User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বাচ্চাদের জন্য শিক্ষনীয়।
Was this review helpful to you?
or
হুজুর মিয়ার বউ, তোমার নামে সন্ধা নামে, ইউটিউব ক্যারিয়ার A to Z, হুজুর হয়ে হাসো কেন, সুরা ফাতিহার ইসলামি আকিদা ও মানহাজ, দাজ্জাল,
Was this review helpful to you?
or
Khub Mojar akta boi!!
Was this review helpful to you?
or
অসাধারণ হাস্যরসাত্মক এবং শিক্ষনীয় একটা বই
Was this review helpful to you?
or
এইরকম মজার বই আমার জিবনে আমি পাই নাই।এই রকম হালাল বই আমি আর দ্বিতীয় পাইনি।
Was this review helpful to you?
or
বিনোদন+শিক্ষা দুই দিক থেকেই সেরা।♥️
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
সেরা বই! হাস্যরসে সেকুলাঙ্গারদের ধোলাইয়ের মাধ্যমে বিনোদনের সহায়ক ছিলো। সর্বোপরি, রম্যের মাধ্যমে সেক্যু ধোলাইয়ের আইডিয়াটা খুবই ভালো লাগছে
Was this review helpful to you?
or
বর্তমান বাস্তবতায় এমন বই বেশি বেশি ই দরকার বলব।
Was this review helpful to you?
or
Fine
Was this review helpful to you?
or
হাস্যরসের সাথে বর্তমান সমাজের বিভিন্ন অসঙ্গতির কথা তুলে ধরে হয়েছে। চমৎকার আইডিয়া এবং বেশ ভাল একটি বই।
Was this review helpful to you?
or
mutamuti
Was this review helpful to you?
or
একটি মজার বই। বই যারা পড়তে খুব একটা ভালবাস্তাটানা তারাও পড়ে দেখতে পারেন।
Was this review helpful to you?
or
এই বইটিতে সুন্দর ভাবে বাস্তব ফুটে উঠেসে।
Was this review helpful to you?
or
বইটিকে তিনভাগে বিভক্ত করা হয়েছে। বিটিভি সমগ্র, নাটিকা এবং ফুলান সিরিজ। বিটিভি সমগ্র মূলত হলে বিটিভিতে প্রকাশিত তথাকথিত দর্শক নন্দিত কিছু অনুষ্ঠানের ইসলামিক ভার্সন।
Was this review helpful to you?
or
আমার পড়া অন্যতম বই গুলোর মধ্যে একটি "হুজুর হয়ে হাসো কেন",নিজে পড়ার পর আরো অনেককে কিনে দিয়েছি,তারাও অনেক মজা পেয়েছে এবং বইটি পছন্দ করেছে
Was this review helpful to you?
or
কিছু হাস্য রসাত্মক কল্প কাহিনী আর বাস্তব ঘটনা নিয়ে সাজানো একটি বই। বইয়ের উল্লেখ যোগ্য চরিত্র হচ্ছে আবু ফুলান ও ইবনে ফুলান , যারা বিভিন্ন পরিস্থিতিতে মুনাফিক আর কাফের দের দ্বিমুখীতা খন্ডন করে কৌতুকের মাধ্যমে। যারা মনে করেন ইসলাম অনেক কঠিন , গুরু গম্ভীর একটি ধর্ম , তাদের জন্য এইটি উত্তম হবে।
Was this review helpful to you?
or
চমৎকার :)
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
ভাল
Was this review helpful to you?
or
বইটি পড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছি...
Was this review helpful to you?
or
এটা একইসাথে একটা ইসলামি বই এবং রম্যরচনাও বলা যায়।কেউ রম্য বলতে খারাপভাবে নিবেন না।বইটিতে আমাদের সমাজে ইসলামী যেসব ভ্রান্তধারণা আছে,ইসলামী জীবনপদ্ধতির বিরুদ্ধে আমাদের সামাজিক বিভিন্ন বাধা এবং এর প্রতিকার সম্পর্কে অনেকগুলো হাস্যরসাত্মক গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বইটি পড়ে আপনি মজাও পাবেন একইসাথে কিছু জ্ঞানার্জনও করতে পারবেন ইনশাল্লাহ।
Was this review helpful to you?
or
আমার মতে বইটির মূল থিম "কী করি, কেন করি?" প্রশ্ন করতে শিখা। স্রোতে গা না ভাসাতে শিখানো, বা অন্তত স্রোতকেই স্বাভাবিকতা মনে করার ভ্রম থেকে ফিরানো। ধন্যবাদ "হুজুর হয়ে টিম"-কে। আরো সুন্দর সুন্দর বই আশা করছি।
Was this review helpful to you?
or
আমাদের সমাজে সাধারণত টুপি, দাড়িওয়ালা লোকদের হুজুর বলে সম্বোধন করা হয়। যদিও কোরআন বা হাদীসে "হুজুর" নামে কোন টার্ম নেই। এই হুজুর শ্রেণীর লোকদের নানা সমস্যা। অনেকেই জেনারেল শিক্ষিত, দ্বীণের পথে এসেছেন। দ্বীন প্র্যাসটিস করছে। বিভিন্ন সময় তাদের নানা কটু কথা শুনতে হয়। "হুজুর হয়ে এটা কর কেন? হুজুর হয়ে ওটা কর কেন?" অথচ এই কাজ গুলোই কোন সাধারণ মুসলিম করলে আমরা কোন কথা বলি না। যেন শরীয়তের সব আদেশ সেই টুপি,দাড়িওয়ালাদের উপরই শুধু অর্পিত হয়েছে। "হুজুর হয়ে বইটি" সমর্পণ প্রকাশনী থেকে বের হয়েছে। যার লেখকগন "হুজুর হয়ে" নামক ফেসবুক পেইজের এডমিনগন। যারা রসবোধের মাধ্যমে ইসলামের দাওয়ার কাজ করে যাচ্ছেন। আধুনিক সময়ে দ্বীন প্র্যাকটিস করা তরুণেরা যে সমস্যা গুলোর সম্মুখীন হয়, যে সব ফিতনা ফাসাদের তারা বেশি আক্রান্ত, হুজুরদের দিকে অমার্জিত দৃষ্টিভঙ্গি, বিভিন্ন বিজাতি সংস্কৃতির ব্যাখ্যা আমাদের পরিচিত কিছু কার্টুন,নাটকের চরিত্রে উপস্থাপন করেছেন। বইটি পড়ে একদিকে আপনি হালাল বিনোদন পাবেন অন্যদিকে ইসলামের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়েও জানতে পারবেন। তবে এটা নিতান্তই কোন আমলের বই না। এর লেখকগন আমাদের মতোই সাধারণ মুসলিম। বইটি পড়ে কোন পর্যায়েই আপনি বিরক্তি বোধ করবেন না আশা করি। বিনোদনের মাঝেই আপনি নানা তথ্য বহুল আলোচনা লক্ষ করবেন। আপনার কিছু ভুল বিতাড়িত হবে ইনশাল্লাহ। তো পড়ে ফেলতে পারেন আর হাসতে পারেন " হুজুর হয়ে হাসো কেন বইটি"
Was this review helpful to you?
or
ভাইয়া কে অনেক অনেক ধন্যবাদ আমাদের কে এতো সুন্দর একটা বই উপহার দেওয়ার জন্য।
Was this review helpful to you?
or
❤
Was this review helpful to you?
or
সুন্দর একটি বই
Was this review helpful to you?
or
ওয়েব সাইট ব্রাউজ করতেছিলাম হঠাৎ বইটার নাম দেখে একটু কৌতুহলী হয়ে গেলাম! আমি হুজুর হয়ে ফেসবুক পেইজের একজন নিয়মিত ফলোয়ার! পোস্ট গুলা ফলো করি.. তো দেখলাম বইয়ের লেখকের নামের যায়গায় হুজুর হয়ে টিম লেখা!!! আমি বরাবরই হুজুরদের প্রতি অনেকটা দূরবল তাই সাতপাঁচ না ভেবেই বইটা অরডার দেই! আলহামদুলিল্লাহ অসাধারণ লেগেছে.. পড়ে দেখতে পারেন..
Was this review helpful to you?
or
রম্য ব্যঙ্গের আড়ালে সেক্যুলারদের যুক্তি তর্কের জবাব ও তাদের যুক্তির অসারতাকে তুলে ধরেছেন। সেই সাথে সমাজে বিদ্যমান নানা ধর্মীয় অসঙ্গতিগুলো গল্পে গল্পে বেশ চমৎকার ভাবে তুলে ধরেছেন 'হুজুর হয়ে' টিম।
Was this review helpful to you?
or
ফেসবুকে আলোড়ন সৃষ্টিকারী পেইজ 'হুজুর হয়ে' খুব ভালো একটা পেইজ। প্রায় প্রতিদিনই ভালো ভালো কথা লেখে ও স্যাট্যার্স দেয়। আর এই পেইজ থেকে 'হুজুর হয়ে হাসলো কেন? বইটি প্রকাশ করা হয়েছে। বইটির লেখক হুজুর হয়ে টিম। খুব ভালো একটা বই। পড়ে হাসি আসলেও অপ্রিয় সত্য নিয়ে লেখা।
Was this review helpful to you?
or
Ideal book for people of all ages, specially the teens and youth cause because of the ignorance, misconceptions
Was this review helpful to you?
or
বইটি বেশ আনন্দদায়ক। হাস্যরসের মাধ্যমে উপস্থাপনা ভালো ছিল।
Was this review helpful to you?
or
বইটিতে কৌতুকছলে সমাজের বিভিন্ন অসঙ্গতি, ডাবল স্ট্যান্ডার্ড তুলে ধরা হয়েছে। আমাদের সমাজে প্রচলিত বিভিন্ন উৎসব(যেমন: বড়দিন, এপ্রিল ফুল, ভ্যালেন্টাইন'স ডে, নিউ ইয়ার, বৈশাখী ইত্যাদি) উদযাপনের পেছনের ব্যাকগ্রাউন্ডগুলো ইবনে ফুলান আর আবু ফুলান রসাত্মকভাবে ইন্টার্ভিউ নিয়েছেন। বিটিভির জনপ্রিয় অনুষ্ঠানগুলোকে প্যারোডি চরিত্রের মাধ্যমে (যেমন: মিনা-রাজু, সিসিমপুর, ইত্যাদির নানা-নাতি, মামা-ভাগ্নে) বেশ রসাত্মকভাবে বইটিতে তুলে ধরা হয়েছে। টিভির চিরিত্রে তারা যেমন সমাজের অসঙ্গতি (!) তুলে ধরেন, এই বইতেও তাদের চিরচেনা ভঙ্গিতে তারা অসঙ্গতির পাশাপাশি ডাবল স্ট্যান্ডার্ডটাও তুলে ধরেন। ফেসবুকে ভাইরাল হওয়া কিছু রসাত্মক লাইন (যেমন: বসেন বসেন..বইসা যান) গল্পে এমন জায়গাসমূহে জুড়ে দেওয়া হয়েছে, বইটা পড়তে গিয়ে অনেক সময় হাসি থামানোর উপায় থাকেনা।
Was this review helpful to you?
or
এপিক! সম্পূর্ণ এপিক এই বইটি! যারা ফেসবুক পেজ "হুজুর হয়ে"র পাঠক, তারা এ সম্পর্কে অবগত। বস্তুত পেজের কিছু গল্পের সংকলিত রূপ এটি। হাস্যরসের মাধ্যমে অনেকগুলো ইসলামী বিধানকে স্পষ্ট করা হয়েছে এতে। কিছু টিভি সিরিয়াল আর কিছু মানুষের তৈরি চরিত্রের প্যারোডি করা হয়েছে। চমৎকারভাবে সব ফুটিয়ে তোলা হয়েছে। ছিঁড়ে ফেলা হয়েছে কিছু বিদয়াতের জাল! স্মরণ করিয়ে দেয়া হয়েছে কিছু ভুলে যাওয়া ইসলামী সংস্কৃতি। আর তীর ছোঁড়া হয়েছে ইসলামবিদ্বেষীদের প্রতি। . সুস্থ রুচির পরিচয় দিয়ে এরা নতুন এই কাজটি করেছে। বইটি পড়তে গিয়ে কখনো হেসে লুটোপুটি খেয়েছি, কখনো ধাক্কা খেয়েছি দিলে। শিখেছি নতুন কিছু। এই বইটির আরো বৈশিষ্ট্য রয়েছে। বইটি পড়ে উদ্ধার করুন বৈশিষ্ট্যগুলি।
Was this review helpful to you?
or
একটা সময় ছিল যখন অনলাইন জগত ছিল সেকুলাঙ্গারদের কবলে, ইন্টারনেটে কেউ ইসলাম নিয়ে কথা বললে সবাই ছেঁকে ধরত। এরপর আসলো একটা সময় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা চাইলেন তাঁর দ্বীনের কথা অনলাইনে ছড়াক, তাই তিনি তাঁর কিছু বান্দাকে এই কাজে নিয়োজিত করলেন। কিন্তু দেখা গেল যখন মুসলিম ভাইয়েরা বুদ্ধিমত্তার সাথে যুক্তিতর্কের মাধ্যমে সেকুলাঙ্গারদের ধরাশায়ী করতে লাগলেন তখন সেই সেকুলাঙ্গাররা কুযুক্তি আর হাসি-ঠাট্টার মাধ্যমে আলোচ্য বিষয়গুলো থেকে মানুষদের দূরে সরিয়ে নিতে লাগলো। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার ইচ্ছায় তাঁর এমন কিছু বান্দার আবির্ভাব ঘটলো যারা সেকুলাঙ্গারদের হাসি-ঠাট্টার জবাব হাসি-ঠাট্টার মাধ্যমেই দিবে, কিন্তু দু’পক্ষের মাঝে মৌলিক কিছু পার্থক্য থাকবে।
Was this review helpful to you?
or
হুজুর হয়ে টিম এর এক অসাধারণ প্রতিভা প্রকাশ পেয়েছে বইটিতে। বই এর প্রথম কথাগুলোই আমাকে মুগ্ধ করেছে। বই এর শুরুতে লিখা ছিলো আপনি যদি এই সময় ইসলামের জ্ঞান মূলক কোন বই পড়েন তাহলে ওই বই রেখে এই বইটি পড়বেন না। বইটি অবসর সময়ে মন ভালো করার জন্য পড়বেন। ইসলামের জন্য একটি হালাল বিনোদন বইটি। অসাধারণ ভাবে মানুষকে হাসানোর গল্প বলেছে হুজুর হয়ে টিম। বই এর টিভি রিপোর্ট পর্বগুলো আমার সবচেয়ে মজার লেগেছে।
Was this review helpful to you?
or
হাস্যরসের একটা শক্তি আছে। এর মাধ্যমে প্রচারিত হয়ে আসছে অনেক কিছুই। ব্যঙ্গাত্মক পদ্ধতিতে প্রতিপক্ষকে ঘায়েল করার রীতিটাও বেশ পুরোনো। ইসলামের নিজস্ব বৈশিষ্ট্যের কারণে একসময় মনে হতো কাজটা অসম্ভব! কিন্তু এমন প্রচেষ্টা হয়ে আসছে। "মুসলমানের হাসি" তার দৃষ্টান্ত। বর্তমান যুগে ইসলামবিরোধীদের গা জ্বালানো বিদ্রুপের সমুচিত জবাব দেয়ার প্রচেষ্টা দুর্লভ। . সবধরণের বৈশিষ্ট্যে পূর্ণ থাকতে হয় এটি। ফেসবুক পেজ "হুজুর হয়ে"র কর্মীরা এই কাজটি হাতে নেয়। যথাসাধ্য চেষ্টা তাঁরা করেছে। "হুজুর হয়ে হাসো কেন" তারই একটি প্রয়াস।
Was this review helpful to you?
or
বইটিতে কৌতুকছলে সমাজের বিভিন্ন অসঙ্গতি, ডাবল স্ট্যান্ডার্ড তুলে ধরা হয়েছে। আমাদের সমাজে প্রচলিত বিভিন্ন উৎসব(যেমন: বড়দিন, এপ্রিল ফুল, ভ্যালেন্টাইন'স ডে, নিউ ইয়ার, বৈশাখী ইত্যাদি) উদযাপনের পেছনের ব্যাকগ্রাউন্ডগুলো ইবনে ফুলান আর আবু ফুলান রসাত্মকভাবে ইন্টার্ভিউ নিয়েছেন। বিটিভির জনপ্রিয় অনুষ্ঠানগুলোকে প্যারোডি চরিত্রের মাধ্যমে (যেমন: মিনা-রাজু, সিসিমপুর, ইত্যাদির নানা-নাতি, মামা-ভাগ্নে) বেশ রসাত্মকভাবে বইটিতে তুলে ধরা হয়েছে। টিভির চিরিত্রে তারা যেমন সমাজের অসঙ্গতি (!) তুলে ধরেন, এই বইতেও তাদের চিরচেনা ভঙ্গিতে তারা অসঙ্গতির পাশাপাশি ডাবল স্ট্যান্ডার্ডটাও তুলে ধরেন। ফেসবুকে ভাইরাল হওয়া কিছু রসাত্মক লাইন (যেমন: বসেন বসেন..বইসা যান) গল্পে এমন জায়গাসমূহে জুড়ে দেওয়া হয়েছে, বইটা পড়তে গিয়ে অনেক সময় হাসি থামানোর উপায় থাকেনা।
Was this review helpful to you?
or
বইটিতে কৌতুকছলে সমাজের বিভিন্ন অসঙ্গতি, ডাবল স্ট্যান্ডার্ড তুলে ধরা হয়েছে। আমাদের সমাজে প্রচলিত বিভিন্ন উৎসব(যেমন: বড়দিন, এপ্রিল ফুল, ভ্যালেন্টাইন'স ডে, নিউ ইয়ার, বৈশাখী ইত্যাদি) উদযাপনের পেছনের ব্যাকগ্রাউন্ডগুলো ইবনে ফুলান আর আবু ফুলান রসাত্মকভাবে ইন্টার্ভিউ নিয়েছেন। বিটিভির জনপ্রিয় অনুষ্ঠানগুলোকে প্যারোডি চরিত্রের মাধ্যমে (যেমন: মিনা-রাজু, সিসিমপুর, ইত্যাদির নানা-নাতি, মামা-ভাগ্নে) বেশ রসাত্মকভাবে বইটিতে তুলে ধরা হয়েছে। টিভির চিরিত্রে তারা যেমন সমাজের অসঙ্গতি (!) তুলে ধরেন, এই বইতেও তাদের চিরচেনা ভঙ্গিতে তারা অসঙ্গতির পাশাপাশি ডাবল স্ট্যান্ডার্ডটাও তুলে ধরেন। ফেসবুকে ভাইরাল হওয়া কিছু রসাত্মক লাইন (যেমন: বসেন বসেন..বইসা যান) গল্পে এমন জায়গাসমূহে জুড়ে দেওয়া হয়েছে, বইটা পড়তে গিয়ে অনেক সময় হাসি থামানোর উপায় থাকেনা।
Was this review helpful to you?
or
একটা ফেসবুক পেইজ যেখানে শিক্ষামূলক রম্যগল্প লেখা হয় সেখান থেকে কয়েকটি গল্প একত্রিত করে রচিত বই! বইটার প্রতি আকৃষ্ট হয়েছিলাম বইটির নাম দেখে আর লেখকের নামের জায়গায় “হুজুর হয়ে টিম” দেখে। মাশাআল্লাহ! অসাধারণ বই! সমাজের অসংগতিগুলোকে হাস্যরসাত্মক গল্প হিসেবে উপস্থাপন করেছে বইটি। প্রথম থেকে শেষ পর্যন্ত শিক্ষা ও কৌতুক সমান্তরালে এগিয়েছে। গায়ক বনাম হুজুর গল্পটা এপিক। অপেক্ষায় আছি এমন আরো একটা বইয়ের। আশা করি খুব দ্রুত ই এই বইটির দ্বিতীয় অংশ প্রকাশ হবে।
Was this review helpful to you?
or
আমার পড়া বেস্ট ইসলামিক রম্য গল্প সমগ্র। এই বইয়ের সাথে অন্যকোন রম্য বইয়ের তুলনা হয় না। আল্লাহ তা'আলা হুজুর হয়ে টিম এবং শাইখ উসামা কে উত্তম প্রতিদান দান করুল।
Was this review helpful to you?
or
এটি শুধু বই নয়। বিশ্বাসের ফিল্টারিং মেশিন বলা যেতে পারে। বইটি খুললেই আপনি পাবেন শুরুর কথা। কীভাবে আর কেন বইটি রচিত হয়েছে। এরপরই পাবেন ‘বিটিভি সমগ্র’। যার মধ্যে আছে, ১) লালসালু সমস্যার সঠিক ইসলামী সমাধান ২) রাজু হুজুর বনাম এনজিও ৩) ওয়াহিদ, ইসনান, সালাসা, সিসিমপুর ৪) মনের কথা : পারুল হুজুরনী ৫) আশুরায় নানা-নাতি ৬) ভাগ্নের ধর্মব্যবসা ৭) হিমুর মুখে ১০৮টি আযওয়া খেজুর ৮) পুরুষবাদী . এরপর পাবেন ‘নাটিকা ছুটি’, ‘গায়ক বনাম হুজুর’। আর শেষের দিকে আপনি পাবেন ‘হুজুর হয়ে’ টিভির রিপোর্টার ‘আবু ফুলান’-এর রিপোর্ট নিয়ে রচিত ‘ফুলান সিরিজ’। যার মধ্যে আছে, ১) ঈদুল আযহা পর্ব ২) বনের রাজার সাথে ৩) ‘সকল ঈদের বড় ঈদ’ পর্ব ৪) বড়দিন পর্ব ৫) পোস্টার-ফেস্টুনের সাথে একদিন ৬) এপ্রিল ফুল ৭) বৈশাখী পর্ব ৮) ভ্যালেন্টাইন পর্ব ৯) থেমিস দেবীর সাথে ১০) টক শো ১১) হ্যালোডইন পর্ব ১২) নিউ ইয়ার পর্ব ১৩) রামাদান পর্ব ১৪) ঈদুল ফিতর পর্ব . বইটির মোট পৃষ্ঠা : ১২০ লিখেছেন : হুজুর হয়ে পেইজের লেখকবৃন্দ শারঈ সম্পাদনা করেছেন : মাওলানা আলী হাসান উসামা প্রকাশনী : সমর্পণ প্রকাশন মুদ্রিত মূল্য : ১৭৫ টাকা .ঘরে বসে অর্ডার করতে ইনবক্স এ মেসেজ দিন। বইটির প্রতিটি গল্প আপনাকে শুধু আনন্দ দেবে, তা নয়। প্রতিটি গল্প আপনার চিন্তার দিগন্তকে বিস্তৃত করবে। ভাবনার খোরাক জোগাবে। সাথে সাথে সমাজের বিভিন্ন অসঙ্গতিগুলো, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে।