User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
ভালো বই। নান্দনিক অনুবাদ। আমার বই পড়ার অভিজ্ঞতা সেবা প্রকাশনীর বইয়ের মাধ্যমে। পড়ার সময় মনে হচ্ছিল সেবার প্রকাশনীর বইই যেন পড়ছি। এরকম একটি বই উপহার দেওয়ার জন্য অনুবাদককে ধন্যবাদ!
Was this review helpful to you?
or
দ্য আলকেমিস্টের পর আমার কাছে পাওলো কোয়েলহোর এই বইটি দারুন লেগেছে। গুড রিডসের রেটিং এ দ্য আলকেমিস্ট রেটিং যেখানে ৩.৮৩ সেখানে এই বইটির রেটিং ৩.৮১। যারা জেল কার্নেগী বা ব্রাটান্ড রাসেলের মত লেখকদের বই পছন্দ করেন তারা এই বইটি পরে মুগ্ধ হয়ে যাবেন। এইবার আসি মূল বইটি প্রসঙ্গে, ম্যানুসক্রিপ্ট অর্থ হলো পান্ডুলিপি বা হস্তলিখিত। এই লেখাগুলো বাইবেলে অন্তর্ভুক্ত করার কথা হলেও করা হয়নি কারন হয়ত তারা ভেবেছিল যে এটা কোন নারীর (ম্যারি মাগডালিন) লেখা অথবা ভেবেছিল এমন একজন যীশুকে যিনি কিনা তার স্বর্গীয় মিশন সম্পর্কে জানতেন এবং যার মৃত্যুর পথে যাত্রা ছিল কম বর্নময় ও বেদনাদায়ক। বইটিতে এমন এমন কিছু শিক্ষনীয় বিষয় আছে যা বাস্তব জীবনের সাথে সামন্জস্যপূর্ণ। এইবার আসি অনুবাদ প্রসঙ্গে, অনুবাদটি আসলেও খুব সুন্দর হয়েছে যদিও এত সহজ ছিলনা পাওলো কোয়েলহোর মত রাইটারের বই অনুবাদ করা।
Was this review helpful to you?
or
সুন্দর ও সাবলীল অনুবাদ! কিভাবে জীবনের কঠিন সময় গুলোতেও ধৈর্য ধরে, আশাবাদী থেকে উত্তরণ করা যায় তা শিখে যাবেন... মাস্ট রিড, হাইলি রিকমেন্ডেট!!!
Was this review helpful to you?
or
অসাধারণ একটা জীবনদর্শমূলক বই। শেখার মতো অনেক কিছু আছে বইটা থেকে। অনুবাদও যথেষ্ট ভালো! পাওলো কোয়েলহোর পাঠকদের জন্য must read একটা বই।
Was this review helpful to you?
or
বইটা মুলত উপদেশ মুলক বই, সুতরাং যারা খুব বেশি বই পড়তে অভ্যস্ত না তাদের কে কিছুটা বিরক্তর লাগতে পারে, তবে অামার দারুণ লেগেছে....!!!
Was this review helpful to you?
or
অন্যান্য প্রকাশনী থেকেও এই বইটি বের হয়েছে। তবে, কমপেয়ার করে আমি এটাই কিনেছি। যেমন অন্য একটা প্রকাশনী থেকে বের হওয়া এই বইটাকে একটু আক্ষরিক অনুবাদ মনে হয়েছে। আর পাউলো কোয়েলহোর বইয়ের আবেগ ও অনুভূতিটুকুটা সেসব বইতে ভালোভাবে ফুটে ওঠেনি, যা এই প্রকাশনীর বইটিতে উঠেছে। তাই পাঠকদের আমি এই বইটা কেনার জন্যই সাজেস্ট করব।
Was this review helpful to you?
or
৭০০ বছর ধরে লোকচক্ষুর অন্তরালে থাকার পর পাওয়া গেল সেই বিশেষ পাণ্ডুলিপি, যার মাধ্যমে জানা গেল প্রাচীন এক শহরের শেষ কটি মুহূর্ত আর শহরটির অধিবাসীদের জন্য অসাধারণ এক মানুষের দেওয়া হীরন্ময় কিছু দিক-নির্দেশনা। অনেক অনেক কাল আগে, জেরুজালেমে বহিরাক্রমণের ঠিক আগের মুহূর্তে শহরটির অস্থির ও শঙ্কিত লোকজন একটি নির্দিষ্ট স্থানে জমায়েত হয়েছিল। ঠিক সেই সময় সেই মানুষটি তাদের সামনে দাঁড়িয়ে জানতে চাইলেন তাদের মনের কথা, তাদের আবেগ-অনুভূতি, শঙ্কা, ভীতি সবকিছুর কথা, যাতে করে তিনি তাদেরকে দিতে পারেন স্বস্তি, শোনাতে পারেন আশার বাণী। তারপর তিনি সবার সাথে ভাগ করে নিলেন তার অন্তর্জ্ঞানকে – ভালবাসা, সাহস, একাকিত্ব, আনুগত্য ও লাভ-ক্ষতি, জয়-পরাজয় নিয়ে শোনালেন তার অমর বাণী। এক কথায়, এমন কিছু জীবনদর্শন তিনি দিয়েছেন, এমন কিছু মূল্যবান কথা তিনি বলেছেন, যা বইটির পাঠককে প্রখর জীবনবোধে করবে উদ্দীপ্ত, দেবে চিন্তার খোরাক ও নতুন পথের সন্ধান। বর্তমান সময়ে পাওলো কোয়েলহোর সবচেয়ে আলোচিত ও বহুল পঠিত বইগুলোর একটি। লেখকের ভক্তদের জন্য অবশ্য পাঠ্য একটি বই।
Was this review helpful to you?
or
সম্প্রতি বইটা পড়লাম! অসাধারণ লেগেছে। পাউলো কোয়েলহোর লেখায় জাদু আছে। বইয়ের কিছু কিছু উক্তি তো বাঁধাই করে রাখার মতো। যেমনঃ "যে হাল ছেড়ে দেয়, সে-ই পরাজিত। জয়ী তো আর বাকি সবাই। আর এমন দিন আসবে, যখন এইসব কঠিন সময় গর্ব করে বলার মতো গল্পে পরিণত হবে। আর যারা তা শুনবে, তারা শিখবে তিনটা গুরুত্বপূর্ণ বিষয়ঃ সঠিক সময়ে সক্রিয় হওয়ার জন্য ধৈর্য্য ধরে অপেক্ষা কর। পরবর্তী সুযোগ হাতছাড়া হতে দিও না। তোমার শরীরে ক্ষতের দাগগুলো নিয়ে গর্ব অনুভব কর। ক্ষত আর মেডেলগুলো মানুষের শরীরে দৃশ্যমান থাকে। তা দেখে শত্রুরা হয়ে পড়ে ভীত-সন্ত্রস্ত, কেননা সেগুলো যুদ্ধে তোমার লম্বা অভিজ্ঞতার প্রমাণ। কখনো এগুলো দেখেই তারা সংলাপে গিয়ে যুদ্ধ এড়াতে চাইবে। যে তরবারির আঘাতে ক্ষতগুলো তৈরি হয়, তার চেয়েও উচ্চকিত কণ্ঠে শত্রুদের সাবধান করে দিতে পারে তোমার ক্ষতগুলো।" কপ্ট নামের এক প্রাচীন আধ্যাত্মিকতা চর্চাকারী ব্যক্তি জেরুজালেমের লোকদের উদ্দেশ্যে বলে এরকম অনেক হৃদয়গ্রাহী ও গুরুত্বপূর্ণ কথা! বইটার সাথে কাহলিল জিব্রানের 'দ্য প্রফেট'র অনেক মিল আছে। তবে, এক্ষেত্রে পাউলো কোয়েলহো স্বাতন্ত্র বজায় রাখতে পেরেছেন নিশ্চিতভাবেই। অনুবাদক বইটি ভালোই অনুবাদ করেছেন। তবে, কিছু কিছু জায়গায় অনুবাদের মানে একটু ঘাটতি ও বানান ভুল পেয়েছি। আশা করি অনুবাদক ও প্রকাশক এই ব্যাপারে সামনে আরো সতর্ক থাকবেন। শুভ কামনা রইল তাদের জন্য!