বাদ দিয়ে অন্য কিছু যোগ করলে বইটি আরো ভালো হতো। বইটির প্রথমে যে ৬৮টি সেশন রয়েছে যা খুবই ভালো। যা উদ্যোক্তা হতে অনেক সহায়ক ভূমিকা পালন করবে। খুবই সুন্দর ভাবে পর্যায়ক্রমে সেশন গুলো রয়েছে। আর বইয়ে একটি জিনিস সবচেয়ে বেশি ভালো লেগেছে তা হলো লেখক ভালো মানুষ হওয়ার প্রতি খুব জোর দিয়েছে। আসলে প্রত্যেকেরই দিনশেষে ভালো মানুষ হওয়া খুবই জরুরী।
Was this review helpful to you?
or
খুবই ভাল
Was this review helpful to you?
or
Khub valo boi
Was this review helpful to you?
or
6
Was this review helpful to you?
or
খুব সুন্দর একটা বই
Was this review helpful to you?
or
(নিজের বলার মতো একটা গল্প ) আমাদের মানব জীবন এক সুদীর্ঘ পথ চলার লম্বা জার্নি। একদিনি ঠিকই আমরা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব । কিন্তু এই লম্বা সময়েও আমরা যদি পৃথিবীতে কোন অবদান না রাখতে পারি, নিজের একটা সফলতার গল্প রচনা করে না যেতে পারি তাহলে সৃষ্টির সেরা জিব আমি তার কোন চিহ্ন ই রইল না । বই টির নামটি অতি সুপ্তভাবে এই কথাটি ই মস্তিষ্কে সৃষ্টি করায় । আর বই এর লেখার খথা বলাই বাহু্ল্য । শোদ্ধ্রেয় ইকবাল বাহার স্যার এর এই বইটিতে নিজের বলার মতো একটা গল্প তৈরী মহৎ উদ্দ্যেশ্য হৃদয়ে গভির ভাবে দোলা দেয় ।
Was this review helpful to you?
or
ভালোলাগার আরেক নাম ইকবাল বাহার স্যার। চাত্র/ছাত্রীদের জন্য খুব প্রয়োজনীয় বইটি। যেন তার ছাত্র অবস্থায় নিজেকে গড়ে তুলতে পারে। আর তার লক্ষ মাত্রায় পোঁছাতে পারে।
Was this review helpful to you?
or
অতিরঞ্জিত রিভিউ । কিছুই নাই বইটার ভিতর ।
Was this review helpful to you?
or
সাদমান সাদিকের ভিডিও থেকে রিভিউ পেয়ে বইটি কিনেছিলাম। ইকবাল বাহার চাকরি নেব না দেব আন্দোলনের সাথে জড়িত। আশা ছিল বইতে কিছু গুরুত্বপূর্ন তথ্য পাব। যাই হোক যারা ভিডিও দেখেছেন, বা কোর্সে আছেন তারাই উপকৃত হবেন। একগাদা বানী বাদে বইতে কিছুনেই।
Was this review helpful to you?
or
বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা/ ব্যাবসায়ি হতে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বই। একবার হলেও এই বইটি তাদের পড়া প্রয়োজন।
Was this review helpful to you?
or
উদ্যোক্তা হতে চান তাদের জন্য এই বই।
Was this review helpful to you?
or
I personally met the writer in " Bangladesh supply chain award ceremony" and he charmed me with his intelligent words and wonderful personality. He has a great vision for the young aspiring young generation and he is working hard and soul to achieve his vision. I give a double hats off to him and his dream. This book is the portrait of the journey to his dream. I salute his work and dedication to the young generation of Bangladesh to make the entrepreneur of tomorrow.
Was this review helpful to you?
or
বাংলাদেশের ৬৪ জেলার ৬০০০ জন তরুণ ও তরুণীকে নিয়ে উদ্যোক্তা তৈরির টানা ৯০ দিনব্যাপী কর্মশালা ‘নিজের বলার মতাে একটা গল্প’ যারা স্বপ্ন দেখেন চাকরি না করে নিজে কিছু একটা করতে চান, পরিশ্রম করতে চান, যাদের কোনাে তাড়াহুড়া নাই, চাকরির সৃষ্টি করতে চান ও নিজের জীবনটাকে বদলে দিতে চান— এই বইটি তাদের জন্য। পুরাে প্রকল্পটি করা হচ্ছে ‘বিনা ফি’তে অর্থাৎ প্রশিক্ষণার্থীদের থেকে কোনাে টাকা দেওয়া লাগছে না যেহেতু এটা আমার সামাজিক কাজের অংশ । যদি আমরা ৬০০-১০০০ জন উদ্যোক্তাও তৈরি করতে পারি, তবে আগামী ২ বছরের মধ্যে কমপক্ষে ৫০,০০০ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হতে পারে এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে! তবে এটা নিশ্চিত করে বলতে পারি ৯০ দিন পর এই ৬০০০ জন সবার নিজের প্রতি বিশ্বাস, সাহস ও স্বপ্ন ভিন্ন মাত্রা পাবে এবং শুরু হবে বদলে যাওয়া একজন মানুষ। এবার এই প্রকল্পকে সারাদেশের লাখ লাখ তরুণ-তরুণীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এই বইটি প্রকাশের উদ্যোগ। বইয়ের স্বত্ত্ব বাবদ যে টাকা আমি পাবাে তার পুরােটাই ব্যয় হবে গরীব ও অসহায় শিশুদের পড়াশুনার জন্য। এছাড়াও এই কার্যক্রমের সবগুলাে কন্টেন্ট ও ভিডিও নিয়ে একটা ওয়েবসাইটও করা হয়েছে, যাতে সারা বাংলাদেশের তরুণরা যারা উদ্যোক্তা হতে চান তারা বিনামূল্যে শিখতে পারেন ।
Was this review helpful to you?
or
বই রিভিউ : নিজের বলার মত একটি গল্প লেখক ইকবাল বাহার ছায়াবীথি প্রকাশনী,মূল্য ২০০ টাকা। বাংলাদেশের ৬৪ জেলা থেকে ৬০০০ জন তরুন তরুনীকে নিয়ে উদ্যোক্তা তৈরীর টানা ৯০ দিন ব্যাপী কর্মশালা বিভিন্ন সেশন নিয়ে নিজের বলার মত একটা গল্প বইটা সাজানো।বইটি পড়ে অনেক কিছু শিখলাম। জীবনের বাস্তবতা কিভাবে একজন ভাল মানুষ হয়ে জীবনে সুখ ও উন্নতি লাভ করা যায়।বইটিতে লেখকের কিছু উক্তি খুবই ভাল লেগেছে। @জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে একজন ভাল মানুষ হওয়া। @স্বপ্ন দেখুন সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন সফল হবেন ইনশাআল্লাহ। @সব সময় স্বপ্নের প্রেমে পড়ে দৃঢ় ভাবে কাজ করতে হবে। @রাগ করে নেওয়া বেশির ভাগ সিদ্ধান্তই ভূল হয়,কিন্তু জেদ করে নেওয়া সিদ্বান্ত বেশিসফল হয়।কারন রাগ করা হয় অন্যের সাথে আর জেদ হয় নিজের সাথে। তাই জেদ করে নিজের স্বামর্থ্যের বড় সিদ্বান্ত গুলো নিয়ে ফেলুন তখন দেখবেন লাভ সুধু নিজেরই হবে। @সফলতা হচ্ছে ৪ স সুশিক্ষা, সুস্বাস্থ্য, সুখ, সম্পদ। @জীবনে উপরে উঠতে চাইলে কখনো একটু নিচে নামতে হয় ও আর নিচে নামা মানে নেমে যাওয়া নয় বরং তা হলো উপরে উঠার জন্য বিশ্রাম নেওয়া। @ একজন বড় সফল মানুষ কখনো তার সফলতা উপভোগ করতে পারে না।তাই সুধু সম্পদ বা টাকা পয়সা বড় চাকুরী সফলতা নয়, আর জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে সুখ ও খুশি থাকা। আর একজন সত্যিকার ভালো মানুষই খুশি ও সুখে থাকতে পারে।